Studypress Blog

ব্যাংক প্রস্তুতি স্পেশালঃ বাংলাদেশ কৃষি ব্যাংক ২০১৫ থেকে ২০১১ ( বাংলা)

17 May 2021

 

বাংলাদেশ কৃষি ব্যাংক ২০১৫ থেকে ২০১১

১) যৌগিক শব্দ - গায়ক

২) নিবৃত্তি শব্দির নি - তৎসম উপসর্গ

৩) বড় পিরীতি বালি বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেক চাঁদ - ভারত চন্দ্রের উক্তি

৪) মৌলিক শব্দ - গোলাপ

৫) শত্রুকে দমন করে যে - অরিন্দম

৬) সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সুড়ঙ্গ একটি - নাটক

৭) নজরুলের প্রথম প্রকাশিত কবিতা - মুক্তি

৮) একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে বলে - অসমীকরণ

৯) আদি স্বরের পরিবর্তন করে যুগ্নরীতিতে গঠিত শব্দ - চুপচাপ

১০) কৃৎ প্রত্যয়ের উদাহরণ - নাচ+ অন

 

১১) ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক - চন্দ্রকুমার দে

১২) বাংলা সাহিত্যে মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক - বসন্তকুমারী

১৩) সন্ধারাগে ঝিলিমিলি ঝিলের স্রোতখানি বাঁকা যে কাব্যের কবিতাংশ - বলাকা

১৪) অরণ্যে রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যটি হারাবে - যোগ্যতা

১৫) আজ তোরা যাসনে ঘরের বাহিরে এখানে কি অর্থে অনুজ্ঞা - আদেশ

১৬) তুমি যদি যেতে ভালো হতো। বাক্যটিতে যেতে শব্দটি - নিত্যবৃত্ত অতীত

১৭) যোগরুঢ় শব্দ - পঙ্কজ

১৮) সংস্কৃত উপসর্গ রয়েছে যে শব্দে - অপমান

১৯) বত্রিশ সিংহাসন এর রচয়িতা - মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

২০) বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে সৃষ্ট ভাষা - ব্রজবুলি

 

২১) তেজারত যে শব্দ - ফারসি
২২) অঘোষ ধ্বনি - ক

২৩) সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদগমন

২৪) রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ - গৌড়ীয় ব্যাকরণ

২৫) উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ যাঁর রচনা - শামসুর রাহমান

২৬) শর্বরী শব্দের অর্থ - রাত্রি

২৭) মেঘনাদ বধ কোন রসের কাব্য - করুন রস

২৮) ড় এবং ঢ় যে ধ্বনি - তাড়নজাত

২৯) শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে বলে - সমীভবন

৩০) ধ্বনাত্মক দ্বিরুক্ত শব্দ - ঝম - ঝম

 

৩১) অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ - মিঠাই
৩২) যে শব্দের লিঙ্গান্তর হয় না - ঢাকী

৩৩) এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয় যে শব্দে - খেমটা

৩৪) গেরাম যে জাতীয় শব্দ - অর্ধতৎসম

৩৫) বাবা শব্দটি - তুর্কি

৩৬) পাঞ্জেরী শব্দের অর্থ - আলোক বর্তিকা

৩৭) বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি - ৩টি

৩৮) শিশুটি মা মা বলে কাঁদছে এখানে মা মা দ্বিরুক্তিটি যে অর্থে - আগ্রহ

৩৯) ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য - নতুন শব্দ গঠন

৪০) কৃষ্ণ এর অর্ধতৎসম শব্দ - পুত্র


৪১) অপ শব্দটি অপকর্ম শব্দে যে অর্থে ব্যবহৃত হয়েছে - নিকৃষ্ট অর্থে

৪২) চর্যাপদ আবিষ্কৃত হয় - পাল শাসনামলে

৪৩) চাঁদ সওদাগর যে কাব্যের চরিত্র - মনসামঙ্গল

৪৪) মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি - আলাওল

৪৫) বাংলা ভাষা ভাষার প্রথম দৈনিক পত্রিকা - সংবাদ প্রভাকর
৪৬) চতুর্দশপদী কবিতায় পংক্তি থাকে - ১৪ টি

৪৭) রবীন্দ্রনাথের রচনা - সোনার তরী, বলাকা, চিত্রা, শেষের কবিতা,চতুরঙ্গ

৪৮) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি - যৌগিক বাক্য

৪৯) ভাষার মূল উপাদান - ধ্বনি

৫০) শুদ্ধ বানান - দূষণীয়

 

৫১) ব্রজবুলি বলতে বোঝায় - একরকম কৃত্রিম কবিভাষা

৫২) পদ্মা নদীর মাঝি একটি - উপন্যাস

৫৩) বাংলা নাটকের পথিকৃৎ - মধুসূদন দত্ত

৫৪) অভিরাম এর সমার্থক শব্দ - রমণীয়

৫৫) ফারসি শব্দ - পেরেশান

৫৬) পক্ব অর্থে প্রকাশ পায় - পাকা আম
৫৭) শুদ্ধ বানান - মুমূর্ষু

৫৮) অপাংক্তেয় এর বিপরীত - অতুলনীয়

৫৯) দুধের মাছি বাগধারার অর্থ - সুসময়ের বন্ধু

৬০) অভিধানে যে শব্দটি আগে আসবে - চাঁটি

 

৬১) এইসব দিনরাত্রি নাটকের রচয়িতা - হুমায়ূন আহমেদ

৬২) ক্ষুদার্ত এর সন্ধি বিচ্ছেদ - ক্ষুধা + ঋত

৬৩) বিষাদ সিন্ধু রচনা করেন - মীর মশাররফ হোসেন

৬৪) গাহি তাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান যে কবিতার অংশ - জীবন

বন্দনা ( কাজী নজরুল)
৬৫) সমুদ্র শব্দের সমার্থক নয় - স্রোতস্বিনী

৬৬) মৃগাঙ্ক শব্দটির অর্থ - চন্দ্র

৬৭) কচুবনের কালাচাঁদ বাগধারার অর্থ - অপদার্থ

৬৮) নীর ও নীড় শব্দ যুগলের অর্থ - পানি ও পাখির বাসা

৬৯) হিন্দি শব্দ - পানি

৭০) যে বাক্যে পা শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত - হাতের লক্ষ্নী পায়ে ঠেলো না
৭১) একাদশে বৃহস্পতি এর অর্থ - সৌভাগ্যের বিষয়

৭২) বনে বনে ফুল ফুটেছে এখানে ফুল - বহুবচন

৭৩) চালাক এর বিশেষ্য - চালাকী

৭৪) নাবিক শব্দের সন্ধিবিচ্ছেদ - নৌ+ ইক

৭৫) আজ রবিবার নাটকটির রচয়িতা - হুমায়ূন আহমেদ

 

৭৬) শুদ্ধ বাক্য - জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

৭৭) পাণিনি ছিলেন - বৈয়াকরণিক
৭৮) বাংলাদেশের সাহিত্যাঙাগনে সব্যসাচী লেখক - সৈয়দ শামসুল হক

৭৯) শৈবাল দিঘীরে কহে উচ্চ করি শির লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির এর মূল প্রতিপাদ্য -

অকৃতজ্ঞতা

৮০) কোন দ্বিরুক্ত সব্দ বহুবহন বোঝায় - পাকা পাকা আম

৮১) যতবড় মুখ নয় ততবড় কথা এখানে মুখ বলতে বোঝানো হয়েছে - শক্তি

৮২) অনিল শব্দের অর্থ - বাতাস

৮৩) পায়ে হেঁটে গমন করে না যে - প্লবক, ভুজঙ্গ
৮৪) কাগজ এর বহুবচন - কাগজগুলো

৮৫) ভানু এর প্রতিশব্দ নয় - শশী

৮৬) শুদ্ধ বাক্য - রাজা পাপিষ্ঠা রানীকে শাস্তি দিলেন

৮৭) ড.মুহাম্মদ শহীদুল্লাহর বড় পরিচয় - ভাষাতত্ত্ববিদ

৮৮) সূর্য দীঘর বাড়ি উপন্যাস রচনা করেন - আবু ইসহাক
৮৯) যে বাংলা পদের সাথে সন্ধি হয় না - অব্যয়

৯০) দুর্বল অর্থ প্রকাশ করে যে বাগধারাটি - ঊনপাঁজুরে

 

 

৯১) জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় - বলাকা

৯২) হুমায়ুন আহমেদ এর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - জোছনা ও জননীর গল্প

৯৩) বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় - ১৮ শতকে

৯৪) একই সময়ের এর সমার্থক - যুগপৎ

৯৫) অব্যক্ত মধুর ধ্বনি - কলতান

৯৬) অমরাবতী এর বিপরীত শব্দ - নরক

৯৭) অশুদ্ধ বাক্য - বাংলাদেশ একটি উন্নতশীল দেশ

৯৮) বাংলা গদ্যের জনক - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

৯৯) আমার সোনার বাংলা গানটি জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় - ৩ মার্চ ১৯৭১

১০০) একুশের গল্প এর রচয়িতা - জহির রায়হান

 

 
 
 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs