Studypress News

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি সাজেশন বাংলা : ৮

15 Sep 2020

৩৫০। রতন চতিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছােটগল্পের? ----  পােস্টমাস্টার
৩৫১। রূপজালাল নামে আত্মজীবনী লিখেছেন কে? ----  নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
৩৫২। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?----   মেঘনাদবধ কাব্য

৩৫৩| কাজী নজরুল ইসলামের মা কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া? - ঝিঙেফুল
৩৫৪। কাজলকালাে এর সঠিক ব্যাসবাক্য কি? ----  কাজলের ন্যায় কালাে।
৩৫৫। কোন জাতীয় শব্দের 'ষ' এর ব্যাবহার হয় না? ---- বিদেশী
৩৫৬া সৎপাত্রে কন্যা দাও- 'সৎপাত্রে' পদটি কোন কারকে কোন বিভক্তির প্রয়ােগ হয়েছে। ---- সম্প্রদানে সপ্তমী
৩৫৭। 'নীল যে পদ্ম=নীলপদ্ম' কোন সমাস? ---  কর্মধারয় সমাস
৩৫৮। 'প্রিয় স্বাধীনতা' কবিতায় কোন নদীর উল্লেখ আছে? ---  মেঘনা।
৩৫৯। খ্যাতির বিড়ম্বনা নাটকটি-  -------- হাস্যরসাত্মক
৩৬০ | সাত সাগরের মাঝি কবিতায় কবি কাকে এই মাঝি বলেছেন? ---  সুদক্ষ নেতাকে
৩৬১। বৃক্ষ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ----- বনবানী
৩৬২া ‘সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন  -- - রাজা রামমােহন রায়
৩৬৩| বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল? -- - সাধু রীতি
৩৬৪। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়--  - প্রমিত ভাষা
৩৬৫] কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে। প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? --- প্রমথ চৌধুরী
৩৬৬। বাংলা সাহিত্যের কথা' গ্রন্থটি রচনা করেন- মুহম্মদ শহীদুল্লাহ
৩৬৭। বাঙ্গালীর ইতিহাস” বইটির লেখক কে? -নীহারঞ্জন রায়
৩৬৮। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবিতাটির রচয়িতা কে? - মাহবুব-উল-আলম
৩৬৯। ইদুর’ কার বিখ্যাত ছােটগল্পের নাম? ---   সােমেন চন্দ 

৩৭০। একাত্তরের যীশু’ গল্পটির রচয়িতা কে? ---  শাহরিয়ার কবির। ৩৭১।‘ডাকহরকরা' গল্পটির রচয়িতা কে? ---  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৩৭২। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? - ছােটগল্প ।
৩৭৩| ‘জিবরাঈলের ডানা’ গল্পের রচয়িতা কে? ----  শাহেদ আলী
৩৭৪। বাংলা সাহিত্যের কথা’ গ্রন্থটি রচনা করেন --  - মুহম্মদ শহীদুল্লাহ
৩৭৫। বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে? ----  নীহারঞ্জন রায়
৩৭৬। ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ? ----  নীরদচন্দ্র চৌধুরী
৩৭৭। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযােগ্য গ্রন্থ কার রচনা? --- দীনেশচন্দ্র সেন
৩৭৮। কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস? ---- বঙ্গভাষা ও সাহিত্য
৩৭৯। পারস্য প্রতিভা' গ্রন্থের রচয়িতা কে? ---- মােহাম্মদ বরকতুল্লাহ।

৩৮০| কোন গ্রন্থটি মােতাহের হােসেন চৌধুরী রচিত?  ---  সংস্কৃতি-কথা
৩৮১। সংস্কৃতি-কথা' গ্রন্থটির রচয়িতার নাম  ---- মােতাহের হােসেন চৌধুরী
৩৮২ বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক লেখক হচ্ছেন --- - জাফর ইকবাল
৩৮৩| এসাে বিজ্ঞানের রাজ্যে’ লেখক কে? ----  আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন ৩৮৪| ‘মানবজীবন', মহৎ জীবন’, উন্নত জীবনপ্রভৃতি গ্রন্থের রচয়িতা  ---- মােহাম্মদ লুৎফর রহমান
৩৮৫। প্রভাত-চিন্তা’, ‘নিভৃত-চিন্তা’, ‘নিশীথ-চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা  -----কালীপ্রসন্ন ঘােষ

৩৮৬। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?

----- বদরুদ্দীন ওমর
৩৮৭। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? ---   পরপদ
৩৮৮| অবয়ীভাব সমাসে ‘অব্যয়’ পদের অর্থ  --- প্রধান থাকে
৩৮৯। প্রঞ্জলতা শব্দের অর্থ কি? ---- সহজবােধ্যতা
৩৯০। বৃক্ষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? --- বনবাণী
৩৯১। কামিনী রায় রচিত আলাে ও ছায়া কি?--- - কাব্যগ্রন্থ

৩৯২া মঙ্গল কাব্যে কতজন কবির সন্ধান পাওয়া যায়? ---- ৬২ জন।
৩৯৩| মরু-ভাস্কর অর্থ কি? ---- মরভূমির সূর্য
৩৯৪। উমর ফারুক কবিতায় কাকে পরশ মানিক বলা হয়েছে? --- -ইসলামকে
৩৯৫| দুরন্ত পথিক কিসের প্রতীক?  -- -- তারুণ্যের
৩৯৬। পল্লীবর্ষা কবিতায় আসরের মধ্যমণি কে? - --  গাঁয়ের বৃদ্ধ
৩৯৭। জীবনানন্দ দাশ প্রধানত – ---  প্রকৃতির কবি
৩৯৮৷ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়? ----  মানসী
৩৯৯। লাজুক লতা গল্পগ্রন্থটি কার রচিত? ----  - মানিক বন্দ্যোপাধ্যায়  

৪০০। ডা. লুৎফর রহমান রচিত প্রথম বইটি একটি? ---- উপন্যাস