Studypress Blog

৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ ATEO 2016 Question and Solution

24 Apr 2021

১।  রবীন্দ্রনাথ  পতিসর

২।  প্রাচীন যুগ -চর্যাপদ

৩।  সুফিয়া কামাল- তাহারেই পড়ে মনে

৪।  কোর্মা - তুর্কি 

৫।  দ্ধ - দ + ধ

৬। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ- শেষ লেখা

৭।  বেগম রোকেয়ার লিখিত নয় - পদ্মাবতী

৮।  ‘কাদম্বিনী’ চরিত্রটি - জীবিত ও মৃত

৯।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - ১৯ শতক

১০। আমার ভাইয়ের রক্তে রাঙানো- গাফফার চৌধুরী

১১।  ‘স্বাধীন’ = স্ব+অধীন

১২।  মাইকেল মধুসূদন  মহাকাব্য - মেঘনাদবধ কাব্য

১৩। জসীম উদ্দীনের কাব্যগ্রন্থ - রাখালী

১৪।  সমাসবদ্ধ নয়? - বিদ্যালয়

১৫।  মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র?  - গেরিলা

১৬।  অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - মধুসূদন দত্ত

১৭।  ‘নুরলদীনের সারাজীবন’ - কাব্যনাট্য

১৮।   বানানটি শুদ্ধ- মুহূর্ত

১৯।  আখতারুজ্জামান ইলিয়াস- চিলেকোঠার সেপাই

২০।  কাজী নজরুল ইসলামের প্রবন্ধ - রুদ্রমঙ্গল

২১।  হুমায়ূন আজাদের উপন্যাস - লাল নীল দীপাবলী

২২। ভাত -তদ্ভব

২৩। ‘নীপ’ শব্দের অর্থ - কদম

২৪। ‘রুপসী বাংলা’ -জীবনানন্দ দাশ

২৫। ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’-রবীন্দ্রনাথ

26. Apartheid refer to - discrimination

27. Manifestation’ means presentation

28. Cardiologist will be –Heart specialist

29. Correct Sentence? He has zest for music

30. steering of a car used for directing

 31. adjective form ‘cartoon’ – cartoon boy

32. article I see you are _____ Wordsworth(a)

33.Spellig : tsunami

34. He takes pride _____ his wealth. (in)

35.verb and noun: waste

36'vivid’ –adjective

37. “Arms and the Man” - George Bernard Shaw

38. Robert Frost –USA

 39. Public Universities are funded by –Government

40. If you had informed me before, I ___ you. (would have met)

41. the new rule is advantageous ____ us. (for)

42.To look quickly through a book is an important study skill. (@@skim)

43. correct sentence - either they or I am wrong

44. the witness cut a poor _____ in this cross examination. (figure)

45. she did not buy it _____ the price was so high. (because)

46. the word ‘mandatory’ means – obligatory

 47. ‘I caught sight of her’ means –he saw her

48. BSTI -  Bangladesh Standard Testing Institute

49. ‘pesticide’–insecticide

50. Antonym ‘ignorance’? Knowledge

৫১. কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

@@৮/১১

৫২. (.১*.০১*.০০১)/(.২*.০২*.০০২) এর মান কত?

@@১/৮

৫৩. ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি ?

@@৭ টি

৫৪. ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত?

@@৫/৮

৫৫. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?

@@৩৬

সল: x/2 + 6 = 2x/3

3*(x + 12) = 4x

3x + 36 = 4x

4x – 3x = 36

X = 36

৫৬. দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭ হলে সংখ্যা দুইটি হলো -

@@২৩ ও ২৪///২১ ও ২২///২২ ও ২৩///২৪ ও ২৫

Sol: (x+1)2 - x2 = 47

X2 + 2x + 1 - x2 = 47

2x +1 = 47

2x = 46

X = 46/2 = 23

X + 1 = 24

 

৫৭. দুইটি সংখ্যার গুনফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা. গু ৯৬ হলে গ. সা. গু কত?

২৪///৩২///@@১৬///১২

 

Sol: আমরা জানি,দুইটি সংখ্যার গুণফল =ল.সা.গু×গ.সা.গু

প্রশ্নমতে,

১৫৩৬=৯৬×গ.সা.গু

গ.সা.গু =১৫৩৬/৯৬

=১৬

৫৮.  দুটি সংখ্যার অনুপাত ৫:৮।উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কি কি?

৭ ও ১১///১২ ও ১৮///১০ ও ২৪///@@১০ ও ১৬

Sol:

ধরি সংখ্যা দুটি ৫x ও ৮x

প্রশ্নমতে , (৫x + ২) : (৮x + ২) = ২:৩

বা, (৫x + ২) / (৮x + ২) = ২/৩

বা, ১৬x + ৪ = ১৫x + ৬

বা, x = ২

সংখ্যা দুটি যথাক্রমে,

৫x = ৫ x ২ = ১০ ও

৮x = ৮ x ২ = ১৬

৫৯. ১ বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার ?

Ans: ৬.৪৫

৬০.  log5∛5 = ?

Ans: @@1/3

৬১. x/(x-5) + x/(x+2) = 2 হলে, x = ?

Ans: -20/3

৬২। 1o সমান কত রেডিয়ান?

Ans: @@π/180

৬৩। a – 1/a = 3 হলে, a4 + 1/a4 = ?

Sol: (a-1/a)^2 = 3^2

=> a^2 -2.a.1/a + 1/a^2 =9

=> a^2 + 1/a^2 =11

 

Ans: 119

 ৬৪। x + y = 12 ও  x – y = 2 হলে, xy এর মান কত?

Ans: 35

Sol:

x + y = 12

x – y = 2

2x = 14

X = 7

Now,

7 + y = 12

Y = 12 – 7 = 5

Then, x*y = 7*5 = 35

OR 

4xy = (x+y)^2 - (x-y)^2

৬৫। a:b = 4:7 এবং b:c = 5:6 হলে, a:b:c হল –

Ans: 20:35:42

৬৬। 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে, মধ্যম অঙ্কটি কত? ans: 7

৬৭। 3/(y+1)=4/(y-2) সমীকরণের সমাধান কত?Ans: -10

৬৮। 2^(x+4)-4.2^(x+1)/2^x+2÷2 Ans: 4

Sol:

2(x+4)-4.2(x+1)/2x+2÷2

= 2(x+4)-4.2(x+1)/2x+2-1

=2(x+1 + 3)-4.2(x+1)/2x+1

=2(x+1)..23-4.2(x+1)/2x+1

=2(x+1)  {8-4} /2x+1

=8-4

=4

৬৯। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? ৩৬০ ডিগ্রি

৭০। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে; বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

Ans: 9:4

 ৭১। ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে 5 সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? Ans: 24 সেমি

৭২। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল হবে-

Ans: (√3/4) a2

৭৩। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

Ans: 42

 ৭৪। A ও B কেন্দ্রবিশিষ্ট দুইটি বৃত্ত O বিন্দুতে বহিস্থ:ভাবে স্পর্শ করেছে। 

৭৫। একটি বর্গের প্রতিটি ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

Ans: 21%

৭৬। বাংলাদেশের বৃহত্তম জেলা – রাঙামাটি

৭৭। সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে পানি - ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড

৭৮। সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী -রুপা

৭৯। কোন গ্যাস অগ্নি নির্বাপক - কার্বন ডাই অক্সাইড

৮০। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু -  বঙ্গবন্ধু সেতু

৮১। বাংলা গদ্যের জনক - সঠিক উত্তর নেই। 

৮২। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি -  হামিদুর রহমান 

৮৩। তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তু - নিকোটিন

৮৪। ভেটো - ল্যাটিন শব্দ-আমি মানি না 

৮৫। বাংলা ভাষায় কোরান অনুবাদ করেন - গিরীশ চন্দ্র সেন

৮৬। বাংলাদেশের জাতীয় সংসদের আসন - ৩৫০

৮৭। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম – (নিশ্চিত না)

চন্দ্রিমা উদ্যান///সোহরাওয়ার্দী উদ্যান///রমনা পার্ক///সাফারী পার্ক

৮৮। সেন্ট মার্টিন - বাংলাদেশের একটি দ্বীপ 

৮৯। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব - এমিবা 

৯০। GMT - পৃথিবীর মধ্যভাগের সময় 

৯১। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় – জুন ২০১২

৯২। মুজিবনগর এর পূর্ব নাম - বৈদ্যনাথতলা

৯৩। সংসদ ভবনের স্থপতি - লুই আই কান 

৯৪। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় - ১৬ ডিসেম্বর ১৯৭২ 

৯৫। বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার - কামরুল হাসান 

৯৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য – পি জে হার্টজ 

৯৭। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র - হালদা নদী

৯৮। তিয়েন ইয়েনমেন স্কোয়ার অবস্থিত - বেইজিং

৯৯। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের - ৪৪তম 

১০০। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করা হয়- পরিবেশ বিষয়ক

 

 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs