Studypress Blog
৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ Family Planning (Assistant Officer)
14 May 2021
১. বাংলাদেশের সংবিধান কত সালে রচিত হয়?
১৯৭২
২. ২০১৪-১৫ অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয়ের পরিমাণ কত?
১৩১৪ মার্কিন ডলার
৩. ধলেশ্বরী নদীর শাখা কোনটি?
বুড়িগঙ্গা
৪. প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি কে ছিলেন?
মুহাম্মদ বিন কাসিম
৫. বাংলাদেশে চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
লর্ড কর্নওয়ালিস
৬. ৬ দফা আনুষ্ঠানিকভাবে কত তারিখে ঘোষণা করা হয়?
২৩ মার্চ ১৯৬৬
৭. বাংলাদেশের বৃহত্তর সেচ প্রকল্পের নাম কি?
তিস্তা সেচ প্রকল্প
৮. পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
ড.মাকসুদুল আলম
৯. বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে?
২৬ জুন ২০০০
১০. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
বুড়িগঙ্গা
১১. চরফ্যাশন কোন জেলায়?
ভোলা
১২. জাফনা দ্বীপ কোথায়?
শ্রীলংকা
১৩. সিডর (SIDR) শব্দের অর্থ কি?
Eye
১৪. ব্লাক সেপ্টেম্বর কি?
একটি সন্ত্রাসী সংগঠন
১৫. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কত?
২৮টি
১৬. ন্যাটো (NATO)-তে কোন মুসলিম রাষ্ট্র সদস্য?
তুরস্ক
১৭. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
পনের
১৮. পানামা খাল খনন সমাপ্তকারী দেশের নাম কি?
যুক্তরাষ্ট্র
১৯. টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার সংখ্যা কয়টি?
১৭টি
২০. পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক কোন দেশ?
রাশিয়া
২১. সর্বশেষ এশিয়া কাপের চ্যাম্পিয়ন কোন দেশ?
ভারত
২২. তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
মিশর
২৩. দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ কোনটি?
ইকুয়েডর
২৪. দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়?
দ্রাবিড়
২৫. কোন দেশ একই সাথে এশিয়া ও ইউরোপ মহাদেশে অবস্থিত?
তুরস্ক
26. 2x + 3y – 6 = 0 রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাংক –
2x + 3y – 6 = 0 রেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেখানে y =0
2x=6, x=3
ans (3,0)
27. A = , B = , X = এবং AX = B হলে (x,y) = ?
(0,0)///(1,2)///(2,1)///@@(1,1)
A X= =
=
y=1
2x=2
x=1
28. 2 এবং এর স্কেলার গুণন হল –
-7///0///@@7///11
2 Multiplied by
=6+3-2 =7
29. কোনটি সঠিক?
sin120o = sin60o + sin60o///@@sin120o = 2sin60o cos60o///sin120o = 2sin60o///sin120o = -1/2
30. A = {x : 7 ≤ x < 11} এবং B = { x : x মৌলিক সংখ্যা < 15} A B কোনটি?
A = {7,8,9,10}
B={2,3,5,7,11,13}
A n B ={7}
31. (cosp + 1)/sinp এর মান কোনটি?
(cosp + 1)/sinp
=2cos2p/2/2sinp/xcosp/2
=(cosp/2)/(sinp/2)
=cotp/2
32. যদি tanx = 1 হয়, তবে sinx - cos (-x) এর মান কত?
tanx = 1
sinx/cosx =1
sinx=cosx
sinx - cos (-x)
= sinx - cosx
=0
33. 14 সে.মি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তখেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
@@616///154///574///264
r=14 cm
Area= pi.r2
= 22/7 * 14*14
=616
34. ‘x’ সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল কত?
x///2x///@@x2///2x + 1
Example: 1,3,5,7
sum = 16=42
35. বার্ষিক ৮% মুনাফার ৫০০০ টাকার মুনাফা ১০০০ টাকা হবে কত বছরে?
I = pnr
1000=5000*n*.08
=>n=1/.4 = 2.5
36. কোনো বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার, প্রস্থ ৩০ মিটার। বাগানের বাইরে চারদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
১২০০
37. পণ্য ৫% ক্ষতিতে ২৩৭৫ টাকায় বিক্রয় করা হলে ক্রয়মূল্য কত?
x-x*5%=2375
=>.95x=2375
x=2500
38. ০, ৩, ৮, ১৪, ২৪ ............... ধারাটির পরবর্তী পদ কোনটি?
৫০///৪৫///৪০///৩৫
০, ৩, ৮, ১৪, ২৪
The question may be wrong which we think the number 14 should be 15
0,3,8,15,24,-
square (1) - 1 =0
square (2) - 1 =3
square (3) - 1 =8
square (4) - 1 =15
square (5) - 1 =24
square (6) - 1 =35
39. x4 + 2x2 + 1 = 5x2 হলে, x (1/x) = কত?
v5
40. একটি জ্যা কয়টি চাপে বিভক্ত?
2
41. R = {x : x, 4 এর গুণিতক এবং x <= 16} সেটটির তালিকায় প্রকাশিত রূপ কোনটি?
@@{4,8,12,16}
42. ৫৬ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
Ans. 9
They are: 59, 61, 67, 71, 73, 79, 83, 89 & 97
43. যদি A ও B যে কোন দুইটি সেট হয়, তবে (A – B) n B = কত?
Empty Set
44. কোন সংখ্যার ৩/৭ অংশ ৪৮ এর সমান?
১১২
৪৫. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি গ্রহণ করে?
নাইট্রোজেন
৪৬. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
শুক্র
৪৭. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কী গ্যাস থাকে?
নাইট্রোজেন
৪৮. কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
জন্ডিস
৪৯. অগ্ন্যাশয় থেকে কোনটি নি:সৃত হয়?
ইনসুলিন
৫০. ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস কোনটি?
ভোজ্যতেল
৫১. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি?
অস্ট্রিক
৫২. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কোথায় পাওয়া যায়?
নেপাল রাজ দরবার গ্রন্থাগার
৫৩. অন্নদামঙ্গল-কাব্যের রচয়িতা কে?
ভারত চন্দ্র
৫৪. ‘পদ্মাবতী’ কার রচনা?
আলাওল
৫৫. ‘ইতিহাসমালা’-র লেখক কে?
উইলিয়াম কেরি
৫৬. ‘বঙ্গভাষা’ কবিতার রচয়িতা কে?
মাইকেল মধুসুদন দত্ত
৫৭. কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়?
চক্রবাক
৫৮. ‘শেষের কবিতা’ কোন জাতীয় রচনা?
উপন্যাস
৫৯. Chancellor এর পরিভাষা কোনটি?
আচার্য
৬০. একুশে গ্রন্থমালার আয়োজক সংস্থার নাম কি?
বাংলা একাডেমি
৬১. ‘নারী’- কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
সাম্যবাদী
৬২. ‘এলাচি’ কোন ভাষার শব্দ?
চীনা
৬৩. ‘অর্বাচিন’ শব্দের অর্থ কি?
মূর্খ
৬৪. ‘খয়ের খাঁ’ শব্দের অর্থ কি?
তোষামদকারী
৬৫. কোনটি বিবাহ শব্দের প্রতিশব্দ নয়?
পাণি প্রার্থী
৬৬. ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে?
কাল
৬৭. অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে?
মাত্রা
৬৮. কোনটি রূপক সমাস নয়?
@@বাহুলতা///কমলমুখ///বিষাদসিন্ধু///জ্ঞানবৃক্ষ
বাহুলতা = বাহু লতার ন্যায়
৬৯. কোন বানানটি সঠিক?
রীতিনীতি
৭০. ‘লোকটি ধনী কিন্তু কৃপণ’-কোন ধরনের বাক্য?
যৌগিক
৭১. ‘চাতুর্য’ শব্দের বিশেষণ কোনটি?
চতুর
৭২. শাশ্বত বঙ্গ গ্রন্থের রচয়িতা কে?
কাজী আবদুল ওদুদ
৭৩. কাকে যুগসন্ধির কবি বলা হয়?
ঈশ্বরগুপ্ত
৭৪. গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম কি?
অচলা
৭৫. ‘আত্মজা ও একটি কবরী গাছ’ গল্পের লেখক কে?
হাসান আজিজুল হক
76. The word ‘Lunar’ is related to ___
1) @@moon
77. He said, “Good morning, Mr. Kamal.” (Change the speech)
1)He wished Mr. Kamal good morning*
78. Who is known as ‘the poet of nature’ in English literature?
3)William Wordsworth*
79. Twenty years ____ since my mother died.
2)have passed*
80. No man can ____ alone.
2)live*
81. The word ‘little’ in the sentence ‘There is little hope in this case’ means---
1)there is some hope*
82. The word ‘walking’ in the sentence ‘Walking is good for health’ is ---
2)a gerund*
83. One of the boys ____ present.
1)was*
84. ‘Flora’ means ____
4)the plants of a particular area*
85.The river has ___ its banks.
2)overflowed*
86.One who is specialist in heart and its diseases is ____.
1)a cardiologist*
87.‘Capital punishment’ means ---
3)death penalty*
88.At last the beast in him got ___ upper hand.
3)the*
89.I saw ___ beggar.
3)a one eyed*
90.We had tasty and ___ meals.
1)nutritious*
91.If you read, you will learn. This sentence is a ___
2)complex*
92.What is the verb of the word ‘antagonism’?
3)Antagonise*
93. I wish I ___ a king.
4)were *
94. This is the go of the world. Here ‘go’ is a/an—
2)noun*
95. What is the synonym of the word ‘homogeneous’?
4)Similar
96.Which one of the following sentence is correct?
3)His name has been struck off*
97.What is the antonym of ‘famous’?
2)obscure*
98. The han has ______ ten eggs.
1)@@laid
99. It is you who ___ to blame.
3)are*
100. A sentence is a-
3)group of words that make a complete sense*
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।
bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন,