Studypress Blog
১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সেরা প্রস্তুতি নিন স্টাডিপ্রেসে
24 Feb 2021
আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। হাতে সময় আর বেশি নেই। যারা এবারের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেবেন তাদের জন্য শুভকামনা।
১৪তম শিক্ষক নিবন্ধনের জন্য বিশেষ কোর্স শুরু করেছে স্টাডিপ্রেস। প্রিলির সিলেবাস খুব একটা বড় না। হাতে যেহেতু এক মাসের মতো সময় রয়েছে সেহেতু এই বিষয়টি মাথায় রেখে এক মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সেরা প্রস্তুতির বিষয়টির উপর জোর দেয়া হয়েছে। অধ্যায়ভিত্তিক প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা মডেল টেস্ট দিতে পারবেন। আর যাদের প্রস্তুতি নেয়া শেষ তারা ১০০ নম্বরের মোট ১৫০টি মডেল টেস্টে অংশ নিতে পারবেন। কোর্সটি স্টাডিপ্রেসের পেইড ইউজারদের জন্য। কোর্সটির ফি ৫০০ টাকা। বিস্তারিত জানতে যোগাযোগ করবেন ০১৭১৯৪৩৪৮৮৫/০১৯১৭৭৭৭০২১ এই নাম্বারে।
এবারে সংক্ষেপে জেনে নিন শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিভিন্ন দিক:
বিগত বছরগুলোর মতো এবারও প্রার্থীদের এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় থাকবে এক ঘণ্টা। বিষয় থাকবে মোট চারটি। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয়ে ২৫টি করে মোট ১০০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। এরপর ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
লিখিত পরীক্ষা
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঐচ্ছিক বিষয়ের ওপর ১০০ নম্বরের তিন ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। স্কুল পর্যায়ের জন্য নবম-দশম শ্রেণির বইগুলো পড়তে হবে এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষায় ভালো করতে হলে অনার্স পর্যায়ের বইগুলো পড়লেই চলবে। এ ছাড়া বিগত বছরের প্রশ্ন দেখলেও ধারণা পাওয়া যাবে। লিখিত পরীক্ষায় রচনামূলক প্রশ্ন থাকে পাঁচটি। প্রতিটি প্রশ্নের মান থাকে ১৫। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি। প্রতিটি প্রশ্নেরই বিকল্প প্রশ্ন থাকবে।
বাংলা
স্কুল পর্যায়ের জন্য বাংলা অংশে ভালো করতে হলে ব্যাকরণে জোর দিতে হবে। ব্যাকরণের প্রায় প্রতিটি অধ্যায় থেকে এক থেকে দুটি প্রশ্ন আসে। এসব অধ্যায়গুলোর মধ্যে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, অনুবাদ, সন্ধিবিচ্ছেদ, কারক, বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতধর্মী শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন অধ্যায়গুলো ভালোভাবে পড়লে প্রশ্ন পাওয়া যাবে। আর কলেজ পর্যায়ের জন্য পড়তে হবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যবইগুলো। এসব বইয়ের গদ্য ও পদ্যের লেখক পরিচিতি সম্পর্কে জানা থাকলে ভালো করা যাবে। এ ছাড়া বিগত বছরের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নের সমাধান করলেও বেশ কাজে দেবে।
ইংরেজি
ইংরেজি বিষয়ে বেশি করে পড়তে হবে গ্রামারের খুঁটিনাটি। এ অংশে ভালো করতে হলে গ্রামার অংশকে গুরুত্ব দিতে হবে। এই গ্রামার অংশ থেকেই স্কুল ও কলেজ উভয় পর্যায়েই প্রশ্ন আসে। Completing Sentences, Translation from Bengali to English, Change of Parts of Speech, Right Forms of Verb, Fill in the Blanks with Appropriate Word, Transformation of Sentences, Synonyms and Antonyms, Idioms and Phrases, Article—এই অধ্যায়গুলো মনোযোগ সহকারে পড়লে প্রশ্ন পাওয়া যাবে।
গণিত
গণিতে ভালো করতে হলে সপ্তম থেকে দশম শ্রেণির বইগুলো বারবার চর্চা করতে হবে। পাটিগণিত থেকে লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি, অনুপাত-সমানুপাত—এসব অধ্যায় ভালো করে চর্চা করলে প্রশ্ন পাওয়া যাবে। আর বীজগণিতের জন্য করতে হবে উৎপাদক, বর্গ ও ঘণ-সংবলিত সূত্রগুলো ও প্রয়োগ, গসাগু, সূচক, লগারিদম—এসব অধ্যায় থেকে প্রতিবছরই প্রশ্ন থাকে। জ্যামিতির জন্য রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত অধ্যায়গুলো আয়ত্তে রাখা দরকার। কলেজ পর্যায়ের জন্য পড়তে হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বই। বিগত বছরগুলোর বিসিএস প্রশ্ন ও শিক্ষক নিবন্ধন প্রশ্নগুলো বারবার চর্চা করলেও ভালো করা যাবে। প্রতিটি উত্তর দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে।
সাধারণ জ্ঞান
এই বিষয়ে ২৫টি প্রশ্ন থাকবে। এ অংশে ভালো করতে হলে নিয়মিত পত্রিকা পড়া, দেশি-বিদেশি সমসাময়িক খবরগুলো নিজের আয়ত্তে করে নেওয়া। বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কে ধারণা রাখতে হবে। বাংলাদেশ অংশে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, জলবায়ু, সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন জেলার আয়তন, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে অবগত থাকা। আর আন্তর্জাতিক অংশের জন্য বিভিন্ন দেশের মুদ্রা, দিবস, পুরস্কার ও সম্মাননা, সাম্প্রতিক ঘটনা এসব থেকে দুই থেকে চারটি প্রশ্ন পাওয়া যেতে পারে। এ ছাড়া বাজারে সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রকাশনীর বই পড়লেও ভালো করা যাবে।
স্টাডিপ্রেসের বিশেষ এই কোর্সে আগের বছরে আসা প্রশ্নগুলোও আলোচনা করা হয়েছে:
সমাস থেকে বিগত বছরে আসা প্রশ্ন:
# পূর্বপদ প্রধান সমাস কোনটি? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২০১৫)
দ্বন্দ্ব///অব্যয়ীভাব///তৎপুরুষ///বহুব্রীহী
উ: অব্যয়ীভাব
# কোনটি নিত্য সমাস? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২০১৫)
কলেছাঁটা///ভবনদী///জয়ধ্বনি///জলমাত্র
উ: জলমাত্র
# ব্যাসবাক্যের অপর নাম কি? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
যৌগিক বাক্য///বিগ্রহ বাক্য///সমস্ত পদ///সমস্যমান পদ
উ: বিগ্রহ বাক্য
# ‘চাঁদের ন্যায় মুখ=চাঁমুখ’ কোন প্রকার কর্মধারয় সমাস? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
রূপক///উপমিত///উপমান///মধ্যপদলোপী
উ: উপমান
# নিচের কোনটি নিত্য সমাস? (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায় ২০১৪)
পঞ্চনদ///বেয়াদব///দেশান্তর///ভালমন্দ
উ: দেশান্তর
# সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায় ২০১৪)
আরবি///ফারসি///সংস্কৃত///ইংরেজি
উ: সংস্কৃত
# ‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ? (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায়-২ ২০১৪)
বহুব্রীহী///দ্বিগু///তৎপুরুষ///কর্মধারয়
উ: বহুব্রীহী
# সমাসের রীতি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায়-২ ২০১৪)
হিন্দি///সংস্কৃত///প্রাকৃত///ইংরেজি
উ: সংস্কৃত
# কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না? (১০ম শিক্ষক নিবন্ধন ২০১৪)
উপমিত কর্মধারয়///রূপক কর্মধারয়///উপমান কর্মধারয়///মধ্যপদলোপী কর্মধারয়
উ: উপমিত কর্মধারয়
# অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?
দুধে-ভাতে///মাতাপিতা///কমবেশি///সাত-পাঁচ
উ: দুধে-ভাতে
# উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? (৯ম শিক্ষক নিবন্ধন ২০১৩)
মুখচন্দ্র///ক্রোধানল///তুষারশুভ্র///মনমাঝি
উ: তুষারশুভ্র
# ‘গরমিল’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? (৭ম শিক্ষক নিবন্ধন ২০১১)
মিল ও অমিল///অমিলের সদৃশ///মিলের অভাব///গর ও মিল
# নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? (৭ম শিক্ষক নিবন্ধন ২০১১)
সাতসমুদ্র///প্রতিদিন///নীলকণ্ঠ///মুখোভাত
উ: সাতসমুদ্র
# যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে? (৭ম শিক্ষক নিবন্ধন ২০১১)
ব্যাসবাক্য///সমস্যমান পদ///সমস্ত পদ///উত্তর পদ
উ: সমস্যমান পদ
# ‘মহাকীর্তি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? (৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ২০১০)
মহতী যে কীর্তি///মহা যে কীর্তি///মহান যে কীর্তি///মহান কীর্তি যার
উ: মহতী যে কীর্তি
# নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? (৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ২০১০)
নির্জন///পঞ্চবটী///দেশান্তর///অনুতাপ
উ: অনুতাপ
# ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ? (৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ২০১০)
পঞ্চমী তৎপুরুষ///উপপদ তৎপুরুষ///প্রাদি সমাস///বহুব্রীহী সমাস
উ: উপপদ পুরুষ
# পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুবীহী সমাস হয়? (৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ২০১০)
সমানাধিকরণ///প্রত্যয়ান্ত///ব্যাধিকরণ///ব্যতিহার
উ: সমানাধিকরণ
# ‘যৌবন সূর্য’ কোন সমাস? (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
মধ্যপদলোপী কর্মধারয় সমাস///দ্বন্দ্ব সমাস///ষষ্ঠী তৎপুরুষ সমাস///রূপক কর্মধারয় সমাস
উ: রূপক কর্মধারয় সমাস
# কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
আপাদমস্তক///কথাসর্বস্ব///হতশ্রী///অল্পবয়সী
উ: আপাদমস্তক
# ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
পূর্বপদ///পরপদ///সমস্ত পদ///সমস্যমান পদ
উ: সমস্যমান পদ
# সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়? (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
বহুব্রীহী সমাস///তৎপুরুষ সমাস///দ্বিগু সমাস///কর্মধারয় সমাস
# বীণাপানি কোন সমাস? (প্রভাষক নিবন্ধন-২০১৫)
দ্বন্দ্ব সমাস///কর্মধারয় সমাস///তৎপুরুষ সমাস///বহুব্রীহী সমাস
উ: বহুব্রীহী সমাস
# সমাস নির্ণয় করুন-‘ধানের ক্ষেত’ (প্রভাষক নিবন্ধন ২০১৪)
ষষ্ঠী তৎপুরুষ///বহুব্রীহী///কর্মধারয়///অব্যয়ীভাব
উ: ষষ্ঠী তৎপুরুষ
# সমাস নির্ণয় করুন-বেআইনি (প্রভাষক নিবন্ধন-২০১৪)
অব্যয়ীভাব///নঞ তৎপুরুষ///উপপদ তৎপুরুষ///নিত্য সমাস
উ: নঞ তৎপুরুষ
# কোন সমাসে উভয়পদই বিশেষ্য? (প্রভাষক নিবন্ধন-২০১৩)
দ্বন্দ্ব সমাস///কর্মধারয় সমাস///তৎপুরুস সমাস///প্রাদি সমাস
উ: দ্বন্দ্ব সমাস
# অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ-(৯ম প্রভাষক নিবন্ধন-২০১৩)
পরিবর্তিত হয়///প্রধান থাকে///সংকুচিত হয়///বৃদ্ধি ঘটে
উ: প্রধান থাকে
# তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? (৮ম প্রভাষক নিবন্ধন ২০১২)
পরপদ///পূর্বপদ///উভয় পদ///অন্যপদ
উ: পরপদ
# ‘লঙ্কা বাটা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? (৮ম প্রভাষক নিবন্ধন ২০১২)
লঙ্কা ও বাটা///যা লঙ্কা তাই বাটা///লঙ্কার বাটা///বাটা যে লঙ্কা
উ: বাটা যে লঙ্কা
# কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? (৮ম প্রভাষক নিবন্ধন ২০১২)
গুরুদেব///মৌমাছি///মহাজন///কাঁচামিঠে
উ: মৌমাছি
# সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? (৮ম প্রভাষক নিবন্ধন ২০১২)
অব্যয়ীভাব///দ্বিগু///বহুব্রীহী///কর্মধারয়
উ: দ্বিগু
# যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে বলে? (৮ম প্রভাষক নিবন্ধন ২০১২)
সমস্ত পদ///সমস্যমান পদ///পূর্বপদ///উভয়পদ
উ: সমস্যমান পদ
# সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়-(৮ম প্রভাষক নিবন্ধন ২০১২)
উপমান কর্মধারয়///উপমিত কর্মধারয়///রূপক কর্মধারয়///মধ্যপদলোপী কর্মধারয়
উ: উপমিত কর্মধারয়
# ‘তেপান্তর’ কোন সমাসের উদাহরণ? (৭ম প্রভাষক নিবন্ধন-২০১১)
দ্বিগু///অব্যয়ীভাব///নিত্য সমাস///বহুব্রীহী
উ: দ্বিগু
# উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? (৭ম প্রভাষক নিবন্ধন-২০১১)
উপমান///উপমিত///কর্মধারয়///উপপদ তৎপুরুষ
উ: উপপদ তৎপুরুষ
# কোনটি ‘বহুব্রীহী’ সমাসের উদাহরণ? (৭ম প্রভাষক নিবন্ধন-২০১১)
বিমনা///সজ্জন///প্রভাত///নির্বিঘ্ন
উ: বিমনা
# প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়-(৭ম প্রভাষক নিবন্ধন-২০১১)
রূপক///উপমান///উপমিত///উপমেয়
উ: উপমেয়
# ‘কাঁচামিঠা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? (৭ম প্রভাষক নিবন্ধন-২০১১)
কাঁচা ও মিঠা///যা কাঁচা তাই মিঠা///কাঁচা হয়েও মিঠা///কাঁচা যে মিঠা
উ: যা কাঁচা তাই মিঠা
# সমাস নিষ্পন্ন পদকে কি বলে? (৭ম প্রভাষক নিবন্ধন-২০১১)
সমস্যমান পদ///সমস্ত পদ///ব্যাসবাক্য///উত্তর পদ
উ: সমস্ত পদ
# দ্বিগু সমাসে কোন পদ প্রধান? (৭ম প্রভাষক নিবন্ধন-২০১১)
পরপদ///পূর্বপদ///উভয় পদ///অন্য পদ
উ: পরপদ
# ‘নবপৃথিবী’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি? (৭ম প্রভাষক নিবন্ধন-২০১১)
নব ও পৃথিবী///নব পৃথিবী যার///নব পৃথিবীর ন্যায়///নব যে পৃথিবী
উ: নব যে পৃথিবী
# ‘মনমাঝি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? (৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন ২০১০)
মন ও মাঝি///মন মাঝির ন্যায়///মনরূপ মাঝি///মন যে মাঝি
উ: মনরূপ মাঝি
# সমাস শব্দের অর্থ কি? (৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন ২০১০)
বিশ্লেষণ///সংক্ষেপণ///সংযোজন///সংশ্লেষণ
উ: সংক্ষেপণ
# ‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ? (৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন ২০১০)
তৎপুরুষ সমাস///কর্মধারয় সমাস///বহুব্রীহী সমাস///দ্বন্দ্ব সমাস
উ: বহুব্রীহী সমাস
# কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? (৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন ২০১০)
প্রতিবাদ///বিলাত ফেরত///উপগ্রহ///ছেলেধরা
উ: ছেলেধরা
ভাষা আন্দোলন থেকে বিগত বছরে আসা প্রশ্নাবলী:
# ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২০১৫)
ইউএনডিপি///ইউনেস্কো///ইউএনএফপিএ///আইএলও
উ: ইউনেস্কো
# বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২০১৫)
১৯৬০ সালে///১৯৫২ সালে///১৯৫৫ সালে///১৯৫৪ সালে
উ: ১৯৫৫ সালে
# কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২০১৫)
হামিদুর রহমান///শামীম শিকদার///আমিনুল ইসলাম///নিতুন কুণ্ডু
উ: হামিদুর রহমান
# পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল?
১৬৮///১৬৯///১৭০///১৭১
উ: ১৭০
# “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির গীতিকার কে? (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায়-২ ২০১৪)
আলতাফ মাহমুদ///গাজী মাজহারুল আনোয়ার///আব্দুল গাফফার চৌধুরী///আলাউদ্দীন আলী
উ: আব্দুল গাফফার চৌধুরী
ইতিহাস থেকে বিগত বছরে আসা প্রশ্নাবলী:
# বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
১৯০৫ সালে///১৯১১ সালে///১৯০ সালে///১৯৪০ সালে
উ; ১৯১১ সালে
# নিম্নের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
পাল বংশ///সেন বংশ///সুলতান বংশ///কোনটই নয়
উ: পাল বংশ
# বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায় ২০১৪)
ময়নামতি///পাহাড়পুর///মহাস্থানগড়///সোনারগাঁও
উ; মহাস্থানগড়
# সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়? (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায় ২০১৪)
১৭২৯ সালে///১৮২৯ সালে///১৬২৯ সালে///১৮২৮ সালে
উ: ১৮২৯ সালে
# ওয়ারী বটেশ্ব কোথায় অবস্থিত? (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায় ২০১৪)
বগুড়া///নরসিংদী///ঝিনাইদহ///চট্টগ্রাম
উ: নরসিংদী
# বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? (১০ম শিক্ষক নিবন্ধন ২০১৪)
১৭০০ সালে//১৭৬২ সালে///১৯৬৫ সালে///১৭৯৩ সালে
উ: ১৭৯৩ সালে
# এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? (৮ম শিক্ষক নিবন্ধন ২০১২)
লর্ড মাউন্টব্যাটন///স্যার পি জে হার্টজ///স্যার উইলিয়াম জোন্স///লর্ড ক্যানিং
উ: স্যার উইলিয়াম জোন্স
# ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? (৭ম শিক্ষক নিবন্ধন ২০১১)
শায়েস্তা খান///ইসলাম খান///ইব্রাহিম খান///আলীবর্দি খান
উ: ইসলাম খান
# ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল কারা? (৭ম শিক্ষক নিবন্ধন ২০১১)
ইংরেজরা///ফরাসিরা///ওলন্দাজরা///পর্তুগীজরা
উ: পর্তুগীজরা
# ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? (৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ২০১০)
১৬১০ সালে///১৫১০ সালে///১৭১০ সালে///১৮১০ সালে
উ:১৬১০ সালে
# বাংলা সনের প্রবর্তক কে? (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১১)
লক্ষণ সেন///সম্রাট আকবর///আবুল ফজল///বখতিয়ার খলজি
উ: সম্রাট আকবর
# নাসিরাবাদের বর্তমান নাম কি? (১২ তম প্রভাষক নিবন্ধন ২০১৫)
ময়মনসিং///জাহাঙ্গীরনগর///বরিশাল///চট্টগ্রাম
উ: ময়মনসিং
# পূর্বাশা দ্বীপের অপর নাম কি? (১১তম প্রভাষক নিবন্ধন ২০১৫)
নিঝুম দ্বীপ///সেন্ট মার্টিন দ্বীপ///দক্ষিণ তালপট্টি দ্বীপ///কুতুবদিয়া দ্বীপ
# কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ তৈরি করা হয়েছিল? (১০ম প্রভাষক নিবন্ধন ২০১৪)
আকবর///শাহজাহান///জাহাঙ্গীর///আওরঙ্গজেব
উ: আওরঙ্গজেব
Transformation of sentences (বিগত বছরে আসা প্রশ্নাবলী)
# A child likes only sweets-negative form of this sentence is- (১২তম প্রভাষক নিবন্ধন-২০১৫)
Ans: A child likes nothing but sweets.
# All men must die- Negative form of this sentence is- (১১তম প্রভাষক নিবন্ধন-২০১৪)
Ans; None can avoid death.
# Writing is better than reading-Negative form of this sentencs is (১০ম প্রভাষক নিবন্ধন-২০১৪)
Ans: Reading is not as good as writing
# He is an honest man. (Interrogative) (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
Ans: Isn’t he an honest man?
# He has only a few books. (Negative) (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
Ans: He has nothing but a few books.
# I had done the work and went home. (Simple) (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
Ans: Having done the work, I went home.
# He confessed his guilt. (complex) (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
Ans: He confessed that he was guilty.
# Javed is a boy who is good. (simple) (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
Ans: Javed is a good boy.
# I wish I were a king. (Exclamatory) (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
Ans: Would that I were a king!
# The Padma is one of the biggest rivers in Bangladesh. (Positive) (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২০১৫)
Ans; Very few rivers in Bangladesh are as big as the Padma
# Every mother loves her child. (Negative) (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২০১৫)
Ans: There is no mother but loves her child.
# Without working hard you cannot shine in life. (complex) (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২০১৫)
Ans: Unless you work hard, you can’t shine in life.
# Belal is the best boy in the class. (comparative) (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
Ans: Belal is better than any other boy in the class.
# Everybody hates a liar. (Interrogative) (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
Ans: Who does not hate a liar?
# He is poor but he is honest. (Complex) (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
Ans: Though he is poor, he is honest.
# He is so weak that he cannot walk. (simple) (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
Ans: He is too weak to walk.
# Read to learn. (complex) (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায় ২০১৪)
Ans: If you read, you will learn
# He is the best player. (Negative) (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
Ans: No other player is as good as he
# He is so dishonest that he cannot speak the truth. (simple) (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
Ans: He is too dishonest to speak the truth.
# Did he see anyone in the room? (assertive) (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
Ans: He saw no none in the room.
# Della was too poor to buy a gift for Jim. (Negative) (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৪)
Ans: Della was so poor that she could not buy a gift for Jim.
# Nobody wishes to be unhappy. (Interrogative) (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৪)
Ans: Who wishes to be unhappy?
# Unemployment is a state for a man having no work to earn money. (Complex) (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৪)
Ans: Unemployment is a state for a man who has no work.
# Only the moon was visible. (Negative) (১০ম শিক্ষক নিবন্ধন ২০১৪)
Ans: Nothing but the moon was visible.
# Dhaka is one of the biggest cities in Bangladesh. (১০ম শিক্ষক নিবন্ধন ২০১৪)
Ans: Very cities in Bangladesh are as big as Dhaka.
ভুল সংশোধন বা শুদ্ধকরণ (বিগত বছরে আসা প্রশ্নাবলী)
# নিচের কোন শব্দটি শুদ্ধ? (১২তম প্রভাষক নিবন্ধন)
শ্রদ্ধাঞ্জলি
# কোন বানানটি শুদ্ধ? (১২তম প্রভাষক নিবন্ধন)
শিরোচ্ছেদ///শিরশ্চেদ///শিরশ্ছেদ///শীরোচ্ছেদ
উ; শিরশ্ছেদ
# কোন বানানটি শুদ্ধ? (১১তম প্রভাষক নিবন্ধন ২০১৪)
সমিচীন///সমীচিন///সমিচিন///সমীচীন
উ: সমীচীন
# কোন বানানটি শুদ্ধ? (১০ম প্রভাষক নিবন্ধন ২০১৪)
অপরাহ্ণ///আপরাহ্ন///অপরাণ্য///অপরান্য
উ: অপরাহ্ণ
# শুদ্ধ বানান কোনটি? (১০ম প্রভাষক নিবন্ধন ২০১৪)
ব্যাকরণবিদ///বৈয়াকরণ///ব্যাকরণিক///বৈয়াকরণিক
উ: বৈয়াকরণ
# নিচের কোন বানানটি শুদ্ধ? (৯ম প্রভাষক নিবন্ধন ২০১৩, ৭ম প্রভাষক নিবন্ধন ২০১১)
শান্তনা///সান্ত্বনা///সান্তনা///শান্ত্বনা
উ; সান্ত্বনা
# কোন বাক্যটি শুদ্ধ? (৯ম প্রভাষক নিবন্ধন ২০১৩)
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত///তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি///যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি///বিধি লঙ্ঘন হয়েছে
উ: যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
# নিচের কোন বানানটি শুদ্ধ? (৭ম প্রভাষক নিবন্ধন ২০১১)
সমুদয় পক্ষীই নীড় বাঁধে///চোরটি সব মালসুদ্ধ ধরা পড়েছে///তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ///দশচক্রে ঈশ্বর ভূত
উ: সমুদয় পক্ষীই নীড় বাঁধে
# শুদ্ধ বানানগুচ্ছ নির্ণয় করুন: (৭ম প্রভাষক নিবন্ধন ২০১১)
শষ্য, ভুবন, শ্রদ্ধাঞ্জলি///সমীচীন, সুষ্ঠ, সাক্ষরতা///আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য///মুখস্থ, মন্ত্রীসভা, ব্রাহ্মন
উ: আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
# শুদ্ধ বানান কোনটি? (৭ম প্রভাষক নিবন্ধন ২০১১)
দুরন্ত///দোর্গা///দোর্গ///দূর্বল
উ: দুরন্ত
# বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর-বাক্যটির শুদ্ধরূপ কোনটি? (৭ম প্রভাষক নিবন্দন ২০১১)
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ///বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর///বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ///বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
উ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
# কোন বাক্যটি শুদ্ধ? (৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন ২০১০)
তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন///বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়///আমার আর বাঁচিবার স্বাদ নাই///কোনো বাক্যই শুদ্ধ নয়
উ: কোনো বাক্যই শুদ্ধ নয়
# শুদ্ধ বানান কোনটি? (৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন)
দীনতা///দৈন্যতা///দীন্যতা///দিনতা
উ: দীনতা
# কোন বাক্যটি শুদ্ধ? (৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন ২০১০)
শকট///শকোট///সকোট///সকট
উ: শকট
# কোন বানানটি শুদ্ধ?(বিশেষ বেসরকারি শিক্ষক নিবন্ধন ২০১০)
উ: শুশ্রূষা
# শুদ্ধ বানান কোনটি? (বিশেষ বেসরকারি শিক্ষক নিবন্ধন ২০১০)
দারিদ্র///দরিদ্র///দারিদ্র্যতা///দরিদ্রতা
# কোনটি শুদ্ধ? (বিশেষ বেসরকারি শিক্ষক নিবন্ধন ২০১০)
নিঃশোষিত///নীরস///মাধুরিয়া///অধীনী
উ: নীরস
# নিচের কোন বাক্যটি শুদ্ধ? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২০১৫)
অত্যাধিক///অদ্যাপি///আদ্যাক্ষর///আবিস্কার
উ: অদ্যাপি
# নিচের কোন বাক্যটি শুদ্ধ? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২০১৫)
কেবল মাত্র তুমি যাবে///এতে আশ্চার্য হলাম///বিবিধ জিনিস কিনলাম///এ সংবাদে সন্তোষ হলাম
উ: বিবিধ জিনিস কিনলাম
# কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
অন্যায়ের ফল অনিবার্য///অন্যায়ের ফল দুর্নিবার্য///অন্যায়ের ফল ভয়াবহ///অন্যায়ের শাস্তি মৃত্যু
উ: অন্যায়ের ফল অনিবার্য
# নিচের কোন বানানটি শুদ্ধ? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
অগ্নবিনা///অগ্নিবীণা///অগ্নিবিণা///অগ্নিবীনা
উ: অগ্নিবীণা
# কোন বানানটি সঠিক? (১২তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়-২ ২০১৫)
মুমূর্ষু///মুমূর্ষ///মুমুর্সু///মুমুর্সূ
উ: মুমূর্ষু
# কোনটি শুদ্ধ বানান? (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায় ২০১৪)
আলস্যতা///অলস্য///আলস্য///আলসতা
উ: আলস্য
# শুদ্ধ বানান কোনটি? (১১তম শিক্ষক নিবন্ধন স্কুল/সমপর্যায়-২ ২০১৪)
শিরোচ্ছেদ///শিরচ্ছেদ///শিরশ্ছেদ///শিরোঃচ্ছেদ
উ: শিরশ্ছেদ
# নিচের কোন বানানটি শুদ্ধ/ (১০ম শিক্ষক নিবন্ধন ২০১৪)
চক্ষুস্মান///চক্ষুষ্মান///চক্ষুশ্মান///চক্ষুষ্মাণ
উ: চক্ষুষ্মান
# কোনটি শুদ্ধ নয়? (৯ম শিক্ষক নিবন্ধন ২০১৩)
সমীচীন///সান্ত্বনা///মুমূর্ষু///ফটোষ্ট্যাট
উ: ফটোষ্ট্যাট
# কোনটি শুদ্ধ বানান? (৯ম শিক্ষক নিবন্ধন ২০১৩)
নুনতম///ন্যুনতম///ন্যূনতম///নূন্যতম
উ; ন্যূনতম
# নিচের কোন বানানটি শুদ্ধ? (৯ম শিক্ষক নিবন্ধন ২০১৩)
তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন///শেষের কবিতা একখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ///সকল ছাত্রই অমনোযোগী নয়///পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
উ: পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
# নিচের কোন বানানটি শুদ্ধ? (৮ম শিক্ষক নিবন্ধন ২০১২)
মুহুর্ত///মুহর্ত///মূহুর্ত///মুহূর্ত
উ: মুহূর্ত
# নিচের কোন বাক্যটি শুদ্ধ? (৮ম শিক্ষক নিবন্ধন ২০১২)
‘গীতাঞ্জলি’ পড়েছ কি?///এ কথা প্রমাণ হয়েছে///অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন///আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত
উ: ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
# ‘দেশের সকল আলেমগণই উপস্থিত ছিলেন।’ বাক্যটি কোন দোষে দুষ্ট (৭ম শিক্ষক নিবন্ধন ২০১১)
বাহুল্য দোষ///উপমার ভুল প্রয়োগ///গুরুচণ্ডালি দোষ///অপ্রচলিত শব্দের ব্যবহার
উ: বাহুল্য দোষ
# নিচের কোন বানানটি শুদ্ধ? (৭ম শিক্ষক নিবন্ধন ২০১১)
মধুসুদন দত্ত///মধূসূদন দত্ত///মধুসূদন দত্ত///মধুসুদন দত্ত
# নিচের কোন বানানটি শুদ্ধ? (৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ২০১০)
ক্ষুৎপীড়িত///ক্ষুৎপিড়িত///ক্ষুতপীড়িত///ক্ষুৎপিড়ীত
উ: ক্ষুৎপীড়িত
# কোনটি শুদ্ধ বাক্য? (৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ২০১০)
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে///তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে///মেয়েটি দারুণ সবুদ্ধিমতী///আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
উ: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
# কোন বানানটি শুদ্ধ? (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
উ: শুশ্রূষা
# শুদ্ধ বানান কোনটি? (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
উ: দরিদ্রতা
# কোনটি শুদ্ধ? (বেসরকারি শিক্ষক নিবন্ধন বিশেষ ২০১০)
উ: নীরস
এভাবে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আলোচনা করা হয়েছে। সেরা প্রস্তুতি নিতে শিগগিরই স্টাডিপ্রেসের শিক্ষক নিবন্ধন কোর্সে যোগ দিন।
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।
bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ