Studypress Blog

৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ সন্ধি -১০১ টি প্রশ্ন

05 May 2021

 

১. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না? 

ক) কুলটা

খ) গায়ক

গ) পশ্বধম

ঘ) নদ্যম্বু

 

সঠিক উত্তর: (ক) 

২. কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি? 

ক) একচ্ছত্র

খ) পবিত্র

গ) দিগন্ত

ঘ) সজ্জন

 

সঠিক উত্তর: (গ)

৩. ‘অত্যন্ত’ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) অত্য + অন্ত

খ) অতি + অন্ত্য

গ) অতি + ন্ত

ঘ) অতি + অন্ত

 

সঠিক উত্তর: (ঘ) 

৪. ‘তন্বী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী? 

ক) তনু + ঈ

খ) তনু + ই

গ) তন্বী + ঈ

ঘ) তনী + ব

 

সঠিক উত্তর: (ক) 

৫. ‘সদা + এব’ এর সঠিক সন্ধি হলো - 

ক) সর্বদা

খ) সর্বত্র

গ) সদৈব

ঘ) সর্বৈব

 

সঠিক উত্তর: (গ) 

৬. ‘গায়ক’ - এর সন্ধি কোনটি? 

ক) গা + ওক

খ) গা + অক

গ) গা + য়ক

ঘ) গৈ + অক

 

সঠিক উত্তর: (ঘ) 

 

৭. ‘নাত + জামাই’ - এর সঠিক সন্ধিরূপ কোনটি? 

ক) নাতিজামাই

খ) নাতজামাই

গ) নাজজামাই

ঘ) নাতনিজামাই

 

সঠিক উত্তর: (গ) 

৮. ‘বনস্পতি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) বনস্ + পতি

খ) বনঃ + পতি

গ) বন + পতি

ঘ) বনো + পতি

 

সঠিক উত্তর: (গ) 

৯. ‘নাজজামাই’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) নাতি + জামাই

খ) নাতিন + জামািই

গ) নাজ্ + জামাই

ঘ) নাত + জামাই

 

সঠিক উত্তর: (ঘ) 

১০. ‘ষষ্ঠ’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) ষট্ + থ

খ) ষষ + থ

গ) ষষ্ + ট

ঘ) ষষ্ + ঠ

 

সঠিক উত্তর: (খ) 

১১. “অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি? 

ক) স্বরসন্ধি

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

 

সঠিক উত্তর: (ক) 

১২. উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? 

ক) উপরিউক্ত

খ) উপর্যপরি

গ) উপর্যুক্ত

ঘ) পুনরপি

 

সঠিক উত্তর: (গ) 

১৩. ‘পরীক্ষা’ - এর সন্ধি বিচ্ধে কোনটি? 

ক) পরি + ঈক্ষা

খ) পরী + ঈক্ষা

গ) পরী + ইক্ষা

ঘ) পরি + ইক্ষা

 

সঠিক উত্তর: (ক) 

১৪. ‘যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই’ এখানে কোন ধ্বনি লোপ পেয়েছে? 

ক) আ

খ) অ

গ) ই

ঘ) এ

 

সঠিক উত্তর: (গ) 

১৫. ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে? 

ক) অ + অ

খ) অ + আ

গ) আ + আ

ঘ) আ + অ

 

সঠিক উত্তর: (গ) 

১৬. সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে? 

ক) প্রাতঃ + কাল

খ) শিরঃ + ছেদ

গ) শিরঃ + পীড়া

ঘ) মনঃ + কষ্ট

 

 

সঠিক উত্তর: (খ) 

১৭. ‘পূর্ণেন্দু’ কোন সন্ধি? 

ক) স্বরসন্ধি

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

 

সঠিক উত্তর: (ক) 

১৮. ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - 

ক) কৃ + ক্তি

খ) কৃষ্ + তি

গ) কৃঃ + তি

ঘ) কৃষ + টি

 

সঠিক উত্তর: (খ) 

১৯. ‘নিষ্কর’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) নিঃ + কর

খ) নীঃ + কর

গ) নিষ + কর

ঘ) নিস্ + কর

 

সঠিক উত্তর: (ক) 

 

২০. ‘সন্ধি’ - এর সন্ধি বিচ্ছেদ কী? 

ক) সম + ধি

খ) সম্ + ধি

গ) সম্ + ন্ধি

ঘ) সণ্ + ধি

 

সঠিক উত্তর: (খ) 

 

 

২১. ‘মস্যাধার’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) মসি + আধার

খ) মস্যা + আধার

গ) মসিহ + আধার

ঘ) মসী + আধার

 

সঠিক উত্তর: (ঘ) 

২২. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত? 

ক) ব্যঞ্জনসন্ধির

খ) স্বরসন্ধির

গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির

ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির

 

সঠিক উত্তর: (ক) 

২৩. ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) সন্ + চয়

খ) সম্ + চয়

গ) সঙ্ + চয়

ঘ) সং + চয়

 

সঠিক উত্তর: (খ) 

২৪. ‘অহরহ’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) অহঃ + রহ

খ) অহঃ + অহ

গ) অহঃ + অহঃ

ঘ) অহ + রহ

 

সঠিক উত্তর: (খ) 

২৫. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) শীত + ঋত

খ) শীত + আর্ত

গ) শিত + ঋত

ঘ) শিত + অর্ত

সঠিক উত্তর: (ক) 

২৬. যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনিমাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে কিসের বিধান নেই? 

ক) সমাসের

খ) প্রত্যয়ের

গ) সন্ধির

ঘ) বচনের

 

সঠিক উত্তর: (গ) 

২৭. কোনটি সন্ধির উদ্দেশ্য? 

ক) শব্দের মিলন

খ) বর্ণের মিল

গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন

ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন

 

সঠিক উত্তর: (গ) 

২৮. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? 

ক) সংস্কার/পরিষ্কার

খ) অতএব
গ) সংশয়

ঘ) মনোহর

 

সঠিক উত্তর: (ক) 

২৯. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম? 

ক) তৎসম সন্ধি

খ) বাংলা সন্ধি

গ) স্বরসন্ধি

ঘ) ব্যঞ্জন সন্ধি

 

সঠিক উত্তর: (ক) 

৩০. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে - 

ক) ব্যঞ্জনসন্ধি
খ) স্বরসন্ধি

গ) নিপাতনে সিদ্ধ সন্ধি

ঘ) বিসর্গ সন্ধি

 

সঠিক উত্তর: (গ) 
৩১. ‘রাজ্ঞী’ - এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? 

ক) রাজ্ + নী

খ) রাগ + গী

গ) রাজন + গী

ঘ) রাজা + গি

 

সঠিক উত্তর: (ক) 

৩২. ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) দু + লোক
খ) দ্বি + লোক

গ) দুই + লোক

ঘ) দিব্ + লোক

 

সঠিক উত্তর: (ঘ) 

৩৩. ‘নাবিক’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) না + ইক

খ) নো + ইক

গ) নৌ + ইক

ঘ) না + বিক

 

সঠিক উত্তর: (গ) 

৩৪. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? 

ক) পরিষ্কার

খ) ষড়ানন

গ) সংস্কার

ঘ) আশ্চর্য

 

সঠিক উত্তর: (ঘ) 

৩৫. ‘লবণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ - 

ক) লো + অন

খ) লব + ন

গ) লব + অন

ঘ) লো + বন

 

সঠিক উত্তর: (ক) 

 

 

৩৬. সন্ধির প্রধান সুবিধা কী? 

ক) পড়ার সুবিধা

খ) লেখার সুবিধা

গ) উচ্চারণের সুবিধা

ঘ) শোনার সুবিধা

 

সঠিক উত্তর: (গ) 

৩৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? 

ক) বাক্ + দান = বাকদান

খ) উৎ + ছেদ = উচ্ছেদ

গ) পর + পর = পরস্পর

 

ঘ) সম্ + সার = সংসার

 

সঠিক উত্তর: (গ) 

৩৮. বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

 

সঠিক উত্তর: (ক) 

৩৯. ত্/দ্ এর পর চ্/ছ্ থাকলে ত্/দ্ এর স্থানে ‘চ্’ হয়। এর উদাহরণ কোনটি? 

ক) সজ্জন

খ) সচ্ছাত্র

গ) উচ্ছ্বাস

ঘ) বিচ্ছিন্ন

 

সঠিক উত্তর: (খ) 

৪০. ‘বৃষ্টি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) বৃস + টি

খ) বৃশ + টি

গ) বৃষ্ + তি

ঘ) বৃষ + টি

 

সঠিক উত্তর: (গ) 

 

 

৪১. ‘প্রত্যূষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) প্রত্য + উষ

খ) প্রত্য + ঊষ

গ) প্রতি + উষ

ঘ) প্রতি + ঊষ

 

সঠিক উত্তর: (ঘ) 

৪২. ‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ - এর উদাহরণ কোনটি? 

ক) মহৌষধ

খ) বনৌষধি

গ) পরমৌষধ

ঘ) পরমৌষধি

 

সঠিক উত্তর: (গ) 

৪৩. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে? 

ক) নিপাতনে সিদ্ধ সন্ধি

খ) স্বরসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) ব্যঞ্জনসন্ধি

 

সঠিক উত্তর: (খ) 

৪৪. মূর্ধ্য শিষ ধ্বনি ‘ষ’ এর পর অঘোষ মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়? 

ক) ল্ম

খ) ষ্ঠ

গ) ষ্ট

ঘ) ঞ

 

সঠিক উত্তর: (খ) 

৪৫. সন্ধির প্রধান উদ্দেশ্য - 

ক) স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য

খ) উচ্চারণের দ্রুততা

গ) আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা

ঘ) স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন

 

সঠিক উত্তর: (ক) 

৪৬. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে? 

ক) বিষমীভবন

খ) সমীভবন

গ) অসমীকরণ

ঘ) স্বরসংগতি

 

সঠিক উত্তর: (খ) 


৪৭. ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি? 

ক) যজ্ঞ

খ) তন্মধ্যে

গ) সঞ্চয়

ঘ) রাজ্ঞী

 

সঠিক উত্তর: (গ) 

৪৮. অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে কী হয়? 

ক) এর

খ) আর

গ) র

ঘ) অর

 

সঠিক উত্তর: (ঘ) 

৪৯. স্বরধ্বনির পর কোনটি থাকলে তা ‘চ্ছ’ হয়? 

ক) দ

খ) চ

গ) ঝ
ঘ) ছ

 

সঠিক উত্তর: (ঘ) 

৫০. আ + ঈ = এ - এ নিয়মের বাইরে কোনটি? 

ক) মহেশ

খ) রমেশ

গ) ঢাকেশ্বরী

ঘ) গণেশ

 

সঠিক উত্তর: (ঘ) 

৫১. ‘পর্যন্ত’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) পর্য + ন্ত

খ) পরি + অন্ত

গ) পর্য + অন্ত

ঘ) প + অন্ত

 

সঠিক উত্তর: (খ) 

৫২. উ-কারের পর বিসর্গ (ঃ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে? 

ক) স

খ) ষ

গ) শ

ঘ) য

 

সঠিক উত্তর: (খ) 

৫৩. আ + ও = ঔ - এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? 

ক) মহৌষধি

খ) মহৌষধ

গ) বনৌষধি

ঘ) পরমৌষধ

 

সঠিক উত্তর: (গ) 

৫৪. গোষ্পদ - এর সন্ধিবিচ্ছেদ কী হবে? 

ক) গোর + পদ

খ) গো + পদ

গ) গৌ + পদ

ঘ) গৌর + পদ

 

সঠিক উত্তর: (খ) 

৫৫. কোনটি বিসর্গ সন্ধি? 

ক) ততোধিক

খ) বিদ্যালয়

গ) দিগন্ত

ঘ) পরিচ্ছেদ

সঠিক উত্তর: (ক) 

৫৬. তৎসম সন্ধি কয় প্রকার? 

ক) তিন

খ) দুই

গ) চার

ঘ) পাঁচ

 

সঠিক উত্তর: (ক) 

৫৭. ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) ধনুঃ + টঙ্কার

খ) ধনু + টঙ্কার

গ) ধনুস + টঙ্কার

ঘ) ধনুষ টঙ্কার

 

সঠিক উত্তর: (ক) 

৫৮. ‘অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি? 

 

ক) স্বরসন্ধি

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

 

সঠিক উত্তর: (ক) 

৫৯. ‘দিগন্ত’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) দিগ + অন্ত

খ) দিক্ + অন্ত

গ) দিক + অন্ত

ঘ) দিগ্ + অন্ত

 

সঠিক উত্তর: (খ) 

৬০. ‘পশু + অধম’ - এর শুদ্ধ সন্ধি কী? 
ক) পশ্বধম

খ) পশ্বাধম

গ) পশুধম

ঘ) পশাধম

 

 

সঠিক উত্তর: (খ) 

৬১. কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? 

ক) আয়াসের লাঘব হলে
খ) ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে

গ) শ্রুতিমধুর হলে

ঘ) স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণ হলে

 

সঠিক উত্তর: (খ) 
৬২. কোনটি স্বরসন্ধির উদাহরণ? 

ক) কাঁচা + কলা = কাঁচকলা

খ) নাতি + বৌ = নাতবৌ

গ) বদ্ + জাত = বজ্জাত

ঘ) রুপা + আলি = রুপালি

 

সঠিক উত্তর: (ঘ) 

৬৩. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? 

ক) ষড়ানন

খ) কথাচ্ছলে

গ) পরিষ্কার

ঘ) হস্তান্তর

 

সঠিক উত্তর: (ঘ) 

৬৪. কোনটি বাংলা ব্যঞ্জনসন্ধির উদাহরণ? 

ক) তিনেক
খ) কতেক

গ) শতেক

ঘ) নিন্দুক

সঠিক উত্তর: (ক) 

৬৫. ‘অ’ কার কিংবা ‘আ’ কারের পর ‘ই’ কার কিংবা ‘ঈ’ কার থাকলে উভয়ে মিলে - 

ক) ঈ-কার হয়

খ) উ-কার হয়

গ) ও-কার হয়

ঘ) এ-কার হয়

 

সঠিক উত্তর: (ঘ) 

৬৬. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) শীত + ঋত

খ) সন্ধি + আর্ত

গ) শিত + ঋত

ঘ) শিত + অর্ত

 

সঠিক উত্তর: (ক) 

৬৭. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) মন + ঈষা

খ) মনঃ + ইষা

গ) মনস + ঈষা

ঘ) মনো + ঈষা

 

সঠিক উত্তর: (গ) 

৬৮. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই? 

ক) স্বরসন্ধি

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) বাংলা সন্ধি

 

সঠিক উত্তর: (গ) 

৬৯. কোনটি স্বরসন্ধির উদাহরন? 

ক) উদ্ধার

খ) পুরস্কার

গ) তিরস্কার

ঘ) অতীত

 

সঠিক উত্তর: (ঘ) 

৭০. মিতা + আলি = মিতালি - এটি কোন সন্ধি? 

ক) খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি

খ) খাঁটি বাংলা স্বরসন্ধি

গ) তৎসম স্বরসন্ধি

ঘ) তৎসম ব্যঞ্জন সন্ধি

 

সঠিক উত্তর: (গ) 

৭১. ই + ঈ = ঈ - এর উদাহরণ কোনটি? 

ক) পরীক্ষা

খ) অতীত

গ) সতীন্দ্র

ঘ) সতীশ

 

সঠিক উত্তর: (ক) 

৭২. ‘সম্ + দর্শন’ - এর সঠিক সন্ধি কোনটি? 

ক) সুন্দর

খ) সুদর্শন

গ) সন্দর্শন

ঘ) সৌন্দর্য

 

সঠিক উত্তর: (গ) 

৭৩. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? 

ক) অন্যান্য

খ) প্রত্যেক

গ) স্বল্প

ঘ) তন্বী

 

সঠিক উত্তর: (ক) 

৭৪. ‘সংবাদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কী? 

ক) সম্ + বাদ

খ) সঃ + বাদ

গ) সং + বাদ

ঘ) সৎ + বাদ

 

সঠিক উত্তর: (ক) 

৭৫. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী? 

ক) শুভ + অচ্ছা

খ) শুভ + এচ্ছা

গ) শুভ + ইচ্ছা

ঘ) শুভে + ইচ্ছা

 

সঠিক উত্তর: (গ) 

৭৬. কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ? 

ক) প্রত্যেক

খ) রাজ্ঞী

গ) মার্তন্ড/পৌঢ়

ঘ) গায়ক

 

সঠিক উত্তর: (গ) 

৭৭. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) গব + এষণা

খ) গো + এষণা

গ) গো + ষণা

ঘ) গ + বেষণা

 

সঠিক উত্তর: (খ) 

৭৮. ‘অন্বেষণ’ - এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী? 

ক) অন্ব + এষণ

খ) অনু + এষণ

গ) অন্ব + ষণ

ঘ) অনু + ষণ

 

সঠিক উত্তর: (খ) 

৭৯. বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে? 

ক) তিন ভাগে

খ) ছয় ভাগে

গ) দু ভাগে

ঘ) নয় ভাগে

 

সঠিক উত্তর: (গ) 

৮০. ঔ + উ = আব্ + উ - এ সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির? 

ক) পাবক
খ) নাবিক

গ) ভাবুক

ঘ) গায়ক

 

সঠিক উত্তর: (গ) 

 

 

৮১. ঔ + উ = আব্ + উ - এই সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির? 

ক) পাবক

খ) নাবিক

গ) ভাবুক

ঘ) গায়ক

 

সঠিক উত্তর: (গ) 
৮২. ‘জনৈক’ - শব্দটির সন্ধিবিচ্ছেদ - 

ক) জন + ঐক

খ) জন + নৈক

গ) জন + এক

ঘ) জন + ঔক

 

সঠিক উত্তর: (গ) 

৮৩. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? 

ক) তস্কর

খ) উত্থান
গ) পরিষ্কার

ঘ) সংস্কার

 

সঠিক উত্তর: (ক) 

৮৪. ‘সন্ধি’ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? 

ক) ধ্বনিতত্ত্ব

খ) শব্দতত্ত্ব

গ) রূপতত্ত্ব

ঘ) বাক্যতত্ত্ব

সঠিক উত্তর: (ক) 

৮৫. ‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে? 

ক) ত্ + ঝ

খ) ত্ + জ

গ) দ্ + জ

ঘ) দ্ + ঝ

 

সঠিক উত্তর: (খ) 

৮৬. ‘বিদ্যালয়’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) বিদ্য + আলয়

খ) বিদ্যা + অলয়

গ) বিদ + আলয়

ঘ) বিদ্যা + আলয়

 

সঠিক উত্তর: (ঘ) 

৮৭. আ + আ = আ হয় - এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে? 

ক) প্রাণাধিক

খ) কথামৃত

গ) রত্নাকর

ঘ) মহাশয়

 

সঠিক উত্তর: (ঘ) 

৮৮. নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার? 

ক) পাঁচ

খ) চার

গ) তিন

ঘ) দুই

 

সঠিক উত্তর: (ঘ) 

৮৯. আ + আ = আ হয় - এ সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে? 

ক) সদানন্দ

খ) কথামৃত

গ) দেবালয়

ঘ) প্রাণাধিক

 

সঠিক উত্তর: (ক) 

৯০. উপরি + উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি? 

ক) উপর্যুপরি

খ) উপর্যপরি

গ) উপরিউপার

ঘ) পুনরপি

 

সঠিক উত্তর: (ক) 

৯১. অহর্নিশ - সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) অহ + নিশ

খ) অহো + নিশা

গ) অহঃ + নিশা

ঘ) অহর + নিশ

 

সঠিক উত্তর: (গ) 

৯২. ‘ষোড়শ’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 

ক) ষট + অশ

খ) ষট্ + দশ
গ) ষড় + অশ

ঘ) ষড় + দশ

 

সঠিক উত্তর: (খ) 

৯৩. ‘তদবধি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) তত + বধি

খ) তৎ + বধি

গ) তদ + অবধি

ঘ) তৎ + অবধি

 

সঠিক উত্তর: (ঘ) 

৯৪. উৎ + ছেদ = 

ক) উচ্ছেদ

খ) উৎছেদ

গ) উছ্যেদ

ঘ) উৎছাদ

 

সঠিক উত্তর: (ক) 

৯৫. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়? 

ক) স্বরসন্ধি

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

 

সঠিক উত্তর: (খ) 

৯৬. ‘সম্ + দর্শন’ - এর সঠিক সন্ধি কোনটি? 

ক) সুন্দর

খ) সুদর্শন

গ) সন্দর্শন

ঘ) সৌন্দর্য

 

সঠিক উত্তর: (গ) 

৯৭. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? 
ক) পবন

খ) গবাক্ষ

গ) পরিচ্ছদ

ঘ) সজ্জন

 

সঠিক উত্তর: (খ) 

 

৯৮. অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি? 

 

ক) তৎ + রূপ = তদ্রুপ

খ) সম্ + তাপ = সন্তাপ

 

গ) রাজ্ + নী = রাজ্ঞী

 

ঘ) তদ্ + কাল = তৎকাল

 

সঠিক উত্তর: (গ) 

৯৯. ‘দুর্যোগ’ - এর সন্ধিবিচ্ছেদ কী? 

ক) দুহঃ + যোগ

খ) দুঃ + যোগ

গ) দুর + যোগ

ঘ) দুহ + যোগ

 

সঠিক উত্তর: (খ) 

১০০. ‘মুখচ্ছবি’ শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে? 

ক) স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

 

খ) ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি

 

গ) ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি

 

ঘ) ব্যঞ্জনধ্বনি + বিসর্গ ধ্বনি

 

সঠিক উত্তর: (ক) 


১০১. ‘রবীন্দ্র’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি? 

ক) রব + ইন্দ্র

খ) রবী + ইন্দ্র

গ) রবি + ইন্দ্র

ঘ) রবি + ঈন্দ্র

সঠিক উত্তর: (গ)

 

 
 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

 

 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs