Studypress Blog

৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ শিল্প ও সংস্কৃতি ( ৩০০ এর বেশী প্রশ্ন)

26 May 2021

 

প্রশ্ন: বাংলা সন কে কবে চালু করেন? 

উঃ সম্রাট আকবর, ১৫৫৬ ইং সন।

প্রশ্ন: ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? 

উঃ চাপাইনবাবগঞ্জ।

প্রশ্ন: ‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? 

উঃ রংপুর অঞ্চলের।

প্রশ্ন: ‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? 

উঃ ময়মনসিংহ।

প্রশ্ন: ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য গীতের নাম কি? 

উঃ জারি।

প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির গীতিকার কে? 

উঃ আবদুল গফ্‌ফার চৌধুরী।

প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির প্রথম সুরকার কে? 

উঃ আবদুল লতিফ।

প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির বর্তমান সুরকার কে? 

উঃ আলতাফ মাহমুদ।

প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে? 

উঃ গোবিন্দ্র হাওলাদার।

প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির সুরকার ও শিল্পী কে? 

উঃ আপেল মাহমুদ।

প্রশ্ন: বাংলাদশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত? 

উঃ সোনারগাঁয়ে।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি? 

উঃ বরেন্দ্র যাদুঘর, রাজশাহী ১০ ডিসেম্বর, ১৯১০।

প্রশ্ন: ঢাকা যাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়? 

উঃ ০৭ আগষ্ট, ১৯১৩ সালে।

 

প্রশ্ন: ঢাকা যাদুঘর কবে জাতীয় যাদুঘরে রূপান্তরিত হয়? 

উঃ ১৭ নভেম্বর, ১৯৮৩।

প্রশ্ন: বাংলাদেশের জাতিভিত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক যাদুঘর কোথায়? 

উঃ চট্টগ্রামের আগ্রাবাদে।

প্রশ্ন: মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত? 

উঃ ঢাকার সেগুন বাগিচায়, ২২ মার্চ, ১৯৯৬।

প্রশ্ন: বিজ্ঞান যাদুঘরটি কোথায় অবস্থিত? 

উঃ ঢাকার আগারগাঁয়ে।

প্রশ্ন: মহাস্থানগড় যাদুঘর কোথায় অবস্থিত? 

উঃ বগুড়া।

 

প্রশ্ন: জয়নুল আর্ট গ্যালারী কোথায় অবস্থিত? 

উঃ ময়মনসিংহ।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রানী যাদুঘর কোথায় অবস্থিত? 

উঃ মীরপুর, ঢাকা। (চিড়িয়াখানার মধ্যে)

প্রশ্ন: ‘দুর্ভিক্ষের উপর ম্যাডোনা ৪৩’ ছবিটি কে একেঁছেন? 

উঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।

প্রশ্ন: প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে একেঁছেন? 

উঃ কামরুল হাসান।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন? 

উঃ ওস্তাদ আয়াত আলী খান।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী কে ছিলেন? 

উঃ বুলবুল চৌধুরী।

 

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পল্লীগীতি শিল্পী কে ছিলেন? 

উঃ আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যাদুকর কে? 

উঃ জুয়েল আইচ।

প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে? 

উঃ শামীম সিকদার।

প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে ? 

উঃ অলক রায়।

প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাটুনিস্ট কে ? 

উঃ রফিকুন্নবী (রনবী)।

প্রশ্ন: বাংলাদেশের সুর সম্রাট কাকে বলে? 

উঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ।

প্রশ্ন: বাংলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ০৩ ডিসেম্বর, ১৯৫৫।

প্রশ্ন: পূর্বে বাংলা একাডেমীর নাম কি ছিল? 

উঃ বর্ধমান হাউজ।

প্রশ্ন: বাংলাদেশ শিল্পকলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৯৭৪।

প্রশ্ন: শিশু একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৯৭৭ সাল।

প্রশ্ন: বাংলাভাষার আদি নিদর্শন কি? 

উঃ চর্যাপদ।

প্রশ্ন: বাংলাদেশের ‘বাউল সম্রাট’ কাকে বলা হয়? 

উঃ লালন ফকির।

প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে? 

উঃ চার্লস উইলকিনস্‌।

প্রশ্ন: সর্বপ্রথম চলচ্চিত্র কে, কখন নির্মাণ করেন? 

উঃ লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র), ১৮৯৫ সাল।

প্রশ্ন: উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে? 

উঃ হীরালাল সেন।

প্রশ্ন: বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে? 
উঃ আবদুল জব্বার খান।

প্রশ্ন: হীরালাল সেনের নির্মিত চলচ্চিত্রটি প্রথম কবে কোথায় প্রদর্শিত হয়? 

উঃ ৪ এপ্রিল, ১৮৯৮ সালে কলিকাতার ক্লাসিক থিয়েটারে।

 

প্রশ্ন: উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি? 

উঃ জামাই ষষ্ঠী, ১৯৩১ সালে।

প্রশ্ন: উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? 

উঃ আলী বাবা ও চল্লিশ চোর।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি? 

উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।

প্রশ্ন: মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? 

উঃ আবদুল জব্বার খান।

প্রশ্ন: অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি? 

উঃ পথের পাঁচালী, ১৯৯১ সাল।

প্রশ্ন: পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? 

উঃ সত্যজিৎ রায়।
প্রশ্ন: পথের পাঁচালী চলচ্চিত্রটির প্রথম প্রদর্শিত হয়? 

উঃ ১৯৫৫ সালে।

প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে? 

উঃ জহির রায়হান।

প্রশ্ন: জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? 
উঃ কখনো আসেনি।

প্রশ্ন: জহির রায়হান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হল? 

উঃ ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘Stop Genocide’

প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রামান্য চিত্রের নাম কি? 

উঃ ‘স্টপ জেনোসাইড’।

প্রশ্ন: ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’ চলচ্চিত্রের নির্মাতা কে? 

উঃ তানভীর মোকাম্মেল।

প্রশ্ন: ‘মুক্তির গান’, ‘অগ্রযাত্রা’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে? 

উঃ তারেক মাসুদ।

প্রশ্ন: ‘চাকা’ ও ‘আগামী’ এর নির্মাতা কে? 

উঃ মোরশেদুল ইসলাম।

প্রশ্ন: ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির নির্মাতা কে? 

উঃ গৌতম ঘোষ।

প্রশ্ন: ‘লিবারেশন ফাইটার্স’ চলচ্চিত্রটির পরিচালক কে? 
উঃ আলমগীর কবির।

 

প্রশ্ন: কোন প্রামান্য চিত্রটি ইন্টারন্যাশনাল এ্যামি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে? 

উঃ ‘আমরাও পারি’ (এটিএন বাংলা নির্মিত)।

প্রশ্ন: বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন? 

উঃ ববিতা।

প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে? 

উঃ পূর্নিমা সেনগুপ্তা।
প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে? 

উঃ বনানী চৌধুরী।

প্রশ্ন: বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি? 

উঃ বিশ বছর আগে

প্রশ্ন: এফডিসি কবে প্রতিষ্ঠিত হয়? 
উঃ ১৯৫৮ সালে।

প্রশ্ন: এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি? 

উঃ আছিয়া।

প্রশ্ন: এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি? 

উঃ আকাশ ও মাটি।

প্রশ্ন: বাংলা সন কে কবে চালু করেন? 

উঃ সম্রাট আকবর, ১৫৫৬ ইং সন।

প্রশ্ন: ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? 

উঃ চাপাইনবাবগঞ্জ।

প্রশ্ন: ‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? 

উঃ রংপুর অঞ্চলের।

প্রশ্ন: ‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান? 

উঃ ময়মনসিংহ।

 

প্রশ্ন: ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য গীতের নাম কি? 

উঃ জারি।

 

 

প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির গীতিকার কে? 

উঃ আবদুল গফ্‌ফার চৌধুরী।

প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির প্রথম সুরকার কে? 

উঃ আবদুল লতিফ।

প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির বর্তমান সুরকার কে? 

উঃ আলতাফ মাহমুদ।

প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে? 

উঃ গোবিন্দ্র হাওলাদার।

প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির সুরকার ও শিল্পী কে? 

উঃ আপেল মাহমুদ।

প্রশ্ন: বাংলাদশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত? 

উঃ সোনারগাঁয়ে।

 

প্রশ্ন: বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি? 
উঃ বরেন্দ্র যাদুঘর, রাজশাহী ১০ ডিসেম্বর, ১৯১০।

প্রশ্ন: ঢাকা যাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়? 

উঃ ০৭ আগষ্ট, ১৯১৩ সালে।

প্রশ্ন: ঢাকা যাদুঘর কবে জাতীয় যাদুঘরে রূপান্তরিত হয়? 

উঃ ১৭ নভেম্বর, ১৯৮৩।

প্রশ্ন: বাংলাদেশের জাতিভিত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক যাদুঘর কোথায়? 

উঃ চট্টগ্রামের আগ্রাবাদে।

প্রশ্ন: মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত? 

উঃ ঢাকার সেগুন বাগিচায়, ২২ মার্চ, ১৯৯৬।

প্রশ্ন: বিজ্ঞান যাদুঘরটি কোথায় অবস্থিত? 

উঃ ঢাকার আগারগাঁয়ে।

প্রশ্ন: মহাস্থানগড় যাদুঘর কোথায় অবস্থিত? 

উঃ বগুড়া।

প্রশ্ন: জয়নুল আর্ট গ্যালারী কোথায় অবস্থিত? 

উঃ ময়মনসিংহ।

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রানী যাদুঘর কোথায় অবস্থিত? 

উঃ মীরপুর, ঢাকা। (চিড়িয়াখানার মধ্যে)

প্রশ্ন: ‘দুর্ভিক্ষের উপর ম্যাডোনা ৪৩’ ছবিটি কে একেঁছেন? 

উঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।

প্রশ্ন: প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে একেঁছেন? 

উঃ কামরুল হাসান।

 

 

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন? 

উঃ ওস্তাদ আয়াত আলী খান।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী কে ছিলেন? 

উঃ বুলবুল চৌধুরী।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পল্লীগীতি শিল্পী কে ছিলেন? 

উঃ আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম।

প্রশ্ন: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যাদুকর কে? 

উঃ জুয়েল আইচ।

প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে? 

উঃ শামীম সিকদার।

প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে ? 

উঃ অলক রায়।

প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ কাটুনিস্ট কে ? 

উঃ রফিকুন্নবী (রনবী)।

প্রশ্ন: বাংলাদেশের সুর সম্রাট কাকে বলে? 

উঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ।

প্রশ্ন: বাংলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ০৩ ডিসেম্বর, ১৯৫৫।

প্রশ্ন: পূর্বে বাংলা একাডেমীর নাম কি ছিল? 

উঃ বর্ধমান হাউজ।

প্রশ্ন: বাংলাদেশ শিল্পকলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৯৭৪।

প্রশ্ন: শিশু একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৯৭৭ সাল।

প্রশ্ন: বাংলাভাষার আদি নিদর্শন কি? 

উঃ চর্যাপদ।

প্রশ্ন: বাংলাদেশের ‘বাউল সম্রাট’ কাকে বলা হয়? 

উঃ লালন ফকির।

প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে? 

উঃ চার্লস উইলকিনস্‌।

প্রশ্ন: সর্বপ্রথম চলচ্চিত্র কে, কখন নির্মাণ করেন? 

উঃ লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র), ১৮৯৫ সাল।

প্রশ্ন: উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে? 

উঃ হীরালাল সেন।

প্রশ্ন: বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে? 

উঃ আবদুল জব্বার খান।

প্রশ্ন: হীরালাল সেনের নির্মিত চলচ্চিত্রটি প্রথম কবে কোথায় প্রদর্শিত হয়? 

উঃ ৪ এপ্রিল, ১৮৯৮ সালে কলিকাতার ক্লাসিক থিয়েটারে।

প্রশ্ন: উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি? 

উঃ জামাই ষষ্ঠী, ১৯৩১ সালে।

প্রশ্ন: উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? 

উঃ আলী বাবা ও চল্লিশ চোর।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি? 

উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।

প্রশ্ন: মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? 

উঃ আবদুল জব্বার খান।

প্রশ্ন: অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি? 

উঃ পথের পাঁচালী, ১৯৯১ সাল।

প্রশ্ন: পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? 

উঃ সত্যজিৎ রায়।

প্রশ্ন: পথের পাঁচালী চলচ্চিত্রটির প্রথম প্রদর্শিত হয়? 

উঃ ১৯৫৫ সালে।

 

প্রশ্ন: বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে? 

উঃ জহির রায়হান।

প্রশ্ন: জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? 

উঃ কখনো আসেনি।

প্রশ্ন: জহির রায়হান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হল? 

উঃ ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘Stop Genocide’
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রামান্য চিত্রের নাম কি? 

উঃ ‘স্টপ জেনোসাইড’।

প্রশ্ন: ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’ চলচ্চিত্রের নির্মাতা কে? 

উঃ তানভীর মোকাম্মেল।

প্রশ্ন: ‘মুক্তির গান’, ‘অগ্রযাত্রা’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে? 

উঃ তারেক মাসুদ।

প্রশ্ন: ‘চাকা’ ও ‘আগামী’ এর নির্মাতা কে? 

উঃ মোরশেদুল ইসলাম।

প্রশ্ন: ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির নির্মাতা কে? 

উঃ গৌতম ঘোষ।

প্রশ্ন: ‘লিবারেশন ফাইটার্স’ চলচ্চিত্রটির পরিচালক কে? 

উঃ আলমগীর কবির।

প্রশ্ন: কোন প্রামান্য চিত্রটি ইন্টারন্যাশনাল এ্যামি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে? 

উঃ ‘আমরাও পারি’ (এটিএন বাংলা নির্মিত)।

প্রশ্ন: বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন? 

উঃ ববিতা।

প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে? 

উঃ পূর্নিমা সেনগুপ্তা।

প্রশ্ন: বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে? 

উঃ বনানী চৌধুরী।

প্রশ্ন: বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি? 

উঃ বিশ বছর আগে

প্রশ্ন: এফডিসি কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৯৫৮ সালে।

প্রশ্ন: এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি? 

উঃ আছিয়া।

প্রশ্ন: এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি? 

উঃ আকাশ ও মাটি।

 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

 

 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs