Studypress Blog
৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ ইউরোপের ইতিহাস (৪০০ প্রশ্ন)
06 Jun 2021
প্রশ্ন: ইউরোপে রেনেসাঁ শুরু হয়ে?
উঃ ১৪ শতাব্দীতে।
প্রশ্ন: মধ্য ইউরোপের স্থলবেষ্টিত প্রজাতন্ত্র কোনটি?
উঃ চেক প্রজাতন্ত্র।
প্রশ্ন: চেচনিয়ান নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট-এর নাম কি?
উঃ জওহার দুদায়েভ।
প্রশ্ন: চেচনিয়ার দুর্ধর্ষ গেরিলা নেতার নাম কি?
উঃ শামিল বাসায়েভ।
প্রশ্ন: দুই জার্মান কবে একত্রিত হয়েছে?
উঃ ০৩ অক্টোবর, ১৯৯০।
প্রশ্ন: আইনষ্টাইন কবে জার্মানী ত্যাগ করেন?
উঃ ২২ আগষ্ট, ১৯২২।
প্রশ্ন: কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে?
উঃ ০১ সেপ্টেম্বর, ১৯৩৯।
প্রশ্ন: নুরেনবার্গে জার্মানীর বিচার কবে শুরু হয়?
উঃ ২০ নভেম্বর, ১৯৪৫।
প্রশ্ন: আধুনিক তুরস্কের জনক কে?
উঃ কামাল আতাতুর্ক।
প্রশ্ন: প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি?
উঃ আনাতোলিয়া।
প্রশ্ন: ইস্তাম্বুলের পূর্ব নাম কি?
উঃ বাইজেনটিয়াম ও কনস্টানটিনোপোল।
প্রশ্ন: কামাল আতাতুর্ক কবে তুরস্কের রাজতন্ত্র বাতিল করেন?
উঃ ০১ নভেম্বর, ১৯২২।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড কার অধীনে ছিল?
উঃ জার্মানী।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের জনসংখ্যার ১৭ শতাংশ নিহত হয়েছিল?
উঃ পোল্যান্ড।
প্রশ্ন: বসনিয়ার যুদ্ধ বিরতি স্বাক্ষরে মধ্যস্থতাকারী কে?
উঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
প্রশ্ন: বলকানের কসাই নামে পরিচিত কে?
উঃ যুগোশ্লাভ একনায়ক স্লোবোদান মিলোসেভিচ।
প্রশ্ন: আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়ানো প্রথম প্রেসিডেন্ট কে?
উঃ স্লোবোদান মিলোসেভিচ।
প্রশ্ন: যুগোস্লাভ পুলিশ কবে মিলোসেভিচকে কারাগারে প্রেরণ করে?
উঃ ০১ এপ্রিল, ২০০১।
প্রশ্ন: বিশ্ব মানচিত্র থেকে যুগোশ্লাভিয়ার নাম বিলুপ্ত হয়?
উঃ ০৪ ফেব্রুয়ারী, ২০০৩।
প্রশ্ন: বিলুপ্ত যুগোশ্লাভিয়ার নতুন নাম কি?
উঃ সার্বিয়া ও মন্টিনিগ্রো।
প্রশ্ন: কোন সালে বুলগেরিয়া প্রতিষ্ঠা হয়?
উঃ ৬৮১ সালে।
প্রশ্ন: বুলগেরিয়ার ইতিহাসে কবে প্রথমবারের মত অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯০ সালে।
প্রশ্ন: ১৯১৯ সালে মিত্রশক্তি ও জার্মানীর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি?
উঃ দ্বিতীয় ভার্সাই চুক্তি।
প্রশ্ন: হিটলার কবে জার্মানীর চ্যান্সেলর হন?
উঃ ১৯৩৩ সালে।
প্রশ্ন: আধুনিক জার্মানীর প্রতিষ্ঠাতা কে?
উিঃ বিসমার্ক।
প্রশ্ন: মার্শাল টিটো কে ছিলেন?
উঃ যুগোশ্লোভিয়ার প্রেসিডেন্ট।
প্রশ্ন: কোন দেশের প্রধানমন্ত্রির মর্যাদার ব্যক্তিকে চ্যান্সেলর বলে?
উঃ জার্মানী।
প্রশ্ন: জার্মান সাম্রাজ্যের প্রাচীন রাজাদের উপাধি কি ছিল?
উঃ কাইজার।
প্রশ্ন: সমাজতন্ত্র মতবাদের জনক কার্ল মার্কস কোন দেশের অধিবাসী?
উঃ জার্মানী।
প্রশ্ন: দুই জার্মানীকে বিভক্তকারী বিখ্যাত বার্লিন প্রাচীর কবে তৈরী হয়?
উঃ ১৯৬১ সালে।
প্রশ্ন: বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায়?
উঃ বেলজিয়াম।
প্রশ্ন: একনায়ক চসেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উঃ পোল্যান্ড।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর বিচার কোথায় হয়েছিল?
উঃ নূরেমবার্গে।
প্রশ্ন: নাৎসি দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ হিটলার।
প্রশ্ন: হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি?
উঃ গোষ্টপো।
প্রশ্ন: আনুষ্ঠানিকভাবে দুই জার্মানী কবে একত্রিত হয়?
উঃ ৩ অক্টোবর, ১৯৯০।
প্রশ্ন: ‘পিরামিড স্কিম’ কে কেন্দ্র করে কোন দেশে বিশৃঙ্খলা দেখা দেয়?
উঃ আলবেনিয়া।
প্রশ্ন: ব্রান্ডেনবার্গ ফটক কোথায় অবস্থিত?
উঃ বার্লিন।
প্রশ্ন: কোন দেশের ট্রেড ইউনিয়নের নাম আলফা নামে পরিচিত?
উঃ রুমানিয়া।
প্রশ্ন: রুমানিয়ার সিংহাসনচ্যুত রাজা মিইকেল কোন দেশে নির্বাসিত হন?
উঃ সুইজারল্যান্ড।
প্রশ্ন: কোন দেশ বাইজেনটিয়াম নামে পরিচিত?
উঃ তুরস্ক।
প্রশ্ন: হাঙ্গেরীতে স্ট্যালিন বিরোধী বিপ্লব ঘটে?
উঃ ১৯৫৬ সালে।
প্রশ্ন: পান্না দ্বীপ কাকে বলা হয়?
উঃ আয়ারল্যান্ড।
প্রশ্ন: দক্ষিণ আয়ারল্যান্ড কয়টি কাউন্টি নিয়ে গঠিত?
উঃ ২৬টি।
প্রশ্ন: উত্তর আয়ারল্যান্ড কয়টি কাউন্টি নিয়ে গঠিত?
উঃ ৬টি।
প্রশ্ন: কোন দেশকে ‘ব্রেড বাস্কেট অব দ্যা সোভিয়েট ইউনিয়ন বলা হয়?
উঃ ইউক্রেন।
প্রশ্ন: সাবেক সোভিয়েটের সবচেয়ে জনবহুল প্রজাতন্ত্র ছিল কোনটি?
উঃ ইউক্রেন।
প্রশ্ন: আধুনিক ইতালীর জন্ম হয় কবে?
উঃ সাভোয়ার রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের সময়।
প্রশ্ন: মুসোলিনি কবে ইতালির স্বৈরশাসক নিযুক্ত হন?
উঃ ৩০ অক্টোবর, ১৯২২।
প্রশ্ন: মুসোলিনি কবে ইতালির সর্বময় ক্ষমতা দখল করে?
উঃ ০৩ জানুয়ারী, ১৯২৫।
প্রশ্ন: বেনিতো মুসোলিনিকে কবে হত্যা করা হয়?
উঃ ২৮ এপ্রিল, ১৯৪৫।
প্রশ্ন: ইতালির বানিজ্যিক রাজধানী কোথায় অবস্থিত?
উঃ মিলান।
প্রশ্ন: সাতবার ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন কে?
উঃ গিউলিও আন্দ্রেওত্তি।
প্রশ্ন: সক্রেটিসকে কবে মৃত্যুদন্ড দেয়া হয়?
উঃ ৩৯৯ খ্রিষ্ট পূর্বাব্দে।
প্রশ্ন: নভেম্বর-১৭ কি?
উঃ গ্রিসের একটি চরমপন্থী দল।
প্রশ্ন: জর্জিয়ার সুপ্রিম সোভিয়েত কি?
উঃ জর্জিয়ার আইনসভা।
প্রশ্ন: ডেনমার্কের নির্বাহী প্রধান কে?
উঃ রানী।
প্রশ্ন: স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির মধ্যে ক্ষূদ্রতম দেশ কোনটি?
উঃ ডেনমার্ক।
প্রশ্ন: কয়টি ক্ষুদ্রদ্বীপ নিয়ে ডেনমার্ক গঠিত?
উঃ ৪৮০টি।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড ও ফেরো কোথায় অবস্থিত?
উঃ ডেনমার্ক।
প্রশ্ন: ডেনমার্কের বর্তমান রানী কে?
উঃ রানী ২য় মার্গারেট।
প্রশ্ন: নরওয়ের নির্বাহী প্রধান কে?
উঃ রাজা।
প্রশ্ন: পশ্চিম ইউরোপের বৃহত্তম দেশ কোনটি?
উঃ ফ্রান্স।
প্রশ্ন: ‘একশ দিনের শাসন বললে কার কথা মনে পড়ে?
উঃ নেপোলিয়ন।
প্রশ্ন: নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেয়া হয়?
উঃ সেন্ট হেলেনা দ্বীপ।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের সময়কাল কত?
উঃ ১৭৮৯-১৭৯৩ খ্রিষ্টাব্দ।
প্রশ্ন: ফরাসি বিপ্লব কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৭৮৯ সালে।
প্রশ্ন: ‘ওয়াটার লু’ যুদ্ধে কে পরাজিত হয়?
উঃ নেপোলিয়ান বোনাপার্ট।
প্রশ্ন: ‘ওয়াটার লু’ যুদ্ধে জয়ী সেনাপতির নাম কি?
উঃ ডিউক অব ওয়েলিংটন।
প্রশ্ন: নেপোলিয়ান কখন মৃত্যুবরণ করেন?
উঃ ১৮২১ সালে।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উঃ ষোড়শ লুই।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়?
উঃ নেপোলিয়ানকে।
প্রশ্ন: ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত?
উঃ ফ্রান্সে।
প্রশ্ন: লেখনী দিয়ে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণাদানকারী দার্শনিক হলেন?
উঃ রুশো ও ভলটেয়ার।
প্রশ্ন: জোয়ান অব আর্কের নেতৃত্বে ফরাসি বাহিনী কবে অরলিয়ন্স দখল করে?
উঃ ১৪৩১ সালে।
প্রশ্ন: জোয়ান অব আর্ককে ডাইনি বলে কবে পুড়িয়ে মারা হয়?
উঃ ১৪৩১ সালে।
প্রশ্ন: ফ্রান্স কবে সর্বশেষ পারমানবিক বিস্ফোরণ ঘটায়?
উঃ ৬ সেপ্টেম্বর, ১৯৯৫।
প্রশ্ন: কোন দেশকে ‘সাদা রাশিয়া’ বলা হয়?
উঃ বেলারুশ।
প্রশ্ন: স্বাধীনতা প্রাপ্তির পূর্বে পর্যন্তু বেলারুশ কি নামে পরিচিত ছিল?
উঃ বাইলোরাশিয়া।
প্রশ্ন: ‘দি হলি সী’ কি?
উঃ ভ্যাটিকান সিটি।
প্রশ্ন: ভ্যাটিকান সিটির আয়তন কত?
উঃ ০.৪৪ বর্গ কি.মি.
প্রশ্ন: ভ্যাটিকান সিটি-র চারদিকে কোন দেশ অবস্থিত?
উঃ ইতালি।
প্রশ্ন: ভ্যাটিকান সিটি কে শাসন করেন?
উঃ পোপ নিযুক্ত একটি কমিশন।
প্রশ্ন: কয়টি দ্বীপ নিয়ে মালটা কমিশন?
উঃ ৩টি (মাল্টা, গোজে, কমিনো)।
প্রশ্ন: মেনোকার রাষ্ট্রীয় প্রধান কে?
উঃ যুবরাজ।
প্রশ্ন: কোন দেশটি মূলত আমোদ কেন্দ্র হিসেবে খ্যাত?
উঃ মেনোকা।
প্রশ্ন: ইংল্যান্ড কে জয় করেন?
উঃ নম্যান্ডির ডিউক প্রথম উইলিয়াম।
প্রশ্ন: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল?
উঃ ১৩৩৮ সালে।
প্রশ্ন: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ কবে পরিসমাপ্তি হয়েছিল?
উঃ ১৪৫৩ সালে।
প্রশ্ন: প্রথম রাণী এলিজাবেথ কবে ইংল্যান্ডের রাণী হয়েছিলেন?
উঃ ১৫৫৮ সালে।
প্রশ্ন: যুক্তরাজ্যের পার্লামেন্ট কয়টি কক্ষ ও কি কি?
উঃ হাউজ অব লর্ডস ও হাউজ অব কমন্স।
প্রশ্ন: ইংল্যান্ডের প্রথম চালর্স কবে নিহত হন?
উঃ ১৬৪৯ সালে।
প্রশ্ন: ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ রবার্ট ওয়ালপোল।
প্রশ্ন: ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানী কবে গঠিত হয়েছিল?
উঃ ১৬০০ সালে।
প্রশ্ন: প্রিন্সেস ডায়না কত তারিখে মারা যান?
উঃ ৩১ আগষ্ট, ১৯৯৭।
প্রশ্ন: প্রিন্সেস ডায়না যে টানেলে নিহত হন তার নাম কি?
উঃ Pont De I Alma
প্রশ্ন: রাজ পরিবাব থেকে প্রাপ্ত ডায়নার খেতাব কি ছিল?
উঃ হার রয়্যাল হাইনেস্ ।
প্রশ্ন: বিশ্বের প্রথম সংসদীয় শাসনব্যবস্থা কোথায় প্রচলিত হয়?
উঃ ব্রিটেনে।
প্রশ্ন: ইংল্যান্ডের কোন রাজাকে সর্বসমক্ষে মৃত্যুদন্ড দেয়া হয়?
উঃ প্রথম চালর্স।
প্রশ্ন: ইংল্যান্ডের সবচেয়ে পুরানো ও ধনী উপনিবেশ কি ছিল?
উঃ বারমুডা।
প্রশ্ন: ব্রিটেনের জাতীয় পতাকার নাম কি?
উঃ ইউনিয়ন জ্যাক।
প্রশ্ন: ইংল্যান্ডে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়?
উঃ ১২১৫ সালে।
প্রশ্ন: কোন ব্রিটিশ রাজকুমারী স্মলপক্স বা গুটিবসন্তে মারা যান?
উঃ মেরি।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
উঃ রাশিয়া।
প্রশ্ন: ‘হার্টন কমিশন’ কেন গঠন করা হয়?
উঃ ড. ডেভিড কেলির মৃত্যুর কারণ অনুসন্ধান।
প্রশ্ন: জোসেফ স্ট্যালিনের মৃত্যু হয় কবে?
উঃ ৫ মার্চ, ১৯৫৩।
প্রশ্ন: স্ট্যালিনের মরদেহ কবে সমাধি থেকে সরিয়ে নেয়া হয়?
উঃ ৩০ অক্টোবর, ১৯৬১।
প্রশ্ন: বার্ট্যান্ড রাসেলকে পরমানু পরীক্ষা বিরোধীতার জন্য রাশিয়া সরকার গ্রেফতার করে?
উঃ ১২ সেপ্টেম্বর, ১৯৬১।
প্রশ্ন: ভারত ও রাশিয়ার মধ্যে কবে মস্কো চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ ১১ জুন, ১৯৭৬।
প্রশ্ন: চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র কবে আণবিক দূূর্ঘটনা ঘটে?
উঃ ২৯ এপ্রিল, ১৯৮৬।
প্রশ্ন: সোভিয়েত ইউনিয়ন কবে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘটে?
উঃ ২১ ডিসেম্বর, ১৯৯১।
প্রশ্ন: দ্বিতীয় ক্যাথেলিন কবে রাশিয়ার জারিনা হয়েছিলেন?
উঃ ১৭৮৭ সালে।
প্রশ্ন: বাল্টিক অঞ্চলে রাশিয়ার শেষ সামরিক ঘাটি কোনটি?
উঃ লাটভিয়ার স্ক্রুন্ডা রাডার বেজ।
প্রশ্ন: রুশ জাপান শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ ২৩ জুন ১৯১৬।
প্রশ্ন: লেনিন কবে ‘এপ্রিল থিচিচ’ পেশ করেন?
উঃ ১৭ এপ্রিল, ১৯১৭।
প্রশ্ন: লেনিন কবে মৃত্যুবরণ করেন?
উঃ ২২ জানুয়ারী ১৯২৪।
প্রশ্ন: পেত্রোগ্রাদের নাম কবে লেনিন গ্রাদ করা হয়?
উঃ ২৬ জানুয়ারী ১৯২৪।
প্রশ্ন: রুশ শাসন থেকে বেরিয়ে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে?
উঃ ১৪ জুলাই, ১৯১৭।
প্রশ্ন: লেনিনের নেতৃত্বে কবে বলশেভিকরা ক্ষমতা দখল করেন?
উঃ ৭ নভেম্বর, ১৯১৭।
প্রশ্ন: রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম কি?
উঃ কেজিবি।
প্রশ্ন: ২০০৪ সালে রাশিয়ার বেসলান শহরের জিম্মি ঘটনায় কতজন মারা যায়?
উঃ ৩৯৪জন।
প্রশ্ন: রাশিয়ার এ জিম্মি সংকটের মূল পরিকল্পনাকারীর নাম কি?
উঃ শামিল বাসায়েভ।
প্রশ্ন: ইউরোপের অন্যতম ক্ষুদ্ররাষ্ট্র কোনটি?
উঃ লিচটেনস্টাইন।
প্রশ্ন: বিশ্বের কোন দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ বিদেশী?
উঃ লিচটেনস্টাইন।
প্রশ্ন: বিশ্বের কোন দেশের মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ কৃষিজীবী?
উঃ লিচটেনস্টাইন।
প্রশ্ন: ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্র কোনটি?
উঃ সানমেরিনো।
প্রশ্ন: কোন দেশে জন্মালে বিশ্বের যেখানে অবস্থান করুক না কেন সে সেদেশের নাগরিক ও ভোটার বলে গন্য হয়?
উঃ সানমেরিনো।
প্রশ্ন: সুইডেনের রাষ্ট্র প্রধান কে?
উঃ রাজা।
প্রশ্ন: পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি?
উঃ সুইডেন।
প্রশ্ন: সুইজারল্যান্ডের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত?
উঃ ৭ সদস্য বিশিষ্ট ফেডারেল কাউন্সিল।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ হেনরী আসকুইথ
প্রশ্ন: রাণী প্রথম এলিজাবেথ কোন বংশোদ্ভুত?
উঃ টিউডর।
প্রশ্ন: প্রেট ব্রিটেনের কনিষ্ঠতম রাজা কে ছিলেন?
উঃ ৬ষ্ঠ হেনরী।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ উইন্সটন চার্চিল।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগান কি ছিল?
উঃ স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্য।
প্রশ্ন: কোন দূর্গ আক্রমনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়?
উঃ বাস্তিল দূর্গ।
প্রশ্ন: ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব?
উঃ ব্রিটেন।
প্রশ্ন: ইউরোপের কোন জেনারেল গৃহযুদ্ধের মাধ্যমে ১৯৩৯ সালে ক্ষমতায় আসেন?
উঃ জেনারেল ফ্রাংকো।
প্রশ্ন: ম্যাগনাকার্টা কি?
উঃ বৃটিশ শাসনতন্ত্রের বাইবেল।
প্রশ্ন: সিগমন্ড ফ্রয়েড কোন দেশের অধিবাসী?
উঃ অষ্ট্রিয়ার।
প্রশ্ন: ১৯১৭ বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ার রাজা কে ছিলেন?
উঃ জার দ্বিতীয় নিকোলাস।
প্রশ্ন: রাশিয়ার সর্বশেষ রাজা জার দ্বিতীয় নিকোলাস-এর রাজবংশের নাম কি?
উঃ রোমানভ।
প্রশ্ন: কোন দেশের পার্লামেন্টকে ‘আল পিঙ্গি’ বলে?
উঃ আইসল্যান্ড।
প্রশ্ন: মলোটভ রিবন থ্রোপ নামক চুক্তিটি স্বাক্ষর করেছিল?
উঃ স্ট্যালিন ও মুসোলিনি।
প্রশ্ন: গ্রীনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের?
উঃ ডেনমার্ক।
প্রশ্ন: ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?
উঃ এলিসি প্রাসাদ।
প্রশ্ন: সাড়া জাগানো রুশ বিপ্লবের স্থায়ীত্বকাল কতদিন ছিল?
উঃ ১০দিন।
প্রশ্ন: গ্রিস সভ্যতা কবে গৌরবের শিখরে আরোহন করে?
উঃ খ্রিষ্টপূর্ব ৫ম শতকে।
প্রশ্ন: সমূদ্র পৃষ্ঠ থেকে ১১মিটার উচুঁতে অবস্থিত কোন দেশ?
উঃ নেদারল্যান্ড।
প্রশ্ন: কবে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে?
উঃ ১০ম শতকে।
প্রশ্ন: ইউরোপের মধ্যে সবচেয়ে প্রাচীনতম স্বাধীন দেশ কোনটি?
উঃ লুক্সেমবার্গ।
প্রশ্ন: সুইজারল্যান্ডের জেনেভায় কবে আর্ন্তজাতিক রেডক্রস স্থাপিত হয়?
উঃ ১৮৬৩ সালে।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে?
উঃ রাশিয়া।
প্রশ্ন: অখন্ড ইউরোপের প্রবক্তা কে?
উঃ মিখাইল গর্ভাচেভ।
প্রশ্ন: সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কতটি রাষ্ট্র গঠিত হয়েছে?
উঃ ১৫টি।
প্রশ্ন: ইউরোপে রেনেসাঁ শুরু হয়ে?
উঃ ১৪ শতাব্দীতে।
প্রশ্ন: মধ্য ইউরোপের স্থলবেষ্টিত প্রজাতন্ত্র কোনটি?
উঃ চেক প্রজাতন্ত্র।
প্রশ্ন: চেচনিয়ান নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট-এর নাম কি?
উঃ জওহার দুদায়েভ।
প্রশ্ন: চেচনিয়ার দুর্ধর্ষ গেরিলা নেতার নাম কি?
উঃ শামিল বাসায়েভ।
প্রশ্ন: দুই জার্মান কবে একত্রিত হয়েছে?
উঃ ০৩ অক্টোবর, ১৯৯০।
প্রশ্ন: আইনষ্টাইন কবে জার্মানী ত্যাগ করেন?
উঃ ২২ আগষ্ট, ১৯২২।
প্রশ্ন: কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে?
উঃ ০১ সেপ্টেম্বর, ১৯৩৯।
প্রশ্ন: নুরেনবার্গে জার্মানীর বিচার কবে শুরু হয়?
উঃ ২০ নভেম্বর, ১৯৪৫।
প্রশ্ন: আধুনিক তুরস্কের জনক কে?
উঃ কামাল আতাতুর্ক।
প্রশ্ন: প্রাচীন সভ্যতার কেন্দ্র কোনটি?
উঃ আনাতোলিয়া।
প্রশ্ন: ইস্তাম্বুলের পূর্ব নাম কি?
উঃ বাইজেনটিয়াম ও কনস্টানটিনোপোল।
প্রশ্ন: কামাল আতাতুর্ক কবে তুরস্কের রাজতন্ত্র বাতিল করেন?
উঃ ০১ নভেম্বর, ১৯২২।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড কার অধীনে ছিল?
উঃ জার্মানী।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের জনসংখ্যার ১৭ শতাংশ নিহত হয়েছিল?
উঃ পোল্যান্ড।
প্রশ্ন: বসনিয়ার যুদ্ধ বিরতি স্বাক্ষরে মধ্যস্থতাকারী কে?
উঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
প্রশ্ন: বলকানের কসাই নামে পরিচিত কে?
উঃ যুগোশ্লাভ একনায়ক স্লোবোদান মিলোসেভিচ।
প্রশ্ন: আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়ানো প্রথম প্রেসিডেন্ট কে?
উঃ স্লোবোদান মিলোসেভিচ।
প্রশ্ন: যুগোস্লাভ পুলিশ কবে মিলোসেভিচকে কারাগারে প্রেরণ করে?
উঃ ০১ এপ্রিল, ২০০১।
প্রশ্ন: বিশ্ব মানচিত্র থেকে যুগোশ্লাভিয়ার নাম বিলুপ্ত হয়?
উঃ ০৪ ফেব্রুয়ারী, ২০০৩।
প্রশ্ন: বিলুপ্ত যুগোশ্লাভিয়ার নতুন নাম কি?
উঃ সার্বিয়া ও মন্টিনিগ্রো।
প্রশ্ন: কোন সালে বুলগেরিয়া প্রতিষ্ঠা হয়?
উঃ ৬৮১ সালে।
প্রশ্ন: বুলগেরিয়ার ইতিহাসে কবে প্রথমবারের মত অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উঃ ১৯৯০ সালে।
প্রশ্ন: ১৯১৯ সালে মিত্রশক্তি ও জার্মানীর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কি?
উঃ দ্বিতীয় ভার্সাই চুক্তি।
প্রশ্ন: হিটলার কবে জার্মানীর চ্যান্সেলর হন?
উঃ ১৯৩৩ সালে।
প্রশ্ন: আধুনিক জার্মানীর প্রতিষ্ঠাতা কে?
উিঃ বিসমার্ক।
প্রশ্ন: মার্শাল টিটো কে ছিলেন?
উঃ যুগোশ্লোভিয়ার প্রেসিডেন্ট।
প্রশ্ন: কোন দেশের প্রধানমন্ত্রির মর্যাদার ব্যক্তিকে চ্যান্সেলর বলে?
উঃ জার্মানী।
প্রশ্ন: জার্মান সাম্রাজ্যের প্রাচীন রাজাদের উপাধি কি ছিল?
উঃ কাইজার।
প্রশ্ন: সমাজতন্ত্র মতবাদের জনক কার্ল মার্কস কোন দেশের অধিবাসী?
উঃ জার্মানী।
প্রশ্ন: দুই জার্মানীকে বিভক্তকারী বিখ্যাত বার্লিন প্রাচীর কবে তৈরী হয়?
উঃ ১৯৬১ সালে।
প্রশ্ন: বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোথায়?
উঃ বেলজিয়াম।
প্রশ্ন: একনায়ক চসেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
উঃ পোল্যান্ড।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীর বিচার কোথায় হয়েছিল?
উঃ নূরেমবার্গে।
প্রশ্ন: নাৎসি দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ হিটলার।
প্রশ্ন: হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি?
উঃ গোষ্টপো।
প্রশ্ন: আনুষ্ঠানিকভাবে দুই জার্মানী কবে একত্রিত হয়?
উঃ ৩ অক্টোবর, ১৯৯০।
প্রশ্ন: ‘পিরামিড স্কিম’ কে কেন্দ্র করে কোন দেশে বিশৃঙ্খলা দেখা দেয়?
উঃ আলবেনিয়া।
প্রশ্ন: ব্রান্ডেনবার্গ ফটক কোথায় অবস্থিত?
উঃ বার্লিন।
প্রশ্ন: কোন দেশের ট্রেড ইউনিয়নের নাম আলফা নামে পরিচিত?
উঃ রুমানিয়া।
প্রশ্ন: রুমানিয়ার সিংহাসনচ্যুত রাজা মিইকেল কোন দেশে নির্বাসিত হন?
উঃ সুইজারল্যান্ড।
প্রশ্ন: কোন দেশ বাইজেনটিয়াম নামে পরিচিত?
উঃ তুরস্ক।
প্রশ্ন: হাঙ্গেরীতে স্ট্যালিন বিরোধী বিপ্লব ঘটে?
উঃ ১৯৫৬ সালে।
প্রশ্ন: পান্না দ্বীপ কাকে বলা হয়?
উঃ আয়ারল্যান্ড।
প্রশ্ন: দক্ষিণ আয়ারল্যান্ড কয়টি কাউন্টি নিয়ে গঠিত?
উঃ ২৬টি।
প্রশ্ন: উত্তর আয়ারল্যান্ড কয়টি কাউন্টি নিয়ে গঠিত?
উঃ ৬টি।
প্রশ্ন: কোন দেশকে ‘ব্রেড বাস্কেট অব দ্যা সোভিয়েট ইউনিয়ন বলা হয়?
উঃ ইউক্রেন।
প্রশ্ন: সাবেক সোভিয়েটের সবচেয়ে জনবহুল প্রজাতন্ত্র ছিল কোনটি?
উঃ ইউক্রেন।
প্রশ্ন: আধুনিক ইতালীর জন্ম হয় কবে?
উঃ সাভোয়ার রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের সময়।
প্রশ্ন: মুসোলিনি কবে ইতালির স্বৈরশাসক নিযুক্ত হন?
উঃ ৩০ অক্টোবর, ১৯২২।
প্রশ্ন: মুসোলিনি কবে ইতালির সর্বময় ক্ষমতা দখল করে?
উঃ ০৩ জানুয়ারী, ১৯২৫।
প্রশ্ন: বেনিতো মুসোলিনিকে কবে হত্যা করা হয়?
উঃ ২৮ এপ্রিল, ১৯৪৫।
প্রশ্ন: ইতালির বানিজ্যিক রাজধানী কোথায় অবস্থিত?
উঃ মিলান।
প্রশ্ন: সাতবার ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন কে?
উঃ গিউলিও আন্দ্রেওত্তি।
প্রশ্ন: সক্রেটিসকে কবে মৃত্যুদন্ড দেয়া হয়?
উঃ ৩৯৯ খ্রিষ্ট পূর্বাব্দে।
প্রশ্ন: নভেম্বর-১৭ কি?
উঃ গ্রিসের একটি চরমপন্থী দল।
প্রশ্ন: জর্জিয়ার সুপ্রিম সোভিয়েত কি?
উঃ জর্জিয়ার আইনসভা।
প্রশ্ন: ডেনমার্কের নির্বাহী প্রধান কে?
উঃ রানী।
প্রশ্ন: স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির মধ্যে ক্ষূদ্রতম দেশ কোনটি?
উঃ ডেনমার্ক।
প্রশ্ন: কয়টি ক্ষুদ্রদ্বীপ নিয়ে ডেনমার্ক গঠিত?
উঃ ৪৮০টি।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড ও ফেরো কোথায় অবস্থিত?
উঃ ডেনমার্ক।
প্রশ্ন: ডেনমার্কের বর্তমান রানী কে?
উঃ রানী ২য় মার্গারেট।
প্রশ্ন: নরওয়ের নির্বাহী প্রধান কে?
উঃ রাজা।
প্রশ্ন: পশ্চিম ইউরোপের বৃহত্তম দেশ কোনটি?
উঃ ফ্রান্স।
প্রশ্ন: ‘একশ দিনের শাসন বললে কার কথা মনে পড়ে?
উঃ নেপোলিয়ন।
প্রশ্ন: নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেয়া হয়?
উঃ সেন্ট হেলেনা দ্বীপ।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের সময়কাল কত?
উঃ ১৭৮৯-১৭৯৩ খ্রিষ্টাব্দ।
প্রশ্ন: ফরাসি বিপ্লব কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৭৮৯ সালে।
প্রশ্ন: ‘ওয়াটার লু’ যুদ্ধে কে পরাজিত হয়?
উঃ নেপোলিয়ান বোনাপার্ট।
প্রশ্ন: ‘ওয়াটার লু’ যুদ্ধে জয়ী সেনাপতির নাম কি?
উঃ ডিউক অব ওয়েলিংটন।
প্রশ্ন: নেপোলিয়ান কখন মৃত্যুবরণ করেন?
উঃ ১৮২১ সালে।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উঃ ষোড়শ লুই।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়?
উঃ নেপোলিয়ানকে।
প্রশ্ন: ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত?
উঃ ফ্রান্সে।
প্রশ্ন: লেখনী দিয়ে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণাদানকারী দার্শনিক হলেন?
উঃ রুশো ও ভলটেয়ার।
প্রশ্ন: জোয়ান অব আর্কের নেতৃত্বে ফরাসি বাহিনী কবে অরলিয়ন্স দখল করে?
উঃ ১৪৩১ সালে।
প্রশ্ন: জোয়ান অব আর্ককে ডাইনি বলে কবে পুড়িয়ে মারা হয়?
উঃ ১৪৩১ সালে।
প্রশ্ন: ফ্রান্স কবে সর্বশেষ পারমানবিক বিস্ফোরণ ঘটায়?
উঃ ৬ সেপ্টেম্বর, ১৯৯৫।
প্রশ্ন: কোন দেশকে ‘সাদা রাশিয়া’ বলা হয়?
উঃ বেলারুশ।
প্রশ্ন: স্বাধীনতা প্রাপ্তির পূর্বে পর্যন্তু বেলারুশ কি নামে পরিচিত ছিল?
উঃ বাইলোরাশিয়া।
প্রশ্ন: ‘দি হলি সী’ কি?
উঃ ভ্যাটিকান সিটি।
প্রশ্ন: ভ্যাটিকান সিটির আয়তন কত?
উঃ ০.৪৪ বর্গ কি.মি.
প্রশ্ন: ভ্যাটিকান সিটি-র চারদিকে কোন দেশ অবস্থিত?
উঃ ইতালি।
প্রশ্ন: ভ্যাটিকান সিটি কে শাসন করেন?
উঃ পোপ নিযুক্ত একটি কমিশন।
প্রশ্ন: কয়টি দ্বীপ নিয়ে মালটা কমিশন?
উঃ ৩টি (মাল্টা, গোজে, কমিনো)।
প্রশ্ন: মেনোকার রাষ্ট্রীয় প্রধান কে?
উঃ যুবরাজ।
প্রশ্ন: কোন দেশটি মূলত আমোদ কেন্দ্র হিসেবে খ্যাত?
উঃ মেনোকা।
প্রশ্ন: ইংল্যান্ড কে জয় করেন?
উঃ নম্যান্ডির ডিউক প্রথম উইলিয়াম।
প্রশ্ন: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ কবে শুরু হয়েছিল?
উঃ ১৩৩৮ সালে।
প্রশ্ন: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষ ব্যাপী যুদ্ধ কবে পরিসমাপ্তি হয়েছিল?
উঃ ১৪৫৩ সালে।
প্রশ্ন: প্রথম রাণী এলিজাবেথ কবে ইংল্যান্ডের রাণী হয়েছিলেন?
উঃ ১৫৫৮ সালে।
প্রশ্ন: যুক্তরাজ্যের পার্লামেন্ট কয়টি কক্ষ ও কি কি?
উঃ হাউজ অব লর্ডস ও হাউজ অব কমন্স।
প্রশ্ন: ইংল্যান্ডের প্রথম চালর্স কবে নিহত হন?
উঃ ১৬৪৯ সালে।
প্রশ্ন: ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ রবার্ট ওয়ালপোল।
প্রশ্ন: ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানী কবে গঠিত হয়েছিল?
উঃ ১৬০০ সালে।
প্রশ্ন: প্রিন্সেস ডায়না কত তারিখে মারা যান?
উঃ ৩১ আগষ্ট, ১৯৯৭।
প্রশ্ন: প্রিন্সেস ডায়না যে টানেলে নিহত হন তার নাম কি?
উঃ Pont De I Alma
প্রশ্ন: রাজ পরিবাব থেকে প্রাপ্ত ডায়নার খেতাব কি ছিল?
উঃ হার রয়্যাল হাইনেস্ ।
প্রশ্ন: বিশ্বের প্রথম সংসদীয় শাসনব্যবস্থা কোথায় প্রচলিত হয়?
উঃ ব্রিটেনে।
প্রশ্ন: ইংল্যান্ডের কোন রাজাকে সর্বসমক্ষে মৃত্যুদন্ড দেয়া হয়?
উঃ প্রথম চালর্স।
প্রশ্ন: ইংল্যান্ডের সবচেয়ে পুরানো ও ধনী উপনিবেশ কি ছিল?
উঃ বারমুডা।
প্রশ্ন: ব্রিটেনের জাতীয় পতাকার নাম কি?
উঃ ইউনিয়ন জ্যাক।
প্রশ্ন: ইংল্যান্ডে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়?
উঃ ১২১৫ সালে।
প্রশ্ন: কোন ব্রিটিশ রাজকুমারী স্মলপক্স বা গুটিবসন্তে মারা যান?
উঃ মেরি।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
উঃ রাশিয়া।
প্রশ্ন: ‘হার্টন কমিশন’ কেন গঠন করা হয়?
উঃ ড. ডেভিড কেলির মৃত্যুর কারণ অনুসন্ধান।
প্রশ্ন: জোসেফ স্ট্যালিনের মৃত্যু হয় কবে?
উঃ ৫ মার্চ, ১৯৫৩।
প্রশ্ন: স্ট্যালিনের মরদেহ কবে সমাধি থেকে সরিয়ে নেয়া হয়?
উঃ ৩০ অক্টোবর, ১৯৬১।
প্রশ্ন: বার্ট্যান্ড রাসেলকে পরমানু পরীক্ষা বিরোধীতার জন্য রাশিয়া সরকার গ্রেফতার করে?
উঃ ১২ সেপ্টেম্বর, ১৯৬১।
প্রশ্ন: ভারত ও রাশিয়ার মধ্যে কবে মস্কো চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ ১১ জুন, ১৯৭৬।
প্রশ্ন: চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র কবে আণবিক দূূর্ঘটনা ঘটে?
উঃ ২৯ এপ্রিল, ১৯৮৬।
প্রশ্ন: সোভিয়েত ইউনিয়ন কবে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘটে?
উঃ ২১ ডিসেম্বর, ১৯৯১।
প্রশ্ন: দ্বিতীয় ক্যাথেলিন কবে রাশিয়ার জারিনা হয়েছিলেন?
উঃ ১৭৮৭ সালে।
প্রশ্ন: বাল্টিক অঞ্চলে রাশিয়ার শেষ সামরিক ঘাটি কোনটি?
উঃ লাটভিয়ার স্ক্রুন্ডা রাডার বেজ।
প্রশ্ন: রুশ জাপান শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ ২৩ জুন ১৯১৬।
প্রশ্ন: লেনিন কবে ‘এপ্রিল থিচিচ’ পেশ করেন?
উঃ ১৭ এপ্রিল, ১৯১৭।
প্রশ্ন: লেনিন কবে মৃত্যুবরণ করেন?
উঃ ২২ জানুয়ারী ১৯২৪।
প্রশ্ন: পেত্রোগ্রাদের নাম কবে লেনিন গ্রাদ করা হয়?
উঃ ২৬ জানুয়ারী ১৯২৪।
প্রশ্ন: রুশ শাসন থেকে বেরিয়ে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে?
উঃ ১৪ জুলাই, ১৯১৭।
প্রশ্ন: লেনিনের নেতৃত্বে কবে বলশেভিকরা ক্ষমতা দখল করেন?
উঃ ৭ নভেম্বর, ১৯১৭।
প্রশ্ন: রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম কি?
উঃ কেজিবি।
প্রশ্ন: ২০০৪ সালে রাশিয়ার বেসলান শহরের জিম্মি ঘটনায় কতজন মারা যায়?
উঃ ৩৯৪জন।
প্রশ্ন: রাশিয়ার এ জিম্মি সংকটের মূল পরিকল্পনাকারীর নাম কি?
উঃ শামিল বাসায়েভ।
প্রশ্ন: ইউরোপের অন্যতম ক্ষুদ্ররাষ্ট্র কোনটি?
উঃ লিচটেনস্টাইন।
প্রশ্ন: বিশ্বের কোন দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ বিদেশী?
উঃ লিচটেনস্টাইন।
প্রশ্ন: বিশ্বের কোন দেশের মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ কৃষিজীবী?
উঃ লিচটেনস্টাইন।
প্রশ্ন: ইউরোপের অন্যতম প্রাচীন রাষ্ট্র কোনটি?
উঃ সানমেরিনো।
প্রশ্ন: কোন দেশে জন্মালে বিশ্বের যেখানে অবস্থান করুক না কেন সে সেদেশের নাগরিক ও ভোটার বলে গন্য হয়?
উঃ সানমেরিনো।
প্রশ্ন: সুইডেনের রাষ্ট্র প্রধান কে?
উঃ রাজা।
প্রশ্ন: পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র কোনটি?
উঃ সুইডেন।
প্রশ্ন: সুইজারল্যান্ডের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত?
উঃ ৭ সদস্য বিশিষ্ট ফেডারেল কাউন্সিল।
প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ হেনরী আসকুইথ
প্রশ্ন: রাণী প্রথম এলিজাবেথ কোন বংশোদ্ভুত?
উঃ টিউডর।
প্রশ্ন: প্রেট ব্রিটেনের কনিষ্ঠতম রাজা কে ছিলেন?
উঃ ৬ষ্ঠ হেনরী।
প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ উইন্সটন চার্চিল।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগান কি ছিল?
উঃ স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্য।
প্রশ্ন: কোন দূর্গ আক্রমনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়?
উঃ বাস্তিল দূর্গ।
প্রশ্ন: ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেত