Studypress News

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি সাজেশন বাংলা : ১১

18 Sep 2020

৫০১। পৃথিবীতে কে কাহার? – এই উক্তিটি কোন ছােট গল্পের? --- পােস্ট মাস্টার
৫০২। রূপসী বাংলা কাব্যগ্রন্থ কিসের পরিচায়ক? --- স্বদেশপ্রীতি

৫০৩| মানব-মুকুট গ্রন্থটি কার রচিত? --- এয়াকুব আলী চৌধুরী
৫০৪। হয়রত মুহাম্মাদ (সঃ) এর জীবনী গ্রন্থ --- মরু ভাস্কর

৫০৫। ব্যাকরণশব্দটি হলাে? --- তৎসম
৫০৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ গ্রন্থের নাম কি? --- ব্যাকরণ কৌমুদী
৫০৭। অলি-গলি " শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলে হয়? ----  দ্বিরুক্ত অনুচর শব্দ
৫০৮। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়? ---- বাক্যতত্ত্ব

৫০৯। বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়? --- পর্তুগিজ

৫১০া ভাষার মৌলিক উপাদান কোনটি? -- ধ্বনি

৫১১। রাজ রামমােহন রায় প্রাণীত ব্যাকরণের নাম কি? --- গৌড়ীয় ব্যাকরণ
৫১৩. কোন শব্দটি ব্যাকরণের আলােচ্যসূচিতে পড়ে ?--- মনস্তত্ত্ব

৫১৪ | বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন? --- মানুয়েল ডি আসসুম্পসাম
৫১৫| ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ " কে রচনা করেন? --- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৫১৬। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থটির রচিয়তা কে? --- আখতারুজ্জামান ইলিয়াস
৫১৭। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? -- - মনসামঙ্গল।

৫১৮| সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? -- রবীন্দ্রনাথ ঠাকুর
৫১৯। মানচিত্র নাটকটির রচিয়তা কে? --- আনিস চৌধুরী
৫২০। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটি কে রচনা করেন? --- সেলিম আল দীন
৫২১। সুবচন নির্বাসনে নাটকটি কে রচনা করেছেন? --- আবদুল্লাহ আল মামুন
৫২২৷ রতন নামের নায়িকা চরিত্রটি কোন ছােট গল্পের?-- - পােস্ট মাস্টার

৫২৩. রাজলক্ষী চরিত্রের স্রষ্টা কে?-- - শরৎচন্দ্র
৫২৪। মুস্তফা চরিত গ্রন্থের রচিয়তা কে? - ---  মাওলানা আকরাম খাঁ।
৫২৫। ধর্মবিষয়ক আখ্যান গ্রন্থ ---- মঙ্গলকাব্য

৫২৬ |"এ এক বিরাট সত্য" এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ? - বিশেষ্য
৫২৭“গাড়ী ষ্টেশন ছাড়ে" এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি? --- অপাদান কারকেশূন্য।
৫২৮। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? --- চন্দ্রাবতী
৫২৯।‘আজকে তােমায় দেখতে এলাম জগৎ আলাে নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? ---- অধিকরণে ২য়া
৫৩০।পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে? --- স্নেহাসম্পদ
৫৩১। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ ----- বীরবলের হালখাতা
৫৩২াদোসরা তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে ---- হিন্দি

৫৩৩ | ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে  ---- হীরক জয়ন্তী
৫৩৪। কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ। পায়? --- সাধু ভাষায়।
৫৩৫। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক? --- করণ কারক
৫৩৬। 'এইসব গ্রামে' কবিতাটি আবুল হােসেনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ---- নব বসন্ত
৫৩৭। স্মৃতিসৌধ কবিতার রচিয়তা কে? ---- ফয়েজ আহমেদ
৫৩৮৷ লালসালু কিসের প্রতীক? ---- ভন্ডামীর প্রতীক
৫৩৯। সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ উক্তিটি কোন ছুট গল্প থেকে নেওয়া? ---- হৈমন্তি
৫৪০। বিলাসী গল্পের বর্ণনাকারী কে? --- ন্যাড়া
৫৪১। বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের রচিয়তা কে? --- শামসুর রাহমান
৫৪২। জীবনের হিসাব কবিতাটির রচিয়তা কে? --- সুকুমার রায়
৫৪৩| মহৎ জীবন গ্রন্থটি কার রচনা? --- মুহম্মদ লুৎফর রহমান
৫৪৪। দুর্মর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? --- পূর্বাভাস
৫৪৫| আশরাফ সিদ্দীকির বিখ্যাত কবিতা কোনটি? --- নিমন্ত্রণ।
৫৪৬। নিশীথ রাতে বাজে বাঁশি বাক্যে নিশীথ কোন পদ? --- বিশেষণ
৫৪৭] গড়ল শব্দের অর্থ কি? --- মেঘ
৫৪৮| আমার গানের মালা আমি করবাে কারে দান - এই বাক্যে 'কারে' কোন কারকে কোন বিভক্তি? --- কর্মে ৭মী
৫৪৯। খেয়া পার করে যে এর সঠিক এক কথায় প্রকাশ --- পাটনী
৫৫০| দুয়ারে দাঁড়ায়ে প্রার্থী, ভিক্ষা দেহ তারে- এখানে 'দুয়ারে' কোন কারক? -- - ঐকদেশিক আধারাধিকরণ