Studypress News

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি সাজেশন বাংলা : ৫

15 Sep 2020

২০১। মধুমাখা এর সঠিক ব্যাসবাক্য কি? - মধু দ্বারা মাখা
২০২। সৌভাগ্যের বিষয় এর সঠিক বাগধারা – - একাদশে বৃহস্পতি
২০৩ | অভিনিবেশ শব্দটির অর্থ কি? - মনােযােগ
২০৪া রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? - আধিক্য
২০৫| হাতের পাঁচ অর্থ কি - শেষ সম্বল
২০৬। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এখানে সুন্দর - বিশেষ্য
২০৭। তুমি না বলেছিলে আগামীকাল আসবে?? এখানে না।  --  -হ্যাঁ বাচক
২০৮৷ যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম   --- - মিশ্র বাক্য

২০৯। ঢাকের কাঠি বলতে বুঝায় - মােসাহেব
২১০] শাহনামা রচনা করেন - ফেরদৌসী
২১১। বাগধারা ভাষা বিশেষের কি? - ঐতিহ্য।
২১২। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে – - প্রমথ চৌধুরী
২১৩| আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনা টি – -ঈশ্বরী পাটনীর
২১৪| কাশবনের কন্যা একটি - উপন্যাস

২১৫। যে সমাসের পূর্ব পদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বােঝায় তাকে বলে - দ্বিগু সমাস
২১৬। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন। - অশােক মুখােপাধ্যায়
২১৭। নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি
২১৮]একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক -হাসান হাফিজুর রহমান
২১৯। রাঙ্গামাটি কোন সমাস? - কর্মধারয় সমাস 

২২০। কষ্টে অতিক্রম করা যায় না যা -----  -দুরতিক্রম্য।
২২১। উৎকর্ষতা যে কারনে অশুদ্ধ - প্রত্যয়জনিত কারনে
২২২। ইয়ার বকশী বাগধারাটির অর্থ কি? - রঙ্গরস প্রিয় বন্ধু

২২৩| ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন - সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২২৪| ক্রিয়াপদ - সব সময়ে বাক্যে থাকবে।
২২৫। বঙ্গবন্ধু জেল জীবনের ওপর রচিত বইয়ের নাম। কী.? - ৩০৫৩ দিন।
২২৬া বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? - ৬ষ্ঠ। |
২২৭। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'দুই সৈনিক' এর রচয়িতা কে? -শওকত ওসমান। ২২৮। 'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা.? -১২ টি।
২২৯। 'পুরােনাে বাংলা গদ্য' গ্রন্থের লেখক কে? - আনিসুজ্জামান।
২৩০| দেশ বন্ধু’ কার উপাধি? - চিত্তরঞ্জন দাস।
২৩১। ব্যাকরণ চর্চার আদিভূমি কোন দেশ? - গ্রিস।
২৩২। বিশ্বের সবচেয়ে বড় আইনসভা কোন দেশের?  --- - ভারত।


২৩৩| ‘সায়াহ্ন’ শব্দের অর্থ কি?  - সন্ধ্যা। 
২৩৪। 'হারমণি’ লােকসাহিত্য সংকলনগ্রন্থের লেখক কে? - মুহম্মদ মনসুর উদ্দীন। ২৩৫| বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? -শ্রীকৃষ্ণকীর্তন।
২৩৬। জয়দেবের কাব্যের নাম কী? - গীতগােবিন্দ।
২৩৭। শিল্প ও সাহিত্যের কোন শাখায় হুমায়ূন আহমেদ বিখ্যাত ছিলেন? - --উপন্যাসে।
২৩৭। শিল্প ও সাহিত্যের কোন শাখায় এসএম সুলতান বিখ্যাত ছিলেন? ---- চিত্রকলায়।
২৩৮ ‘অশ্রুমালা’ এর রচয়িতা কে? - কায়কোবাদ।
২৩৯। শেষের কবিতা’ কোন শ্রেণির সাহিত্যকর্ম? - কাব্যধর্মী উপন্যাস।
২৪০| কালের কলস’ কোন শ্রেণির সাহিত্যকর্ম? - কাব্যগ্রন্থ।
২৪১।‘পদ্মাবতী’র রচয়িতা কে? ----- পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল, পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, পদ্মাবতী সমালােচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী। আহসান।
২৪২। জমিদার দর্পণ’ নাটকের রচয়িতা কে? - মীর মশাররফ হােসেন।
২৪৩| ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? -নতুন শব্দ গঠন।

২৪৪। 'বিষবৃক্ষ' কোন সমাস  ---  কর্মধারয়
২৪৫। 'উন্নত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? -- উৎ+নত
২৪৬। সাদা মেঘে বৃষ্টি হয় না। এখানে 'মেঘে' কোন কারক?   -- - অপাদান কারক
২৪৭। কলুর বলদ কোন সমাসের উদাহরণ? --- অলুক তৎপুরুষ সমাস
২৪৮। বহূৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? ---- বহ্নি+উৎসব 

২৪৯। 'বুলবুলিতে ধান খেয়েছে' --- বাক্যের 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি? ----- কর্তৃকারকে সপ্তমী
২৫০| কোন সমাসে ব্যাসবাক্য হয় না? -- অলুক সমাস।