Studypress News

Asia–Europe Meeting

15 Jun 2016

এশিয়া ও ইউরোপের দেশগুলোর জোট ‘আসেম’ Asia–Europe Meeting (ASEM) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
১৫ ও ১৬ই জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে দু’দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দুই মহাদেশের ৫১ রাষ্ট্র বা সরকার প্রধান অংশ  নেবেন। ওই জোটে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ২৮ দেশসহ ইউরোপের মোট ৩০টি দেশ রয়েছে। সেখানে এশিয়ার ২১টি দেশ ছাড়াও আঞ্চলিক সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ান সচিবালয় এর সদস্য।

এক নজরে আসেম:
প্রতিষ্ঠাকাল: ১লা মার্চ ১৯৯৬, ব্যাংকক 
সদস্য় সংখ্যা : ৫৩ (৫১ টি দেশ এবং ২ টি প্রতিষ্ঠান)
আসেম এর প্রধান তিনটি স্তম্ভ আছে:
(১)রাজনীতি,  (২) অর্থনীতি, (৩) সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা  
এটি আসেম এর ১৩তম সম্মেলন