Studypress News

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক পুরষ্কার সমূহ

17 Oct 2019

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন সমস্যা সমাধানে ও উন্নয়নের লক্ষ্যে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্প, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন,নারী ক্ষমতায়ন ইত্যাদি খাতে তার অনস্বীকার্য অবদানের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। ২০১৯ সালে তাঁর প্রাপ্ত পুরস্কার সমূহঃ

১। পুরস্কার এর নামঃ ‘ভ্যাকসিন হিরো’

অবদানঃ বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সফলতার স্বীকৃতিস্বরূপ

প্রদাণকারী প্রতিষ্ঠানঃ গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)।

স্থানঃ নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

***প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দেশবাসীর প্রতি উৎসর্গ করেছেন।

২। পুরস্কার এর নামঃ ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯

অবদানঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলায় অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য।

প্রদাণকারী প্রতিষ্ঠানঃ ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল

স্থানঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে।

৩। পুরস্কার এর নামঃ ‘লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট এ্যাওয়ার্ড

অবদানঃ নারী ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য

প্রদাণকারী প্রতিষ্ঠানঃ ইনস্টিটিউট অব সাউফ এশিয়ান উইমেন।

স্থানঃ বার্লিন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পক্ষে এ পদক গ্রহণ করেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

৪। পুরস্কার এর নামঃ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’

অবদানঃ আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ

প্রদাণকারী প্রতিষ্ঠানঃ কলকাতা এশিয়াটিক সোসাইটি

স্থানঃ তাজমহল হোটেল, নয়াদিল্লী

*** এর আগে অন্যান্যের মধ্যে বিশিষ্ট আন্তর্জাতিক নেতা নেলসন ম্যান্ডেলা ও প্রখ্যাত অর্থনীতিক অমর্ত্য সেনকে এই পুরস্কার প্রদান করা হয়।

৫। পুরস্কার এর নামঃ চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ূথ অ্যাওয়ার্ড

অবদানঃ নতুন প্রজন্মের তরূনদের দক্ষতা উন্নয়নে অবদানে জন্য

প্রদাণকারী প্রতিষ্ঠানঃ ইউনিসেফ

স্থানঃ ইয়র্কের জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ কার্যালায়ের হেনরি ল্যাবউসি কনফারেন্স রুমে আয়োজিত ‘অ্যান ইভনিং টু অনার হার এক্সিলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ বা ‘শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

***এই পুরস্কার তিনি উৎসর্গ করেন বিশ্বের সকল শিশু, তরুণসহ বাংলাদেশের জনগণকে।