Studypress News

কমনওয়েলথ গেমস ২০১৮

19 Apr 2018

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হলো একবিংশতম কমনওয়েলথ গেমস প্রতিযোগিতা।৪ই এপ্রিল থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা শেষ হয় ১৫ই এপ্রিল। 
অনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চার্লস, প্রিন্স অব ওয়েলস। এবার নিয়ে পঞ্চমবার অস্ট্রেলিয়া আয়োজন করলো কমনওয়েলথ গেমস। 
এবারের প্রতিযোগিতায় ৭১টি কমনওয়েলথ দল অংশগ্রহণ করে।   
বাংলাদেশ অলিম্পিক সংস্থা ৫টি ক্রীড়ায় ২৮ জন প্রতিযোগীকে কমনওয়েলথ গেমসে প্রেরণ করে।কমনওয়েথ গেমসে এটি ছিল বাংলাদেশের নবম বারের মতো অংশগ্রহণ। ২০১৮ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে শুটার আব্দুল্লাহ হেল বাকি বাংলাদেশের পতাকা বহন করেন। 
 
অস্ট্রেলিয়া ৮০টি স্বর্ণ পদক সহ মোট ১৯৮টি পদক পেয়ে পদক তালিকায় শ্রেষ্ঠ স্থান দখল করে।    

এক নজরে কমনওয়েলথ গেমস ২০১৮ 
উদ্বোধনী অনুষ্ঠান ৪ এপ্রিল
সমাপ্তি অনুষ্ঠান ১৫ এপ্রিল
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন
অংশগ্রহণকারী জাতিসমূহ: ৭২ 
নীতিবাক্য শেয়ার দা ড্রিম

বাংলাদেশের দুটি রৌপ্যপদক জয় 
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে দুটি পদক লাভ করে।দুটি পদকই আসে শুটিং থেকে।

১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন আবদুল্লাহ হেল বাকী। 

আর ৫০ মিটার পিস্তল ইভেন্টে ২২০.৫ স্কোরে রৌপ্য জিতেছেন বাংলাদেশের আরেক শুটার শাকিল আহমেদ।