Studypress Blog
বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানীদের কথা
25 Aug 2018

ফিঙ্গারপ্রিন্টিং এর আবিষ্কারক- কাজি আজিজুল হক (১৮৭২-১৯৩৫)। বাড়ি খুলনার ফুলতলী।
প্রফুল্ল চন্দ্র রায়(১৮৬১-১৯৪৪) – রসায়নবিদ, মারকুরিয়াস নাইট্রাইটের আবিষ্কারক। বাড়ি খুলনা ।
- জগদীশ চন্দ্র বসু(১৮৫৮-১৯৩৭) – বেতার বা রেডিওর আসল আবিষ্কারক, গাছের প্রাণের ব্যাপারে বড় বড় সব আবিষ্কার করেছেন,
বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর।
- প্রশান্ত চন্দ্র মহলানবিশ(১৮৯৩-১৯৭২) -
পরিসংখ্যানে বহুল ব্যবহৃত মহলানবিশ ডিসট্যান্সের আবিষ্কারক, ইন্ডিয়ান ইন্স্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্স এর
প্রতিষ্ঠাতা, বাড়ি মুন্সিগঞ্জের
বিক্রমপুর।
- মেঘনাদ সাহা (১৮৯৩-১৯৫৬),পদার্থবিজ্ঞানের থার্মাল আয়নাইজেশনের সাহা ইকুয়েশনের আবিষ্কারক,
বাড়ি ঢাকার শেওড়াতলী।
- সত্যেন্দ্রনাথ বসু(১৮৯৪-১৯৭৪),পদার্থবিজ্ঞানের বর্তমানে বহুল
আলোচিত বোসন কণিকার নাম তাঁর নামানুসারে, তিনি আইনস্টাইনের সাথে মিলে বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স তত্ত্বের প্রণেতা। বাড়ি কোলকাতা হলেও তাঁর ক্যারিয়ার আর এই আবিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগেই হয়েছে।
- অমল কুমার রায় চৌধুরী (১৯২৩-২০০৫), পদার্থবিজ্ঞানের আপেক্ষিক তত্ত্ব ও কসমোলজিতে বহুল ব্যবহৃত রায়চৌধুরী ইকুয়েশনের আবিষ্কারক, বাড়ি বরিশাল।
- ফজলুর রহমান খান(১৯২৯-১৯৮২), বহুদিন ধরে বিশ্বের সবচেয়ে উচু ভবন সিয়ার্স টাওয়ার ও জন হ্যানকক টাওয়ারের ডিজাইনার, বহুতল ভবন নির্মানের নতুন পদ্ধতির উদ্ভাবক, বাড়ি ঢাকা।
- জামাল নজরুল ইসলাম(১৯৩৯-২০১৩),
এস্ট্রোফিজিসিস্ট, বাড়ি ঝিনাইদহ।
- আবুল হুসাম, আর্সেনিক
দূরীকরণের জন্য সনো ফিল্টারের
উদ্ভাবক, বাড়ি কুষ্টিয়া।
- মাকসুদুল আলম, পেঁপে, রাবার ও পাটের জিনোম সিকোয়েন্সিং করেছেন, বাড়ি ফরিদপুর।
- শুভ রায়, কৃত্রিম কিডনির
উদ্ভাবক, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি।
- মোহাম্মদ আতাউল করিম
(১৯৫৩-), অপটিকাল ফিজিক্সের সেরা ৫০ জন বিজ্ঞানীর একজন, বাড়ি সিলেট।
- শাহ এম ফারুক, কলেরার
উপরে গুরুত্বপুর্ণ আবিষ্কার করেছেন, আইসিডিডিআরবিতে কর্মরত।
Govt Jobs

Bank Jobs
