Studypress Blog
ব্যাংক প্রস্তুতি স্পেশালঃ গুরুত্বপূর্ণ অনুবাদ( Bangladesh Bank Assistant Director ( 17.02.2017))
24 Apr 2021
Translation: Bengali to English:
আঠারো উনিশ শতকে ঢাকার একটা আলাদা জীবন ছিল। কিন্তু সমস্ত পূর্ববঙ্গ ছিল একটা পশ্চাৎভূমি। বাংলার রাজধানী কোলকাতা থাকায় সেখানেই ছিল সমস্ত শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং সমৃদ্ধ। পূর্ব বাংলা থেকে সমস্ত অর্থ-সম্পদ চলে । যেত কোলকাতা কেন্দ্রিক জমিদারদের হাতে, যাদের অনেকেরই জমিদারি ছিল বাংলাদেশে। এই বঞ্চনার ইতিহাস দীর্ঘ হতে । হতে কুড়ি শতকের গােড়ার দিকে ঢাকাকেন্দ্রিক একটা প্রবল আন্দােলন শুরু হলো নিজস্ব স্বাতন্ত্র্যের জন্য। সামগ্রিক দৃষ্টিকোণ । থেকে ইংরেজ শাসকরাও বুঝতে পেরেছিলেন যে পূর্ববঙ্গ সত্যি সত্যিই বঞ্চনার শিকার হচ্ছে। তারা এও বুঝতে পেরেছিল যে এখানে সে অর্থে কোনাে মধ্যবিত্ত শ্রেণও নেই যারা তাদের নিজস্ব ব্যবসা-বাণিজ্য বিকশিত করতে পারে। আরেকটি বড় অভাব তারা চিহ্নিত করেছিল। সেটা ছিল শিক্ষার অভাব। এরপর ১৯০৫ সালে প্রথম যখন বঙ্গভঙ্গ হলো তখন ঢাকা একটি প্রাদেশিক রাজধানীর মর্যাদা পেল। তখনই সত্যিকার অর্থে জেগে ওঠে ঢাকা। তখন যে সমস্ত বাঙালি ঢাকার বাইরে ছিল তাদের দৃষ্টি । পড়তে শুরু করল ঢাকার দিকে। সেই সময়েই আসলে পূর্ববঙ্গের জাগরণ শুরু হয়
Translation: Dhaka had a unique way of life in the eighteenth or nineteenth century. However, the whole East-Bengal was still lagging backwards-since Kolkata remained the capital of Bangla, all sorts of education-initiation, trade commerce and prosperity were there. All money as well as property was transformed from East-Bengal to Kolkata-centred landlords of whose most had land lordship in Bangladesh. Having had a long history of this deprivation, in the beginning of twentieth century a strong Dhaka-centred revolution started for its own uniqueness. Overall the British rulers too realized that the people of East-Bengal were being truly deprived. Moreover, they perceived that here was no such a dhoc middle-class sect who could develop trade and commerce of their own. Another big hindrance behind it was lack of education. Then in 1905, Dhaka received the prestige of provincial capital during the period of "Bangyabhangya'. Only then Dhaka rose indeed. The then Bengali residing outside commenced to keep an eye on Dhaka. And, actually then the rise of East-Bengal Started.
Translation: English to Bengali
Appropriate central bank response to persistent fiscal dominance will vary according to specific country situations, but in all cases they need to be unrelenting in strong advocacy for fiscal restraint insisting on stabilization of public debt and growth of tax bases in tandem with expansion of public expenditure, so as not to let sovereign borrowing levels strain financial stability. Also, central banks should maintain real interest rates at such levels to dissuade borrowing binge by public and private sectors. To this end, imposition of levies on inflows of unduly cheap external capital inflows may also be needed occasionally. Besides these steps in terms of traditional role in the private profit-driven market economy framework, promotion of pursuit of socially responsible business ethos would help consolidate stability by curbing debt addiction and short-term speculative profit-seeking at the expense of long-term sustainability in the real and financial sectors.
অনুবাদ : অবিরত রাজস্ব আধিপত্যের ক্ষেত্রে পর্যাপ্ত কেন্দ্রীয় ব্যাংকের সাড়া দেশের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয়। কিন্তু সব ক্ষেত্রেই রাজস্ব প্রতিবন্ধকতার জন্য দৃঢ় স্বপক্ষতায় অবিশ্ৰান্ত হওয়া প্রয়ােজন যা সরকারি ব্যয় বৃদ্ধিতে সরকারি ঋণ এবং ঋণ বৃদ্ধির স্থিতিশীলতার উপর জোর আরোপ করে। এটা এজন্যই সংঘটিত হওয়া প্রয়ােজন যেন উৎকৃষ্ট ঋণ প্রদান ধাপসমূহ অর্থনৈতিক স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত না করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রকৃত সুদের হার এমন স্তর অক্ষুন্ন রাখা প্রয়ােজন যেন সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় থাকে। এক্ষেত্রে, মাঝে মাঝে অসংগতভাবে সস্তা বহির্গত পুঁজি আগামের উপর কর আরোপ করাও দরকার। ব্যক্তিমালিকানাধীন মুনাফাধারী বাজার অর্থনীতির কাঠামােতে গতানুগতিক অবদানের ক্ষেত্রে এই ধাপসমূহ ছাড়াও সামাজিকভাবে দায়বদ্ধ ব্যবসায়িক মূল্যবােধের প্রচার ঋণ যন্ত্রণাকে নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীলতাকে সংহত করতে সাহায্যে করতে পারে এবং অন্য দিকে স্বল্পমেয়াদি অনুমান নির্ভর মুনাফা আবাসন ও অর্থনৈতিক খাতে দীর্ঘমেয়াদি টেকসইলভ্যতার ফলে অর্জিত হয়।
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।
bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন,