Studypress Blog

৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ বাংলা সাহিত্যের ইতিহাস (প্রায় ৩০০ প্রশ্ন)

30 May 2021

প্রশ্ন: আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে ?
 
উঃ ১৮০১ সাল থেকে। (প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০, রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭ ও বাংলাদেশঃ ১৯৪৭-)
 
প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
 
উঃ সপ্তম শতাব্দী।
 
 
প্রশ্ন: পানিনি রচিত গ্রন্থের নাম কি?
 
উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।
 
প্রশ্ন: পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
 
উঃ সংস্কৃত ভাষা।
 
প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোনটি?
 
উঃ বৈদিক।
 
প্রশ্ন: বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
 
উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
 
প্রশ্ন: বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?
 
উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
 
প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
 
উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
 
প্রশ্ন: ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?
 
উঃ প্রাচীন গ্রন্থ ঋগে¦দের মন্ত্রগুলোতে।
 
প্রশ্ন: বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?
 
উঃ আধুনিক যুগে।
 
প্রশ্ন: বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?
 
উঃ আধুনিক যুগে।
 
প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?
 
উঃ পাঁচ হাজার বছর।
 
প্রশ্ন: আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি?
 
উঃ বৈদিক ও সংস্কৃত ভাষা।
 
প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?
 
উঃ বৈদিক ভাষা।
 
প্রশ্ন: বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?
 
উঃ প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।
 
প্রশ্ন: কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?
 
উঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।
 
প্রশ্ন: কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
 
উঃ ব্যাকরণবিদ পানিনির হাতে।
 
 
 
 
প্রশ্ন: সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
 
উঃ খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।
 
প্রশ্ন: কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?
 
উঃ খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।
 
প্রশ্ন: প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?
 
উঃ অপভ্রংশ।
 
প্রশ্ন: সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?
 
উঃ পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।
 
প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
 
উঃ গৌড় অপভ্রংশ থেকে।
 
প্রশ্ন: কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
 
উঃ মাগধী প্রাকৃত।
 
প্রশ্ন: প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
 
উঃ তিনটি।
 
প্রশ্ন: বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
 
উঃ তিনটি।
 
প্রশ্ন: বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?
 
উঃ হিন্দ-ইউরোপী গোষ্ঠীর।
 
প্রশ্ন: কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?
 
উঃ প্রাচীন যুগে।
 
প্রশ্ন: বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ?
 
উঃ শ্রীরামপুর মিশন।
 
প্রশ্ন: কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?
 
উঃ ১৮০০ খ্রিষ্টাব্দে।
 
প্রশ্ন: বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ?
 
উঃ সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।
 
প্রশ্ন: বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ?
 
উঃ খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।
 
প্রশ্ন: ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ?
 
উঃ পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে।
 
 
 
প্রশ্ন: ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?
 
উঃ খরোষ্ঠী লিপি।
 
প্রশ্ন: ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি?
 
উঃ দুইটি।
 
প্রশ্ন: খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?
 
উঃ সম্রাট অশোক।
 
প্রশ্ন: বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?
 
উঃ কুটিল লিপি।
 
প্রশ্ন: ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি ?
 
উঃ খরোষ্ঠী লিপি।
 
প্রশ্ন: কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ?
 
উঃ সেন যুগে।
 
প্রশ্ন: কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান ?
 
উঃ উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর।
 
প্রশ্ন: বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে-?
 
উঃ সাময়ীক পত্র।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি?
 
উঃ চর্যাপদ।
 
প্রশ্ন: চর্যাপদ রচনা করেন কারা ?
 
উঃ বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
 
প্রশ্ন: চর্যাপদ কোন যুগের নিদর্শন?
 
উঃ আদি/ প্রাচীন যুগ।
 
প্রশ্ন: চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন?
 
উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।
 
প্রশ্ন: চর্যাপদের রচনা কাল কত?
 
উঃ সপ্তম -দ্বাদশ শতাব্দী।
 
প্রশ্ন: চর্যাপদ কোন ভাষায় রচিত হয়?
 
উঃ বঙ্গকামরুপী ভাষায়।
 
প্রশ্ন: চর্যাপদ কোথায় পাওয়া যায়?
 
উঃ নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।
 
প্রশ্ন: টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?
 
উঃ আশ্চর্য চর্যাচয়।
 
 
প্রশ্ন: নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ?
 
উঃ চর্যাচর্য বিনিশ্চয়।
 
প্রশ্ন: বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
 
উঃ মুন্ডা ভাষার।
 
প্রশ্ন: কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?
 
উঃ ব্রহ্মী লিপি।
 
প্রশ্ন: ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি?
 
উঃ দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।
 
প্রশ্ন: ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে?
 
উঃ ব্রাহ্মী লিপি।
 
প্রশ্ন: চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?
 
উঃ অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।
 
প্রশ্ন: আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?
 
উঃ চর্যাগীতি কোষ।
 
প্রশ্ন: চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?
 
উঃ ১১ সংখ্যক পদ।
 
প্রশ্ন: চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ?
 
উঃ ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।
 
প্রশ্ন: চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ?
 
উঃ ২৩ সংখ্যক পদ।
 
প্রশ্ন: চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ?
 
উঃ ১৯১৬ সালে।
 
প্রশ্ন: চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল?
 
উঃ ৫১ টি।
 
প্রশ্ন: চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন?
 
উঃ ডঃ প্রবোধচন্দ্র বাগচী।
 
 
প্রশ্ন: চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়?
 
উঃ পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার।
 
প্রশ্ন: ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন?
 
উঃ ১৯২৬ সালে।
 
প্রশ্ন: চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি?
 
উঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়।
 
প্রশ্ন: চর্যাপদ কোন ছন্দে রচিত ?
 
উঃ মাত্রাবৃত্তে ছন্দে।
 
প্রশ্ন: চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি?
 
উঃ তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন।
 
প্রশ্ন: কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি সাহিত্যকর্মের রচয়িতা কে?
 
উঃ মিথিলার কবি বিদ্যাপতি।
 
প্রশ্ন: কবীন্দ্রবচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত কাব্য কোন যুগে রচিত?
 
উঃ সেনযুগে।
 
প্রশ্ন: সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে?
 
উঃ সাড়ে ছেচল্লিশটি।
 
প্রশ্ন: সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন ?
 
উঃ কাহ্নপা-১৩ টি।
 
প্রশ্ন: চর্যাপদের রচয়িতা কে বা কারা ?
 
 
 
উঃ কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ভুসুকু, সরহপাদ সহ মোট ২৪ জন।
 
প্রশ্ন: চর্যাপদ কোন সময়ে রচিত হয় ?
 
উঃ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।
 
প্রশ্ন: চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়?
 
উঃ বাংলা, হিন্দী, মৈথিলী, অসমীয় ও উড়িয়া ভাষায়।
 
প্রশ্ন: রাজা লক্ষন সেনের রাজসভার পঞ্চরত কে কে ছিলেন?
 
উঃ উমাপতিধর, শরণ, ধোয়ী, গোবর্ধন আচার্য ও জয়দেব।
 
 
প্রশ্ন: বাংলা ছাড়া কোন কোন বাব্যগ্রন্থে বাঙালী জীবনের চিত্র রয়েছে?
 
উঃ গাথা সপ্তপদী ও প্রাকৃত পৈঙ্গলের।
 
প্রশ্ন: চন্ডীদাস সমস্যা কি?
 
উঃ বাংলা সাহিত্য একাধিক পদকর্তা নিজেকে চন্ডীদাস পরিচয় দিয়ে যে স মস্যা সৃষ্টি করেছেন তাই চন্ডীদাস সমস্যা ।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যে স্বীকৃত চন্ডীদাস কয়জন?
 
উঃ তিনজন। বড়ু চন্ডিদাস, দীন চন্ডিদাস এবং দ্বীজ চন্ডিদাস।
 
প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়?
 
উঃ পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করেন।
 
প্রশ্ন: বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
 
উঃ বড়ু চন্ডিদাস।
 
প্রশ্ন: আদি যুগে লোকজীবনের কথা বিধৃত সর্বপ্রথম সাহিত্যক নিদর্শন কোনটি?
 
উঃ ডাক খনার বচন।
 
প্রশ্ন: মধ্যযুুগের বাংলা সাহিত্যর প্রধান দুটি ধারা কি ?
 
উঃ ১। কাহিনীমূলক ও ২। গীতিমূলক।
 
প্রশ্ন: শ্রী চৈতন্যর নামানুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ?
 
উঃ চৈতন্য পূর্ববর্তী যুগ (১২০১-১৫০০ খ্রিঃ), চৈতন্য যুগ (১৫০১-১৬০০) ও চৈতন্য পরবর্তী যুগ (১৬০১-১৮০০)
 
প্রশ্ন: গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি ?
 
উঃ জয়দেব।
 
প্রশ্ন: ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/শ্রেষ্ঠ কবি নাম কি?
 
উঃ বিদ্যাপতি এবং জয়দেব।
 
প্রশ্ন: চৈতন্য পরবর্তী যুগ বা মধ্যযুগের শেষ কবি কে?
 
উঃ ভারতচন্দ্র রায় গুনাকর।
 
প্রশ্ন: আধুনিক যুগের উদগাতা কে?
 
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
 
প্রশ্ন: কোন যুগকে অবক্ষয়ের যুগ বলা হয় ?
 
উঃ ১৭৬০-১৮৬০সাল পর্যন্ত।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যর আধুনিক যুগের সময়কাল কয়পর্বে বিভক্ত ও কি কি?
 
উঃ চারটি পর্বে বিভক্ত। যেমন- ১. প্রস্তুতি পর্ব (১৮০১-১৮০৫)খ্রিঃ, ২. বিকাশ পর্ব (১৮৫১-১৯০০) খ্রিঃ, ৩.রবীন্দ্র পর্ব (১৯০১-১৯৪০) খ্রিঃ ও ৪.অতি-আধুনিক যুগ (১৯০১ বর্তমান কালসীমা)।
 
প্রশ্ন: আধুনিক যুগ কোন সময় পর্যন্তু বিস্তৃত?
 
উঃ ১৮০১ সাল থেকে বর্তমান।
 
 
 
প্রশ্ন: যুগ সন্ধিক্ষনের কবি কে ?
 
উঃ ঈশ্বরচন্দ্র দত্ত।
 
প্রশ্ন: ব্রজবুলী ভাষার উদ্ভব কখন হয়?
 
উঃ কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার গীতসমূহ রচনা করেন।
 
প্রশ্ন: ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা?
 
উঃ মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রনে যে ভাষার সৃষ্টি হয়।
 
প্রশ্ন: ব্রজবুলি কোন স্থানের উপভাষা ?
 
উঃ মিথিলার উপভাষা ।
 
প্রশ্ন: বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন?
 
উঃ কৃত্তিবাস।
 
প্রশ্ন: রামায়নের আদি রচয়িতা কে?
 
উঃ কবি বাল্মীকি।
 
প্রশ্ন: বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন?
 
উঃ কাশীরাম দাস।
 
প্রশ্ন: মহাভারতের আদি রচয়িতা কে?
 
উঃ বেদব্যাস।
 
প্রশ্ন: গীতি কাব্যের রচয়িতা কে?
 
উঃ গোবিন্দ্রচন্দ্র দাস।
 
প্রশ্ন: পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি কে?
 
উঃ ফকির গরিবুল্লাহ।
 
প্রশ্ন: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
 
উঃ মুকুন্দরাম চক্রবর্তী।
 
প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্যর প্রাচীনতম শাখা কোনটি?
 
উঃ কাব্য।
 
প্রশ্ন: বাংলা গদ্য সাহিত্য কখন শুরু হয়?
 
উঃ আধুনিক যুগে।
 
প্রশ্ন: আলাওল কোন যুগের কবি?
 
উঃ মধ্য যুগের।
 
প্রশ্ন: মধ্যযুগের অবসান ঘটে কখন?
 
উঃ ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে।
 
প্রশ্ন: উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পী কে?
 
উঃ লালন শাহ।
 
প্রশ্ন: বাংলা গদ্যের জনক কে?
 
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
 
প্রশ্ন: আধুনিক যুগের শ্রেষ্ঠ প্রতিভু কে?
 
উঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
 
প্রশ্ন: বাংলা ভাষার আদি কবি ?
 
উঃ কানা হরিদত্ত।
 
প্রশ্ন: বাংলা গদ্যর উৎপত্তি কখন?
 
উঃ আঠার শতকে।
 
প্রশ্ন: কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন?
 
উঃ উনিশ শতকের শেষার্ধে।
 
প্রশ্ন: বিষাদসিন্ধু কোন যুগের গ্রন্থ?
 
উঃ আধুনিক যুগের।
 
প্রশ্ন: মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কি?
 
উঃ পদ্মাবতী ও অন্নদামঙ্গল।
 
প্রশ্ন: চন্ডীদাস কোন যুগের কবি ?
 
উঃ মধ্যযুগের।
 
প্রশ্ন: আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত?
 
উঃ টপ্পাগান।
 
 
প্রশ্ন: টপ্পা গানের জনক কে?
 
উঃ নিধুবাবু (রামনিধি গুপ্ত)।
 
প্রশ্ন: মীর মোশাররফ সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন?
 
উঃ উনিশ শতকের শেষার্ধে।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যে মহাকাব্য ধারার অন্যতম মহাকবি?
 
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি?
 
উঃ বিহারীলাল চক্রবর্তী।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি?
 
উঃ শ্রীকৃষ্ণ কীর্তন।
 
প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন?
 
উঃ বড়– চন্ডীদাস।
 
প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন?
 
উঃ চৈতন্যপূর্ব যুগ।
 
প্রশ্ন: বড়– চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন?
 
উঃ বসন্তরঞ্জন রায়, ১৯০৯।
 
প্রশ্ন: উনিশ শতকের নাট্য সাহিত্য ধারার অন্যতম রূপকার?
 
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
 
উঃ আলালের ঘরের দুলাল।
 
প্রশ্ন: ‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে?
 
উঃ প্যারীচাদ মিত্র।
 
প্রশ্ন: বাংলা সাহিত্য কথ্যরীতির প্রবর্তক কে?
 
উঃ প্রমথ চৌধুরী।
প্রশ্ন: ছোটগল্পের আরম্ভে ও উপসংহারে কোন গুনটি প্রধান?
 
উঃ নাটকীয়তা ।
 
প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক কোনটি ?
উঃ কুলীনকুল সর্বস্ব।
 
প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম নাটক ও নাট্যকার কে?
 
উঃ ভদ্রার্জুন- তারাচরণ সিকদার।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যর প্রথম সার্থক নাট্যকার কে?
 
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?
 
উঃ কৃষ্ণকুমারী।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মূদ্রিত গ্রন্থ কোনটি?
 
উঃ ‘কথোপকথন’।
 
প্রশ্ন: বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক?
 
উঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
 
প্রশ্ন: রোমান্টিক প্রনয় উপাখ্যান ধারার অন্যতম কবি?
 
উঃ শাহ মুহাম্মদ সগীর।
 
প্রশ্ন: রোমান্টিক প্রণয় উপখ্যান ধারার অন্যতম গ্রন্থ?
 
উঃ ইউসূফ- জুলেখা।
 
প্রশ্ন: মঙ্গলকাব্যর ধারার অন্যতম কবি?
 
উঃ মুকুন্দরাম
 
প্রশ্ন: বাংলা সাহিত্য ছোটগল্পের প্রকৃত জনক?
 
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
 
প্রশ্ন: ‘কথোপকথন’ এর রচয়িতা কে?
 
উঃ উইলিয়াম কেরি।
 
প্রশ্ন: ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?
 
উঃ নীল দর্পন।
 
 
প্রশ্ন: কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ কে করেন?
 
উঃ ভাই গিরিশচন্দ্র সেন।
 
প্রশ্ন: বাংলা সনেটের জনক কে?
 
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
 
প্রশ্ন: সনেটের জনক কে?
 
উঃ ইটালীর পেত্রাক।
 
প্রশ্ন: ‘গাজঅকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?
 
উঃ পুঁথি সাহিত্য।
 
প্রশ্ন: বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে?
 
উঃ আশরাফ সিদ্দিকী।
 
প্রশ্ন: রূপকথা কে সংগ্রহ করেছিলেন?
 
উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
 
প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?
 
উঃ তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)
 
প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?
 
উঃ ৬৫০-১২০০ সাল পর্যন্তু।
 
প্রশ্ন: মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল?
 
উঃ ১২০১-১৮০০ সাল পর্যন্তু।
 
 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs