Studypress News

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি সাজেশন বাংলা : ১০

18 Sep 2020

৪৫১। কবি ফররুখ আহমদ 'বৃষ্টি' কবিতায় তুলে ধরেছেন— - গ্রীষ্ণকালীন প্রকৃতির রূপ
৪৫২। 'রসগােল্লা' রম্যরচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া। হয়েছে?- ধূপছায়া
৪৫৩| আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতা কোনটি? - মাগাে ওরা বলে
৪৫৪। 'ওরে নবীন, ওরে আমার কাঁচা'— চরণটির। রচিয়তা কে? - রবীন্দ্রনাথ ঠাকুর
৪৫৫। ফুলকুমারী শব্দটি কোন সমাস? - উপমিত কর্মধারয়

৪৫৬। সৌন্দর্য সকলকে আকর্ষণ করে। এই বাক্যে 'সৌন্দর্য কোন পদ? - বিশেষ্য ।
৪৫৭। 'স্কুল>ইস্কুল' ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার নাম কি? - আদি স্বরাগম

৪৫৮। 'ড় ও ঢ' ধ্বনি দুটিকে কি বলে? - তাড়নজাত ধ্বনি

৪৫৯। ঘনশ্যাম কোন সমাস? - উপমান কর্মধারয়
৪৬০। নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান? ---- আষাঢ়
৪৬১। বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে বলে—- পদ

৪৬২। শব্দ ও ধাতুকে বলে? ---- প্রকৃতি
৪৬৩। অপব্যয় এর 'অপ' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত? --- অপকর্ম
৪৬৪। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? --- বিষমীভবন
৪৬৫। ইসক্রা কাব্যগ্রন্থটি কার রচিত? --- নির্মলেন্দু গুণ
৪৬৬। 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' চরণটির রচিয়তা কে? --- চন্ডীদাস
৪৬৭। নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? -- - ধানক্ষেত
৪৬৮। মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মতাে পাল উড়িয়ে কী ভাসে। এ লাইন দুটির রচিয়তা কে? --- আল মাহমুদ
৪৬৯। তিতাস একটি নদীর নাম কি জাতীয় গ্রন্থ? --- উপন্যাস
৪৭০| সারেং বউ কোন জাতীয় রচনা? --- উপন্যাস
৪৭১। বড়াই ও রাধা চরিত্রদ্বয় এর স্রষ্টা কে? --- চণ্ডীদাস
৪৭২। বাংলার মিল্টন বলা হয় কোন লেখককে? --- হেমচন্দ্রকে

৪৭৩ | সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? ---  মােহিতলাল মজুমদার
৪৭৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন? ---- ১৯০১ সালে
৪৭৫| 'নৌকা ঘাটে বাঁধা' এখানে 'ঘাটে' কোন কারকে কোন বিভক্তি? ---  অধিকরণে ৭ মী

৪৭৬। বৃহৎ + পতি =বৃহস্পতি কোন সন্ধির উদাহরণ? --- নিপাতনে সিদ্ধ।
৪৭৭। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? ---- যৌগিক স্বর
৪৭৮। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?  ----  কার
৪৭৯। বিচরণশব্দে 'বি' উৎসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? --- গতি
৪৮০| একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে ব্যবহৃত হয়? ---- কোলন।

৪৮১। 'গা সহা' কোন সমাস?- উপপদ তৎপুরুষ

৪৮২। ঝন্ ঝন্ করে কাচের গ্লাসটি ভেঙ্গে গেল।। এখানে ঝন্‌ ঝন্ –-- ধ্বন্যাত্মক অব্যয়
৪৮৩। ভাষার কোন রীতিতে 'সর্বনাম ও ক্রিয়া' পদ বিস্তারিত? ---- সাধু
৪৮৪। উ এবং ঊ কোন স্থান থেকে উচ্চারিত হয়? ---  - ওষ্ঠ 

৪৮৫। নির্মাল্য কাব্যগ্রন্থের রচিয়তা কে? ---- কামিনী রায়
৪৮৬। 'চর্যাপদের' মূল বিষয়বস্তু কি? --- বৌদ্ধধর্মের সাধন-ভজন
৪৮৭। বােবা কাহিনী উপন্যাসের রচিয়তা কে? --- জসীমউদ্দীন।
৪৮৮। ধূসর পান্ডুলিপি কাব্যগ্রন্থের রচিয়তা কে? --- জীবনানন্দ দাস
৪৮৯। ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি? --- কৃপার শাস্ত্রের অর্থভেদ
৪৯০ | জয়যাত্রা কবিতায় আত্মার বন্ধন বলতে কি বুঝিয়েছেন? --- বিশ্বমানবতার একাত্নতা
৪৯১। 'খেয়া' রবি ঠাকুরের একটি --- কাব্যগ্রন্থ
৪৯২। কপালকুণ্ডলা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। কোনটি? --- নবকুমার
৪৯৩ | সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র উপন্যাস কোনটি? --- জন্ম-দুঃখী
৪৯৪ । ভাঙ্গা কুলা গল্পের বড় মিঞা চরিত্রটি --- ভালানটিয়ার সরদার।
৪৯৫। বনফুল কার ছদ্মনাম? --- বলাইচাঁদ মুখােপাধ্যায়
৪৯৬। মাইকেল মধুসূদন দত্তের তিলােত্তমাসম্ভব কাব্য। একটি --- কাহিনীকাব্য
৪৯৭। সিন্ধু হিন্দোল কাব্যের বিখ্যাত কবিতা কোনটি? --- দারিদ্র
৪৯৮। বেহুলা গীতাভিনয় নাটকটি কে রচনা করেন? --- মীর মশাররফ হােসেন
৪৯৯। কমেডি অব এররস থেকে অনুদিত গ্রন্থ হল  --- ভ্রান্তিবিলাস

৫০০। যােগাযােগ উপন্যাসের নায়িকা চরিত্র কে? --- কুমুদিনি