Studypress News

ফুটবলারদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা সালাহ

23 Apr 2018

খেলোয়াড়দের ভোটে ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তিনিই প্রথম মিশরীয় যিনি এই পুরস্কার জিতলেন।  
পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) এই পুরস্কার জিততে মিশরের ২৫ বছর বয়সী এই খেলোয়াড় পেছনে ফেলেছেন কেভিন ডি ব্রুইনে, হ্যারি কেইন, লেরয় সানে, দাভিদ সিলভা ও দাভিদ দে হেয়াকে।
ম্যানচেস্টার সিটির সানে জিতেছেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

এই পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১টি গোল করেন রোমা থেকে লিভারপুলে আসা সালাহ(২৮ই এপ্রিল পর্যন্ত)। বসেন অ্যালান শিয়েরার, লুইস সুয়ারেস ও ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে, যারা ৩৮ ম্যাচের মৌসুমে সর্বোচ্চ গোলের এই যৌথ রেকর্ডের মালিক। প্রথম খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া ফুটবলের এক মৌসুমে তিনবার মাসের সেরা হলেন তিনি।

৩১টি গোল করার পাশাপাশি লিগে সতীর্থদের নয়টি গোলেও অবদান রাখেন সালাহ।