Studypress Blog

২০১৭ সালে সরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্ন

17 Feb 2021

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ২০১৭ (সকাল)

বাংলা ভাষার উৎপত্তি মাগধি প্রকৃত থেকে। এই উক্তিটি করেছেন -

মুহাম্মদ শহীদুল্লাহ///সুকুমার সেন///@@সুনীতিকুমার চট্টোপাধ্যায়///জর্জ গ্রিয়ার্সন

যদি টরে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে।  এটি কোন ধরণের বাক্য ?

সরল///@@জটিল///যৌগিক///সাধারণ

এক যে ছিল রাজা - এখানে যে - এর ব্যবহার -

অনুজ্ঞাসূচক///সম্বোধনসূচক///সম্বন্ধসূচক///@@অলংকারসূচক

গোঁফ খেজুরে বলতে বোঝায় -

অসহায়///সাদাসিধে///অকর্মন্য///@@প্রকৃতই অলস

বিদেশী উপসর্গযুক্ত শব্দ -

@@হরবোলা///আলুনি///মগডাল///পাতিলেবু

ছাপাখানা শব্দের 'খানা' কোন ধরণের প্রত্যয়?

বাংলা কৃৎ ///বাংলা তদ্ধতি ///সংস্কৃত তদ্ধিত///@@বিদেশী তদ্ধিত

রথ দেখা কোন সমাস?

নিত্য///দ্বন্দ্ব///@@তৎপুরুষ///সহার্থক বহুব্রীহি

কোন শব্দ গুচ্ছের বানান শুদ্ধ?

স্বায়ত্তশাসন, সমীচিন///দূর্বার, মূমুর্ষু///@@দুর্গা, পুণ্য///স্বান্তনা,শরীরি

বাংলাদেশ যেন জয়লাভ করে। এটি কোন ধরণের বাক্য ?

আবেগসূচক///@@প্রার্থনাসূচক///বর্ণনাসূচক///অনুজ্ঞাসূচক

জল শব্দের সমার্থক শব্দ -

সর্বশুচি///@@উদক///ওদন///বারিদ

নিত্য মূর্ধন্য-ণ বাচক শব্দ -

বারণ///রামায়ণ///বিষ্ণু///@@বিপণি

সমাবর্তন শব্দের কয়টি অক্ষর?

চার///পাঁচ///ছয়///সাত

ব্রজবিলাস গ্রন্থের রচয়িতা-

বিদ্যাপতি///বড় চন্ডীদাস///@@ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর///ঈশ্বরচন্দ্র গুপ্ত 

সাধনা পত্রিকার প্রথম সম্পাদক -

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর///সত্যেন্দ্রনাথ ঠাকুর///রবীন্দ্রনাথ ঠাকুর///সুধীন্দ্রনাথ ঠাকুর///@@উত্তর নেই

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

প্রদোষে প্রাকৃতজন///চিলেকোঠার সেপাই///ওঙ্কার///@@জলঙ্গী

কুর্নিশ শব্দের উৎস ভাষা-

@@তুর্কি///ফারসি///সংষ্কৃতি///ওলন্দাজ

কোনটি যোগরূঢ় শব্দ?

@@পীতাম্বর///জলীয়///মিতালি///মণ্ডপ

'রাত্রে লুচিমুচি কিছু লাইনে, স্রেফ ভাত। ' - এ বাক্যে লুচিমুচি শব্দদ্বৈত কি ভাবে প্রকাশ করছে?

সাধারণ///অবজ্ঞা///প্রসন্ন///@@অনীহা

notification শব্দের বাংলা পরিভাষা

বিজ্ঞপ্তি///পরিপত্র///বিবরণী///@@প্রজ্ঞাপন

কোনটি আঞ্চলিক জীবনভিত্তিক উপন্যাস?

@@আরণ্যক///জাগরী///অভিশপ্ত নগরী///নদীবক্ষে

চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

কাহ্নপা///@@ভুসুকুপা///শবরপা///লুইপা 

হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ-

বিদ্ধস্থ নীলিমা///@@ভবিতব্যের বাণিজ্যতরী///রাত্রিশেষ///চৈত্রের ভালোবাসা

আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ-

বিচিত চিন্তা///আত্মঘাতী রবীন্দ্রনাথ///@@সংস্কৃতির ভাঙা সেতু///কালজিজ্ঞাসা

স্নান > সিনান কোন ধরণের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া -

স্বরসংগতি///ধ্বনিলোপ///@@সমীভবন///বিপ্রকর্ষ

সৌম্য শব্দের বিপরীত শব্দ -

শীলিত///দুর্জন///@@উগ্র///উদ্ধত

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ২০১৭ বিকাল

বাংলা

# দুটি সমার্থক বা প্রায় সমার্থক শব্দ সহযোগে গঠিত শব্দকে বলা হয়-

শব্দদ্বৈত

# ‘Killing two birds with one stone’- এই ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা প্রবচন-

উ: রথ দেখা ও কলা বেচা

# কোনটি জোড়কলম শব্দের দৃষ্টান্ত-

উ: ধোঁয়াশা

# retrospective এর বাংলা পরিভাষা-

উ: ভূতাপেক্ষ

# নিচের কোনটি ‘ক্রিয়াপদ’?

উ: ধরুন

# শুদ্ধ বানান কোনটি?

উ: গড্ডলিকা

# ‘নিয়ম বহির্ভূত অথচ প্রচলিত’ সনাতন ব্যাকরণে এ রকম বিষয়কে কী বলে অভিহিত করা হয়-

উ: নিপাতনে সিদ্ধ

# নিচের কোনটিতে উপ-উপসর্গ সহকারী অর্থে প্রযুক্ত হয়েছে?

উ: উপাচার্য

# বিভাবরী অর্থ-

উ: রাত্রি

# আকাশ ও পৃথিবীর অন্তরালে এক কথায় বলে-

উ: রোদসী

# লাবণ্য শব্দ এসেছে যে শব্দ থেকে-

উ: লাবণি

# নিচের কোন শব্দটি চন্দ্রবিন্দু যোগ করলে শুদ্ধ হবে?

উ: পচানব্বই

# চক্ষুদান করা বাগধারাটির অর্থ?

উ: চুরি করা

# স্বচ্ছন্দ বিশেষণ পদের বিশেষ্য রুপ-

উ: স্বাচ্ছন্দ্য

# নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ-

উ: সপত্নী

# নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে-

উ: সভা

# নিচের কোনটি প্রয়োগ বাহুল্য দোষে দুষ্ট নয়-

উ: বাংলাভাষী

# depreciation এর গ্রহণযোগ্য বাংলা পরিভাষা-

উ: অবচয়

# কোনটির সন্ধিবিচ্ছেদ শুদ্ধ-

উ: অন্তঃ+তল=অন্তস্তল

# নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?

উ: শঙ্খী

# চঞ্চল এর বিপরীত শব্দ?

উ: অবিচল

# নিচের কোন বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার অশুদ্ধি ঘটেছে?

উ: সলজ্জিত

# নিচের কোন শব্দ বাংলাভাষায় সবশেষে প্রবেশ করেছে/

উ: সেলফি

# শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?

উ: সমীচীন, সংস্রব, সত্তা

# শিতকর শব্দের অর্থ-

উ: চাঁদ

 

জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার ২০১৭

# প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উ: বিষণ্ন

# অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

উ: বহিরঙ্গ

# যিনি বিদ্যা লাভ করিয়াছেন

উ: কৃতবিদ্যা

# সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক?

উ: হিমালয় পর্যন্ত

# ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি?

উ: বেহায়াপনা

# যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?

উ: সমস্যমান পদ

# ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা?

উ: উপন্যাস

# কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ?

উ: সম্+চয়=সঞ্চয়

# ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?

উ: ভাববাচ্য

# নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ?

উ: বিশেষণ

Bangladesh Krishi Bank Sr. Officer-2017

BANGLA: 20

1. ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা যায়ঃ

পূর্বাহ্ন///মধ্যাহ্ন///সন্ধ্যা///Ans: গোধূলি

২. সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি?

পত+অঞ্জলি=পতঞ্জলি///অন্তঃ+লিন=অন্তর্লীন///Ans:ষট+আনন=ষড়ানন///তথা+এবত=তথৈবত

৩. ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

তুর্কী///Ans:পর্তুগিজ///ওলন্দাজ///ফারসি

৪. ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে?

প্রশ্নবোধক চিহ্ন///Ans: বিস্ময় চিহ্ন///দাঁড়ি///ড্যাশ

৫. ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

Ans: অধিকরণে ২য়া///অপাধানে ২য়া///করণে ৭মী///কর্মে ৫ম

৬. ‘অসুখ’ কোন সমাস?

কর্মধারয়///তৎপুরুষ///অব্যয়ীভাব///Ans: বহুব্রীহি

৭. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়?

কষ্টের উপর আরো কষ্ট///দুরারোগ্য ব্যাধি///Ans:বুড়োর ভীমরতি///বুড়োর যৌবনপ্রাপ্তি
 
৮. পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?

পাকজনাবেষু///শ্রদ্ধাস্পদ///পাকজনাব///Ans:স্নেহাসম্পদ

৯. কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

বিদ্রোহী///অগ্রপথিক///কান্ডারী হুশিয়ার///Ans: আনদন্দময়ীর আগমনে

১০. ‘সারেং বৌ’ বইটির লেখক কে?

সৈয়দ মুজতবা আলী///মুনীর চৌধুরী///Ans: শহীদুল্লাহ কায়সার///শওকত ওসমান

১১. ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃ

যামিনী, আত্মা///Ans:বিভাবরী, শীর্ণ///নিশীথ, হৃদয়///রজনী, অনুগ্রহ

১২. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-

ইলিয়াস শাহ্‌///Ans:আকবর///বিজয় সেন///লক্ষণ সেন

১৩. ‘শর্বরী’ কথাটির অর্থ?

Ans:রাত///শিকারী///চাঁদ///আলোক বর্তিকা

১৪. ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ-

সদালাপ///অর্থহীন কথা///সংক্ষিপ্ত আলোচনা///Ans:সৌভাগ্য 

১৫. None but a fool is always right.- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদঃ

কেউ না কিন্তু বোকাই ঠিক///বোকাকে ঠিক ভাবলেই ভুল///বোকার স্বর্গে বাস///Ans:ভুল মানুষেরই হয়

 

১৬. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?

দুরাকাঙ্খা, বাল্মীকী, মূর্হুমুহু///দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার///Ans:ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ///শিহরণ, মিথস্ক্রিয়া, ব্যভিচার

১৭. সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়?

রবীন্দ্রনাথ ঠাকুর///ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর///Ans:বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়///বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৮. ‘বনফুল’ কার ছদ্মনাম?

প্রমথ চৌধুরী///Ans:বলাইচাঁদ মুখোপধ্যায়///যতীনমোহন বাগচী///মোহিতলাল

১৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

সংশপ্তক///ক্রীতদাসের হাসি///চিলেকোঠার সেপাই///Ans:একটি কালো মেয়ের কথা

২০. কোন বাগধারাটির অর্থ ভিন্ন?

মণিকাঞ্চন যোগ///সোনায় সোহাগা///Ans:আদায়- কাঁচকলায়///আমদুধে

Sonali Bank IT Officer 2016 (BANGLA)

# বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

তুর্কী

# কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়?

সাধু ভাষায়

# ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক?

করণ

 

# ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়-

ভেলকিবাজি

 

# সঠিক বাক্য কোনটি?

আমার কথা প্রমাণ হলো।

# অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

 বিপরীত।

# ছায়া হরিণ কার গ্রন্থ:

আহসান হাবীব

# খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ-

সিংহদ্বার

# ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’

অব্যয়

# পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

কূল

# গাছ পাথর বাগধারাটির অর্থ-

হিসাব-নিকাশ

# Bad workman quarrels with his tools- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ:

নাচতে না জানলে উঠান বাঁকা

# কোন বানানটি শুদ্ধ?

স্বায়ত্তশাসন

# শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম:

প্রমথ চৌধুরী

# মহাকবি নন-

রবীন্দ্রনাথ ঠাকুর

# বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?

৩৯টি

# বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় কোন শব্দটি?

চোখের বালি

 

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ

Govt Jobs

Bank Jobs

Viva Jobs