Studypress Blog

সম্প্রতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন ও উত্তর

27 Feb 2021

পল্লী বিদ্যুৎ সহকারী পরিচালক নিয়োগ ২০১৭ (বাংলা অংশ)

# সমাচার দর্পন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উ: জন ক্লার্ক মার্শম্যান 

# বিভা: কিরণ : সুবলিত : ? 

উ: সুগঠিত 

# নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি ?

উ: শুভেচ্ছা

# ‘এ যে আমাদের চেনা লোক ‘’- বাক্যে ‘চেনা’ কোন পদ ?

উ: বিশেষণ 

# ‘গোরক্ষ বিজয় ‘ কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?

উ: নাথ ধর্ম

# ‘জজ সাহেব ‘ কোন সমাসের উদাহরণ ?

উ: কর্মধারয়

# ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি ?

উ: জলধি 

# প্রাণদ : জল:: মহীজ : ?

উ: গ্রহ

# ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী ?

উ: মোসাহেব 

# নিচের কোন বানানটি শুদ্ধ ?

উ: নিশীথিনী 

# ‘জনৈক’ শব্দটির সন্ধি বিচ্ছেদ 

উ: জন + এক 

# ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা --

উ: মদনমোহন তর্কালঙ্কার 

# ‘ এ মাটি সোনার বাড়া ‘- এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন পদ ?

উ: বিশেষণের অতিশায়ন 

# লাঠালাঠি- এটি কোন সমাস ?

উ: ব্যতিহার বহুব্রীহি 

# নষ্ট হওয়ার স্বভাব যার ‘ এক কথায় হবে 

উ: নশ্বর

বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ২০১৭

# নিম্নের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?

আগুনের পরশমনি///জোছনা ও জননীর গল্প///অনিল বাগচীর একদিন///মাতাল হাওয়া

উ: মাতাল হাওয়া

# আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা কোনটি?

স্মৃতির শহর///রেখাচিত্র///আমার আপন আধাঁর///কাল নিরবধি

উ: রেখাচিত্র

# ‘মৈমনসিংহ গীতিকা’ কে সম্পাদনা করেছেন?

ড.দীনেশচন্দ্র সেন///ড. মুহম্মদ শহীদুল্লাহ///ড. আহমদ শরীফ///আব্দুল করিম সাহিত্য বিশারদ

উ: ড. দীনেশচন্দ্র সেন

# বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ কোন ছস্দে রচিত?

অক্ষরবৃত্ত///মাত্রাবৃত্ত///স্বরবৃত্ত///ধ্বনিবৃত্ত

উ: মাত্রাবৃত্ত

# ‘পালামৌ’ কোন ধরনের রচনা?

আত্মজীবনী///কাব্যগ্রন্থ///ভ্রমণ কাহিনী///প্রহসন

উ: ভ্রমণ কাহিনী

# ‘রোহিণী’ কোন সাহিত্যকর্মের চরিত্র?

গোরা///কৃষ্ণকান্তের উইল///যোগাযোগ///দত্তা

উ: কৃষ্ণকান্তের উইল

# সাহিত্র পত্রিকা ‘কবিতা’ এর সম্পাদক ছিলেন?

সমর সেন///প্রতিভা বসু///সুধীন্দ্রনাথ দত্ত///বুদ্ধদেব বসু

উ: বুদ্ধদেব বসু

# ‘গায়ে-হলুদ’ কোন সমাস?

বহুব্রীহী///অব্যয়ীভাব///তৎপুরুষ///কর্মধারয়

উ: বহুব্রীহী

# ‘অপসংস্কৃতি’ শব্দটিতে ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

বিকৃত///নিকৃষ্ট///বিপরীত///অভাব

উ: নিকৃষ্ট

# ‘সংশয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

নির্ভয়///সংকল্প///প্রত্যয়///আত্মবিশ্বাসী

উ: প্রত্যয়

# ‘ঠোঁটকাটা’ বাগধারাটির অর্থ কি?

স্পষ্টবাদী///বেহায়া///একগুঁয়ে///মুখরা

উ: বেহায়া

# একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি অপূর্ণ বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয?

সেমিকোলন///হাইফেন///কোলন///ড্যাস চিহ্ন

উ: কোলন

# ‘হাঙ্গামা’ শব্দটি কোন ভাষার?

আরবি///ফারসি///গুজরাটি///পাঞ্জাবি

উ: ফারসি

# শব্দের রূপ পরিবর্তন ... আলোচ্য বিষয়?

বাক্যতত্ত্বের///রূপতত্ত্বের///অর্থতত্ত্বের///অভিধানতত্ত্বের

উ: রূপতত্ত্বের

# ফাল্গুন>ফাগুন-এর উদাহরণ

ব্যঞ্জন বিকৃতি///ব্যঞ্জন চ্যুতি///অন্তর্হতি///অভিশ্রুতি

উ: অন্তর্হতি

# ‘প্রাতঃকাল’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

প্রাতঃ+কাল///প্রাত+কাল///প্রাত্+কাল///প্রাতশ+কাল

উ: প্রাতঃ+কাল 

সমাজসেবা অধিদপ্তর সহকারী শিক্ষক, ১৬ জুন ২০১৭

21. নামায, রোজা- ফারসী শব্দ

22. কোনটি দেশী শব্দ- কুলা

23. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি- হামিদুর রহমান

24. কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল- পদ্মা

25. পদ্মরাগ লিখেছেন- বেগম রোকেয়া

26. একুশে ফেব্রুয়ারি- হাসান হাফিজুর রহমান

27. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম ঢোলা-সাদিয় সেতু- ভারত

28. ক্যালকুলাস আবিষ্কার করেন- নিউটন

29. টপ্পা – এক ধরনের গান

30. নিষ্ঠা এর সন্ধি বিচ্ছেদ- নিঃ+ঠা

31. ঐচ্ছিক এর বিপরীত- আবশ্যিক

32. একটি দেশে উৎপাদন বাড়লে- কর্মসংস্থান বাড়বে

33. খাঁটি বাংলা উপসর্গ- ২১ টি

34. নিত্য স্ত্রী বাচক- সতীন

35. বিস্ময় এর উচ্চারণ- বিশ্শয়

36. বন্ধুর এর বিপরীত- মসৃণ

37. শরতের শিশির- ক্ষণস্থায়ী

38. কর্মে ক্লান্তি নেই- অক্লান্তকর্মী

39. বাংলা বর্ণমালায় মাত্রাহীণ বর্ণ- ১০ টি

40. সন্ধি এর সন্ধি বিচ্ছেদ – সম্+ ধি

41. শুদ্ধ বানান- পিপীলিকা

44. ক্ষ এর যুক্তরুপ- ক+ষ

47. আমি কোন লিঙ্গ- উভয় লিঙ্গ

Agrani Bank Senior Officer: Qusetion and Solution (Bangla 9 June, 2017)

রেঁনেসার কবি--ফররুখ আহমেদ
শুদ্ধ বানান--আদ্যক্ষর
চলিত রীতির প্রবর্তন করেন—প্রমথ চৌধুরী
পঞ্চতন্ত্র --সৈয়দ মুজতবা আলী

বাগধারারা অর্থ ভিন্ন-- তাসের ঘর
যে নারীর স্বামী ও পুত্র নেই-অবীরা
ষষ্ঠ সন্ধি--ষষ্+থ

খাঁটি বাংলা উপসর্গ--রাম

বুলবলিতে --কর্তায় ৭মী

মহানবী--কর্মধারয়

মনিকাঞ্চন যোগ--সোনায় সোহাগা

ভার মানে--সমূহ

বিভক্তিহীন নাম শব্দ-প্রাতিপাদিক

জঙ্গম বিপরীত-স্হাবর

নেমেসিস--নাটক

ভিন্নার্থক -ডাল-ভাত

মালা স্ত্রী লিঙ্গ --মালিনী

অম্বু মানে-পানি

পুঁথি সাহিত্যের প্রাচীন লেখক -- সৈয়দ হামজা

কার্তুজ-ফরাসি।

Pubali Bank অ্যাসিসট্যান্ট অফিসার টেলার ২০১৭ (Bangla)

# নিচের কোনটি সংশয় বাচক অব্যয়ের দৃষ্টান্ত -

# নিচের কোনটি নিত্য পুংলিঙ্গবাচক শব্দ -

স্ত্রৈণ  

# লাবণ্য শব্দের মূল শব্দ -

লাবনী

# depreciation এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা -

অবচয়

# নিচের কোন বানানটি অশুদ্ধ -

# ঊর্ণাজাল অর্থ -

মাকড়সার জাল

# বিষয় বহির্ভূত অথচ প্রচলিত ব্যাকরণে  বলা হয় -

নিপাতনে সিদ্ধ

# নদীর সমার্থক নয় কোনটি ?

জলধি

# একাধিক বাক্যকে একটি বাক্যে স্থান দিলে সেগুলোর মধ্যে যে বিরামচিহ্ন ব্যবহার করা হয়, তাকে কি বলে -

সেমিকোলন

# ডেঙ্গু শব্দটি বাংলা ভাষায় এসেছে -

স্পেনীয় ভাষা থেকে

# নিচের কোনটির গ্রহণযোগ্য বাংলা পরিভাষা তৈরী হয়নি?

Password

# মন্দ্য শব্দের প্রচলিত বিপরীত শব্দ কোনটি?

# শুদ্ধ বানানের শব্দজোড় কোনটি?

# নিচের কোনটির অর্থ চুরি করার সঙ্গে সংশ্লিষ্ট নয়?

# নিচের কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয়?

# অনাচার-অপকর্ম  শেষ পর্যন্ত গোপন  থাকে না। - এই কথাটি নিচের কোন প্রবাদ-প্রবচন ধারণ করে আছে?

শাক দিয়ে মাছ ঢাকা যায় না

# Parasite শব্দের বাংলা পরিভাষা -

পরগাছা

# নিচের কোন বাক্যটি শুদ্ধ -

তিনি সাক্ষ্য দিতে রাজি হননি

# পয়জার শব্দের অর্থ -

জুতো

# Birds of a feather flock together - এই ইংরেজি প্রবচনের সঙ্গে  মিল রয়েছে কোন বাংলা প্রবচনের?

ঝাঁকের কই ঝাঁকে মেশে

# নিচের কোন শব্দজোড়টি স্থানভেদে বিপরীত ও সমার্থক উভয় অর্থে  ব্যবহৃত হয়?

# সন্ধি সহযোগে গঠিত শুদ্ধ শব্দ কোনটি?

# নিচের কোনটিতে উপ উপসর্গ অপ্রধান অর্থে প্রযুক্ত হয়েছে?

# নিচের কোন বিপরীতার্থক শব্দজোড় অশুদ্ধ?

আকাশ-বাতাস

পূবালী ব্যাংক: সিনিয়র অফিসার, অফিসার ২০১৭ (বাংলা)

# “গণতন্ত্রের স্বপক্ষে জনমত গড়ে ঊঠেছে” এ বাক্যের অন্তর্গত “স্বপক্ষে” শব্দের অর্থ কি?

উঃ অনুকুলে

# “লক্ষীর বরযাত্রী” শব্দটির অর্থ কি?

উঃ  সু সময়ের বন্ধু

# কোনটি পর্বতের সমার্থক শব্দ নয়?

উঃ ধরিত্রি

# “টঙ্কার” শব্দের সম্প্রসারিত বাক্য কোনটি?

উঃ ধনুকের ছিলার শব্দ

# কোনটি অশুদ্ধ?

উঃ সশঙ্কিত

# কোনটি আগুনের সমার্থক শব্দ নয়?

উঃ বেগম

# “সমুদ্র” শব্দটির সমার্থক  কোনটি?

উঃ উদধী

# কোনটি সমার্থক নয়?

উঃ  জীমুত

# “আষাড়ে গল্প” বলতে বোঝায়?

উ: আজগুবি কাহিনী

#  কোন বানানটি অশুদ্ধ?

উঃ সতিত্ব

# “আলপিন,আলমারি,পাউরুটি,চাবি” শব্দগুচ্ছ কোন ভাষা হতে এসেছে?

উঃ পর্তুগীজ

# “উদীচী” শব্দের অর্থ কি?

উঃ উত্তর দিক

# কোনটি  দ্বিরুক্ত শব্দ নয়?

উঃ টুপটাপ

# “ইসলাম,তসবিহ,উকিল,শহিদ” শব্দ গুলো কোন ভাষা হতে এসেছে?

উঃ ফারসি

# “ক্রেঙ্কার” শব্দের অর্থ কি?

উঃ রাজহাঁসের ডাক

# “কৌমুদী” শব্দের প্রতিশব্দ কোনটি?

উঃ জ্যোৎস্না

#”পয়জার” শব্দের অর্থ কি?

উঃ পাদুকা

# অনুশাসন শব্দের শুদ্ধ উচ্চারণ কি?

উঃ ওনুশাশোন

# অভিধানে “ক্ষ” বর্ণটি কোথায় থাকে?

উঃ “ক” বর্ণের সাথে

# ধ্বণাত্বক শব্দ নয় কোনটি?

উঃ টলটল

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর) ২০১৭

# বাংলা গদ্যের জনক কাকে বলে?

উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

# কাজী নজরুল ইসলামের জন্মস্থান?

উ: বর্ধমান

# কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?

উ: বেলা শেষের গান

# ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ রচনা করেছেন?

উ: মুহম্মদ শহীদুল্লাহ

# ‘অন্তর টিপুনী’ বলতে কি বোঝায়?

উ: গোপন ব্যথা

# ‘শেষের কবিতা’ কি জাতীয় রচনা?

উ: উপন্যাস

# ‘সংশয়’ এর বিপরীত শব্দ কোনটি?

উ: প্রত্যয়

# জানার ইচ্চা

উ: জিজ্ঞাসা

# ‘হাজার বছর ধরে’ উপন্যাস কার লেখা?

উ: জহির রায়হান

# কোনটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়?

উ: কলাপী

# ‘লাল সালু’ উপন্যাস কার লিখা?

উ: সৈয়দ ওয়ালী উল্লাহ

# কোন বানানটি শুদ্ধ?

উ: কৃষিজীবি

# বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা

উ: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

# ‘তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি,-এটি কোন ধরনের বাক্য?

উ: যৌগিক বাক্য

# ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?

উ: আবুল মনসুর আহমদ

# ‘বুলবুলিতে ধান খেয়েছে’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উ: কর্তায় ৭মী

# ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা?

উ: হুমায়ূন আহমেদ

# ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

উ: ধাতু

বাখরাবাদ গ্যাস ফিল্ড: অ্যাসিসট্যান্ট ম্যানেজার ২০১৭ (বাংলা)

# এক কথায় প্রকাশ করুন: “যে নারীর হিংসা নেই”

উ: অনূসূয়া

# কোন বানানটি শুদ্ধ?

উ: গোধূলী

# ‘প্রসূন’ শব্দের অর্থ কি?

উ: পুষ্প

# ‘শকট’ শব্দের অর্থ কি?

উ: গাড়ি

# ‘নৃপতি’ শব্দের অর্থ কি?

উ: রাজা

# কোন বানানটি শুদ্ধ?

উ: নিবিড়

# ‘চয়ন’ শব্দের অর্থ কি?

উ: সম্ভার

# শুদ্ধ বানান কোনটি?

উ: মাধ্যাকর্ষণ

# কোন বানানটি শুদ্ধ?

উ: শ্মশান

# নিরর্থক অব্যয় প্রকাশ করে কোনটি?

উ: ভস্মে ঘি ঢালা

সহকারী প্রোগ্রামার (নন-ক্যাডার) পদে (একাধিক পদে) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর - ২০১৭

১। "রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন?" একথা কে বলেছেন?

উ. হুমায়ূন আহমেদ

২। 'কবর' কবিতাটি কার রচনা?

উ. জসীম উদদীন

৩। মাইকেলের 'বঙ্গভাষা' কোন ছন্দে রচিত?

উ. অক্ষরবৃত্ত

৪। নিম্নের কোনটি তৎসম শব্দ নয়?

উ. চামার (তদ্ভব)

৫। প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি?

উ. চারটি

৬। হাতির ডাক কোনটি?

উ. বৃংহতি

৭। "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" কে লিখেছেন?

উ. রবীন্দ্রনাথ ঠাকুর

৮। "বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ" কোন কবি লিখেছেন?

উ. মোহাম্মদ মনিরুজ্জামান

৯। মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনি আছে?

উ. মনসা দেবী

১০। 'ঐ চাকরীর আশা ছেড়েছি' - কোন অর্থ প্রকাশ পায়?

উ. হতাশা

১১। আবুল ফজলের 'রৈখাচিত্র'(হবে রেখাচিত্র) কোন ধরণের রচনা?

উ. আত্মজীবনী

১২। 'বাংলার মুখ' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

উ. রূপসী বাংলা

১৩। কোনটি কন্যার সমার্থক নয়?

উ. অংশু

১৪। অমৃত শব্দের বিপরীত শব্দ?

উ. গরল

১৫। ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোনটি ভিন্ন?

উ. হাত

১৬। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?

উ. দুর্গেশনন্দিনী

১৭। "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য" -কোন কবিতার চরণ?

উ. বিদ্রোহী

১৮। মহাকবি আলাওল কোন যুগের কবি?

উ. মধ্যযুগ

১৯। রবীন্দ্রনাথের কতো বছর বয়সে 'বনফুল' প্রকাশিত হয়?

উ. পনের বছর

২০। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?

উ. ১৯৫৫

২১। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?

উ. বঙ্কিমচন্দ্র

২২। 'মর নবে তুহুঁ মম শ্যাম সমান' কার লেখা?

উ. রবীন্দ্রনাথ

২৩। রূপক সমাসের উদাহরণ নয়?

উ. মোমবাতি

২৪। বীরবর কার ছদ্মনাম?

উ. প্রমথ চৌধুরী

২৫। বিদেশি উপসর্গ?

উ. গর

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ২০১৭ বিকাল (বাংলা)

# দুটি সমার্থক বা প্রায় সমার্থক শব্দ সহযোগে গঠিত শব্দকে বলা হয়-

শব্দদ্বৈত

# ‘Killing two birds with one stone’- এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন-

উ: রথ দেখা ও কলা বেচা

# কোনটি জোড়কলম শব্দের দৃষ্টান্ত-

উ: ধোঁয়াশা

# retrospective এর বাংলা পরিভাষা-

উ: ভূতাপেক্ষ

# নিচের কোনটি ‘ক্রিয়াপদ’?

উ: ধরুন

# শুদ্ধ বানান কোনটি?

উ: গড্ডলিকা

# ‘নিয়ম বহির্ভূত অথচ প্রচলিত’ সনাতন ব্যাকরণে এ রকম বিষয়কে কী বলে অভিহিত করা হয়-

উ: নিপাতনে সিদ্ধ

# নিচের কোনটিতে উপ-উপসর্গ সহকারী অর্থে প্রযুক্ত হয়েছে?

উ: উপাচার্য

# বিভাবরী অর্থ-

উ: রাত্রি

# আকাশ ও পৃথিবীর অন্তরালে এক কথায় বলে-

উ: রোদসী

# লাবণ্য শব্দ এসেছে যে শব্দ থেকে-

উ: লাবণি

# নিচের কোন শব্দটি চন্দ্রবিন্দু যোগ করলে শুদ্ধ হবে?

উ: পচানব্বই

# চক্ষুদান করা বাগধারাটির অর্থ?

উ: চুরি করা

# স্বচ্ছন্দ বিশেষণ পদের বিশেষ্য রুপ-

উ: স্বাচ্ছন্দ্য

# নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ-

উ: সপত্নী

# নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে-

উ: সভা

# নিচের কোনটি প্রয়োগ বাহুল্য দোষে দুষ্ট নয়-

উ: বাংলাভাষী

# depreciation এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা-

উ: অবচয়

# কোনটির সন্ধিবিচ্ছেদ শুদ্ধ-

উ: অন্তঃ+তল=অন্তস্তল

# নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?

উ: শঙ্খী

# চঞ্চল এর বিপরীত শব্দ?

উ: অবিচল

# নিচের কোন বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার অশুদ্ধি ঘটেছে?

উ: সলজ্জিত

# নিচের কোন শব্দ বাংলাভাষায় সবশেষে প্রবেশ করেছে/

উ: সেলফি

# শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?

উ: সমীচীন, সংস্রব, সত্তা

# শিতকর শব্দের অর্থ-

উ: চাঁদ

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs