Studypress News

দেশে আসলো রাজহংস

16 Sep 2019

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার "রাজহংস" ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। "রাজহংস" সরাসরি যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে শাহজালাল বিমানবন্দরে বিকেল ৪টা ৩৯ মিনিটে এসে পৌঁছায়। "রাজহংস" যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা দাঁড়ায় ১৬টি।

বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরীর নেতৃত্বে চারজন পাইলট বিমানটি চালিয়ে ঢাকায় নিয়ে আসেন।

২০০৮ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের সাথে ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারে ১০টি নতুন এয়ারক্রাফ্ট কেনার চুক্তি করে।

এর মধ্যে বোয়িং বাংলাদেশ বিমানকে চারটি ৭৭৭-৩০০ইআর এবং দুটি ৭৩৭-৮০০’এস এবং তিনটি ড্রিমলাইনার সরবরাহ করেছে।