Studypress Blog

৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ লাল নীল দীপাবলি -৩

03 May 2021

১. দেবী অন্নদা কার খেয়ানৌকায় নদী পার হয়?

-ঈশ্বরী পাটনি

২।“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা?

- ঈশ্বরী পাটনি

৩।“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এটি কার রচনা?

-ভারত চন্দ্র রায়গুণাকর

৪।ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন?

-বর্ধমানের(বর্তমানের হাওড়া) পেঁড়োবসন্তপুর বা পান্ডুয়া গ্রামে, ( আনু্মানিক ১৭১২ )

৫। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?

-নবদ্বীপ

৬।ভারতচন্দ্রকে ‘রায়গুনাকর’ উপাধি দেন কে?

- নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র

৭। ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি যা দুশো বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে?

-বিদ্যাসউন্দর

৮। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি?

-৩টি, অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ-মান্সিং কাহিনী

৯।“মন্ত্রের সাধন কিংবা শ্রীর পাতন” / “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়” কার রচিত?

- ভারতচন্দ্র রায়গুণাকর

১০।শ্রীচৈতন্যদেবের জীবনকাল লিখুন।

-১৪৮৬-১৫৩৩

১১। শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন?

-বৈষ্ণব ধর্ম
১২।বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন।

-বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস

১৩।মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত?

-ধর্ম

১৪।রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক?

-মানবাত্মা, পরমাত্মা

১৫।বৈষ্ণবদের মতে রস কত প্রকার, কি কি?

-পাঁচ। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর

 

১৬।রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহন করতেন?

-বৈষ্ণব কবি

১৭।মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন?
-ব্রজবুলি

১৮। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি?

-ভা্নুসিংহের পদাবলী

১৯।বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন?

-রাজা শিবসিংহের রাজধানী মিথিলা

২০।বিদ্যাপতির কি কি উপাধি ছিল?

-কবিকণ্ঠহার, মৈথিলি কোকিল, অভিনব জয়দেব, নব কবি শেখর

২১।বাংলাসাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান?
-চন্ডীদাস

২৩।বাংলাভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে?

-বিদ্যাপতি

২৪।এক অক্ষর কবিতাও না লিখে বাংলাসাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে?
-শ্রী চৈতন্যদেব

২৫।চৈতন্যদেবের জীবনকাল লিখুন।

-১৪৮৬-১৫৩৩(repeated)

২৬।চৈতন্যদেবের জন্মস্থান, মৃত্যুস্থান লিখুন।
-নবদ্বীপ, পুরী

২৭।চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম কি ছিল?

-বিশ্বম্ভর, নিমাই

২৮।চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি, কে রচনা করেন?
-চৈতন্যচরিতামৃত

 

২৯।সীতাচরিত কার লেখা?

-লোকনাথ দাস

 

 

 

 

৩০।জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে?

-মার্টিন লুথার

৩১।মহাভারত ও রামায়ণ কে লিখেন?

-বাল্মীকি, বেদব্যাস

৩২। মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন?

-কাশীরাম দাস, কৃত্তিবাস
৩৩। পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান?

-কবীন্দ্র পরমেশ্বর

৩৪।পরাগল খানের ছেলের নাম কি?

-ছুটি খান

৩৫। মালাধরবসুর রচনা কোনটি?

-শ্রীকৃষ্ণবিজয়

৩৬।শ্রীকৃষ্ণবিজয়ের অপর নাম কি?

-ভগবত

৩৭।‘পুরষ্কার’ কার কবিতা?

-রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮।কৃত্তিবাসের জন্মস্থান কোথায়?

-নদীয়ার ফুলিয়া গ্রামে

৩৯।কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন?

-১৬০২-১৬১০ এর মধ্যে

৪০।লক্ষ্মণ সেন কোন অঞ্চের রাজা ছিলেন?
-নবদ্বীপ

৪১। বাংলাভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন?

-শাহ মুহম্মদ সগীর

৪২।তিনি কার রাজত্বকালে কাব্যরচনা করেন, কোন কাব্য?

-সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ, ইউসুফ-জোলেখা

৪৩।হানিফা ও কয়রা পরী কার রচনা?
-সাবিরিদ খান

৪৪।কারা ফারসি ভাষায় ইউসুফ-জোলেখা রচনা করেন?

-ফেরদৌসি ও জামী

৪৫।লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে?

-বাহরাম খান

 

 

 

৪৬।রসুলবিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা?
- সাবিরিদ খান

৪৭।ষোড়শ শতকে্র মধুমালতী কার লেখা?

-মহম্মদ কবির

৪৮।নসিহতনামা কার রচনা?

-আফজল আলী

৪৯।সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন।

-নবীবংশ, শবেমিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুম রাজার লড়াই, ইবলিশনামা, জ্ঞানচৌতিশা, জ্ঞানপ্রদীপ

৫০।আব্দুল হাকিমের আটটি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন।

- ইউসুফ-জোলেখা, নূরনামা, কারবালা, শহরনামা

৫১।“যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী… ন জানি” কোন কাব্যের অন্তর্গত?

-নূরনামা

৫২।আরাকান রাজ্যের সভাকবি কারা?

-আলাওল, মাগন ঠাকুর, কাজি দৌলত

৫৩। আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে?

- আলাওল

৫৪। কোরেশী মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন?

- আলাওল

 

 

 

৫৫। কোরেশী মাগন ঠাকুরের রচনা কোনটি?

-চন্দ্রাবতী
৫৬।আলাওল কোন দশকের কবি?

-সপ্তদশ

৫৭।আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি?

-পদ্মাবতী

৫৮।মাগন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন?

- পদ্মাবতী

৫৯।সেকান্দর নামা ও হপ্তপয়করের মূল লেখক কে?

-কবি নিজামী

৬০।প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে? তার কাব্যের নাম কি?

-মালিক মুহম্মদ জায়সি

৬১। মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন?

-কবিকণ্ঠহার

৬২।সংস্কৃত ভাষায় রচিত ‘পুরুষপরীক্ষা’ কার রচনা?

-বিদ্যাপতি

৬৩।চৈতন্যচরিতামৃত কার লেখা?

-কৃষ্ণদাস কবিরাজ

 

 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs