Studypress News

নোবেল পুরস্কার ২০১৯

17 Oct 2019

১৯০১ খ্রিষ্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ঐ বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক  কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ১৯৬৯ সালের আগে মোট ৫টি বিষয়ে নোবেল দেয়া হতো। ৬ষ্ঠ বিষয় হিসেবে যুক্ত হয় অর্থনীতি। এরপর থেকে মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো: 

  • পদার্থবিজ্ঞান, 
  • রসায়ন, 
  • চিকিৎসাশাস্ত্র, 
  • অর্থনীতি, 
  • সাহিত্য এবং 
  • শান্তি।

নোবেল পুরস্কারকে এ সকল ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কারপ্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়।
সুয়েডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলে এই পুরস্কার প্রদানের ঘোষণা করে যান। সেই উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। 


নোবেল পুরস্কার প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ হতে ঘোষণা করা হয়। এই ঐতিহ্যকে মেনে ২০১৯ সালেও বিভিন্ন বিষয়ের জন্য নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়- যথাক্রমে চিকিৎসাবিজ্ঞানে ৭ অক্টোবর তারিখে , ৮ অক্টোবর তারিখে পদার্থবিজ্ঞানে,রসায়নে ৯অক্টোবর তারিখে , ১০অক্টোবর তারিখে সাহিত্যে, ১১অক্টোবর তারিখে শান্তিতে এবং ১৪ অক্টোবর তারিখে অর্থনীতিতে পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়। 

নোবেল বিজয়ীদের তালিকাঃ 
 

পদার্থ বিজ্ঞানঃ
নোবেল বিজয়ীঃ জিম পিবল্স (কানাডীয়-মার্কিনী), মিশেল মাইয়র (সুইজারল্যান্ড), দিদিয়ে কেলোজ (সুইজারল্যান্ড)।

Nobel Prize in Physics 2019

কেনো পেয়েছেনঃ পৃথিবীর অবস্থান ও মহাবিশ্ব কীভাবে বিকশিত হয়েছে কী এ নিয়ে গবেষণা কাজের জন্য।

রসায়নঃ 
নোবেল বিজয়ীঃ জন বি.গুডএনাফ (যুক্তরাষ্ট্র),আকিরা ইয়োশিনো (জাপান), এম. স্ট্যানলি হুইটিংহ্যাম (যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্য)।

কেনো পেয়েছেনঃ রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করার জন্য।

চিকিৎসাশাস্ত্রঃ
নোবেল বিজয়ীঃ উইলিয়াম কায়েলিন জুনিয়র (যুক্তরাষ্ট্র),পিটার জে. র‍্যাটক্লিফ(যুক্তরাজ্য),গ্রেগ এল. সেমেনজা (যুক্তরাষ্ট্র)।

Nobel Prize in Medicine 2019

কেনো পেয়েছেনঃ কোষ আক্সিজেনের উপস্থিতি কীভাবে টের পায় এবং এর সঙ্গে মানিয়ে নেয় তা আবিষ্কারের জন্য।

সাহিত্যঃ
নোবেল বিজয়ীঃ পিটার হ্যান্ডকে (অস্ট্রিয়া)।

Nobel Prize in Literature 2019

কেনো পেয়েছেনঃ   ভাষার সৌকর্য এবং মানবিক অভিজ্ঞতার প্রান্তিক ও সুনির্দিষ্টতা উন্মোচনে অবদানের জন্য।

শান্তিঃ
নোবেল বিজয়ীঃ আবি আহমেদ (ইথিওপিয়া)।

Nobel prize in Peace 2019

কেনো পেয়েছেনঃ   ইরিত্রিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব নিরসনে ও শান্তি স্থাপনে বিশেষ অবদানের জন্য।

অর্থনীতিঃ
নোবেল বিজয়ীঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (ভারতীয়),এস্তের দুফ্লো (ফ্রান্স- যুক্তরাষ্ট্র),মাইকেল ক্রেমার (যুক্তরাষ্ট্র)।

Nobel Prize in Economics 2019

কেনো পেয়েছেনঃ   অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ।