Studypress News

মিয়ামি ওপেন ২০১৮ জিতলেন জন ইসনার ও স্লোয়ানে স্টিফেন্স

02 Apr 2018

মহিলা এককের শিরোপা নির্ধারণী ম্যাচে লাটভিয়ার ২০ বছর বয়সী হেলেনা ওস্তাপেনকোকে হারিয়ে প্রথমবারের মতো মর্যাদার মিয়ামি ওপেনে চ্যাম্পিয়ন হলেন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্স। ফাইনালে ৭-৬ (৭/৫), ৬-১ গেমে র‌্যাংকিংয়ের পঞ্চম খেলোয়াড় ওস্তাপেনকোকে হারিয়ে শিরোপা নিজের করে নেন স্টিফেন্স। ২০০৯ সালে আজারেঙ্কার পরে সবচেয়ে কম বয়সে মিয়ামি ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছেন ওস্তাপেনকো। ২০ বছর ২৯৭ বছর বয়সে তিনি ফাইনাল খেলেছেন।
অন্যদিকে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে জন ইসনার মিয়ামি ওপেনের ফাইনালে আলেকজান্ডার জাভরেভকে হারিয়ে দোর্দণ্ড প্রতাপে শিরোপা জিতলেন তিনি।
 শিরোপার লড়াইয়ে ক্যান্ডন পার্কে মুখোমুখি হন ইসনার-জাভরেভ; যেখানে জার্মান প্রতিদ্বন্দ্বীকে ৬-৭, ৬-৪, ৬-৪ গেমে পরাভূত করেন মার্কিন টেনিস সেনসেশন। 
এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো মাস্টার্সের শিরোপা জিতলেন ইসনার। এর সুবাদে বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের নবম স্থানে উঠে গেছেন তিনি।