Studypress News

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি সাজেশন বাংলা : ৯

18 Sep 2020

৪০১। মােসলেম ভারত পত্রিকাটি কে সম্পন্ন করেন? ---  - মােজাম্মেল হক

৪০২। টুনি চরিত্রটি কোন উপন্যাসের? - ---  হাজার বছর ধরে
৪০৩। নীহারিকা দেবী কার ছদ্মনাম? ----   অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৪০৪। বুদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত 'বিখ্যাত কবিতা' একটি ----  পত্রিকা
৪০৫। স্বামী কালিকানন্দ এর ছদ্মনাম কি ছিল? ----   অবধূত
৪০৬। 'অভাগা যদ্যপি চায়, সাগর শুকায়ে যায়' প্রবাদটির রচিয়তা কে? - মুকুন্দরাম
৪০৭। 'আমি বিজয় দেখেছি' গ্রন্থের প্রকৃতি কি? ---  মুক্তিযুদ্ধ চালাকলীন স্মৃতিকথা ৪০৮। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায়। না—উক্তিটি কার? --- - রবীন্দ্রনাথ ঠাকুর

৪০৯। বাংলা সাহিত্যে গাজী মিয়া কে? ---- মীর মশাররফ হােসেন
৪১০| বাউল গানকে কি সাহিত্য বলা হয়? ---  তত্ত্ব সাহিত্য
৪১১। কবিগানের রচিয়তা ছিলেন কারা— ---  নিম্ন বর্ণের হিন্দু
৪১২। চাচা কাহিনীর লেখক কে? ----  - সৈয়দ মুজতবা আলী
৪১৩| পঞ্চপাণ্ডব বলা হয় কাদের --- তিরিশের কবিদের
৪১৪| খানকাহ্ কি? --- সুফীদের আস্তানা
৪১৫'এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি'— চরণটি কোন কবিতার অংশ? ----   দুই বিঘা জমি
৪১৬। 'কত ছবি, কত গান'— এর লেখক কে? ----  আলাউদ্দিন আল আজাদ
৪১৭। "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে" এই চরণটি কার লেখা? ----  রবীন্দ্রনাথ ঠাকুর
৪১৮| "এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মাের" —এ পঙতিটির রচিয়তা কে? - বিদ্যাপতি
৪১৯। 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্রের একটি – --- রম্যরচনা গ্রন্থ
৪২০' কার্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ---- কৃ + য
৪২১। দিন ও রাতের সন্ধিক্ষণ— এক কথায় কি হবে? ---- গােধূলি।
৪২২। 'স্মৃতিসৌধ' কোন কর্মধারয় সমাস? ---- মধ্যপদলােপী
৪২৩। যে কাজ এখনাে চলছে তাকে কি বলে? ---- ঘটমান বর্তমান
৪২৪।' আমার বই পড়া হয়েছে' বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে ---– -আমি বই পড়েছি। 


৪২৫। 'চকলেট কোন ভাষার শব্দ? ---- মেক্সিকান

৪২৬। 'নজরুলজয়ন্তী' হচ্ছে— --- নজরুলের জন্ম দিবস।
৪২৭। 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' – এখানে কিংবা কোন অব্যয়? ---- বিয়ােজক অব্যয়
৪২৮] 'সন্ধ্যায় সূর্য অস্ত যায়' – কোন বর্তমান কালের উদাহরণ? --- নিত্যবৃত্ত
৪২৯। 'গাঁয়ে ফু দিয়ে বেড়ানাে' বাগধারাটির অর্থ কি? --- কোন দায়িত্ব গ্রহণ না করা
৪৩০। বিদ্যে বােঝাই বাবুমশাই চড়ি শখের বােটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে? এই কবিতাংশটুকু কোন কবির রচনা --- সুকুমার রায়

৪৩১। সিরাজদ্দৌলা নাটকের নাট্যকার — - গিরিশ চন্দ্র
৪৩২৷ 'কবর' কবিতায় দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? ----  শাপলার হাটে

৪৩৩| বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? ---- চার

৪৩৪। কাজী নজরুলের প্রথম রচনা কোনটি? --- বাউন্ডেলের আত্মকাহিনী
৪৩৫| সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি – চরণটি কোন কবির রচনা? - দ্বিজেন্দ্রলাল রায়

৪৩৬। রাজলক্ষী চরিত্রের স্রষ্টা কোন ঔপন্যাসিক? ---- শরৎচন্দ্র

৪৩৭। শূণ্যপুরাণ' এর রচিয়তা কে? --- রামাই পণ্ডিত
৪৩৮। 'জোছনা ও জননীর গল্প' উপন্যাসটি কে রচনা করেন? ---- হূমায়ূন আহমেদ
৪৩৯। 'ডালভাত' কেমন অর্থের শব্দযােগে দ্বিরুক্ত হয়েছে? ---- মিলনার্থক
880 | সাম্রাজ্যের চেয়েও বড় রচনায় 'বড়' কে? - শেক্সপিয়র
৪৪১। পল্লী বর্ষা কবিতায় 'রঙ্গিন চিঠি' কোন পথ দিয়ে যায়? - কেয়া বনের পথ
৪৪২। 'ফি-বছর' – সঠিক ব্যাসবাক্য কোনটি? - বছর বছর

৪৪৩| মহত্বের শক্তি প্রবন্ধটির রচিয়তা কে? - এয়াকুব আলী চৌধুরী
৪৪৪। 'সবুজের অভিযান' কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? - বলাকা
৪৪৫। 'আজ রবিবার নাটকটির রচিয়তা কে? - হুমায়ূন আহমেদ
৪৪৬। বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি? - দিগদর্শন
৪৪৭। 'এই বনে বাঘের ভয় নেই। বাক্যে "বাঘের" শব্দটি কোন কারকে কোন বিভক্তি? - অপাদানে ষষ্ঠী

৪৪৮৷ বেটাইম শব্দটির গঠন ---- ফারসি+ইংরেজি
৪৪৯। ঊনপঞ্চাশের মনন্ধুর  পটভূমির নাটক কোনটি? ---- নেমেসিস
৪৫০। কবি ও বৈজ্ঞানিকদের মধ্যে মিল কোন দিক থেকে? উভয়েই ---- সাধক