Studypress Blog

বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষার প্রস্তুতি: (গত দশ বছরে আসা বাংলা প্রশ্ন)

18 Feb 2021

বাংলাদেশ ব্যাংক এডি ২০১৫

১) ভাষার মূল উপাদান - ধ্বনি

২) আভরণ শব্দের অর্থ - অলংকার

৩) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা - বিয়োজক অব্যয়

৪) ঢাকের কাঠি বাগধারার অর্থ - তোষামুদে

৫) বাবুর্চি - তুর্কি শব্দ

৬) শুদ্ধ বানান - মূর্ধন্য

৭) চীনা শব্দ - চা, চিনি

৮) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য - বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা

৯) সন্ধির প্রধান সুবিধা - উচ্চারণে

১০) কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম অর্থ - কৃতকর্ম

১১) তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না - প্রশ্নবোধক অর্থে

১২) পাবক শব্দের সমার্থ - অগ্নি

১৩) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা - সমাপ্তি

১৪) তুমি যাও - অনুজ্ঞা

১৫) সঠিক যে টি - পথের দাবী ( উপন্যাস)

১৬) আত্নঘাতি বাঙালী - নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ

১৭) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক - হুমায়ুন কবির

১৮) রবীন্দ্রনাথের রচনা - চতুরঙ্গ

১৯) আবোল তাবোল কার - সুকুমার রায়

২০) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন - উইলিয়াম কেরি

২১) প্রত্যয়গতভাবে শুদ্ধ - উৎকর্ষতা

২২) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য - অন্তমিল থাকেনা

২৩) চাঁদ - তদ্ভব শব্দ

২৪) পুণ্যে মতি হোক এখানে পুণ্যে - বিশেষ্য

২৫) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি - যৌগিক বাক্য

২৬) আনারস, চাবি - পর্তুগিজ শব্দ

২৭) শুদ্ধ বানান - নির্নিমেষ

২৮) বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৯) সংশয় এর বিপরীত শব্দ - প্রত্যয়

৩০) ইহলোকে যা সামান্য নয় - আলোক সামান্য

৩১) শশী ও কুমুদ চরিত্র দুটি - পুতুল নাচের ইতিকথার

৩২) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় - সাধু ভাষায়

৩৩) রাত্রির সমার্থক নয় - বারিদ

৩৪) ব্রজবুলি হলো - মৈথিলি ভাষার একটি উপভাষা

৩৫) অভিধানে আগে বসবে - চাঁটি শব্দি

৩৬) গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান - নজরুলের সাম্যবাদী কবিতার লাইন

৩৭) অভিনিবেশ শব্দের অর্থ - মনোযোগ

৩৮) সঠিক বাক্য - আমার কথাই প্রমাণিত হলো

৩৯) সন্ধ্যায় সূর্য অস্ত যায় - নিত্যবৃত্ত অতীত

৪০) সাধুরীতির বৈশিষ্ট্য - সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

বাংলাদেশ ব্যাংক এডি ২০১৩, ২০১৪

১) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ - গোপন রাখার প্রয়াস

২) কোনটি পরিচ্ছদ - শিমুল

৩) যৌগিক বিশোষণের উদাঃ - পন্ডিত জনোচিত উক্তি

৪) প্রত্যয়ান্ত শব্দ - পিপাসা

৫) কোন ত্রয়ীবানান শুদ্ধ - মুমূর্ষু, সংঘর্ষ, বিমর্ষ

৬) কোনটি অঙ্গ ভূষণ - মেখলা

৭) Transliteration এর পরিভাষা - প্রতিবর্ণীকরন

৮) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন - মুনীর চৌধুরী

৯) পদাবলীর রচয়িতা - রবীন্দ্রনাথ ঠাকুর

১০) এক জাতীয় নয় - তনয়

১১) শামসুর রাহমানের গদ্য গন্থ - স্মৃতির শহর

১২) তুলনাজ্ঞাপক শব্দ - প্রমিত

১৩) লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!! এখানে কী - বিরক্তি বোঝায়

১৪) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা - কবিতা

১৫) সমার্থক নয় - মরৎ

১৬) The window panes steamed up এর বাংলা - জানালার কাচ ঝাপসা হয়ে গেল

১৭) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য - পুবের হাওয়া

১৮) সমাস গঠিত শব্দ - নরপুঙ্গর ( দ্বন্দ্ব সমাস)

১৯) যৌবন এর বিপরীত শব্দ - জরা

২০) ছেমড়া শব্দটি - সংস্কৃত

২১) দহন কাল উপন্যাস এর জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ পদক পান - হরিশংকর

জলদাস

২২) জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন - কপোট্রনিক সুখ দুঃখ ( ১৯৭৬)

২৩) চাচা কাহিনীর লেখক - সৈয়দ মুজতবা আলী

২৪) সোনালী কাবিন কাব্যের রচয়িতা - আল মাহমুদ

২৫) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচনা করেন - শামসুর রাহমান

২৬) শুব্দ বানান - মুমূর্ষু

২৭) যে নারী প্রিয় কথা বলে - প্রিয়ংবদা

২৮) দশানন কোন সমাস - বহুব্রীহি

২৯) Executive - এর পরিভাষা - নির্বাহী

৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ - পরি + আলোচনা

৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় - মেধা + বিণ

৩২) গোঁফ খেজুরে অর্থ - নিতান্ত অলস
৩৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি - সম্প্রদানে ৭মী

৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় - বারি

৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ - নাছোড় বান্দা

৩৬) লাঠা লাঠি - বহুব্রীহি সমাস

৩৭) ভুল প্রতিশব্দ - ইচ্ছা- পরশ্রীকাতরতা

৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন - রুপকথা

৩৯) সৌম্য এর বিপরীত - উগ্র

৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য - জীবিত থেকেও যে মৃত

বাংলাদেশ ব্যাংক এডি ২০১১, ২০১২

১) আপদ এর বিপরীত শব্দ - সম্পদ

২) ভূত এর বিপরীত শব্দ - ভবিষ্যৎ

৩) শান্ত এর বিপরীত শব্দ - অনন্ত

৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ - কৃতজ্ঞ

৫) অশুদ্ধ বাক্য - সর্বদা পরিস্কৃত থাকিবে

৬) শুদ্ধ বাক্য - তুমি কি ঢাকা যাবে??

৭) শুদ্ধ বাক্য - রহিমা পাগল হয়ে গেছে

৮) শুদ্ধ বাক্য - বুনো ওল, বাঘা তেতুল

৯) বায়ু শব্দের সমার্থক শব্দ - বাত

১০) চাঁদ এর সমার্থক শব্দ - নিশাপতি

১১) সমুদ্র শব্দের সমার্থক - পাথার

১২) রাজা শব্দের সমার্থক - নরেন্দ্র
১৩) জল শব্দের সমার্থক শব্দ - অম্বু

১৪) কৌমুদির প্রতিশব্দ নয় - নলিনী

১৫) অরুন এর প্রতিশব্দ নয় - বিজলী

 

১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় - তোয়

১৭) রামা এর প্রতিশব্দ নয় - সুত

১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে - সম্প্রদান ৭ মী বিভক্তি

১৯) পৌরসভা কোন সমাস - ৬ষ্ঠী তৎপুরুষ সমাস

২০) অর্ক এর প্রতিশব্দ নয় - অনিল

২১) কোনটি সঠিক - আপাদমস্তক

২২) দশানন কোন সমাস - বহুব্রীহি সমাস

২৩) ভূত এর বিপরীত শব্দ - ভবিষ্যত

২৪) রক্ত করবী - নাটক

২৫) বসুমতী শব্দের সমার্থক - ধরিত্রী

২৬) পরার্থ শব্দের অর্থ - পরোপকার

২৭) যে নারী প্রিয় কথা বলে - প্রিয়ংবদা

২৮) সাত সাগরের মাঝি কাব্য - ফররুখ আহমেদ এর

২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ - বৃষ+তি

৩০) রবীন্দ্রনাথের রচনা নয় - বিষের বাঁশী

৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে - কর্মকারক

৩২) বনফুল যার ছদ্মনাম - বলাইচাঁদ মুখোপাধ্যায়

৩৩) surgeon এর পরিভাষা - শল্য চিকিৎসক

৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন - মাইকেল মধুসূদন দত্ত

৩৫) ব্যথার দান - কাজী নজরুল রচিত গল্প

৩৬) সংশপ্তক কার - শহীদুল্লাহ কায়সার

৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ - পরি + আলোচনা

৩৮) অম্বর শব্দের অর্থ - আকাশ

৩৯) নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি

৪০) শুদ্ধ বানান - পিপীলিকা

৪১) প্রবচন - পুরোনো চাল ভাতে বাড়ে

৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ - প্রত্যয়জনিত কারনে।

বাংলাদেশ ব্যাংক এডি ২০১০, ২০০৯, ২০০৮

১) কোন বানানটি সঠিক - ভদ্রোচিত

২) উনপাঁজুরে শব্দরে অর্থ - দুর্বল

৩) উত্তম পুরুষের উদাঃ - আমি

৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন - গোধূলী

৫) যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান

৬) আকাশ শব্দের সমার্থক নয় - হিমাংশু

৭) দেশী শব্দ - চাল, চুলা

৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ - বিয়োগ

৯) কোনটির লিঙ্গান্তর হয় না - কবিরাজ

১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ - সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন

১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ - কৃদন্ত শব্দ

১২) ধাতু কয় প্রকার - ৩ প্রকার

১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ - রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য

১৪) দশে মিলে করি কাজ এখানে দশে - কর্তৃকারকে ৭মী বিভক্তি

১৫) স্বরসংগতির উদাহরন - দেশী> দিশী

১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় - অধিকরণে ৭মী বিভক্তি
১৭) যে বহু বিষয় জানে - বহুজ্ঞ

১৮) যৌগিক স্বরধ্বনি - ঐ

১৯) সূর্য এর প্রতিশব্দ নয় - হিমকর

২০) কবর কবিতাটি কোন কাব্যের - রাখালী

২১) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ - আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর

২২) যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম। - রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি

২৩) হাজার বছর ধরে রচনা করেন - জহির রায়হান

২৪) এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছে দুই নয়নের জলে।

এর পরের লাইন --- এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ

২৫) তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন -- জহির রায়হানের একুশের গল্পের

উক্তি

২৬) রবীন্দ্রনাথ নোবেল পান - ১৯১৩ সালে
২৭) রবীন্দ্রনাথের রচনা নয় - মৃত্যু ক্ষুধা

২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি - বন্দোপাধ্যায়

২৯) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন - ২১ বছরে

৩০) রবীন্দ্রনাথের জন্ম - ২৫ বৈশাখ,১২৬৮ বাংলা

৩১) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট - জহির রায়হানের রচনা

৩২) মহাশশান মহাকাব্য - কায়কোবাদ রচনা করেন

৩৩) সনেট এর পংক্তি - ১৪ টি

৩৪) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক - মাইকেল মধুসূদন দত্ত
৩৫) পদ্মা নদীর মাঝি যার লেখা - মানিক বন্দোপাধ্যায়

৩৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয় - নৌকাডুবি

৩৭) রাজবন্দীর জবানবন্দী কার - কাজী নজরুল ইসলাম

৩৮) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরের লাইন - কূলে একা বসে আছি, নাহি ভরসা

৩৯) যা অধ্যয়ন করা হয়েছে - অধীত

৪০) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী

বাংলাদেশ ব্যাংক এডি ২০০৬, ২০০৪

১) কষ্টে অতিক্রম করা যায় যা - দুরাতিক্রম্য

২) The rose is a fragrant flower এর বাংলা - গোলাপ সুগন্ধি ফুল

৩) পত্রের গর্ভাংশ বলে - মূল বিষয়কে

৪) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকার করে - অনশ্চিয়তা

৫) প্রদীপ নিভে গেল। বাক্যটি - সাধারণ অতীত কালের

৬) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা - আঃ গাফফার চৌধুরী

৭) সংশয় এর বিপরীত - প্রত্যয়

৮) আরোহন এর বিপরীত - অবরোহণ

৯) সূর্য এর প্রতিশব্দ - আদিত্য
১০) জসীমউদদীন রচিত গ্রন্থ - সোজন বাদিয়ার ঘাট

১১) শুদ্ধ বাক্য - আজ কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী

১২) শুদ্ধ বানান - আলস্য, ঘূর্ণায়মান

১৩) প্রতিশব্দ নয় - আগুন - কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ

১৪) যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে এর সরল বাক্য - সত্যবাদীকে সকলে বিশ্বাস করে

১৫) সঠিক অর্থ সমূহ - হাতের পাঁচ- শেষ সম্বল, চাঁদের হাট- প্রিয়জন সমাগম, কাক নিদ্রা- অগভীর

নিদ্রা, শিরে সংক্রান্তি - আসন্ন বিপদ, একচোখা - পক্ষপাত দুষ্টু

১৬) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা - কাজী নজরুল ইসলাম

১৭) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের - অগ্নিবীণা
১৮) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কথা - জীবনন্দ দাশ

১৯) মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি - ভারত চন্দ্র

২০) হরতাল - গুজরাটি শব্দ

২১) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি - সৈয়দ মঈনুল হোসেন

২২) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা - জসীম উদদীন

২৩) শরৎচন্দ্রের রচনা নয় - চোখের বালি

২৪) শুদ্ধ বানান - স্বায়ত্তশাসন

২৫) অপপ্রয়োগের দৃষ্টান্ত - একত্রিত

২৬) শকট শব্দের অর্থ - মাছ

২৭) শেষ লেখা কি জাতীয় রচনা - কাব্য

২৮) যে বিষয়ে কোন বিবাদ নেই - অবিসংবাদী

২৯) কাজলা দিদি কি - যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা

৩০) নীল দর্পন নাটক প্রকাশিত হয় - ঢাকা থেকে

৩১) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় - ১৮৬১ সালে

৩২) পদ্মাবতী কার রচনা - আলাওল

৩৩) ভানুসিংহ যার ছদ্মনাম - রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪) রবীন্দ্রনাথ নোবেল পান - ১৯১৩ সালে

৩৫) বাংলা উপসর্গ - অনা

৩৬) চন্ডীদাস যে যুগের কবি - মধ্যযুগ

৩৭) কলা দেখানো অর্থ - ফাঁকি দেয়া
৩৮) বেগম রোকেয়ার রচনা নয় - পদ্মনী

৩৯) প্রথম বাংলা পত্রিকা - দিকদর্শন

৪০) হাত চালাও মানে - তাড়াতাড়ি করা

৪১) কোন রচনার জন্য নজরুলের জেল হয় - আনন্দময়ীর আগমনে

৪২) বঙ্কিম এর বিপরীত –ঋজু

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ

Govt Jobs

Bank Jobs

Viva Jobs