Studypress News

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি সাজেশন বাংলা : ৩

15 Sep 2020

১০১। আলাউদ্দীন আল আজাদের উপন্যাস  -- - তেইশ নম্বর তৈল চিত্র (১৯৬০) ১০২.  রাইফেল রােটি আওরাত” কার লেখা? ---- আনােয়ার পাশা
১০৩.. “রেখা চিত্র” আবুল ফজলের কোন ধরনের রচনা? --- আত্মজীবনীমূলক
১০৪। 'দত্তা’ কার লেখা? ---- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৫| শ্রীকান্ত কার লেখা এবং কয়টি খণ্ড? ---- শরৎচন্দ্রচট্টোপাধ্যায়,এবং ৪টি খণ্ড ১০৬। শামসুর রাহমানের বিখ্যাত কাব্য। ----  দ্বিতীয় মৃত্যুর আগে
১০৭। শেষের কবিতা কি? ---- উপন্যাস।
১০৮। রমনা পার্কে’ কার লেখা? ----  নীলিমা ইব্রাহিম
১০৯। উত্তম পুরুষ’কার রচনা? ----  রশীদ করিম
১১০। প্রেমের সমাধী’কে লিখেছেন? ---- মজিবর রহমান।
১১১। কাঁটাতারে প্রজাপতী’কার রচনা? ---- সেলিনা হােসেন
১১২। পথের দাবী’কে লিখেছেন ? ----শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১৩| অভয়া’কোন উপন্যাসের চরিত্র?  ----- শ্রীকান্ত

১১৪া রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস? ---- বউ ঠাকুরাণীর হাট
১১৫| মৃত্যু ক্ষুধা কার লেখা? ---- কাজী নজরুল ইসলাম
১১৬। পুতুল নাচের ইতিকথা,পদ্মানদীর মাঝি, জননী, কার লেখা? - ---  মানিক বন্দ্যোপাধ্যায়
১১৭। অমিত,লাবন্য,ও কেটি কোন উপন্যাসের চরিত্র? - ---  শেষের কবিতা।
১১৮। প্রথম সার্থক উপন্যাস কোনটি? ----  দুর্গেশনন্দিনী’বঙ্কিমচন্দ্রচটোপাধ্যায়
১১৯। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? ---- সপ্তম শতাব্দী।।
১২০। পানিনি রচিত গ্রন্থের নাম কি? ---- ব্যাকরণ অষ্টাধয়ী।
১২১। পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? ---- সংস্কৃত ভাষা।
১২২। বাংলা ভাষার মূল উৎস কোনটি? ---- বৈদিক। 

১২৩ বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? ----শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
১২৪। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গােষ্ঠীর অন্তগত? ----ইন্দো-ইউরােপীয় ভাষা গােষ্ঠী।
১২৫। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? ----- খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।

 ১২৬। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?  --- - প্রাচীন গ্রন্থ ঋগেদের মন্ত্রগুলােতে।
১২৭। বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন। থেকে? --- আধুনিক যুগে। ১২৮। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত। বাংলা ভাষার অস্তিত্ব ছিল? ---- পাঁচ হাজার বছর।
১২৯। আর্য ভারতীয় গােষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম কি? ---- বৈদিক ও সংস্কৃত ভাষা।

১৩০| প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরােক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ? ---- উপমেয়।

১৩১। বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি? - ----  প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।
১৩২। কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? ---- আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।
১৩৩..   কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? - ----ব্যাকরণবিদ পানিনির হাতে।
১৩৪| সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? --- খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে। ১৩৫। কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? --- খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।
১৩৬। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?----- - অপভ্রংশ।

১৩৭। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে? ---পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।।
১৩৮। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? - --- গৌড় অপভ্রংশ থেকে।
১৩৯। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? - মাগধী প্রাকৃত।
১৪০। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? - --তিনটি।
১৪১। বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি? --- তিনটি।
১৪২। বাংলা ভাষা কোন গােষ্ঠীর বংশধর? --- হিন্দু-ইউরােপী গােষ্ঠীর।
১৪৩। কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে? ---- প্রাচীন যুগে।। ১৪৪। বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ? ---শ্রীরামপুর মিশন।
  ১৪৫। কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? --- ১৮০০ খ্রিষ্টাব্দে।
১৪৬। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির। উদ্ভদ ঘটেছে ? ---- সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।
১৪৭। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ? - খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।
১৪৮| ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ? - পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে।
১৪৯। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? - খরােষ্ঠী লিপি।।
১৫০| ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কয়টি? - দুইটি।