Studypress News

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি সাজেশন বাংলা : ৭

15 Sep 2020

৩০১। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন কে? ---- দীনবন্ধু মিত্র
৩০২। নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন। কে? ---- মাইকেল মধুসূদন দত্ত ৩০৩ চৈত্রের ভালবাসা কাব্যগ্রন্থের রচিয়তা কে? --- -  নির্মলেন্দু গুণ ।
৩০৪। লােক সাহিত্যের উপাদান কি? ----  জনশ্রুতিমূলক বিষয়
৩০৫| পদ্মগােখরাে গল্পের নায়িকা কে? ----   জোলেখা
৩০৬। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযােগী? -----  নাটকের সংলাপে
৩০৭। দুটি পুরুষবাচক শব্দ আছে কোনটির? -----  ননদ

 

৩০৮| সমাচার দর্পন পত্রিকার সম্পাদক কে ছিলেন ? ----   জন ক্লার্ক মার্শম্যান ৩০৯।‘এ যে আমাদের চেনা লােক ‘’- বাক্যে ‘চেনা’ কোন পদ? ----- বিশেষণ
৩১০ ‘গােরক্ষ বিজয় ‘ কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?-----  নাথ ধর্ম

৩১১। জজ সাহেব - কোন সমাসের উদাহরণ? ----   কর্মধারয়

৩১২। “পাখী সব করে রব রাতি পােহাইল’ পঙক্তির রচয়িতা – -----  মদনমােহন তর্কালঙ্কার
৩১৩া এ মাটি সােনার বাড়া -- এ উদ্ধৃতিতে ‘সােনা’ কোন পদ? - ---  বিশেষণের অতিশায়ন

৩১৪| আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা। কোনটি? --- রেখাচিত্র
৩১৫। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কোন ছন্দে রচিত? ---- মাত্রাবৃত্ত ৩১৬। পালামৌ’ কোন ধরনের রচনা? ---- ভ্রমণ কাহিনী
৩১৭। রােহিণী’ কোন সাহিত্যকর্মের চরিত্র? ---- কৃষ্ণকান্তের উইল
৩১৮| সাহিত্র পত্রিকা ‘কবিতা’ এর সম্পাদক ছিলেন? ---- বুদ্ধদেব বসু
৩১৯। গায়ে-হলুদ’ কোন সমাস? ----  বহুব্রীহী।
৩২০ ‘অপসংস্কৃতি’ শব্দটিতে ‘অপ’ উপসর্গটি কোন। অর্থে ব্যবহৃত হয়েছে? ----  নিকৃষ্ট
৩২১। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি অপূর্ণ। বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়?  --- - কোলন
৩২২। শব্দের রূপ পরিবর্তন কিসের আলােচ্য বিষয়? --- - রূপতত্ত্বের
৩২৩| ফাল্গুন>ফাগুন-এর উদাহরণ। ----  অন্তর্হতি
৩২৪। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল। ---  পদ্মা
৩২৫| আমি কোন লিঙ্গ? --- উভয় লিঙ্গ
৩২৬।‘অন্তর টিপুনী’ বলতে কি বােঝায়? ---- গােপন ব্যথা
৩২৭। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা। ---- বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি
৩২৮। তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি,-এটি। কোন ধরনের বাক্য? - যৌগিক বাক্য
৩২৯। “আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?

- আবুল মনসুর আহমদ।
৩৩০| ‘বুলবুলিতে ধান খেয়েছে’ বাক্যে 'বুলবুলিতে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ----- কর্তায় ৭মী
৩৩১। শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা? - হূমায়ূন আহমেদ
৩৩২। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?  - ধাতু
৩৩৩। “আমার সােনার বাংলা আমি তােমায় ভালােবাসি” কে লিখেছেন? - রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩৪| “বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন? - মােহাম্মদ মনিরুজ্জামান
৩৩৫। মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনি আছে? -মনসা দেবী
৩৩৬া ঐ চাকরীর আশা ছেড়েছি’ – কোন অর্থ প্রকাশ। পায়?  ----   হতাশা

৩৩৭। আবুল ফজলের রেখাচিত্র কোন ধরণের রচনা?  -   আত্মজীবনী
৩৩৮। বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? --- রূপসী বাংলা

৩৩৯। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি? --- দুর্গেশনন্দিনী
৩৪০ | “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য” -কোন কবিতার চরণ ------------- বিদ্রোহী
৩৪১। মহাকবি আলাওল কোন যুগের কবি? ---- মধ্যযুগ
৩৪২। রবীন্দ্রনাথের কতাে বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়? ---  পনের বছর
৩৪৩। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? ----  ১৯৫৫
৩৪৪| বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে? ----  বঙ্কিমচন্দ্র
৩৪৫।‘মর নবে তুঠু মম শ্যাম সমান’ কার লেখা? ---- রবীন্দ্রনাথ
৩৪৬। কুলি-মজুর কবিতাটির রচিয়তা কে? ---  কাজী নজরুল ইসলাম
৩৪৭। 'ধনধান্য পুষ্পভরা' জনপ্রিয় এই দেশাত্মমূলক গান নেওয়া হয়েছে কোন নাটক থেকে? ----  সাজাহান
৩৪৮। হলদে পরীর দেশ কোন জাতীয় রচনা? ----   ভ্রমণ কাহিনী
৩৪৯। রাইফেল রুটি আওরাত গ্রন্থটি কে রচনা করেন? ----  আনােয়ার পাশা

৩৫০। রতন চতিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছােটগল্পের? ----  পােস্টমাস্টার