Studypress Blog

সাম্প্রতিক বিশ্ব: প্রয়োজনীয় ঘটনাবলী (আগস্ট ২০১৭)

03 Mar 2021

দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ?

--- নিরক্ষীয় গিনি ।

বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি ?

--- চীন ।

বিশ্বে জনসংখ্যায় সর্বনিম্ন দেশ কোনটি ?

--- ভ্যাটিকান সিটি ।

জনসংখ্যার ঘনত্বে ( প্রতি বর্গ কিমি ) শীর্ষ দেশ কোনটি ?

--- মোনাকো ।

বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট বীরাঙ্গনার সংখ্যা কত ?

--- ১৮৫ জন ।

বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট শব্দ সৈনিকের সংখ্যা কত ?

--- ২৫৩ জন ।

৭- ৮ জুলাই ২০১৭ জার্মানির হার্মবুর্গে G 20 এর কত তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?

---- ১২ তম ।

জনসংখ্যায় বাংলাদেশের অবস্হান বিশ্বে কততম ?

--- অষ্টম ।

বর্তমান বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশ কত তম ?

--- ২য় । প্রথম চীন ।

কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে সম্প্রতি কয়টি শর্ত দেওয়া হয়েছে ?

--- ১৩ টি ।

সম্প্রতি সেরা বাঙ্গালি পুরস্কার ২০১৭ লাভ করে কে?

--- মাশরাফি বিন মর্তুজা । ক্রীড়া সংক্রান্ত ।

আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস কত তারিখে ?

--- ৩০ জুলাই ।

২৯ - ৩১ জুলাই ৩ দিন ব্যাপী পানি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

--- ঢাকা , বাংলাদেশ ।

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম কী ?

--- শাহিদ খোকন আব্বাসি ।

" আ ফুল লাইফ " শীর্ষক বইটির লেখক কে ?

--- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ।

আন্তিওকুইয়া প্রদেশটি কোথায় অবস্হিত ?

--- কলম্বিয়া ।

২০১৮ সালে G 20 এর ১৩ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?

---- বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা ।

G 20 ভুক্ত সদস্য দেশ কয়টি ?

--- ১৯ টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ।

গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?

---- চীন ।

গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?

---- যুক্তরাষ্ট্র ।

ধান / চাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?

---- চীন ।

ধান / চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?

---- ভারত ।

ধান উৎপাদনে বাংলাদেশের অবস্হান কততম ?

---- ৪র্থ ।

ডাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?

---- ভারত

ডাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?

---- যুক্তরাষ্ট্র ।

ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?

---- যুক্তরাষ্ট্র ।

মাছ উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?

---- চীন ।

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী ?

--- বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ ।

চর্যাপদের ইংরেজি অনুবাদকৃত বইয়ের নাম কী?

--- মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ ।

বাংলাদেশের কোন জেলায় সর্বপ্রথম চিকুনগুনিয়ার আবির্ভাব ঘটে ?

--- রাজশাহী । ২০০৮ সালে ।

বর্তমানে বাংলাদেশে মোট আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কয়টি ?

--- ৩৪ টি ।

নতুন আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স কে প্রদান করে ?

--- বাংলাদেশ ব্যাংক ।

প্রথম ন্যানো স্যাটেলাইট ' ব্র্যাক অন্বেষা ' তৈরি করেন বাংলাদেশের কোন তিন শিক্ষার্থী ?

--- রায়হানা শামস ইসলাম অন্তরা, আবদুল্লা হিল কাফি এবং মাইসুন ইবনে মনোয়ার ।

 

==> যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবসম্পদবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান MERCER 'র প্রকাশিত জরিপ

অনুযায়ী......

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ?

--- লুয়ান্ডা , অ্যাঙ্গোলা ।

--- ঢাকার অবস্হান - ৩৮তম ।

বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর কোনটি ?

--- তিউনিস , তিউনিসিয়া ।

প্রবাসীদের জন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি ?

--- ঢাকা ।

বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্টধারী দেশ কোনটি ?

--- জার্মানি ।

--- বাংলাদেশের অবস্হান -- ৯৫ তম ।

মানব শরীরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ ঘটে কোন মশকীর কামড়ের মাধ্যমে ?

---- Aedes aegypti ওAedes albopictus।

আলেপ্পো , মসুল এবং রাক্কা শহরগুলো কোথায় অবস্হিত ?

--- সিরিয়া ।

ঐতিহাসিক গ্র্যান্ড আল - নূর মসজিদটি কোথায় অবস্হিত ?

--- মসুল , সিরিয়া ।

আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?

--- রাজশাহী ।

আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ?

--- মুন্সিগঞ্জ ।

বাংলাদেশে বর্তমানে স্হলবন্দর কয়টি ?

--- ২৩ টি । বাল্লা , হবিগঞ্জ ।

ইসলামী সহযোগিতা সংস্হার ( OIC ) ৪৫ তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কবে , কোথায় অনুষ্ঠিত হবে ?

--- ২০১৮ সালে ঢাকায় ।

পাট আইন ২০১৭ কার্যকর হয় কবে ?

--- ৫ জুন ২০১৭ ।

১ জুলাই ২০১৭ বিশ্ব স্বাস্হ্য সংস্হার ( WHO )

অষ্টম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ?

--- তেদ্রোস আধানম গেবিয়াসেস ( ইথিওপিয়া )।

সম্প্রতি কোন দুটি দেশ টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা লাভ করে ?

---- আফগানিস্তান ও আয়ারল্যান্ড ।

টেস্ট ক্রিকেটে বর্তমান সদস্য সংখ্যা কত?

--- ১২ টি ।

ব্রিটিশ সাম্রাজ্যের বাইরে আইসিসি'র পূর্ণাঙ্গ সদস্য পদ পাওয়া প্রথম দেশ কোনটি ?

--- আফগানিস্তান ।

উইম্বলডন চ্যাম্পিয়নশীপ ২০১৭ জয় লাভ করে কে কে ?

--- পুরুষ --- রজার ফেদেরার ( সুইজারল্যান্ড )

--- মহিলা --- গারবিনে মুখুরুজা ( স্পেন )

ফিফা কনফেডারেশন কাপ ২০১৭ চ্যাম্পিয়ন হয় কোন দেশ ?

--- জার্মানি ।

বিদেশের মাটিতে চীনের প্রথম সামরিক ঘাঁটি তৈরি হচ্ছ কোথায় ?

--- Horn of Africa বা আফ্রিকার শিং নামে পরিচিত জিবুতি ।

২০১৭ সালে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ' দ্যা অর্ডার অব সেন্ট অ্যান্ডু ' প্রধান করা হয় কোন

ব্যক্তিকে ?

--- চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর কে ?

--- নরেন্দ্র মোদি ।

'ডোকলাম তরাই ' অঞ্চলটি কোথায় অবস্হিত ?

--- ভারত , ভুটান ও চীনের সীমানায় ত্রিভুজাকৃতি বিন্দুতে অবস্হিত ।

ভারতের ১৪ তম রাষ্ট্রপতির নাম কী ?

--- রামনাথ কোবিন্দ ।

২০১৭ সালে অনুষ্ঠিত ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কততম ?

--- ১৪ তম ।

সৌদিআরবের নতুন বাদশার নাম কী ?

--- মোহাম্মদ বিন সালমান ।

নবনিযুক্ত প্রধানমন্ত্রীর একান্ত সচিবের নাম কী ?

--- ওয়াহিদা আক্তার ।

সম্প্রতি মৃত্যুবরণ করা শান্তিতে নোবেল বিজয়ী চীনা লেখক ও মানবাধিকার কর্মীর নাম কী ?

---- লিউ জিয়াওবো ।

সম্প্রতি ইসলামি সহযোগিতা সংস্হার ( ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪তম বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় ?

--- আইভরিকোস্ট ।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নতুন বইয়ের নাম কী?

--- ফার্স্টবয়দের দেশ ।

জাতিসংঘের সর্বকনিষ্ঠ শুভেচ্ছা দূত কে ?

--- সিরীয় উদ্বাস্তু / শরণার্থী মুজুন আলমেলেহান ।

২০১৭ সালের SDG সূচকে শীর্ষ দেশ কোনটি ?

--- সুইডেন ।

২০১৭ সালের SDG সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ?

--- মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ।

২০১৭ সালের SDG সূচকে বাংলাদেশের অবস্হান বিশ্বে কততম ?

--- ১২০ তম।

শরণার্থী আশ্রয়দানে শীর্ষ দেশ কোনটি ?

--- তুরস্ক ।

কোন দেশের লোক সর্বাধিক শরণার্থী হয়েছে ?

--- সিরিয়া ।

ক্রাকাউ শহরটি কোথায় অবস্হিত ?

--- পোল্যান্ড । ২- ১২ জুলাই এই শহরে UNESCO র বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১ তম বৈঠক বসে ।

বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধজাহাজের নাম কী ?

--- USS GERALD R FORD । যুক্তরাষ্ট্র ।

৪ জুলাই ২০১৭ উত্তর কোরিয়া প্রথমবারের মতো সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ।

ক্ষেপণাস্ত্রটির নাম কী?

--- হোয়াসং - ১৪ ।

বর্তমানে স্বল্পোন্নত দেশ ( LDC ) কতটি ?

--- ৪৭ টি ।

সর্বশেষ কোন দেশটি LDC ভুক্ত হয়?

--- দক্ষিণ সুদান ।

সম্প্রতি কোন দেশটি LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল

Govt Jobs

Bank Jobs

Viva Jobs