Studypress News

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি সাজেশন বাংলা : ২

15 Sep 2020

৫১। সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয়?----১৯২৬
৫২। 'নতুন চাঁদ' কাব্যটির রচিয়তা কে? ---- কাজী নজরুল ইসলাম
৫৩। জাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? ----১৯৮৮
৫৪। 'রাণী খালের সাঁকো' কাব্যগ্রন্থের রচিতয়তা কে? ---- আহসান হাবীব
৫৫। বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে খ্যাত কে? ----- সৈয়দ শামসুল হক ৫৬। বাংলা উপন্যাসের স্থপতি কে? ---- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫৭। 'কাশ বনের কন্যা' কোন জাতীয় রচনা? ---- উপন্যাস
৫৮। কবর নাটকের উপজীব্য বিষয় কি? ---- ভাষা আন্দোলন
৫৯। জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন? ---- ১৯৩৫ সালের ১৯ আগস্ট
৬০। 'খােয়াবনামা' উপন্যাসের রচিয়তা কে? ----- আখতারুজ্জামান ইলিয়াস
৬১। 'ঠিকানা' কবিতার রচিয়তা কে? ----- আতােয়ার রহমান
৬২। 'লাইলী মজনু' কাব্যের মূল উৎস কি?  ----- আরবীয় লােকগাঁথা
৬৩। পুঁথি সাহিত্য বলতে বুঝায়   -----  ইসলামী চেতনা সম্পর্কিত সাহিত্য
৬৪। 'মেঘদূত' কাব্য কার রচনা? ---- মহাকবি কালিদাস
৬৫। 'সিন্ধু-হিন্দোল' হল   -- - প্রেমের কবিতা
৬৬। 'পদ্মাবতী' পুঁথি প্রথম সম্পাদনা করেন কে? ---- ড. মুহম্মদ এনামুল হক
৬৭। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাংলা বাংলা গ্রন্থের সংখ্যা কত? -----১৩টি
৬৮। 'বনফুল' কাব্যটি প্রকাশিত হবার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিলাে  ----১৫ বছর
৬৯। শিশু পত্রিকা 'আঙ্গুর' সম্পাদনা করেন কে? ---- ড. মুহম্মদ শহীদুল্লাহ
৭০। ঠাকুর মার ঝুলির রচিয়তা কে? ----- শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
৭১। আল মাহমুদ রচিত বিখ্যাত কথা সাহিত্য কোনটি? ----  পানকৌড়ির রক্ত 

৭২। বাংলা কবিতায় আধুনিক কবিতার প্রবর্তক কে? ----- মাইকেল মধুসূদন দত্ত
৭৩। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? -----বিয়ে পাগলা বুড়াে
৭৪। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? ---- রামায়ণ

৭৫। 'আবােল তাবােল' কে রচনা করেন?  - সুকুমার রায়

৭৬। বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কখন?-- -১৮৫২ সালে

৭৭। সংশপ্তক কার রচনা? ---- শহীদুল্লা কায়সার
৭৮। বাঙ্গালির ইতিহাস বইটির লেখক কে? ---  নীহাররঞ্জন রায়
৭৯। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? ----- বসন্ত কুমারী
৮০। 'হুতােম প্যাঁচার নকশা'র রচিয়তা কে? ----  কালীপ্রসন্ন সিংহ
৮১। রবীন্দ্রনাথ নােবেল পুরুষ্কার পান কোন গ্রন্থের জন্য? ----  song offerings
৮২। চোখের বালি কোন ধরনের উপন্যাস? -----   - দ্বন্দ্বমূলক উপন্যাস 
৮৩। ব্যথার দান হল ---- গদ্যকাব্য
৮৪। রাজলক্ষী চরিত্রটি কোন উপন্যাসের? ---  শ্রীকান্ত
৮৫। জয়যাত্রা কবিতাটির রচিয়তা কে? ---- আব্দুল কাদির
৮৬। পূর্বাশার আলাে কথাটির অর্থ কি? -নতুন স্বপ্ন ও সম্ভাবনা
৮৭। কলকূট কোন লেখকের ছদ্মনাম? - সমরেশ বসু
৮৮। বাংলা সাহিত্যে প্রাচীন যুগ শুরু হয় কোন রাজত্বকাল থেকে? ----  পাল রাজত্বকাল

৮৯। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? - বসন্ত
৯০। হে দারিদ্র তুমি মােরে করেছ মহান। তুমি মােরে দানিয়াছ খ্রীস্টের সমান কণ্টক মুকুট শােভা। -- কোন কবির রচিয়তা? ----- কাজী নজরুল ইসলাম।
৯১। কপােতাক্ষ নদ কবিতায় যে সম্বােধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে?--- - হে নদ
৯২। সুন্দর ব্যবহার একটি-- --- প্রবন্ধ
৯৩। এটিকেট কথার অর্থ  ---- মার্জিত আচরণ
৯৪। দুরন্ত পথিক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া?--- - রিক্তের বেদন।
৯৫। নােলক কবিতাটি রচনা করেছেন? ---- আল মাহমুদ
৯৬। চাঁদের অমাবস্যা কার রচনা? ---- সৈয়দ ওয়ালিউল্লাহ
৯৭। শেষ বিকেলের মেয়ে উপন্যাসের লেখক কে? ---- জহির রায়হান
৯৮। সেলিনা হােসেনের উপন্যাস ---- পােকামাকড়ের ঘর বসতি
৯৯। খেলারাম খেলে যা’ উপন্যাসের রচয়িতা কে? ---- সৈয়দ শামসুল হক
১০০। সােনালি কাবিন রচনা করেন --- আল মাহমুদ