Studypress Blog
ব্যাংক প্রস্তুতি স্পেশালঃ ইসলামী ব্যাংক: ফিল্ড অফিসার ২০১৬
23 Apr 2021
১. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. তুর্কী খ. ফারসী গ. উর্দূ ঘ. খাঁটি বাংলা
উ: তুর্কী
২. ‘তামার বিষ’ বাগধারার প্রকৃত অর্থ কী?
ক. নির্দয় খ. অর্থের কুপ্রভাব গ. তামা থেকে উৎপন্ন বিষ ঘ. ভীষণ বিষাক্ত
উ: অর্থের কুপ্রভাব
৩. ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?
ক. কাব্য খ. উপন্যাস গ. নাটক ঘ. প্রহসন
উ: উপন্যাস
৪. ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. জলধি খ. নদী গ. সলিল ঘ. আকাশ
উ: নদী
৫. ‘লাভ করার ইচ্ছা’ এক কথায়-
ক. লোভ খ. লিপ্সা গ. লোভী ঘ. বুভুক্ষা
উ: লিপ্সা
৬. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
ক. ৯ খ. ১০ গ. ১ ঘ.-১
উ: ১
৭. ০.১ এর বর্গমূল কত?
ক. ০.০০১ খ. ০.০০০১ গ. ০.২৫ ঘ. কোনটিই নয়
উ: ০.৩১৬
৮. যদি x+5y=16 এবং x=-3y হয় তাহলে y=?
ক. -24 খ. -2 গ. 8 ঘ. 2
উ: গ
৯. a+2ab=6 হলে ab=4 হলে 2/a+1/b=?
ক. ½ খ. 1 গ.3/2 ঘ. 2
উ: 3/(-2) (সঠিক উত্তর নেই)
১০. ১৫ ইউনিটের বিক্রয়মূল্য ২০ ইউনিটের ক্রয়মূল্যের সমান হলে বিক্রেতা কত লাভ করবে?
ক. ৩৩.৩% খ. ৩৭.৩% গ. ৪৫.৩% ঘ. ৪৮.৩%
ধরি,
২০ ইউনিটের ক্রয়মূল্য ২০ টাকা
অতএব, ১৫ মিনিটের ক্রয়মূল্য ১৫ টকা
তাহলে, প্রশ্নানুসারে ১৫ ইউনিটের বিক্রয়মূল্য ২০ টাকা
অতএব, বিক্রেতার শতকরা লাভ (২০-১৫)*১০০/১৫=৩৩.৩%
উ: ক
১১. একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বেড়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
ক. ১৪০০ খ, ১৪৫০ গ. ১৫০০ ঘ. ১৫৫০
৮% বৃদ্ধিতে বর্তমানে লোকসংখ্যা ১০৮ জন হলে পূর্বে ছিল ১০০ জন
অতএব, বর্তমানে লোকসংখ্যা ১৬২০ জন হলে পূর্বে ছিল (১০০*১৬২০)/১০৮=১৫০০ জন
উ: গ
১২. একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করতে ১০% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত ছিল?
ক. ২৪৩ টাকা খ, ২৭০ টাকা গ. ২৭৯ টাকা ঘ. ৩০০ টাকা
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ২৭০ টাকা হলে ক্রয়মূল্য (১০০*২৭০)/৯০=৩০০ টাকা
উ: ঘ
১৩. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. সেলিনা রহমান ঘ. জমীম উদদীন
উ: খ
১৪. বর্তমানে যে যে নোট সরকারী মুদ্রা-
ক. ১,২ ও ৫ টাকা খ. ১,২ ও ১০ টাকা গ. ৫, ১০ ও ২০ টাকা ঘ. ১, ২ ও ১০ টাকা
উ: ক
১৫. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
ক. ১.২% খ. ১.৫% গ. ২.২% ঘ. ২.৫%
উ: ১.২%
১৬. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
ক. কুতুবদিয়া খ. সোনাদিয়া গ. জিনজিরা ঘ. নিঝুম দ্বীপ
উ: জিনজিরা
১৭. ২০১৬ সালে কোন সংস্থা স্বাধীনতা পুরস্কার লাভ করে?
ক. বাংলাদেশ নৌবাহিনী খ, বাংলাদেশ সেনাবাহিনী গ. বাংলাদেশ বিমানবাহিনী
উ: ক
১৮. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
ক. ক্যারিবিয়ান সাগর খ. ভারত মহাসাগর গ. ভূমধ্য সাগর ঘ. আরব সাগর
উ: ক
১৯. হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
ক. রোমান খ. গ্রীক গ. সিন্ধু ঘ. চৈনিক
উ: গ
২০. Six Machine কোন ক্রিকেটারের আত্নজীবনী?
ক. ক্রিস গেইল খ. শচীন টেন্ডুলকার গ. শহীদ আফ্রিদি ঘ. সাকিব আল হাসান
উ: ক
২১. ফিফা র্যাংকিং এর বর্তমান শীর্ষ দেশ?
ক. বেলজিয়াম খ. আর্জেন্টিনা গ. ব্রাজিল ঘ. জার্মানি
উ: আর্জেন্টিনা
২২. ধান উৎপাদনে বাংলাদেশ কততম?
ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম
উ: ক
২৩. পানামা খাল কোন মহাদেশে?
ক. এশিয়া খ. উত্তর আমেরিকা গ. দক্ষিণ আমেরিকা ঘ. আফ্রিকা
উ: খ
২৪. ভুটানের মুদ্রার নাম কি?
ক. ক্রোনা খ. রুপিয়া গ. গুলট্রাম ঘ. গোর্দি
উ: গ
25. Laugh শব্দটির Noun হচ্ছে?
Laugh
Laughing
Laughable
Laughter
Ans: Laugh
26. Which one is plural?
Physics
Ethics
Scissors
News
Ans: Scissors
27. কোনটি Reflexive Pronoun?
He
Each
Myself
Who
Ans: Myself
28. ___ is it difficult ___dispose ___ waste?
Where, to, for
Where, for, such
Why, with, in
Why, to , of
Ans: d
29. Synonym for the word ‘vigour’ -
Warmth
Courage
Boldness
Strength
Ans: d
30. Antonym for the word ‘enormous’ -
Soft
Weak
Tiny
Average
Ans: C
31. The verb form of ‘necessity’ -
Necessity
Necessiate
Necessiatise
Necessitate
Ans: d
32. Antonym for ‘bankrupt’ -
Thoughtless
Changeable
Show
Wealthy
Ans: d
33. He died ___ his country.
By
On
Of
for
Ans: d
34. An ordinance is -
A book
A law
A newspaper
A manuscript
Ans: b
35. Who is called a ‘poet of beauty’?
William Wordsworth
P. B.Shelley
John Keats
Shakespeare
Ans: c
36. ‘Out of out’ means? -
Not at all
Brave
Thoroughly
Wholeheartedly
Ans: c
37. ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ এর ইংরেজী -
Struggle this time is the struggle for liberation
This is liberation war.
This year’s fight is fight for liberation.
This year’s war is liberation war.
Ans: a
৩৮.বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্ণর কততম?
ক. ১০তম খ. ১১তম গ. ১২তম ঘ. ১৩তম
উ: ১১তম
৩৯.যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. Central Bank of UK খ. Reserve Bank of UK গ. Bank of London ঘ. State Bank of London
উ: সঠিক উত্তর নেই। (যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম Bank of England)
৪০.RDS এর পূর্ণরূপ কী?
ক. Rural Development Skill খ. Regional Development Scheme গ. Rural Development Scheme ঘ. কোনটিই নয়
উ: গ
৪১.বাংলাদেশের বিশ্ব বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. ঢাকায় খ. কুমিল্লা গ. চট্টগ্রাম ঘ. সিলেট
উ: গ
৪২.'কপর্দকহীন' অর্থ-
ক. বোকা খ. নিঃস্ব গ. অসহায় ঘ. মলিন
উ: খ
৪৩.কত bit এ ১ bite হয়?
ক. ৮ খ. ১০ গ. ১৬ ঘ. ১২
উ: ক
৪৪. RAM এর পূর্ণরূপ কী?
ক. Red Access Memory খ. Random Access Memory গ. Reading Access Memory ঘ. Reading Available Memory
উ: খ
৪৫. বাংলাদেশ ও মিয়ানমার কোন যদি দ্বারা বিভক্ত?
ক. নাফ খ. কর্ণফুলী গ. নবগঙ্গা ঘ. ভাগিরথী
উ: ক
৪৬.বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নাই?
ক. বান্দরবান খ. শিবগঞ্জ গ. পঞ্চগড় ঘ. দিনাজপুর
উ: ক
৪৭. বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা কত?
ক. ২ কোটির বেশি খ. ৪ কোটির বেশি গ. ৫ কোটির বেশি ঘ. ৬ কোটির বেশি
উ: ঘ
৪৮. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়-
ক. ১২৬৬ মার্কিন ডলার খ. ১৩৬২ মার্কিন ডলার গ. ১৪৬৬ মার্কিন ডলার ঘ. ১৬৪৪ মার্কিন ডলার
উ: গ (বর্তমানে মাথাপিছু আয় ১৪৬৫ মার্কিন ডলার)
৪৯.২০১৬-২০১৭ সালের প্রস্তাবিত বাজেট কত টাকা?
ক. ২,৪০,৬০৫ কোটি খ. ৩,৪০,৬০৫ কোটি গ. ৪,৪০,৬০৫ কোটি ঘ. ৫,৪০,৬০৫ কোটি
উ: খ
৫০. ১৩তম OIC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
ক. আংকারা খ.জেদ্দা গ. ইস্তাম্বুল ঘ. কায়রো
উ: গ
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৬২৪৫৯৫৯৫৯)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৬২৪৫৯৫৯৫৯ আমাদের বিকাশ নাম্বার।
bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন,