Studypress Blog

৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এসিস্টেন্ট ক্যাশ নিয়োগ পরীক্ষা -২০১৭

07 Jun 2021

ENGLISH

 

#Choose the correct word to fill in the gap in a sentence 1.  I was _______________ about seating for the examination since  my preparation was poor.

Ans: hesitant

# The salesman knocked ______ the price to less than tk 100 and then I bought the thing.

Ans: off

#I got really wet walking home last night I _______________ taken an umbrella.

Ans:  should have

#the comedians performance was so _______________ that we couldn't stop laughing

Ans: hilarous

# he has come up under some brilliant scheme

Ans: with

#choose the correctly spelt word: entrepreneur

#choose the correctly spelt word:consciousness 

#choose the correctly spelt word:surveillance 

#choose the correctly spelt word:affidavit#choose the correctly

spelt word:bureaucracy 

Replace the underlined part of a sentence with the option which represents the correct use of grammar if there is no error ,choose option A which is the same as  the underlined part .# The three friends

has graduated from the University of Dhaka.

ans:have been graduated

#There is no excused for coming late to work everyday.

Ans: There is no excuse

# My brother and me are secretly  planning a surprise for our parents 

Ans:my brother and I are secretly planning 

# The maintenance contract with our suppliers expire in the coming December.

Ans: expires in coming December

#This is the second time that the workers have gone on strike.

Ans: have gone on strike

In each of the following sentences there is one word missing identify the missing word from the given choices 

#Rina asked me to accompany to the concert.

Ans: her

#Aiming to empower  youths  for action against child marriage, an awareness building campaign was launched by the local community .Ans: Increasing

#  Have you ever felt that the habit of reading books gradually decreasing among people.

Ans: is 

# Calligraphy has practiced for a very long time in many parts of the world including ours.

Ans: been

# family is our first port of social support

Ans: the 

 

 

বাংলা 

#আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি?

উঃ অম্বর

#এক কথায় প্রকাশ করুনঃমুক্তি পেতে ইচ্ছুক-- 

উঃ মুমুক্ষু

#'সংশয়' -এর বিপরীত শব্দ কোনটি? 

উঃপ্রত্যয়

#বাংলা সাহিত্যে 'ক্লাসিক কবি' কার উপাধি? 

উঃসুধীন্দ্রনাথ দত্ত

#“চাঁদের অমাবস্যা” উপন্যাসের রচয়িতা কে?

উঃ সৈয়দ ওয়ালীউল্লাহ্‌

#এক কথায় প্রকাশ করঃ 'যা পূর্বে দেখা যায়নি'

উঃ অদৃষ্টপূর্ব

#'বনস্পতি ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?

উঃবন + পতি

#বাংলা ভাষায়  খাঁটি বাংলা  উপসর্গ কয়টি?

উঃ২১টি

#অনিল শব্দের অর্থ কি?

 উঃ পবন

#“গোঁফ খেজুরে” শব্দের অর্থ কি?

  উঃ নিত্যন্ত অলস

#শব্দের পূর্বে বসে কোনটি?

 উঃউপসর্গ

#‘তুলসী বনের বাঘ’-প্রবাদটির অর্থ কি? 

উঃভণ্ড

#ষড়ানন এর সন্ধি বিচ্ছেদ কি হবে?

 উঃষট্+আনন = ষড়ানন

#নিচের কোনটি যৌগিক শব্দ? 

উঃগায়ক’

#কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নাই?

 উঃবন্ধনী

#নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

 – সধবা

#স্বভাবতই ষ হয়নি কোন শব্দে?

উঃনিষেধ

#রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ  করেন কবে ? 
উঃ ১৯১৩ সালে

 

 

 

গনিত 

 

১. এক ব্যাক্তি ৪০ দিনে তার দালানের কাজ শেষ করার জন্য ২৫ জন লোক নিয়োগ দিলেন। ২০ দিন পর তিনি আরো ১৫ জন লোক নিয়োগ দিলেন এবং কাজটি ৫দিন আগে শেষ হয়ে গেল। অতিরিক্ত লোক নিয়োগ না দিলে তিনি নির্ধারিত সময়ের কতদিন পরে কাজটি শেষ করতেন? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: গ

 

(হিন্টস) ২০*২৫+১৫*৪০=২৫*ক বা, ক=৪৪ দরেি হত=৪৪-৪=৪ দিন।

২. ৪০ কেজি জৈব ও ইউরিয়া সারের মিশ্রণে জৈব সারের পরিমাণ ১০%। কত কেিেজ সার মিশালে নতুন মিশ্রণে জৈব সারের পরিমাণ ২০% হবে? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: খ

 

৩. কোন সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চমাংশের মান ৬০। সংখ্যাটি কত? [BADC (AC)-2017

সঠিক উত্তর: খ

৪. একটি দ্রব্য ৪২০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ক্র্রয়মূল্য অপেক্ষা কত টাকা বেশি?[BADC (AC)-2017]

 

 

সঠিক উত্তর: ঘ

 

 

৫. দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং এদের যোগফল ১০৮। বৃহত্তম সংখ্যাটি কত? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: ঘ

৬. মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে মাতার কন্যার বয়সের ৪ গুণ ছিল। ৭ বছর পর মাতার বয়স কত হবে? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: ঙ ( ৫২ বছর হবে)

৭. একটি পাইপ দ্বারা একটি ট্যাংক ৩ ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় পাইপটি দ্বারা ট্যাংকটি পূর্ণ হতে ৬ ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ছেড়ে দেয়া হলে ট্যাংকটি পূর্ণ হতে কত মিনিট লাগবে?[BADC (AC)-2017]

সঠিক উত্তর: গ

৮. ক, খ এবং গ একটি ব্যাবসায় যথাক্রমে ৩৬,০০০টাকা, ৪২,০০০ টাকা এবং ৭২,০০০ টাকা বিনিয়োগ করে। একবছর পর মূলধন অনুপাতে লাভ বন্ঠিত হয় এবং খ ১৪০০ টাকা লাভ পায়। ক ও গ এর লাভের সমষ্টি কত? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: ঘ

৯. তিনটি সংখ্যার অনুপাত ৪:৫:৬ এবং মধ্যম সংখ্যাটির বর্গ ২২৫। বৃহত্তম সংখ্যাটি কত?[BADC (AC)-2017]

সঠিক উত্তর: ক

১০. কোন পরীক্ষায় ৮০% গণিতে ও ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: খ

১১. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে তাদের গ.সা.গু কত? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: ক

(সম্পূর্ণ ভাগ না করে শুধু শেষের সংখ্যা দেখে ৫ সেকেন্ডে মেলানো যায়।)

১২. যদি ৩৩০ টাকা ৩ বছর পরে সুদাসলে ৪২৯ টাকা হয়, তাহলে ৬৫০ টাকা সুদে আসলে ৫ বছর পরে কত টাকা হবে? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: ঘ

১৩. একটি বর্গাকার জমির এক পার্শ্ব মাপার সময় ভুলে দৈর্ঘ্যে ১০ শতাংশ বেশি মাপা হয়। ক্ষেত্রফলের ক্ষেত্রে ভুলের পরিমাণ কত শতাংশ?[BADC (AC)-2017]

যেহেতু এক পার্শ্ব বাড়ানোর কথা বলা হয়েছে তাই

 

 

 

 

 

 

 

 

আগের ক্ষেত্রফল 100*100 = 10000 হলে নতুন ক্ষেত্রফল হবে 110*100 = 11000। সুতরাং বাড়লো 1000। এখন 10000 এ 1000 বাড়লে শতকরা বৃদ্ধির হার হবে 10%।

(প্রত্যেক বাহু বাড়লে উত্তর 21% হতো)

১৪. ৩০০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘন্টায় ৭২কিলোমিটার বেগে ২৫ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে । সেতুটির দৈর্ঘ্য কত? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: ক

১৫. দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। প্রতিটি সংখ্যার সাথে ১৫ যোগ করলে এদের অনুপাত হয় ১০:১৩। সংখ্যাদ্বয়ের যোগফল কত?[BADC (AC)-2017]

সঠিক উত্তর: ঘ

 

 

(অপশনের মধ্যে শুধু ৩৯ কে অনুপাত দ্বয়ের যোগফল ৮+৫ = ১৩ দিয়ে ভাগ করা যায়। )

 

১৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ ৪ মিটার কম। এর ক্ষেত্রফল ১৯২বর্গ মিটার হলে, পরিসীমা কত? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: ঘ

 

{মুখে মুখে : ১৬*১২ = ১৯২ হয়। যেখানে ১৬-১২=৪ সুতরাং উত্তর ২(১৬+১২) = ৫৬}

১৭. ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কতদিনে? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: গ

১৮. পানিপূর্ণ একটি ড্রামের ওজন ২০ কেজি। যদি এর এক চতুর্থাংশ পানিপূর্ণ থাকে তাহলে এর ওজন হয় ৮ কেজি। খালি ড্রামের ওজন কত কেজি?

 

[BADC (AC)-2017]

সঠিক উত্তর: খ

 

[৩/৪ = ১২ হলে ১/৪= ৪ হবে। তাহলে বর্তমানে পানি আছে ৪ কেজি। সুতরাং ড্রামের ওজন ৮-৪ = ৪ কেজি।]

 

১৯. একটি কাজের ১/২৩ অংশ শেষ হয় ৩ দিনে। ঐ কাজের ৩ গুণ কাজ করতে কতদিন সময় লাগবে? [BADC (AC)-2017]

সঠিক উত্তর: খ

 

[ বাস্তবে: ২৩ তলা বিল্ডিংয়ের ১ তলা বানাতে ৩ দিন লাগলে, পুরা বিল্ডিং বানাতে সময় লাগবে ২৩*৩=৬৯দিন। এবং এরকম ৩টি বিল্ডিং বানাতে সময় লাগবে ৬৯*৩ = ২০৭ দিন।]

২০. একটি স্কুলের মোট ছাত্রছাত্রীদের অর্ধেক ফুটবল খেলে এবং অবশিষ্টদের এক তৃতীয়াংশ টেনিস খেলে । অবশিষ্ট ৩০০ জন দুটি খেলার কোনটিই খেলে না। স্কুলে কতজন ছাত্র-ছাত্রী আছে?[BADC (AC)-2017]

সঠিক উত্তর: গ

( শেষের দিক থেকে: ৩ ভাগের ১ ভাগ টেনিস খেললে টেনিস খেলে না ৩ ভাগের ২ ভাগের মান = ৩০০ সুতরাং টেনিস খেলে ৩ ভাগের ১ ভাগ = ১৫০। এখান টেনিস+কোনটিই না =১৫০+৩০০ = ৪৫০ হলো মোটের অর্ধেক সুতরাং মোট ছাত্র-ছাত্রী = ৪৫০*২ = ৯০০ জন। )

 

 

সাধারন জ্ঞান

 

#বিশ্বকাপ  ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে  কত সালে?
উঃ ১৯৯৯

#খাদ্য ও কৃষি সংস্থার (FAO) এর সদর দপ্তর  কোথায়?

উঃ রোম

#নিঝুম দ্বীপ কোথায় অবহিত

উঃ হাতিয়া

#যুক্তরাজ্যের আইনসভার নাম কি?

উঃ পার্লামেন্ট

#১৯৪৮ সালের পাকিস্তান পরিষদে ভাষা হিসাবে বাংলা  ব্যবহারের প্রস্তাব কে রাখেন?

উঃধীরেন্দ্রনাথ দত্ত

# বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

উঃ ভোলা

#বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি?

উঃ এঞ্জেল

#২০১৬ সালে অলিম্পিক গেইম কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

উঃ ব্রাজিলে

#নারায়ণগন্জ কোন নদীর তীরে অবস্থিত?

উঃ শীতলক্ষ্যা

#আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি?

উঃরাশিয়া 

 

 
 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs