Studypress Blog

বিসিএস এবং ব্যাংক জব প্রস্তুতিঃ অনুবাদ ও focus writing ( Role of Bank in agriculture )

12 Jun 2021

 Role of Bank in agriculture 

 Agriculture is the life line of Bangladesh. The people of this country are dependent on agriculture as the primary sources of living. Many developing countries, like Bangladesh have a vast rural society which accounts for about 85 % of the total population. The major occupation of the people of Bangladesh is  Agriculture. Farmers of this country firstly produce crops what fulfills family subsistence needs then they show interest on production of cash crop such as cotton, jute, tea, tobacco, coffee, and so on are mainly aimed in covering demand of home market and export in foreign currency for developing countries.Moreover, the bank is involved in production of livestock such as poultry, goats, cows, pigs, and sheep that carry out needs for meat, milk and egg. The majority of the rural population is subjected to severe poverty, inequalities and unemployment. In spite of decades of state intervention, no substantive changes in the socioeconomic conditions of the rural poor have taken place. Bank is a well – known institutional framework that has achieved considerable success in  improving the socioeconomic conditions of the rural poor. Bangladesh has been striving to bring about improvements in the quality of life of the rural poor.

কৃষি বাংলাদেশের প্রাণ। এই দেশের জনগন জীবন ধারনের প্রধান মাধ্যম হিসেবে কৃষির উপর নির্ভরশীল ।  অনেক উন্নয়নশীল দেশের মত বাংলদেশেরও একটি বিশাল গ্রামীন সমাজ আছে যেখানে সমগ্র জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ বাস করে। বাংলাদেশের অধিকাংশ মানুষেরর পেশা হল কৃষি। কৃষকরা প্রথমে শস্য উৎপাদন করে যা তাদের পরিবারের ন্যুন্যতম  প্রয়োজন মেটানোর  পর তারা অর্থনৈতিক ফসল  যেমন তুলা, পাট, চা, তামাক, কফি   উৎপাদনের উপর আগ্রহ দেখায় যার প্রধান লক্ষ্য দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে উন্নয়নশীল দেশের জন্য বিদেশে রপ্তানী করা।  বেশীরভাগ ক্ষেত্রে  ব্যাংক  গৃহ পালিত পশু যেমন হাঁস, ছাগল, গরু, শূকর, এবং মেষের মতো পশু যা  মাংস, দুধ ও ডিমের জন্য চাহিদা মিটায় তা উৎপাদনের সাথে জড়িত। অধিকাংশ গ্রামীন জনগন দারিদ্র্যতা,অসমতা এবং কর্মহীনতার শিকার। রাষ্ট্রীয়  হস্তক্ষেপের দশক পার হওয়া  সত্ত্বেও, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার কোন বাস্তব পরিবর্তন জায়গা হয়নি। ব্যাংক হল একটি  পরিচিত প্রাতিষ্ঠানিক কাঠামো যা  গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নতি সাধনে যথেষ্ট সাফল্য অর্জন করেছে ।  

  The importance of agricultural sector is very crucial considering its role in employment generation and poverty alleviation.So  Bangladesh Bank (BB) has taken a number of initiatives to increase flow of funds in rural areas through agricultural credit programme and SME loans .  BB has instructed all private and foreign banks to disburse at least 2 percent of their total loan and advance as agricultural credit. BB also pursues inclusive monetary policy for serving unbanked people to achieve sustainable economic growth. 

   কর্মক্ষেত্র সৃষ্টি ও  দারিদ্রতা বিমোচনে কৃষি ক্ষেত্রের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে কৃষি ঋন প্রকল্প ও এসএমই ঋন এর মাধ্যমে  গ্রামীন এলাকায় অর্থের পরিমান বাড়ানোর জন্য। বাংলাদেশ ব্যাংক  সকল বেসরকারী ও বিদেশী ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে  তাদের  মোট ঋনের  দুই শতাংশকে কৃষি ঋন হিসেবে প্রদান করতে। বাংলাদেশ ব্যাংক আরো চেষ্টা করছে  যাতে তাদের অন্তর্ভুক্ত মুদ্রানীতির মাধ্যমে ব্যাঙ্কহীন মানুষকে সেবা প্রদানের যাতে একটি স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা যায়। ) 

 In FY15 annual agricultural credit disbursement target has been fixed at Tk. 15,550.00 crore which is Tk. 955.00 crore or 6.54 percent higher than previous year’s credit
      disbursement target of Tk. 14,595.00 crore.In February 2015, actual agricultural credit disbursement by all scheduled banks under annual agricultural credit programme stood at Tk. 1,425.66 crore. During July-February of FY15 total agricultural credit disbursement stood at Tk. 9914.10 crore. The target attainment up to February 2015 was 63.76 percent. 

( ২০১৫ অর্থ বছরে বার্ষিক কৃষি ঋন প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয় ১৫,৫৫০.০০ কোটি যা  গত বছর ছিল ৯৫৫ কোটি বা বিগত বছরের ঋন প্রদানের লক্ষ্যমাত্রা ১৪,৫৯৫.০০ হতে প্রায়  ৬.৫৪ শতাংশ  বেশি। ফেব্রুয়ারীর ২০১৫ সালে সকল ব্যাংক হতে বার্ষিক ঋন প্রদান কর্মসূচি হতে প্রায় ১৪২৫.৬৬ কোটি  টাকা ঋন  প্রদান করা হয়।  ২০১৫ অর্থবছরের জুলাই -  ফেব্রুয়ারী তে মোট ৯৯১৪.১০ কোটি টাকার ঋন বিতরন করা হয়। ফেব্রুয়ারীর ২০১৫ সালের মধ্যে ৬৩.৭৬ শতাংশ লক্ষ্যমাত্রা পূর্ণ হয়।  )

In a developing country like Bangladesh, the banking system, as a whole, plays a vital role in the progress of its
economic development. A bank, as a matter of fact, is just like the heart in the economic structure and the capital provided by bank is just like the blood in it. As it is mentioned already that the economy of Bangladesh is mainly dominated by agriculture, that is why if the finance is not provided to the agricultural sector, the growth of the economy will be slowed down. Loan facility provided by the bank works as an incentive to the producer to increase production . Keeping this in mind, for the purpose of the
development of agricultural sector, the Government of Bangladesh has established two specialized banks
–namely: Bangladesh Krishi Bank (BKB) and Rajshahi Krishi Unnayan Bank (RAKUB). These banks are
continuously trying to provide support for the advancement and development of the agricultural sector of the
country. First of all, they are promoting savings, mostly from middle and lower middle class of urban and rural
people.  Secondly , They are continuously helping the disadvantaged people to become self sufficient by providing them micro credit.

( বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে সামগ্রিক ভাবে ব্যাঙ্কিং ব্যাবস্থা এর অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।  ব্যাংক বাস্তবিক অর্থে অর্থনৈতিক কাঠামোর হৃদপিণ্ড হিসেবে কাজ করে এবং যে মুলধন্ ব্যাংক প্রদান করে তা রক্তের মত কাজ করে।  আগেই বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। তাই বলা যায় কৃষি ক্ষেত্রে যদি অর্থায়ন না করা হয় তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়ে যাবে।  ঋন সুবিধা উতপাদকদের নিকট উৎপাদন বাড়ানোর প্রনোদনা হিসেবে কাজ করে। এই জিনিসকেই মাথা রেখে কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার দুটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা  করেছে। যাদের নামঃ বাংলাদেশ কৃষি   ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক । ব্যাংক দুটি প্রতিনিয়ত   দেশের কৃষি ক্ষেত্রে উন্নয়ন 
ও অগ্রগতির জন্য  কাজ করছে।  প্রথমত, তারা সঞ্চয় কে প্রসারিত করছে গ্রামীন অঞ্চলের  মধ্যম ও নিম্ম মধ্যম আয়ের মানুষের মধ্যে। দ্বিতীয়ত, তারা প্রতিনিয়ত সুবিধাবঞ্ছিত লোকদের সাহায্য করছে তাদের স্বাবলম্বী হতে ক্ষুদ্রঋনের মাধ্যমে। )

  Banks of Bangladesh specialy “krrishi” Banks  finances production of all the summer and winter crops, horticulture and nursery etc. The Bank attaches importance to use scientific method and modern technology in fish cultivation. It extends adequate credit support for excavation and re-excavation of ponds, round the year cultivation of species, which have rapid growth, cultivation of sweet water prawn and other fishes. The Bank makes use of expertise of the concerned government agencies for bringing more ponds/water bodies under cultivation and increasing productivity. As an agricultural country different types of crops and fruits are produced here. The Bank also pays due importance to setting up agro-industries Manufacturing and marketing of agricultural implements are also encouraged. 

( বাংলাদেশের ব্যাংক  সমুহ বিশেষ করে কৃষিব্যংকগুলো  সকল শীত ও  গ্রীশ্মকালীন ফসল উৎপাদন, নার্সারি, চারা উৎপাদনে অর্থায়ন করে।   ব্যাংকটি  মাছ  উতপাদনে বৈজ্ঞানিক পদ্ধতি ও আধুনিক প্রযক্তির ব্যাবহারে গুরত্ব প্রদান করে। এটি পর্যাপ্ত ঋন প্রদান করে পুকুর খনন ও পুনঃখননে,সারা বছর জুড়ে বিভিন্ন প্রজাতি চাষ করতে যাদের অধিক বৃদ্ধি হয়,  স্বাদু পানির চিংড়ি চাষ ও অন্যান্য মাছ চাষে।  ব্যাংক সংশ্লিষ্ট সরকারী এজেন্সির অভিজ্ঞদের মাধ্যমে আরো অধিক পুকুর ও জলাশয়কে চাষের আওতায়  নিয়ে এসেছে। ব্যঙ্ক আরো কৃষি শিল্প স্থাপনে গুরুত্ব দিচ্ছে।উৎপাদন ও বাজারজাতকরনে পদক্ষেপ গুলোকেও উৎসাহিত করা হচ্ছে। )

 

  Agriculture plays a key role in Bangladesh’s economic growth. Extensive irrigation, high-yielding crop varieties, more efficient markets, and   and investments in agriculture research, human capital, and roads have driven agriculture sector’s growth.And to finance this typ e of project and investment our banks are playing an important role. So we can say that   bank has become   one the most important factors in rapid growth of our agriculture sector. 

( কৃষি আমাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  পর্যাপ্ত সেচ,উচ্চ ফলনশীল শস্য,অধিক কার্যকরী বাজার এবং যান্ত্রিকিকরন ও কৃষি গবেষনায় বিনিয়োগ,জনসম্পদ এবং রাস্তা আমাদের কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধি কে সঞ্চালিত করেচ্ছে।  আরেই ধরনের প্রকল্প বাস্তবায়নে ও বিনিয়োগে ব্যাংক সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমরা বলতে পারি আমাদের  কৃষি ক্ষেত্রে ব্যাপক  উন্নয়নে ব্যাংক সমূহ  অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান গুলোর একটি হয়ে উঠেছে) 

 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs