Studypress News

ল্যাম্প অব পিস পুরস্কার পেলেন ড. ইউনূস

05 Sep 2019

শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদানের জন্য ড. মুহাম্মদ ইউনুসকে এই পুরস্কার দেওয়া হয়

৩ সেপ্টেম্বর ইতালির আসিসিতে অবস্থিত ‘ব্যাসিলিকা অব সেইন্ট ফ্রান্সিস’-এ আয়োজিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

‘ল্যাম্প অব পিস’ পুরস্কারটি হচ্ছে ফ্রান্সিসকান সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সেইন্ট ফ্রান্সিস অব আসিসির সমাধির পাশে প্রজ্বলিত একটি কাঁচের তেল প্রদীপের অবিকল প্রতিরূপ বা রেপ্লিকা।

সম্প্রতি জার্মানির প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মের্কেল ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ্ও এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। অ্যাঙ্গেলা মের্কেলকে এই পুরস্কার দেওয়া হয় মানুষে-মানুষে সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় তার উল্লেখযোগ্য অবদানের জন্য। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহকে মানবাধিকার, আন্তঃধর্ম সংলাপ ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অবদান এবং সংঘাতপূর্ণ সিরিয়া থেকে দেশত্যাগকারী শরণার্থীদেরকে তার দেশে আশ্রয় দেওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হয়।