Studypress News

বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি (বাংলা)

25 Feb 2020

বাংলা অংশের প্রস্তুতি:
বিসিএস ও ব্যাংক জব এর জন্য বাংলা খুবই গুরুত্বপূর্ণ ।বাংলা ব্যাকরণ এবং সাহিত্য এই দুই অংশ হতেই প্রশ্ন হয়। তবে তুলনামুলক ভাবে ব্যাকরণ অংশ হতে প্রশ্ন সহজে উত্তর করা যায়।
ব্যাকরণ অংশে শব্দ, ধ্বনি, পদ, উপসর্গ, সন্ধি, প্রতিশব্দ, সমাস, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল, বাগধারা, পুরুষ, পদক্রম, বাচ্য ও বাক্য,
পারিভাষিক শব্দ ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। আমাদের ওয়েবসাইটে এ বিষয়গুলো সংক্রান্ত গুরুত্বপূর্ন MCQ গুলো যোগ করা হয়েছে।
 
১)ভাষার মূল উপাদান - ধ্বনি 
২) আভরণ শব্দের অর্থ- অলংকার
৩) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা- বিযােজক অব্যয়
 ৪) ঢাকের কাঠি বাগধারার অর্থ-তােষামুদে 
৫) বাবুর্চি কোন ভাষার শব্দ-তুর্কি শব্দ।
৬) শুদ্ধ বানানদেখুন  - মূর্ধন্য 
৭) চীনা শব্দ - চা, চিনি
 8) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য - বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা 
৯) সন্ধির প্রধান সুবিধা- উচ্চারণে। 
১০) কর্মভােগ এড়ানাে যায় না এখানে কর্ম অর্থ - কৃতকর্ম 
১১) "তুমি না বলেছিলে আগামীকাল আসবে?" এখানে না - প্রশ্নবােধক অর্থে 
১২) পাবক শব্দের সমার্থ- অগ্নি 
১৩) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা - সমাপ্তি 
১৪) তুমি যাও - অনুজ্ঞা 
১৫) সঠিক যে টি - পথের দাবী (উপন্যাস
 ১৬) আত্নঘাতি বাঙালী - নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ 
১৭) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক - হুমায়ুন কবির
 ১৪) রবীন্দ্রনাথের রচনা - চতুরঙ্গ। 
১৯) আবােল তাবােল কার - সুকুমার রায় 
২০) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন - উইলিয়াম কেরি
২১) প্রত্যযগতভাবে শুদ্ধ - উৎকর্ষতা
২২) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য - অন্তমিল থাকেনা 
২৩) চাঁদ - তদ্ভব শব্দ 
২৪) পুণ্যে মতি হােক এখানে পুণ্যে - বিশেষ্য 
২৫) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি -যৌগিক বাক্য
 
 
২৬) আনারস, চাবি - পর্তুগিজ শব্দ 
২৭) শুদ্ধ বানান - নির্নিমেষ। 
২৮) বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 ২৯) সংশয় এর বিপরীত শব্দ - প্রত্যয়।
 ৩০) ইহলােকে যা সামান্য নয় - আলােক সামান্য 
৩১) শশী ও কুমুদ চরিত্র দুটি - পুতুল নাচের ইতিকথার
৩২) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় - সাধু ভাষায় 
৩৩) রাত্রির সমার্থক নয় - বারিদ। 
৩৪) ব্রজবুলি হলাে - মৈথিলি ভাষার একটি উপভাষা
 ৩৫) অভিধানে আগে বসবে - চাঁটি শব্দি 
৩৬) গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান - নজরুলের সাম্যবাদী কবিতার লাইন 
৩৭) অভিনিবেশ শব্দের অর্থ - মনােযােগ 
৩৮) সঠিক বাক্য - আমার কথাই প্রমাণিত হলাে। 
৩৯) সন্ধ্যায় সূর্য অস্ত যায় - নিত্যবৃত্ত অতীত 
৪০) সাধুরীতির বৈশিষ্ট্য - সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
৪১) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ- গােপন রাখার প্রয়াস
৪২) কোনটি পরিচ্ছদ - শিমুল
৪৩) যৌগিক বিশােষণের উদাঃ - পন্ডিত জনােচিত উক্তি 
৪৪) প্রত্যন্ত শব্দ- পিপাসা 
৪৫) কোন ত্রয়ীবানান শুদ্ধ - মুমূর্ষ সংঘর্ষ, বিমর্ষ 
৪৬) কোনটি অঙ্গ ভূষণ - মেখলা । 
৪৭) Transliteration এর পরিভাষা-প্রতিবর্ণীকরন 
৪৮) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন - মুনীর চৌধুরী
৪৯)পদাবলীর রচয়িতা-রবীন্দ্রনাথ ঠাকুর
৫০) এক জাতীয় নয় - তনয়।