Studypress Blog

৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ ১৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

04 May 2021

 

১। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করা হয়েছে ?

= ১০০বিলিয়ন( Green Climate Fund) 

২। বাংলাদেশের জাতীয় পতাক কবে গৃহীত হয় ?

= ১৭জানুয়ারী , ১৯৭২ । 

৩। সমুদ্র পৃষ্ঠ ৪৫সে.মি. বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট শরণার্থী হবে ?

= ৩.৫ কোটি 

৪। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ

বাংলাদেশকে দেবে ?

= ৩০%

৫। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া যায় কার ?

=কাহ্নপা 

৬। The Phrase ' Nouveau Riche ' means 

- New Rich 

7. protocol means 

= Records of rules 

8. Let us beging by looking at the minutes of the meeting . here 'Minutes means 

= Written record 

9. অলিভ টারটল কোথায় পাওয়া পায় ?

= সেন্ট মান্টিনে 

১০. প্রান্তিক হৃদ কোথায় অবস্থিত?

= বান্দরবানে

১১. অতিথি পাখির জন্য পরিচিত যার অন্য নাম প্যারা দ্বীপ তার আসল নাম কি?

= সোনাদিয়া 

১২। দ্যা ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে ?

= গ্যারি জে বোস ( অন্য গ্রন্থ > দি ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ ) 

১৩। মংডু কোন দেশ দুটির সীমান্ত এলাকা ?

- বাংলাদেশ - মিয়ানমার 

১৪। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্টের ৭ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে 

= ইউকোসুক 

১৫। ১৯৮২সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে 

= ৩৫০ নটিক্যাল মাইল 

১৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম 

= কমেকন 

১৭। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য হবে ?

= দক্ষিণ-পুর্ব এশিয়া 

১৮। শান্তির সংবিধান বলা হয় 

= জাপান

১৯। ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়েছে ?

= ৪বার 

২০। বাংলাদেশে কাল বৈশাখী হয় কখন 

= প্রাক- মৌসুমী বায় ঋতুতে 

২১। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই ? 

= নাগাল্যান্ড ( অপসন অনুযায়ী) 

২২। হিমবাহের ক্ষয় দ্বারা গঠিত হয় 

= ইউ- আকৃতির উপত্যকা 

২৩। বাংলাদেশের কৃষি কোন ধরণের ?

- ধান- প্রধান নিবিড় স্বয়ংভোগী 

২৪। আপদ বা হ্যাজার্ড এর প্রত্যক্ষ প্রভাব ?

= পরিবেশগত 

২৫। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্ব প্রথম হবে ?

=দুর্যোগ প্রস্তুতি 

২৬। গোয়েন্দা বিভাগে কোনটি ব্যবহৃত হয় ?

= এক্স রশ্মি 

২৭।আকৃতি, অবস্থান ও কাজের ভিত্তিতে আবরণী টিস্যু কত প্রকার ?

= ৩প্রকার 

২৮। কম্পিউটার থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয় 

= রিড 

২৯। ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখা করে ?

= বিশ্বব্যাংক 

৩০। জোহানেসবার্গ প্ল্যান অব ইম্পিমেন্টেশন সুশাসনের সঙ্গে কোন বিষয়টিকে গুরুত্ব দেয় ?

= টেকসই উন্নয়ন

 

৩১। কবি ওয়ালা ও শায়েরওয়ালা উদ্ভব ঘটে কখন ?

= আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে

৩২। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ‘ঢাকা ‘ বাংলাদেশের রাজধানী 

= ৫(১)

৩৩। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?

= বৈকাল 

৩৪। বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন ?

= ১১জন ।

৩৫। স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান 

= ক্রোমিয়াম, 

৩৬। সর্বাপেক্ষা হালকা গ্যাস 

= হাইড্রোজেন 

৩৭। সংকর ধাতু পিতলের উপাদান 

= তামা ও দস্তা 

৩৮। ভাষার ক্ষুদ্রতম একক 

= ধ্বনি ( বাক্যের > শব্দ ) 

৩৯। তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন ? কার উক্তি 

= বঙ্কিম 

৪০। প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন কে ?

= মুসা ইব্রাহিম 

৪১। ভারত- মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন জেলার ?

= রাঙামাটি 

৪২। ডায়োট হিসেবে বেশি ব্যবহৃত হয় 

= রেকটিফায়ার 

৪৩। রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয় ?

= ১৮৬৩ 

৪৪। তারবিহীন দ্রুতগতির েইন্টারনেট সংযোগের জন্য উপযোগী 

= ওয়াইমাক্স 
৪৫। পারস্পরিক আবেশ ব্যবহৃত হয় 

= ট্রান্সফরমারে 

৪৬। ভৃপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে 

= ছায়াবৃত্ত 

৪৭। কোন ত্রিভূজের ৩টি বাহুুকে বর্ধিত করলে উত্পন্ন বহিস্থকোণ তিনটির সমষ্টি কত ?

= ৩৬০ ডিগ্রি 

৪৮। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ?

= অভ্যন্তরীণ প্রতিফলন

৪৯। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০বার ঘোরে । ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে ?

= ৫৪০ ডিগ্রি 

৫০। পরপর ৩টি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত ?

=১৫ 

৫১ । একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ২মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ৩রুট৩ বর্গমিটার বেড়ে যায় ।

সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ?

= ২ মিটার । 

৫২ । ‘বিদ্রোহী ‘ কোন কাব্যের অন্তর্গত ?

= অগ্নিবীণার ২য় কাব্য 
৫৩। আলাওলে ’তোহফা ‘ কোন ধরণের কাব্য ?

= নীতিকাব্য 

৫৪।’পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদের নাম কী?

= কবীন্দ্র পরমেশ্বর 

৫৫। সাহিত্য অলঙ্কার কত প্রকার ?

= ২প্রকার 

৫৬। A Formal composition or speech expressing high praise of somebody 
=eulogy 

57. বাংলাদেশ কোন দেশ থেকে সাহায্য বেশি পায় ?

= জাপান 

৫৮। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় 

= আয়নোস্ফিয়ার 

৫৯। কোন কবি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন ?

= ভুসুকু পা 

৬০। বাংলা ভাষায় ছন্দ কত প্রকার ?
= ৩প্রকার 

 

৬১। সকালে উঠিয়া আমি মনে মনে বলি , সারাদিন আমি যেন ভালে হয়ে চলি ।

পাখি সব করে রব , রাতি পোহাইল । পঙক্তিদ্বয় কার ?

= মদনমোহন তর্কালঙ্কার 

৬২। রবীন্দ্রনাথের ‘সোনার তরী ‘ কবিতা কোন ছন্দে রচিত ?

=মাত্রাবৃত্ত 

৬৩। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ?

=ফরিদপুর 

৬৪। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে --

= অক্সিজেন সরবরাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে 

৬৫। গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে ?

= নিম্নভূমি নিমজ্জিত হবে 

৬৬। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুত খরচ 

= একই হয় 

৬৭। ফিফা কবে প্রতিষ্ঠিত হয় 

= ১৯০৪সালে 

৬৮। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় ?

= সালফারের 

৬৯। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে ?

= সম্পূরক কোণ 

৭০। বাংলা সাহিত্যের আদি কবি কে ?

= লুইপা 

৭১। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

= রাজা রামমোহন রায় ( ইংরেজি লেখেন ) আর বাংলা হরফে লেখে > ব্রাশি হ্যালহেড 

.

৭২। প্রাচীনতম বাঙালী কবি কে? 

= শাহ মুহাম্মদ সগীর 

৭৩। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?

= কৃপার শাস্ত্রের অর্থভেদ 

৭৪। অগ্নিবীণার প্রথম কবিতা কোনটি ?

= প্রলয়োল্লাস 

৭৫। একাত্তরের চিঠি - কী?

”= মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন (৮২টি পত্র )

৭৬। বাংলাদেশে বর্তমানে সরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত ?

= ৩৭ টি । তবে ৩৭ না থাকলে ৩৮টি । 

৭৭। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয় কোনটি ?

= ভোলা জেলার হাজিপুর 

৭৮। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ?

= গৌড়

৭৯। বৃটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

= লর্ড মাউন্টব্যাটেন 

৮০। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্র মন্ত্রীর নাম কি? 

= জন কেরি 

 

৮১। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত ?
= নাফ ( ৫৬ কি.মি ) 

৮২। এসকাপের সদর দপ্তর কোথায় ?

= ব্যাংকক 

৮৩। ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উত্পন্ন হয় ? 

= বিদ্যুত 
৮৪। চাঁদ দিগন্ত রেখার কাছে অনেক বড় দেখায় কেন ?

= বায়ুমণ্ডলীয় প্রতিসরণে 

৮৫। কোন ধাতু পানি অপেক্ষা হালকা ?

= সোডিয়াম 

৮৬। পারমানবিক চুল্লীতে পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় ?

= সোডিয়াম 

৮৭। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোাগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি ?

= আর্লিবার্ড

৮৮। জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয় ?

= ৬ ঘণ্টা ১৩ মিনিট 

৮৯। অ্যালিউমিনিয়াম সালফেটেকে বাংলায় কি বলে ?

= ফিটকিরি 

৯০। কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহৃত হয় ?
= পায়খানা, প্রসাবখানায় 

৯১। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক ৯ তাদের সমষ্টি কত ?

= ১০৭ ।

৯২। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় ?

= আলউদ্দিন হোসেন শাহ 

৯৩। পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় কোনটি ?

= এ্যালুমিনিয়াম । ২য় লোহা । তবে লোহার ব্যবহার সবচেয়ে বেশি । 

৯৪। পারমাণবিক চুল্লীতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় 

= ইউরেনিয়াম -২৩৯ 

৯৫ । বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয় ?

= নাইক্রোম ( নিকেল + ক্রোমিয়াম )

৯৬। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি ?

= দিকদর্শন 

৯৭। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?

= উনিশ শতকে 

৯৮। রবীন্দ্রনাথে অতিপ্রাকৃত গল্প কোনটি ?
= ক্ষুধিত পাষাণ 

 

৯৯। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?

= মীর মশাররফ হোসেন ( রত্নবতী ) 

১০০। জীবননান্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?

= কবিতার কথা 

১০১। শওকত ওসমানের কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?

= ক্রীতদাসের হাসি 

১০২। ‘উপরোধ’ শব্দের অর্থ কি?

= অনুরোধ 

১০৩। ঐতিহাসিক ২১দফার প্রথম দাবীটি ছিল 

= বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা 

১০৪। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয় 

= ১৬১০ সালে । 

১০৫। কোন গোষ্ঠী থেকে বাঙাীলি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?

= অস্ট্রিক 

১০৬। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ?

=১৫০ফুট / ৪৫.৭২মিটার / ৪৬.৫মিটা 

১০৭। ফেয়ার ফ্যাক্স কী ?
= যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা 

১০৮। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল ?

= ৩৪২বছর 

১০৯। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ?
= বিলক্নিন টন ( ডেটন চুক্তি

১১০। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?

= ফ্রঁসোয়া ওলাদ 
১১১। টেভিতে রঙিন ছবি উত্পাদনের জন্য মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয় 

= ৩টি 

১১২। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় িএবং কোন কোম্পানি এটা তৈরি করে ?

=এপসন , ১৯৮১, । নাম > অসবর্ন-১ 

১১৩। যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ব বিভবে িএবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তরিত করা হয় তার নাম কি?

= ট্রান্সফর্মার 

১১৪। চা পাতায় কোন ভিটামিন থাকে ?
= ভিটা- বি কমপ্লেক্স 

১১৫। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ?
= নাইট্রোজেনের অভাবে 

১১৬। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত ?

= ১৮ ইঞ্চি 

১১৭। ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে ?
= অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে । 

১১৮। জীবজগতের সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি ?

= আল্ট্রা-ভায়োলেট রশ্মি 
১১৯। কোথায় দিন রাত্রি সমান 

= নিরক্ষরেখায় 

১২০। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে ?

= কসমিক িইয়ার । আর সূর্যকে একবার পৃথিবীর প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে > সৌর বর্ষ । 

১২১। A farmer had 17 hens . All but 9 died . How many live hens were left ?

= 9 

122. The Fifth Consonant from the beginning of this sentence is the letter 
= t 

123. Two men , starting at the same point , walk in opposite directions for 4 miters , turn left and walk

another 3 meters . What is the distance between them ? 

= 10 

124. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

= দৌলত কাজী 
১২৫। মাসিক মোহাম্মদী কবে সালে প্রকাশিত হয় ?

= ১৯২৭ 

১২৬ । কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?

= কল্লোল 

১২৭। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার নাম 

= ক্রান্তি , প্রগতি , শিখা 

১২৮। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে ?
= ২১টি 

১২৯। কত খ্রিস্টাব্দে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে জগত্তারিণী পদক লাভ করেন ?

= ১৯২৩ সালে। ১৯৩৬ সালে ঢা.বি. থেকে ডি. লিট. । 

১৩০। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাত দিয়ে ? 

= রাম নারায়ন তর্করত্ন 

১৩১। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় 

= উপমা 
১৩২। এ মাটি সোনার বাড়া - এ উদ্ধিৃতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে ?

= বিশেষণের আতিশায়ন 

 

১৩৩। আমি কিংবদন্তীর কথা বলছি- এর রচয়িতা কে ?

= আবু জাফর উবায়দুল্লাহ 

১৩৪। রাজারবাগ পুলিশ লাইনে ‘ দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে ?
=মৃণাল হক 

১৩৫। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি ?

=রক্ত সোপান 

১৩৬। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?

= ১৩৬ তম 
১৩৭। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?

= হুমায়ুন রশিদ চৌধুরী (৪১তম অধিবেশনে) 

১৩৮। লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে ?
= ৮ম্ 

১৩৯। সেন্ট মার্টিন আইল্যান্ডের আয়তন কত বর্গ কি.মি.?

= ৮ 

১৪০। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কবে ?

= ১৯৭৩। 
১৪১। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে 

=গামা 

১৪২। মার্কিন কংগ্রেসের নির্বাচিত সদস্য কতজন ?

= ৫৩৮ ( সিনেটর > ১০০+ নিম্নকক্ষ > ৪৩৫+ ৩জন ওয়াশিংটন ডিসি)

১৪৩। বিলিরুবিন তৈরি হয় 

= যকৃত ( কিন্তু সঞ্চিত হয় প্লীহায় 
১৪৪। বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে ?

= সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে 

১৪৫। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য ?

= উগান্ডা 

১৪৬। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ?
= রুজভেল্ট 

১৪৭। কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ?

= জন এফ কেনেডি । 

১৪৮। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন ?

= নিউজিল্যান্ডের 

১৪৯। রাসায়নিক অস্ত্র চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় ?

= ১৯৯৩ । 

১৫০। আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য কত ?
= ২৭ । 

 

 

 

 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs