Studypress News

Bangladesh Power Development Board Assistant Director Job Circular

24 Apr 2018

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড Bangladesh Power Dev. Board
| কর্মচারী পরিদপ্তর | ওয়াপদা ভবন (৫ম তলা) | 
মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। স্মারক নং-২৭.১১.০০০০.২১০.৮৩.০০১.১৮-৫২
তারিখ : ০৫-০৪-২০১৮ খ্রিঃ
নিয়ােগ বিজ্ঞপ্তি
 বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের অধীনে সরকারী আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতাদিতে রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে নিয়ােগ ও প্যানেল তৈরির লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

পদের নাম : সহকারী পরিচালক (হিসাব/অর্থ/অডিট/বাশি: পরিচালন)।
পদ সংখ্যা: ২৭টি 
শিক্ষাগত যোগ্যতা: 
ক) বাণিজ্যে স্নাতকসহ এমবিএ (একাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ব্যাংকিং, পরিচালক (সাতাশ)। ম্যানেজমেন্ট ও এমআইএস)/সিএ(ইন্টার)/সিএমএ(ইন্টার) অথবা বাণিজ্যে (হিসাব স্নাতক (পাস) সহ ১ম শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর অথবা বাণিজ্যে ২য় শ্রেণীর সম্মানসহ বাণিজ্যে ২য় শ্রেণীর স্নাতকোত্তর।)
খ) (১) এস,এস,সি বা সমমান এবং এইচ,এস,সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে
জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব | প্রথম বিভাগ। 
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম | দ্বিতীয় বিভাগ।
(২) অনুমােদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে এবং অন্যান্য অর্জিত সিজিপিএ| সমতুল্য শ্রেণী/বিভাগ। প্রচলিত
৪.০০ পয়েন্ট স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম শ্রেণী, ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম ২য় বিভাগ/শ্রেণী  | 
৫.০০ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব। ১ম বিভাগ/ শ্রেণী বা ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম ২য় বিভাগ/শ্রেণী।
গ) কোন পরীক্ষাতেই ২য় বিভাগ/শ্রেণী/সমমানের জিপিএ/সিজিপিএ এর। নিম্নে নহে। 
ঘ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কমপক্ষে ০৮ (আট) বৎসরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী।
 ঙ) মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) এর উপর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। 

শর্তাবলীঃ
১| বর্ণিত পদের জন্য বয়সসীমা ০৫/০৪/২০১৮ইং তারিখে ১৮-৩০(ত্রিশ) বৎসর। 
২। মুক্তিযােদ্ধা/শহীদ | মুক্তিযােদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে উর্ধ্ব বয়স ৩২(বত্রিশ) বৎসর। বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কমপক্ষে ০৮ (আট) বৎসরের অভিজ্ঞতাসহ উর্ধ্ব বয়স-৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযােগ্য। সরকারী/আধাসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমােদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনাে কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়ােজনীয় কাগজপত্রাদি আহ্বান করা হবে।
৩। দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। | 
৪। নিয়ােগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারী নীতিমালা/বিধি-বিধান অনুসরণ করা হবে।
৫। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা/প্রতিবন্ধী এবং উপজাতি প্রার্থীগণ সর্বশেষ সরকারী নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে তাহাদের পিতা/মাতা/ পিতামহ/মাতামহ’র অনুকূলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র বা ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদের অধীনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদপত্র থাকতে হবে। একইসাথে প্রার্থী মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা হইলে আবেদনকারী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্রকন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে। 
৬। উপ-জাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র থাকতে হবে। জেলা প্রশাসক ব্যতীত অন্য কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করা হবে না। 
৭। প্রতিবন্ধী কোটার প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে। 
৮। অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত দরখাস্ত কোনাে প্রকার যােগাযােগ ব্যতিরেকে বাতিল করা হবে। 
৯। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী : 
ক. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://bpdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 
i )আবেদনের সময়সীমা নিম্নরূপ: Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০-০৪-২০১৮খ্রিঃ, সকাল
১০:০০টা 
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০-০৪-২০১৮খ্রিঃ, বিকাল ০৫:০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২।
(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৩০০ | pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। I 
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। 
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। 
ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৬০০/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ। পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। 
প্রথম SMS: BPDB<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। 

Example: BPDB ABCDEF Reply: Applicant's Name, Tk-...........will be charged as application fee. Your | PIN is 12345678. To pay fee Type BPDB<Space>Yes<Space>PIN and send to 16222. দ্বিতীয় SMS : BPDB<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BPDB YES 12345678 Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for BPDB Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password
(xxxxxxxx). 

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে।
SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সূচল
রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। 

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক
পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন; 

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন। 

i. User ID জানা থাকলে BPDB<space>Help<space>User<space>User ID & Send to 16222. 
Example: BPDB Help User ABCDEF & send to 16222 

ii. PIN Number জানা থাকলে: BPDB<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. 

Example: BPDB Help PIN 12345678 & send to 16222.
বিদ্যুৎ/জন-১১৪৪-৫/৪/১৮ ডিসি-২৯৩/১৮ (২০"x৩)

(নাসরিন পারভীন)।
পরিচালক
কর্মচারী পরিদপ্তর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বাের্ড, ঢাকা।

Bangladesh Power Development Board Job Circular 2018

Job Published date: 06 April 2018
Total Post : 27
Job Nature: Full-time
Age Preferred: 18 to 30 Years. (As on 05-04-2018)
Application Fee – 600 Taka
Online Applications Starts Date: 10 April 2018 (10.00 Am)
Official Website: www.bpdb.gov.bd 
Online Application Deadline: 30 April 2018 (5.00 PM)
Salary: 22,000 – 53,060 Taka
Job Location: Dhaka