Studypress News

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি সাজেশন বাংলা : ১৩

18 Sep 2020

৬০১। "কাশবনের কন্যা" – গ্রন্থটির লেখক কে? ----  শামসুদ্দিন আবুল কালাম
৬০২| মুধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? ---  রামায়ণ
৬০৩। "সীতার বনবাস" কার রচনা? ---  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬০৪। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? ---  বিয়ে পাগলা বুড়াে
৬০৫| সাহিত্য সরস্বতী – কার উপাধি?   ---- স্বর্ণকুমারী দেবী
৬০৬। রাম দা শব্দের 'রাম' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত?  --- উৎকৃষ্ট
৬০৭। লােকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি? --- ছড়া
৬০৮। সংস্কৃতির ভাঙ্গা সেতু – গ্রন্থটির রচিয়তা কে?  --- আখতারুজ্জামান ইলিয়াস
৬০৯। শীকর শব্দটির অর্থ কি? ---  জলকণা

৬১০। 'অশ্রু' শব্দের প্রতিশব্দ কোনটি? ----  নীর
৬১১। মুখ তােলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?  --- প্রসন্ন হওয়া
৬১২. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?  --- শামসুর রাহমান
৬১৩। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? -- - ১৯১০
৬১৪। কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান' কাব্যের । ঐতিহাসিক পটভূমি ছিল --- তৃতীয় পানিপথের যুদ্ধ
৬১৫। বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? --- বিস্ময়কে আপন্ন
৬১৬। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? ---- দীনেশরঞ্জন দাস

৬১৭। কদাকার’ শব্দটি কোন উপসর্গযােগে গঠিত? --- দেশি উপসর্গযােগে
৬১৮।  ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহেকার উক্তি --- মীর মােশারফ হােসেনের
৬১৯। প্রদীপ নিবিয়া গেল’- বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? --- বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা
৬২০| চর্যাচর্যবিনিশ্চয়- এর অর্থ কী? ---  কোনটি আচরণীয়,আর কোনটি নয়
৬২১। চন্দনা চরিত্রের স্রষ্টা কে? ----  রবীন্দ্রনাথ ঠাকুর
৬২২। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি  --- অনুবাদ নাটক
৬২৩। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক ? --- আত্মচরিত
৬২৪| সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত ---- চর্যাপদ
৬২৫। গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত  --- নাট্যগীতি
৬২৬। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না --- - ক্ষনপ্রভা
৬২৭। শশ্রু  এর অর্থ কি --- শাশুড়ি
৬২৮ । ‘অনুকরণ করার ইচ্ছা’ এক কথায় কি হবে? ---  অনুচিকীর্ষা
৬২৯। একুশে ফেব্রুয়ারী গ্রন্থের সম্পাদক কে ছিলেন?  --- - হাসান হাফিজুর রহমান 
৬৩০| সাঁঝের মায়া সুফিয়া কামালের?  -- - কাব্যগ্রন্থ
৬৩১। বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান নেই এমন ব্যক্তিকে বলা হয়  –- কূপমণ্ডূক

৬৩২। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বােঝায়, তাকে বলে  ---- দ্বিগু সমাস
৬৩৩। বাংলা লিপির সংগঠন কোন রাজার আমলে হয়?  --- সেন রাজাদের
৬৩৪। “আছ তুমি প্রভু জগৎ মাঝারে’ এখানে। ‘মাঝারে’ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ---- ব্যাপ্তি
৬৩৫| একাত্তর এর জননী বইয়ের লেখক কে ? ----  রমা চৌধুরী
৬৩৬। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা কে? --- মাঝারুল ইসলাম
৬৩৭। শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে? ---- কায়কোবাদ
৬৩৮| হপ্ত পয়কর কার রচনা ? ---  সৈয়দ আলাওল
৬৩৯। খেয়া পারের তরণী কবিতার কবি হচ্ছেন  --- কাজী নজরুল ইসলাম
৬৪০।“বাতাসে লাশের গন্ধ” বিখ্যাত কবিতাটি কার  লিখা?  ---  - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ 

৬৪১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা   -- - প্রভাবতী সম্ভাষণ
৬৪২। শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ  দিয়েছেন  --- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৬৪৩। সােনাভান কাব্য গ্রন্থটির রচয়িতা কে?  ---- শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
৬৪৪| সংশপ্তক ও সারেং বউ কোন জাতীয় গ্রন্থ? --- উপন্যাস
৬৪৫। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা  — - গীতি কবিতা
৬৪৬। জরাসন্ধ কার ছদ্মনাম  ---- চারুচন্দ্র চক্রবর্তী

৬৪৭। কোন গ্রন্থটি রাজা রামমাহন রায়ের রচনা নয়?  - বেদান্ত চন্দ্রিকা

৬৪৮| “কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া”কবি। কার প্রসঙ্গে বলেছেন ---- রুপাই
৬৪৯। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না--- - বঙ্কিমচন্দ্র।
৬৫০| বহিপীর’ কে রচনা করেন? ---  সৈয়দ ওয়ালীউল্লাহ