Studypress Blog

স্পেশাল সাজেশন: জনতা ব্যাংক ‘এইও-আরসি’ (বাংলা)

02 Mar 2021

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার ২০১৭

# প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উ: বিষণ্ন

# অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উ: বহিরঙ্গ

# যিনি বিদ্যা লাভ করিয়াছেন

উ: কৃতবিদ্যা

# সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক?

উ: হিমালয় পর্যন্ত

# ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?

উ: বেহায়াপনা

# যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?

উ: সমস্যমান পদ

# ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?

উ: উপন্যাস

# কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?

উ: সম্+চয়=সঞ্চয়

# ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?

উ: ভাববাচ্য

# নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?

উ: বিশেষণ

জনতা ব্যাংক AEO-Teller ২০১৫ (বাংলা)

# নিচের কোনটি ‘সুসময়ের বন্ধু’ অর্থের প্রকাশক?

উ: বসন্তের কোকিল

# ‘সমুদ্র’-এর সমার্থক শব্দ নয় কোনটি?

উ: অদ্রি

# অশুদ্ধ বানান কোনটি?

উ: ভূল

# ‘খদ্দর’ বাংলা ভাষায় এসেছে-

উ: গুজরাটি থেকে

# নিচের কোন বানানে মূর্ধন্য ‘ণ’ এর ব্যবহার হয়েছে-

উ: তৃষ্ণা

# জাতি+অভিমান=

উ: জাত্যভিমান

# ‘Breaking a butterfly on the wheel’-

উ: মশা মারতে কামান দাগা

# নিচের কোনটি প্রবন্ধের বই?

উ: পল্লী-সমাজ

# ‘উপ’ যোগে গঠিত কোন শব্দে ‘উপ’ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে-

উ: উপসাগর

# নিচের কোনটি ‘কন্যা’র সমার্থক নয়-

উ: সহোদরা

# নিচের কোন শব্দ বাহুল্য দোষে দুষ্ট-

উ: অধীনস্থ

# ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখকের নাম-

উ: শেখ মুজিবুর রহমান

# নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়?

উ: লেনদেন

# ‘আকাশ’ এর বিপরীত শব্দ

উ: পাতাল

# নিচের কোন বানানটি শুদ্ধ?

উ: আদ্যন্ত

# নিচের কোন শব্দটি ব্যাংক পরিচালনার সাথে যুক্ত?

উ: সুদ

# আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি কে?

উ: বিহারীলাল চক্রবর্তী

# ‘বক+কচ্ছপ=বকচ্ছপ’-এই রীতিতে শব্দকে বলা হয়-

উ: জোড়কলম শব্দ

# বিষন্ন শব্দের বিপরীত কি?

উ: প্রসন্ন

# ‘সতীর্থ’ সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-

উ: সমান তীর্থ যার

# ‘মন্দির ও মসজিদ’ প্রবন্ধটি লিখেছেন-

উ: কাজী নজরুল ইসলাম

# Lease শব্দের বাংলা পরিভাষা-

উ: ইজারা

# নিচের কোন বাক্যটি শুদ্ধ?
উ: দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয়

# একাত্তরের দিনগুলি’ গ্রন্থ রচনা করেছেন-

উ: জাহানারা ইমাম

# নিচের কোনটি ‘দুর্বল’ অর্থের প্রকাশক?

উ: অঙ্কে কাঁচা

জনতা ব্যাংক AEO-২০১৫ (বাংলা)

# ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ?

উ: বাংলা ভাষার ইতিবৃত্ত

# বহুব্রীহীর দৃষ্টান্ত

উ: বেহেড

# বাক্য হওয়ার প্রয়োজনীয় বৈশিষ্ট্য

উ: আসত্তি

# বর্জনস্থানে শব্দের উপরে লেখা কমাকে বলা হয়?

উ: ইলেক

# প্রথাগত বাংলা ছন্দ কয় প্রকার?

উ: তিন

# বুকে ভর দিয়ে চলে যে প্রাণী

উ: উরগ

# কোন শব্দটি নানার্থক

উ: তর্ক

# ‘বৈকুণ্ঠের উইলের’ রচয়িতা

উ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

# ‘মার্গ’ শব্দের অর্থ

উ: পথ

# এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল?-বাক্যের এতক্ষণ গাছের ছায়ায় বসা অংশটি-

উ: বিশেষণ স্থানীয়

# ভাষার অপপ্রয়োগ আছে যে বাক্যে

উ: তিনি আমার বইটি প্রকাশিত করেছেন

# কোনটি প্রবাদ?

উ: কাঁচা বাঁশে ঘুন

# কোনটি ভিন্নার্থক?

উ: খদির

# স্বার্থহীনতার সমার্থকতা পাওয়া যায় যে শব্দে-

উ: লোকহিত

# ‘কালের কলস’ কাব্যগ্রন্থের কবি-

উ: আল মাহমুদ

# ‘সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।‘-বাক্যটি

উ: সরল

# বিষয়ের স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে পত্রে

উ: বাণিজ্যিক পত্রে

# হেমিংওয়ের ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ গ্রন্থের অনুবাদ করেছেন-

উ: ফতেহ লোহানী

# ‘বাবার শরীর খারাপ, শোওয়া হয়নি।‘-কোন বাচ্য?

উ: ভাববাচ্য

# ‘Co-opted’-এর পরিভাষা

উ: সহযোজিত

# The car turned turtle.-বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ

উ: গাড়িটি উল্টে গেল

# কোনটি ফারসি থেকে আগত?

উ: দারোগা

# এক গোত্রীয় নয়-

উ: উড়িয়া

৭৪. শুদ্ধ বানানগুচ্ছ-

উ: কুপমন্ডুক, দুর্নিরীক্ষ্য, দুস্কর

৭৫. স্বর্গের সঙ্গে সম্পৃক্ত

উ: মেনকা

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ২০১২ (বাংলা)

# ‘মনোরম’ এর সমার্থক শব্দ কোনটি?

উ: রমণীয়

# ‘সমুদ্র’ এর সমার্থক শব্দ কোনটি?

উ: অর্ণব

# কোনট সূর্যের সমার্থক শব্দ?

উ: বিভাবসু

# ‘খক্ষ’ এর সমার্থক শব্দ কোনটি?

উ: ভল্ল

# নেত্র শব্দের সমার্থক শব্দ কোনটি?

উ: চোখ

# ‘সংশয়’ এর বিপরীত শব্দ কি?

উ: প্রত্যয়

# ‘সৌম্য’ এর বিপরীত শব্দ কি?

উ: করাল

# তিমির এর বিপরীত শব্দ?

উ: আলো

# নন্দিত শব্দের বিপরীত শব্দ?

উ:  নিন্দিত

# ‘প্রসন্ন’ এর বিপরীত শব্দ?

উ: বিষণ্ন

# ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন ........... তুলিতে’

উ: কমল

# দেশের .... দূর করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার

উ: দারিদ্র

# ‘মা তোর বদন খানি মলিন হলে, আমি .... ভাসি’

উ: নয়ন জলে

# শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো ..... দিলেম শিশির।

উ: এক ফোঁটা

# আমি ...., আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।

উ: ধূর্জটি

# কোন বানানটি শুদ্ধ?

উ: মুমূর্ষু

# কোন বানানটি শুদ্ধ?

উ: সমীচীন

# কোন বানানটি শুদ্ধ?

উ: শুচিস্মিতা

# কোন বানানটি শুদ্ধ?

উ: দীনতা

# অকালে যাকে জাগরণ করা-

উ: অকালবোধন

# যার বাসস্থান নেই-

উ; উদ্বাস্ত্ত

# উপকারীর অপকার করে যে-

উ: কৃতঘ্ন

# নষ্ট হওয়ার স্বভাব যার-

উ: নশ্বর

# যা সহজে অতিক্রম করা যায় না-

উ: দুরতিক্রম্য

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ২০১১ (বাংলা)

# নিচের কোন বাননানটি অশুদ্ধ?

উ: সলীলসমাধী

# সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি?

উ: মাছের আঁশ

# ‘পারি অর্থ সমর্থ বা সক্ষম’ পাড়ি অর্থ কি?

উ: পারাপার

# সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয়?

উ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

# ‘স্টপ জেনোসাইড’ কার লেখা?

উ: জহির রায়হান

# ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই?

উ: ব্যাকরণ

# ভাষার মৌলিক অংশ কয়টি?

উ: ৪টি

# শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়?

উ: রূপ

# ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?

উ: বি+আ+√কৃ+অন

# ভাষার রূপ কয়টি?

উ: ২টি

# ‘অম্লজান’ এর ইংরেজি কি?

উ: Oxygen

# ক্যারাটে, জুতো, রিকশা কোন দেশি শব্দ?

উ: জাপানি

# কবুল, কলম, তুফান কোন দেশি শব্দ?

উ: আরবি

# ঋজু শব্দের সমার্থক কোনটি>

উ: সোজা

# কুহক শব্দের সমার্থক কোনটি?

উ: মায়া

# নিচের কোন বিপরীত শব্দটি শুদ্ধ?

উ: মহাত্মা-নীচাত্মা

# নিচের কোনটি সঠিক নয়?

উ: হিরন্ময়

# বড্ড গরম লাগছে-এখানে গরম কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উ: উষ্ণতা

# নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাও? এখানে ‘নাক’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

উ: ক্ষতি স্বীকার

# খোদার খাসি-বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?

উ: ভাবনাচিন্তাহীন

 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs