Studypress Blog

কারেন্ট অ্যাফেয়ার্স: বাংলাদেশ ও আন্তর্জাতিক (প্রায় এক হাজার প্রশ্ন, উত্তরসহ)

12 Feb 2021

১। কোন দলকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ এর শিরোপা জিতেছে?

ক) ভারত খ) ইংল্যান্ড গ) অস্ট্রেলিয়া ঘ) নিউজিল্যান্ড

২। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ এর শিরোপা জিতেছে কোন দল?

ক) ইংল্যান্ড নারী দল খ) অস্ট্রেলিয়া নারী দল গ) ইংল্যান্ড নারী দল ঘ) ওয়েস্ট ইন্ডিজ নারী দল

৩। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করেছেন কে?

ক) তামিম ইকবাল খ) বিরাট কোহলি গ) মারলন স্যামুয়েলস ঘ) ক্রিস গেইল

৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন কে?

ক) তামিম ইকবাল খ) বিরাট কোহলি গ) ক্রিস গেইল ঘ) কার্লোস ব্রাফেট

৫। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা হয়েছে কার?

ক) মুস্তাফিজুর রহমানের খ) সাকিব আল হাসানের গ) তামিম ইকবালের ঘ) সাব্বির রহমানের

৬। ইমরে কার্তেজ কোন দেশের সাহিত্যিক?

ক) হাঙ্গেরি খ) ইতালি গ) নেদারল্যান্ডস ঘ) ব্রাজিল

৭। কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী-

ক) সৈয়দা আনোয়ারা তৈমুর খ) মেহবুবা মুফতি গ) শশীকলা কাকড়কার ঘ) কোনটিই নয়

৮। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে?

ক) ৪ এপ্রিল খ) ৫ এপ্রিল গ) ২ এপ্রিল ঘ) ১ এপ্রিল

৯) কত সালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রথম পালিত হয়?

ক) ২০০৭ খ) ২০০৮ গ) ২০০৯ ঘ) ২০১০

১০। মোস্যাক ফনসেকা কোন দেশের আইনি প্রতিষ্ঠান?

ক) পানামা খ) আয়ারল্যান্ড গ) ইংল্যান্ড ঘ) আমেরিকা

১ থেকে ১‌০ এর উত্তর :

উত্তর: ১। খ ২। ঘ ৩। ক ৪। খ ৫। ক ৬। ক ৭। খ ৮। ক ৯। খ ১০। ক

বিসিএস কোর্সের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন:

http://studypress.org/offer/bcs

১১। পরিকল্পনা মন্ত্রণালয়ের মতে চলতি অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত হবে? ক) ১ হাজার ৪৬৬ ডলার খ) ১ হাজার ৩৬৬ ডলার গ) ১ হাজার ২৬৬ ডলার ঘ) ১ হাজার ৫৬৬ ডলার

১২। গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?

ক) ১ হাজার ৪১৬ ডলার খ) ১ হাজার ৩১৬ ডলার গ) ১ হাজার ১১৬ ডলার ঘ) ১ হাজার ২১৬ ডলার

১৩। পরিকল্পনা মন্ত্রণালয়ের মতে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন কত হবে?

ক) ৭.০৫ শতাংশ খ) ৭ শতাংশ গ) ৭.৫ শতাংশ ঘ) ৭.৪ শতাংশ

১৪। গত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি কত ছিল?

ক) ৬ দশমিক ২৫ শতাংশ খ) ৬ দশমিক ৩৫ শতাংশ গ) ৬ দশমিক ৪৫ শতাংশ ঘ) ৬ দশমিক ৫৫ শতাংশ

১৫। চলতি অর্থবছরের মোট এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) কত?

ক) ৯২ হাজার ৮৯৪ কোটি টাকা খ) ৯১ হাজার ৮৯৪ কোটি টাকা গ) ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকাঘ) ৯৪ হাজার ৮৯৪ কোটি টাকা

১৬। চলতি অর্থবছরে মূল এডিপির আকার কত? ক) ৯১ হাজার কো‌টি টাকা খ) ৯২ হাজার কোটি টাকা গ) ৯৩ হাজার কোটি টাকা ঘ) ৯৪ হাজার কোটি টাকা

১১ থেকে ১৬ এর উত্তর:

উ: ১১। ১ হাজার ৪৬৬ ডলার ১২। ১ হাজার ৩১৬ ডলার ১৩। ৭.০৫ শতাংশ  ১৪। ৬ দশমিক ৫৫ শতাংশ ১৫। ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকা ১৬। ৯১ হাজার কোটি টাকা  

১৭। পানামা পেপারস কেলেংকারিতে পদত্যাগ করেছেন কোন দেশের প্রধানমন্ত্রী?

ক) যুক্তরাজ্য খ) রাশিয়া গ) আইসল্যান্ড ঘ) মালয়েশিয়া

১৮। এ যাবত কালের সবচেয়ে ব্যাপক গোপন তথ্য ফাঁসের ঘটনা বলা হচ্ছে কোনটিকে?

ক) পানামা পেপারস খ) উইকিলিকস গ) উভয়টি ঘ) কোনটি না

১৯। সম্প্রতি কোন দেশের উপগ্রহ মহাকাশে হারিয়েছে?

ক) জাপান খ) উত্তর কোরিয়া গ) ভারত ঘ) যুক্তরাষ্ট্র

২০। প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে কোন দেশের বিজ্ঞানীরা?

ক) রাশিয়া খ) যুক্তরাজ্য গ) জাপান ঘ) যুক্তরাষ্ট্র

২১। কোন মানবাধিকার সংস্থার মতে আর্সেনিকের বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ?

ক) হিউম্যান রাইটস ওয়াচ খ) অ্যামিনেস্ট ইন্টারন্যাশনাল গ) জাতীয় মানবাধিকার কমিশন ঘ) কোনটি না

২২। ঢাকার মূদ্রণশিল্প কোথায় স্থানান্তর হচ্ছে?

ক) মুন্সিগঞ্জে খ) ময়মনসিংহে গ) গাজীপুরে ঘ) টাঙ্গাইলে

২৩। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কোথায় নির্মাণ করা হচ্ছে?

ক) চট্টগ্রামে খ) গাজীপুরে গ) সিলেটে ঘ) ঢাকায়

২৪। বাংলাদেশের কোন নদীতে স্থায়ীভাবে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে?

ক) শীতলক্ষা নদীতে খ) বুড়িগঙ্গা নদীতে গ) সুরমা নদীতে ঘ)শ্যালা নদীতে

২৫। বাংলাদেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় স্থাপন করা হবে?

ক) মহেশখালীতে খ) বিক্রমপুরে গ) সাভারে ঘ) চট্টগ্রামে

২৬। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর কবে অনুষ্ঠিত হবে?

ক) ২০১৮ সালে খ) ২০১৯ সালে গ) ২০১৭ সালে ঘ) ২০২০ সালে

উ: ১৭) আইসল্যান্ড ১৮) পানামা পেপারস ১৯) জাপান ২০) জাপান ২১) হিউম্যান রাইটস ওয়াচ ২২) মুন্সিগঞ্জে ২৩) ঢাকায় ২৪) শ্যালা নদীতে ২৫) মহেশখালীতে ২৬) ২০২০ সালে

২৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)কবে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৪৭ সালের ৭ এপ্রিল খ) ১৯৪৮ সালের ৭ এপ্রিল গ) ১৯৪৯ সালের ৭ এপ্রিল ঘ) ১৯৫০ সালের ৭ এপ্রিল

২৮। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?

ক) ৪ এপ্রিল খ) ৫ এপ্রিল গ) ৬ এপ্রিল ঘ) ৭ এপ্রিল

২৯। WHO এর মতে বিশ্বে প্রতি ১১ জনে কতজন ডায়াবেটিসে আক্রান্ত?

ক) এক জন খ) দুই জন গ) তিন জন ঘ) চার জন

৩০। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে শুরু হয়?

ক) ১৯৭২ সালের ৭ এপ্রিল খ) ১৯৭৩ সালের ৭ এপ্রিল গ) ১৯৭৩ সালের ৮ এপ্রিল ঘ) ১৯৭৩ সালের ৯ এপ্রিল

৩১। সরকার শতভাগ চীনা বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল কোথায় প্রতিষ্ঠা করছে?

ক) চট্টগ্রামের আনোয়ারায় খ) সাভার ইপিজেডে গ) কুমিল্লা ইপিজেডে ঘ) রাজধানীর মতিঝিলে

৩২। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কোথায় অবস্থিত?

ক) ঢাকায় খ) যশোরে গ) সৈয়দপুরে ঘ) চট্টগ্রামে

৩৩। হিউম্যান রাইটস ওয়াচের মতে বাংলাদেশের কি পরিমাণ মানুষ এখনও আর্সেনিক দূষিত পানি পান করছে?

ক) এক কোটি খ) দুই কোটি গ) তিন কোটি ঘ) চার কোটি

৩৪। মুস্তাফিজুর রহমান আইপিএলে কোন দলের হয়ে খেলছেন?

ক) কলকাতা নাইট রাইডার্স খ) সানরাইজার্স হায়দ্রাবাদ গ) দিল্লি ডেয়ারডেভিলস ঘ) চেন্নাই সুপারকিংস

৩৫। ক্রাইম অব দ্য সেঞ্চুরি বলা হচ্ছে কোনটিকে?

ক) পানামা পেপারস খ) উইকিলিকস গ) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ঘ) কোনটি না

৩৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়?

ক) নেদারল্যান্ডসে খ) যুক্তরাষ্ট্রে গ) যুক্তরাজ্যে ঘ) সুইজারল্যান্ডে

উ: ২৭। ১৯৪৮ সালের ৭ এপ্রিল ২৮।  ৭ এপ্রিল ২৯।  এক জন ৩০। ১৯৭৩ সালের ৭ এপ্রিল ৩১। চট্টগ্রামের  আনোয়ারায় ৩২। যশোরে ৩৩। দুই কোটি ৩৪। সানরাইজার্স হায়দ্রাবাদ ৩৫। পানামা পেপারস ৩৬। সুইজারল্যান্ডে

বিসিএস কোর্সের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন:

http://studypress.org/offer/bcs

৩৭। বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড কত?

ক) ৬ হাজার ৩৪৮ মেগাওয়াট  খ) ৭ হাজার ৩৪৮ মেগাওয়াট  গ) ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট ঘ) ৯ হাজার ৩৪৮ মেগাওয়াট

৩৮।লোহিত সাগরে সেতু তৈরি করবে কোন দুটি দেশ?

ক) সৌদি আরব ও মিসর খ) ইরান ও মিসর গ) মিসর ও ইরাক ঘ) কোনটি না

৩৯। কোন দেশের ঘরোয়া ক্রিকেটে টসবিহীন প্রথম শ্রেণীর ম্যাচ শুরু হয়েছে?

ক) ইংল্যান্ডে খ) বাংলাদেশে গ) ভারতে ঘ) দক্ষিণ আফ্রিকায়

৪০। The World Wildlife Fund এর মতে বিশ্বে বাঘের সংখ্যা কত?

ক) ৩৬০০ গ) ৩৫০০ গ) ৩৯০০ ঘ) ৩৮০০

৪১। কত সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করতে চায় সংরক্ষণবাদীরা?

ক) ২০২০ খ) ২০২৫ গ) ২০৩০ ঘ) ২০৩৫

৪২। ফিফার সবশেষ র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে কোন দেশ?

ক) ব্রাজিল খ) আর্জেন্টিনা গ) বেলজিয়াম ঘ) জার্মানি

৪৩। ফিফার সবশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?

ক) ১৭৫তম খ) ১৭৬তম গ) ১৭৭তম ঘ) ১৭৮তম

৪৪। বিশ্বের সবচেয়ে ঘাতক ব্যাধির তালিকায় ডায়াবেটিসের অবস্থান কততম?

ক) ষষ্ঠ খ) সপ্তম গ) অষ্টম ঘ) নবম

৪৫। পাকিস্তান, ভারত ও আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পটি রিখটার স্কেলে কত মাত্রার ছিল?

ক) ৬.৩ খ) ৬.৪ গ) ৬.৫ ঘ) ৬.৬

৪৬। জি-৭ এর ৪২তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক) কানাডা খ)  ফ্রান্স গ)  জার্মানি ঘ) জাপান

উ: ৩৭। ৮ হাজার ৩৪৮ মেগাওয়াট ৩৮। সৌদি আরব ও মিসর ৩৯। ইংল্যান্ডে ৪০। ৩৯০০ ৪১। ২০২০ ৪২। আর্জেন্টিনা ৪৩। ১৭৭তম ৪৪।  অষ্টম ৪৫।  ৬.৬ ৪৬। জাপান

৪৭। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ১৮৯তম সদস্য কোনটি?

ক) সেনেগাল খ) চাদ গ) নাউরু ঘ) কোনটি নয়

৪৮। মুজিবনগর দিবস কবে?

ক) ১৫ এপ্রিল খ) ১৬ এপ্রিল গ) ১৭ এপ্রিল ঘ) ১৮ এপ্রিল

৪৯। সম্প্রতি কোন দেশ নাম বদলে ফেলার ঘোষণা দেয় ?

ক) চেক প্রজাতন্ত্র খ) চেচনিয়া গ) মালি ঘ) চাদ

৫০। চেকিয়া কোন দেশের নতুন নাম?

ক) চেক প্রজাতন্ত্র খ) চেচনিয়া গ) মালি ঘ) চাদ

৫১। সম্প্রতি ইকুয়েডরে কত মাত্রার ভূমিকম্প হয়েছে?

ক) ৭.৫ খ)৭.৬ গ)৭.৭ ঘ) ৭.৮

৫২। বাংলাদেশের ইন্টারনেট গ্রাহক কত কোটি ছাড়িয়েছে?

ক) ৫ কোটি খ) ৬ কোটি গ) ৭ কোটি ঘ) ৪ কোটি

৫৩। খাদিজা ইসমাইলোভা কোন দেশের সাংবাদিক?

ক) আফগানিস্তান খ) আজারবাইজান গ) পাকিস্তান ঘ) বসনিয়া

৫৪।  খাদিজা ইসমাইলোভাকে মুক্ত সাংবাদিকতা পুরস্কার দেয় কোনটি?

ক) ইউনেস্কো খ) জাতিসংঘ গ) ইউএনডিপি ঘ) ইউনিসেফ

৫৫। বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস কবে?

ক) ২ মে খ) ৩ মে গ) ৪ মে ঘ) ৫ মে

৫৬। ফাউন্ডার্স অ্যাওয়ার্ড-২০১৬ কে পেয়েছেন?

ক) মাদার তেরেসা খ) নেলসন ম্যান্ডেলা গ) বারাক ওবামা ঘ) নরেন্দ্র মোদি

৫৭। কার লেখা গল্প চুরির অভিযোগে বৃহন্নলার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করা হয়?

ক) আব্দুল মান্নান সৈয়দ খ) হুমায়ূন আহমেদ গ) সৈয়দ মুস্তাফা সিরাজ ঘ) আবুল বাশার

৫৮। বৃহন্নলা চলচ্চিত্রটি কোন গল্প অবলম্বনে তৈরি করা হয়?

ক) গাছটি বলেছিল খ) অয়োময় গ) বৃহন্নলা ঘ) কোনটি নয়

৫৯। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে কোনটি?

ক) নেকাব্বরের মহাপ্রয়ান খ) বৃহন্নলা গ) মেঘমল্লার ঘ) কোনটি নয়

৬০। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি?

ক) ইরাক খ) ইরান গ) আরব আমিরাত ঘ) সৌদি আরব

৬১। ওপেকের সদস্য কয়টি দেশ?

ক) ১০ খ) ১১ গ) ১২ ঘ) ১৩

৪৭। গ ৪৮। গ ৪৯। ক ৫০। ক ৫১। ঘ ৫২। খ ৫৩। খ ৫৪। ক ৫৫। খ ৫৬। ক ৫৭। গ ৫৮। ক ৫৯। ক ৬০। ঘ ৬১। ১৩

৬২। বাংলাদেশের সবচেয়ে বড় ও সবচেয়ে গভীর কয়লাখনি কোনটি?

ক) জামালগঞ্জ কয়লাখনি খ) বড়পুকুরিয়া কয়লাখনি গ) ফুলবাড়ী কয়লাখনি ঘ) কোনটি না

৬৩। ওআইসির ১৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) ইন্দোনেশিয়া খ) মিশর গ) তুরস্ক ঘ) কাতার

৬৪। ওআইসির সদস্যসংখ্যা কত?

ক) ৫৫ খ) ৫৬ গ) ৫৭ ঘ) ৫৮

৬৫। বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত?

ক) ১০৫তম খ) ১১১তম গ) ১৪৪তম ঘ) ১৫৫তম

৬৬। বিশ্ব গণমাধ্যম সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ?

ক) ফিনল্যান্ড খ) যুক্তরাষ্ট্র গ) কানাডা ঘ) নেদারল্যান্ডস

৬৭। সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির সন্ধান কোথায় পাওয়া গেছে?

ক) বান্দরবান খ) চট্টগ্রাম গ) দিনাজপুর ঘ) নওগাঁ

৬৮। বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়?

ক) ১৯ এপ্রিল খ) ২০ এপ্রিল গ) ২১ এপ্রিল ঘ) ২২ এপ্রিল

৬৯। অলিম্পিক ২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে?

ক) আর্জেন্টিনায় খ) ব্রাজিলে গ) স্পেনে ঘ) ইংল্যান্ডে

৭০। লরিয়াস অ্যাওয়ার্ড-২০১৬তে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কে?

ক) লিওনেল মেসি খ) নোভাক জোকোভিচ গ) উসাইন বোল্ট ঘ) ক্রিশ্চিয়ানো রোনালদো

৭১। পৃথিবীকে রক্ষা করার জন্য প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছে কয়টি দেশ?

ক) ১৭৫টি খ) ১৭৪টি গ) ১৭৩টি ঘ) ১৭২টি

৭২। জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেল কয়টি দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠন করা হয়েছে?

ক) ৫টি খ) ১০টি গ) ১৫টি ঘ) ২০টি

৭৩। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কোন প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন?

ক) পানি বিষয়ক খ) খাদ্য বিষয়ক গ) জলবায়ু বিষয়ক ঘ) কোনটি না

৭৪। লরিয়াস অ্যাওয়ার্ড-২০১৬তে বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কে?

ক) সেরেনা উইলিয়ামস খ) মারিয়া শারাপোভা গ) ভেনাস উইলিয়ামস ঘ) ক্যারোলিন ওজনিয়াকি

৭৫। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে?

ক) ২৫ এপ্রিল খ) ২৬ এপ্রিল গ) ২৭ এপ্রিল ঘ) ২৮ এপ্রিল

উত্তর: ৬২। ক ৬৩। গ ৬৪। গ ৬৫। গ ৬৬। ক ৬৭। ঘ ৬৮। ২২ এপ্রিল ৬৯। খ ৭০। খ ৭১। ক ৭২। খ ৭৩। ক ৭৪। ক ৭৫। ক

বিসিএস কোর্সের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন:

http://studypress.org/offer/bcs

১। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস কবে?

ক) ১৫ মে খ) ১৬ মে গ) ১৭ মে ঘ) ১৪ মে

২। ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

ক) ১ম খ) ৫ম গ) ৩য় ঘ) ৪র্থ

৩। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?

ক) ১৫ মে খ) ১৭ মে গ) ১৩মে ঘ) ১২ মে

৪। ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কার জিতেছেন কে?

ক) হান কাঙ খ) ডেবোরা স্মিথ গ)ল্যাসলু ক্রাসনাহোরাকাই ঘ) ঝুম্পা লাহিড়ি

৫। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দাদাব কোন দেশে অবস্থিত?

ক) কেনিয়া খ) নাইজেরিয়া গ) সোমালিয়া ঘ) জার্মানি

৬। বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মানুষ সুসান্নাহ মুশাত জোনস কত বছর বয়সে মারা গেছেন?

ক) ১১৩ খ) ১১৪ গ) ১১৫ ঘ) ১১৬

৭। ফিফার প্রথম নারী মহাসচিবের নাম কি?

ক) ফাতমা সামৌরা খ) দিলমা রুসেফ গ) অ্যাঞ্জেলা মার্কেল

৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিম্বের সবচেয়ে দূষিত শহর কোনটি?

ক) জাবল খ) ঢাকা গ) দিল্লি ঘ) রিয়াদ

৯। জাবল কোন দেশের শহর?

ক) সৌদি আরব খ) ইরান গ) ইরাক ঘ) মিশর

১০। সম্প্রতি বাংলাদেশ সরকার কোনটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে?

ক) ঘূর্ণিঝড় খ) ভূমিকম্প গ) বজ্রপাত ঘ) সুনামি

উ: ১। গ ২। খ ৩। খ ৪। ক ৫। ক ৬। ঘ ৭। ক ৮। ক ৯। খ ১০। গ

১১. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে?

ক) ২৭ মে খ) ২৮ মে গ) ২৯ মে ঘ) ৩০ মে

১২. কত সাল থেকে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আংশ নিচ্ছে?

ক) ১৯৭৮ খ) ১৯৮৮ গ) ১৯৭৭ ঘ) ১৯৮৭

১৩. জাতিসংঘের প্রথম মানবিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) তুরস্কে খ) সুইজারল্যান্ডে গ) জাপানে ঘ) সুইডেনে

১৪. দীর্ঘতম পাতাল রেলপথ কোথায়?

ক) জাপান খ) সুইজারল্যান্ড গ) সুইডেন ঘ) জার্মানি

১৫. সম্প্রতি হজ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ?

ক) ইরাক খ) ইরান গ) আফগানিস্তান ঘ) সংযুক্ত আরব আমিরাত

১৬. জি-৭ এর ৪২তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) জাপান ঘ) রাশিয়া

১৭. লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন কোন দল?

ক) বার্সেলোনা খ) অ্যাতলেতিকো মাদ্রিদ গ) রিয়াল মাদ্রিদ ঘ) সেভিয়া

১৮. ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন কোন দল?

ক) রিয়াল মাদ্রিদ খ) অ্যাতলেতিকো মাদ্রিদ গ) বার্সেলোনা ঘ) বায়ার্ন মিউনিখ

১৯. আইপিএলের বর্তমান চ্যাম্পিয় কোন দল?

ক) কলকাতা খ) ব্যাঙ্গা্লোর গ) হায়দরাবাদ ঘ) পুনে

২০. আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কে?

ক) লোকেশ রাহুল খ) মুস্তাফিজুর রহমান গ) হার্ডিক পান্ডে ঘ) কোনটি না    

উ:১১। গ ১২। খ ১৩। ক ১৪। খ ১৫। খ ১৬। গ ১৭। ক ১৮। ক ১৯। গ ২০। খ

২১। সবশেষ হিসেবে দেশের দারিদ্র হার কত?

ক) ২৩ দশমিক ৮ শতাংশ খ) ২৪ দশমিক ৮ শতাংশ গ) ২৫ দশমিক ৮ শতাংশ ঘ) ২৬ দশমিক ৮ শতাংশ

২২। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ এর সেরা চলচ্চিত্র কোনটি?

ক) গাড়িওয়ালা খ) নেকাব্বরের মহাপ্রয়াণ গ) এক কাপ চা ঘ) তাঁরকাটা

২৩। মেঘমল্লার চলচ্চিত্রের পরিচালক কে?

ক) জাহিদুর রহমান অঞ্জন খ) গাজী রাকায়েত গ) ফরিদুর রেজা সাগর ঘ) হুমায়ূন আহমেদ

২৪। মেঘমল্লার চলচ্চিত্রের জন্য সেরা কাহিনীকারের পুরস্কার জিতেছেন কে?

ক) সৈয়দ শামসুল হক খ) আখতারুজ্জামান ইলিয়াস গ) ইমদাদুল হক মিলন ঘ) গাজী রাকায়েত

২৫। রেইনকোট গল্পটির লেখক-

ক) হুমায়ূন আহমেদ খ) আনিসুল হক গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) আখতারুজ্জামান ইলিয়াস

২৬। রেইনকোট গল্পটি-

ক) মুক্তিযুদ্ধভিত্তিক  খ) সামাজিক গ) ঐতিহাসিক ঘ) কোনটি না

২৭। আইসিসির নতুন চেয়ারম্যান কে?

ক) জহির আব্বাস খ) শশাঙ্ক মনোহর গ) নাজমুল হাসান ঘ) অ্যালান আইজ্যাক

২৮।  সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে অভিশংসিত ও বরখাস্ত করার পক্ষে ঐ দেশটির আইনসভা রায় দিয়েছে?

ক) আর্জেন্টিনা খ) ব্রাজিল গ) চিলি ঘ) উরুগুয়ে

২৯। ফিফার সদস্যসংখ্যা বর্তমানে কতটি?

ক) ২০৮ খ) ২০৯ গ) ২১০ ঘ) ২১১

৩০। আন্তর্জাতিক পরিবার দিবস কবে?

ক) ১২ মে খ) ১৩ মে গ) ১৪মে ঘ) ১৫ মে

উ: ২১। খ ২২। খ ২৩। ক ২৪। খ ২৫। ঘ ২৬। ক ২৭। খ ২৮। খ ২৯। ঘ ৩০। ঘ

৩১। প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদমিয়া কবে জন্মগ্রহণ কবেন?

ক। ১৯৪১ সালের ১৬ ফেব্রুয়ারি খ। ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি গ। ১৯৪৩ সালের ১৬ ফেব্রুয়ারি ঘ। ১৯৪০ সালের ১৬ ফেব্রুয়ারি

৩২। ড.ওয়াজেদ মিয়া কবে মৃত্যুবরণ করেন?

ক। ২০০৭ সালের ৯মে খ। ২০০৮ সালের ৯মে গ। ২০০৯ সালের ৯মে ঘ। ২০১০ সালের ৯মে

৩৩। বর্তমানে বাংলাদেশে কয়টি সরকারি ও স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে?

ক। ৩৭ খ। ৩৮ গ। ৩৯ ঘ। ৪০

৩৪। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় হচ্ছে?

ক। শাহজাদপুরে খ। শিলাইদল গ। পতিসর ঘ। কোনটি নয়

৩৫। বাংলাদেশের মোট উপজেলা কয়টি?

ক। ৪৮৯ খ। ৪৯০ গ। ৪৮৮ ঘ। ৪৮৭

৩৬। বাংলাদেশের সর্বশেষ উপজেলা কোনটি?

ক। কর্ণফুলী খ। উসমানীনগর গ। গুইমারা ঘ। কোনটি নয়

৩৭। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?

ক। ৫মে খ। ৬মে গ। ৭মে ঘ। ৮মে

৩৮। অ্যানিমিয়া কি?

ক। রক্তে অক্সিজেন স্বল্পতা খ। রক্তে লবণ স্বল্পতা গ। রক্তের প্লাটিলেট কমে যাওয়া ঘ। কোনটি না

৩৯। লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন কে?

ক। সাদিক খান খ। মোহাম্মদ আসিফ গ। সেলিম খান ঘ। সাবিকা খান

৪০। কোন দেশ মার্কিন ডলারের মূল্যমানের বন্ড নোট চালু করছে?

ক। গ্রিস খ। ইরাক গ। জিম্বাবুয়ে ঘ। ব্রাজিল

 

উ: ৩১। খ ৩২। গ ৩৩। খ ৩৪। ক ৩৫। খ (কর্ণফুলীসহ) ৩৬। ক ৩৭। ঘ ৩৮। ক ৩৯। ক ৪০। গ

৪১) মহাকর্ষ তরঙ্গ শনাক্তের জন্য পদার্থবিজ্ঞানের বিশেষ পুরস্কার ব্রেকথ্রু পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কোন দুই বিজ্ঞানী?

ক) সেলিম শাহরিয়ার ও সোমক চৌধুরী খ) সোমক চৌধুরী ও সঞ্জিত মিত্র গ) সঞ্জিত মিত্র ও দীপঙ্কর তালুকদার ঘ) সেলিম শাহরিয়ার ও দীপঙ্কর তালুকদার

৪২) সম্প্রতি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে কয়টি চুক্তি স্বাক্ষর হয়?

ক) তিন খ) চার গ) পাঁচ ঘ) ছয়

৪৩) আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে কোন দল?

ক) ভারত খ) অস্ট্রেলিয়া গ) নিউজিল্যান্ড ঘ) দক্ষিণ আফ্রিকা

৪৪) আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?

ক) ৭ম খ) ৮ম গ) ৯ম ঘ) ১০ম

৪৫) ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত তম?

ক) ১৭৫তম খ) ১৭৬তম গ) ১৭৭তম ঘ) ১৭৮তম

৪৬) সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোনটির মাথাপিছু আয় সবচেয়ে বেশি?

ক) শ্রীলঙ্কা খ) মালদ্বীপ গ) ভারত ঘ) ভুটান

৪৭) মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?

ক) বাংলাদেশ খ) নেপাল গ) ভারত ঘ) শ্রীলঙ্কা

৪৮) বিশ্ব ব্যাংকের মতে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কত হবে?

ক) ৫.৮ শতাংশ খ) ৬.৮ শতাংশ গ) ৫.৯ শতাংশ ঘ) ৬.৯ শতাংশ

৪৯) ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতেছে কোন ক্লাব?

ক) ম্যানচেস্টার ইউনাইটেড খ) টটেনহ্যাম হটস্পার গ) লেস্টার সিটি ঘ) ম্যানচেস্টার সিটি

৫০) পৃথিবীর সবচেয়ে নিচু দেশ কোনটি?

ক) মালদ্বীপ খ) মিয়ানমার গ) বলিভিয়া ঘ) ভ্যাটিকান সিটি

উত্তর: ৪১। ঘ ৪২। খ ৪৩। খ ৪৪। ক ৪৫। ঘ ৪৬। খ ৪৭। ক ৪৮। খ ৪৯। গ ৫০। ক

১। সীমান্ত ব্যাংক বাংলাদেশের কততম তফসিলি ব্যাংক?

ক) ৫৫তম খ) ৫৬তম গ) ৫৭তম ঘ) ৫৪তম

২। জাতিসংঘ ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান?

ক) ১২৪তম খ) ১২৫তম গ) ১২৬তম ঘ) ১২৭তম

৩। জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক) কানাডা খ) চীন গ) যুক্তরাজ্য ঘ) কোনটি নয়

৪। ইসমাইল কারিমভ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

ক) বসনিয়া খ) উজবেকিস্তান গ) তাজিকিস্তান ঘ) তুরস্ক

৫। অজ্ঞাতনামা চলচ্চিত্রটির পরিচালক কে?

ক) তৌকীর আহমেদ খ) তানভীর মোকাম্মেল গ) ফরিদুর রেজা সাগর ঘ) জাহিদ হাসান

৬। সম্প্রতি কোন দেশ টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড করে?

ক) শ্রীলঙ্কা খ) ওয়েস্ট ইন্ডিজ গ) অস্ট্রেলিয়া ঘ) সাউথ আফ্রিকা

৭। ‘আলাপন’ কি?

ক) সরকারি কর্মকর্তাদের অ্যাপ খ) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অ্যাপ গ) স্বাস্থ্যকর্মীদের অ্যাপ ঘ) কোনটি নয়

৮। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে সম্প্রতি বিশেষ সম্মাননা দেয়া হয়?

ক) মালয়েশিয়ার খ) ভুটানের গ) ভারতের ঘ) কানাডার

৯। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পুরস্কার দেয়া হয় কেন?

ক) নারীর ক্ষতায়নের জন্য খ) শান্তির জন্য গ) বৈশ্বিক উষ্ণতা রোধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঘ) কোনটি নয়

১০। আন্তর্জাতিক শান্তি দিবস কবে?

ক) ২০ সেপ্টেম্বর খ) ২১ সেপ্টেম্বর গ) ২২ সেপ্টেম্বর ঘ) ২৩ সেপ্টেম্বর

১১। অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৬ এ বাংলাদেশের অবস্থান?

ক) ১২১তম খ) ১২২তম গ) ১৪০তম ঘ) ১৪১ তম

১২। বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপের নির্মাতা কোন দেশ?

ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) চীন ঘ) সুইজারল্যান্ড

১৩। তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে?

ক) মাশরাফি খ) সাকিব গ) রাজ্জাক ঘ) ক ও খ

১৪। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কবে মারা যান?

ক) ২৭ সেপ্টেম্বর খ) ২৮ সেপ্টেম্বর গ) ২৯ সেপ্টেম্বর ঘ) ২৬ সেপ্টেম্বর

১৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কবে?

ক) ২৭ সেপ্টেম্বর খ) ২৮ সেপ্টেম্বর গ) ২৯ সেপ্টেম্বর ঘ) ৩০ সেপ্টেম্বর

১৬। শিমন পেরেজ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

ক) সুইডেন খ) ইসরায়েল গ) অস্ট্রিয়া ঘ) ইউক্রেন

১৭। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান?

ক) ১০৫তম খ) ১০৬তম গ) ১১০তম ঘ) ১১১তম

১৮। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে কয়জন বোলার একই ভেন্যুতে ১০০টি ওডিআই উইকেট নিয়েছেন?

ক) ১ জন খ) ২ জন গ) ৩ জন ঘ) ৪ জন

১৯। সার্কের রীতি অনুসারে জোটভুক্ত কয়টি দেশ অংশ নিতে অপারগ হলে সম্মেলন হতে পারে না?

ক) সংখ্যাগরিষ্ঠ খ) সংখ্যালঘিষ্ঠ গ) একটি ঘ) সবকটি সদস্য 

২০। তিনজনের ডিএনএ থেকে শিশুর জন্ম দিয়েছেন কোন দেশের বিজ্ঞানীরা?

ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) কানাডা ঘ) মেক্সিকো

১। ৫৭তম ২। ১২৪। ৩। চীন ৪। উজবেকিস্তান ৫। তৌকীর আহমেদ ৬। অস্ট্রেলিয়া ৭। সরকারি কর্মকর্তাদের অ্যাপ ৮। কানাডার ৯। নারীর ক্ষতায়নের জন্য ১০। ২১ সেপ্টেম্বর ১১। ১২১ তম ১২। চীন ১৩। সাকিব ১৪। ২৭ সেপ্টেম্বর ১৫। ২৮ সেপ্টেম্বর ১৬। ইসরায়েল ১৭। ১০৬তম ১৮। ৩ জন ১৯। ১টি ২০। যুক্তরাষ্ট্র

১. বাংলাদেশের শততম ওডিআই জয়টি আসে কোন দলের বিপক্ষে?

ক. আফগানিস্তান খ. ইংল্যান্ড গ. ভারত ঘ. পাকিস্তান

২. জাতীয় পরিচয়পত্রে (স্মার্ট কার্ড) কয়টি সেবা পাওয়া যাবে?

ক. ২০ খ. ২১ গ. ২২ ঘ. ২৩

৩. ২০১৬ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন কে?

ক) ইউশিনোরি ওসুমি খ) ডেভিড জে থাওলেস গ) ডানকান হ্যালডেন ঘ) মাইকেল কোস্টারলিৎজ

৪. জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন কে?

ক) আন্তোনিও গুতেরেস খ) টেরেসা মে গ) হুয়ান ম্যানুয়েল সান্তোস ঘ) উপরের কেউ নন

উ: আন্তোনিও গুতেরেস

৫. বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়?

ক) ৪ অক্টোবর খ) ৫ অক্টোবর গ) ৬ অক্টোবর ঘ) ৭ অক্টোবর

৬. ২০১৬ সালে শান্তিতে নোবেল জিতেছেন কে?

ক) আন্তোনিও গুতেরেস খ) টেরেসা মে গ) হুয়ান ম্যানুয়েল সান্তোস ঘ) উপরের কেউ নন

৭. সানা কোন দেশের রাজধানী?

ক) ইয়েমেন খ) আলজেরিয়া গ) তুরস্ক ঘ) চাদ

৮. ২০১৬ সালে সাহিত্যে নোবেল জিতেছেন কে?

ক) বব ডিলান খ) প্যাট্রিক মোদিয়ানো গ) অ্যালিস মুনরো ঘ) মো ইয়ান

৯. ২০১৫-১৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত?

ক) ৮৯ খ) ৯০ গ) ৬৯ ঘ) ৭৯

১০. থাইল্যান্ডের রাজা ভূমিবল কবে মারা যান?

ক) ১০ অক্টোবর খ) ১২ অক্টোবর গ) ১৩ অক্টোবর ঘ) ১৪ অক্টোবর

১১. চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কবে বাংলাদেশ সফরে আসেন?

ক) ১৪ অক্টোবর খ) ১৫ অক্টোবর গ) ১২ অক্টোবর ঘ) ১৩ অক্টোবর

১২. ব্রিকস-বিমসটেক আউটরিচ কোথায় অনুষ্ঠিত হয়?

ক) ভারতে খ) রাশিয়ায় গ) চীনে ঘ) বাংলাদেশে

১৩. বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম কবে বাংলাদেশ সফরে আসেন?

ক. ১৫ অক্টোবর খ. ১৬ অক্টোবর গ. ১৭ অক্টোবর ঘ. ১৮ অক্টোবর

১৪. আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস কবে পালন করা হয়।

ক. ১৭ অক্টোবর খ. ১৫ অক্টোবর গ. ১৯ অক্টোবর ঘ. ১৩ অক্টোবর

উ: ১৭ অক্টোবর

১৫. বিশ্বব্যাংক ২০১৬ সালের আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস কোথায় পালন করে?

ক. বাংলাদেশে খ. নাইজেরিয়ায় গ. ঘানায় ঘ. ভারতে

উ: বাংলাদেশে

১৬. ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনাটি কার?

ক. শি জিনপিংয়ের খ. বারাক ওবামার গ. টেরেসা মে’র ঘ. জিম ইয়ং কিমের

১৭. বিশ্বব্যাংকের মতে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় কোন দেশ?

ক. শ্রীলঙ্কা খ. ভারত গ. বাংলাদেশ ঘ. থাইল্যান্ড

১৮. টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অনুযায়ী, কত সালের মধ্যে বিশ্বকে দারিদ্র্যমুক্ত করার কথা রয়েছে?

ক. ২০২৫ সাল খ. ২০৩০ সাল গ. ২০৩৫ সাল ঘ. ২০৪০ সাল

১৯. হাইতিতে সম্প্রতি আঘাত হানা হারিকেনের নাম?

ক. ম্যাথিউ খ. অ্যালেক্স গ. বনি ঘ. কলিন

২০. চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক সফরে বাংলাদেশের সাথে কয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়?

ক. ২৫ খ. ২৬ গ. ২৭ ঘ. ২৮

২১. ওয়াগ্যা পোয়ে কোন জনগোষ্ঠীর উৎসব?

ক. মারমা খ. চাকমা গ. খাসি ঘ. মগ

২২. দেশের সবচেয়ে পুরোনো গ্যাসক্ষেত্র কোনটি?

ক. হরিপুর গ্যাসক্ষেত্র খ. রুপগঞ্জ গ্যাসক্ষেত্র গ. তিতাস গ্যাসক্ষেত্র ঘ. কোনটি না

২৩. আলেপ্পো নগর কোথায় অবস্থিত?

ক. ইরাক খ. ইরান গ. সিরিয়া ঘ. ইয়েমেন

২৪. শিশুপুষ্টি খাতে বাংলাদেশকে বাড়তি কত ডলার দেবে বিশ্বব্যাংক।

ক) ২৫ কোটি খ) ৫০ কোটি গ) ১০০ কোটি ঘ) ২০০ কোটি

২৫. কয়টি দেশকে উঠতি অর্থনৈতিক শক্তির দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে?

ক) ৮ খ) ৯ গ) ১০ ঘ) ১১

উত্তর: ১। ইংল্যান্ড ২। ২২ ৩। ইউশিনোরি ওসুমি ৪। আন্তোনিও গুতেরেস ৫। ৫ অক্টোবর ৬। হুয়ান ম্যানুয়েল সান্তোস ৭। ইয়েমেন ৮। বব ডিলান ৯। ৯০ ১০। ১৩ অক্টোবর ১১। ১৪ অক্টোবর ১২। ভারতে ১৩। ১৬ অক্টোবর ১৪। ১৭ অক্টোবর ১৫। বাংলাদেশে ১৬। শি জিন পিংয়ের  ১৭। বাংলাদেশ ১৮। ২০৩০ সাল ১৯। ম্যাথিউ ২০। ২৭ ২১। মারমা ২২। তিতাস ২৩। সিরিয়া ২৪। ১০০ কোটি ২৫। ১১

১. পৃথিবীর জানা ইতিহাসের সবচেয়ে উষ্ণ মাস কোনটি?

ক) ২০১৬ সালের জুন মাস খ) ২০১৬ সালের জুলাই মাস গ) ২০১৬ সালের আগস্ট মাস ঘ) ২০১৬ সালের সেপ্টেম্বর মাস

২ সুন্দরবনের কয় ধরনের ক্ষতির আশংকা করছে ইউনেসকো?

ক) ৩ ধরনের খ) ৪ ধরনের গ) ৫ ধরনের ঘ) ৬ ধরনের

৩. বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মতে সব উন্নয়নের ভিত্তি কি?

ক) জিডিপি প্রবৃদ্ধি খ) জীবন যাত্রার মান গ) অর্থনৈতিক স্থিতিশীলতা ঘ) সুশাসন

৪. রাকা কোন দেশের শহর?

ক) ইরাক খ) ইরান গ) ইয়েমেন ঘ) সিরিয়া

৫. আরব বসন্ত কোথায় শুরু হয়েছিল?

ক) সিরিয়ায় খ) লেবাননে গ) ইরাক ঘ) তিউনিসিয়ায়

৬. হুতি বিদ্রোহী সংগঠন কোন দেশের?

ক) ইরাকের খ) পাকিস্তানের গ) সিরিয়ার ঘ) ইয়েমেনের

৭. কিগালি কোন দেশের রাজধানী?

ক) রুয়ান্ডা খ) সোমালিয়া গ) বসনিয়া ঘ) কম্বোডিয়া

৮. পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?

ক) ১৬ কোটি খ) ১৬ কোটি ১০ লাখ গ) ১৬ কোটি ২০ লাখ ঘ) ১৬ কোটি ৩০ লাখ

৯. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত জন মানুষ বাস করে?

ক) ৭৫০ জন খ) ৯০০ জন গ) ১০০০ জন ঘ) ১২০০ জন

১০. জাতিসংঘ দিবস কবে?

ক) ২১ অক্টোবর খ) ২২ অক্টোবর গ) ২৩ অক্টোবর ঘ) ২৪ অক্টোবর

১১. ফাস্তাকিম গ্রুপ কোন দেশের বিদ্রোহী সংগঠন?

ক) ইরাক খ) পাকিস্তান গ) ইরান ঘ) সিরিয়া

১২. আইপিইউ’র বর্তমান সদস্য সংখ্যা কত?

ক) ‌১৫০ খ) ১৬০ গ) ১৭০ ঘ) ১৮০

১৩. পাটপণ্যে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বাজার কোনটি?

ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) জার্মানি ঘ) ভারত

১৪. জাঙ্গল ক্যাম্প শরণার্থী শিবিরটি কোন দেশে অবস্থিত?

ক) গ্রিস খ) জার্মানি গ) ফ্রান্স ঘ) যুক্তরাজ্য

১৫. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?

ক) ব্রাজুকা খ) জাবুলানি গ)জাবিভকা ঘ) কোনটি না

১৬. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হার কত?

ক) ৭.০১% খ) ৭.১১% গ) ৭.০২% ঘ) ৭.১২%

১৭. বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে কত?

ক) ১৪৬৬ ডলার খ) ১৪৬৫ ডলার গ) ১৩৬৫ ডলার ঘ) ১৩৬৬ ডলার

১৮. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত?

ক) ৪৮৮ টি খ) ৪৮৯ টি গ) ৪৯০ টি ঘ) ৪৯১ টি

১৯. ২০১৬ সালের ম্যানবুকার পুরস্কার জিতেছেন কে?

ক) হিলারি ম্যান্টেল খ) পল বিটি গ) হাওয়ার্ড জ্যাকবসন ঘ) মারলন জেমস

উ: পল বিটি।

২০. ত্রিপুরার আমাবাসা থেকে কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ এনে ঢাকায় সমাহিত করা হয়?

ক) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের খ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ) বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের ঘ) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের

২১. গ্র্যানোলা কিসের নাম?

ক) ধানের জাতের নাম খ) গমের জাতের নাম গ) ভুট্টার জাতের নাম ঘ) আলুর জাতের নাম

২২. নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

ক) ষষ্ঠ খ) সপ্তম গ) অষ্টম ঘ) নবম

২৩. বাল্টিক দেশ কয়টি?

ক) ৪টি খ) ২টি গ) ৩টি ঘ) ৫টি

২৪. গত অর্থবছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষে কোন দেশ?

ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র গ) হংকং ঘ) চীন

উ: যুক্তরাষ্ট্র।

২৫. বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট জিতেছে?

ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৯টি

উত্তর:

১। ২০১৬ সালের সেপ্টেমর মাস ২।  চার ধরনের। ৩। সুশাসন। ৪। সিরিয়া ৫।  তিউনিসিয়ায়। ৬। ইয়েমেনের। ৭। রুয়ান্ডা। ৮। ১৬ কোটি ১০ লাখ। ৯। ১ হাজার ২০০ জন। ১০। ২৪ অক্টোবর ১১। সিরিয়ার ১২। ১৭০ ১৩। ভারত। ১৪। ফ্রান্স ১৫। জাবিভকা। ১৬। ৭.১১ % ১৭। ১৪৬৫ ডলার ১৮। ৪৯০ টি। ১৯। পল বিটি ২০। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। ২১। আলুর জাতের নাম। ২২। সপ্তম ২৩। ৩টি ২৪। যুক্তরাষ্ট্র ২৫। ৯টি।

১। প্যারিস জলবায়ু চুক্তি কবে কার্যকর হয়?

উ: ৫ নভেম্বর, ২০১৬

২। ধুলা ও ধোঁয়ার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় কোন শহরের স্কুলগুলো তিন দিন বন্ধ রাখা হয়?

উ: ভারতের রাজধানী নয়াদিল্লির।

৩। মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্তির জন্য মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ ন্যূনতম কত হতে হবে?

উ: ১৩ বছর।

৪। বিশ্বের মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘দ্য এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছে কোন সংস্থা?

উ: বান্দরবানের বেসরকারি সংস্থা তাজিংডংয়ের সামাজিক অর্থায়নে গ্রামীণ সাধারণ বন সংরক্ষণ প্রকল্প।

 ৫। জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উ: মরক্কোর মারাক্কেশে।

৬। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় ঢাকা কততম স্থানে?

উ: ১১তম।

৭। ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ কি?

উ: বাংলাদেশের কেনা সাবমেরিনের নাম।

 ৮। বীর প্রতীক তারামন বিবি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কোথায় অবস্থিত?

উ: কুড়িগ্রামের রাজিবপুরে।

৯। বৈশ্বিক

Govt Jobs

Bank Jobs

Viva Jobs