Studypress Blog

৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ লাল নীল দীপাবলি -১

30 Apr 2021

১। বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে?

-হাজার বছরের ও বেশি সময়

২।বাংলাসাহিত্যের প্রথম বইটির নাম কী?

-চর্যাপদ

৩।কোন শতকে বাংলাসাহিত্যের জন্ম?

-দশম শতকের মাঝামাঝি

৪।বাংলাসাহিত্যের জন্মলগ্নে কোন ভাষা টি সমাজের উঁচু শ্রেণীর ভাষা ছিল?

-সংস্কৃত

৫।বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ/ গ্রন্থ কোনটি?

- চর্যাপদ

৬।চর্যাপদের রচনাকাল- ৯৫০-১২০০

৭।বাংলা গদ্যের আবির্ভাব কোন শতকে/সালে ঘটে?

-১৮০০ সালের পর থেকে

৮।দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য কোনরূপে ছিল?

-পদ্যরূপে

৯। নৃ্তাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা?

-সিংহলের ভেড্ডারা

১০।‘ভারততীর্থ’ কার লেখা কবিতা?

-রবিঠাকুর

১১।বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে?

-ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো-আর্য, শক

১২।মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে?

-দৌলত কাজী 

১৩। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়?

- প্রাচীন ভারতীয় আর্যভাষা

১৪। সংস্কৃত ভাষার অপর নাম কী?

- প্রাচীন ভারতীয় আর্যভাষা

১৫। শব্দগুলোর পরিবর্তিত রূপ লিখুনঃ

ক) হাতচ) চাঁদ
১৬। ভাষা কী মেনে চলে?

-নিয়ম কানুন

১৭। প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়?

-পালি

১৮। প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়। এই ক্রমবিকাশের ধারায়

পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল?

-পালি, প্রাকৃত

১৯। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন?

-পালি ভাষায়

২০। সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো?

-চর্যাপদ

২১।চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে?

-সান্ধ্য/আলো আঁধারির ভাষা

২২।প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী?

-তিনটি, প্রাচীন যুগের বাংলা ভাষা, মধ্য যুগের বাংলা ভাষা, আধুনিক যুগের বাংলা ভাষা

২৩।বাংলা ভাষা/সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল লিখুন।

-৯৫০-১২০০; ১৩৫০-১৮০০;১৮০০-বর্তমান

২৪।‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে?

-সম্রাট আকবরের সভারত্ন আবুল ফজল

২৫। বঙ্গ+আল= বাঙ্গাল, এই ‘আল’ অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে?

-জমির আল, সীমানা, বাঁধ

২৬। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল?

-ষষ্ঠ- সপ্তদশ

২৭। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন?

-গৌড়

২৮। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মত ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ এক হয়ে একটি বিশাল জনপদে পরিণত হয়?

-পুন্ড্র, গৌড়, রাঢ়

২৯। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন?

-গৌড়াধিপতি

৩০। গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ?

-বঙ্গ

৩১।পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়?

-বঙ্গ

৩২।কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়?

-১৯৪৭

৩৩।বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি?

-১২০০-১৩৫০, অন্ধকারযুগ

৩৪। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম-

মঙ্গলকাব্য

৩৫। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল-

বৈষ্ণব পদাবলি

৩৬। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি?

-গদ্য

৩৭।ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?

-উইলিয়াম কেরি

৩৮। রামরাম বসু কে ছিলেন?

- উইলিয়াম কেরির সহযোগী

৩৯। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি?

-প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের দুলাল

৪০। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কি?

-মেঘনাদবধ কাব্য

৪১। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কি?

-কৃষ্ণকুমারী

৪২। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কি?

-একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

৪৩। আধুনিক যুগের কোন প্রতিভাধর কবির হাত ধরে সনেট, মহাকাব্য, ট্রাজেডি এসেছে?

- মাইকেল মধুসূদন দত্ত

৪৪। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, কে করেন, কোথা থেকে?

-১৯০৭, পন্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী

৪৫। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বইদুটির নাম কি?

-দোহাকোষ ও ডাকার্ণব

৪৬। হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা ও ইংরেজী কত সালে প্রকাশিত হয়?

-১৯১৬,১৩২৩

৪৭। চর্যাপদ যে বাঙ্গালির একথা প্রমাণ করে ছাড়েন কে?

-ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৪৮।কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙ্গালির?

-বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ(১৯২৬)

৪৯। চর্যাপদ কিসের সংকলন?

-কবিতা বা গানের সংকলন

৫০। চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো?

-সাড়ে ছেচল্লিশটি

 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs