Studypress News

গ্রুপ অব টোয়েনটি ফিন্যানস মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত

20 Mar 2018

মার্চ ১৯ এবং ২০ তারিখে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের প্রথম জি-২০ সভা আর্জেন্টিনায় রাজধানী বুয়েনস আইরেসে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত সম্মেলনে বিভিন্ন দেশ ও সংস্থার ৫৭ জন প্রতিনিধি, ২২ জন অর্থমন্ত্রী এবং১৭টি কেন্দ্রীয় ব্যাংক গভর্নর এবং আন্তর্জাতিক সংস্থার ১০জন শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গ্রুপ অব টোয়েনটি ফিন্যানস মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস (জ়ি-২০, জি২০, গ্রুপ অব টোয়েনটি) হল বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। গ্রুপের সদস্য ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। জি২০ দেশসমূহের রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধানও গ্রুপের সম্মেলনে তাঁদের নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। সমষ্টিগতভাবে জি২০ এর অন্তর্ভুক্ত দেশসমূহ পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৮০% এবং বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যা গঠন করে।

কানাডার সাবেক অর্থমন্ত্রী পল মার্টিন প্রথম জি২০ গঠনের প্রস্তাব করেন। বিশ্বের প্রধান ও উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি সম্পন্ন দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ইত্যাদি ছিল জি২০ গঠনের উদ্দেশ্য। 

সংক্ষেপে    জি-২০
গঠিত    ১৯৯৯
২০০৮ (রাষ্ট্রপ্রধান সম্মেলন)
উদ্দেশ্য    বৈশ্বিক অর্থনীতির মূল বিষয়সমূহের উপর আলোচনার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একত্রীকরণ করা।
সদস্যপদ    ২০