Studypress Blog

৩৮তম বিসিএস ও ব্যাংক জব প্রিপারেশন: ৩৫-৩৭তম বিসিএসের প্রশ্ন ও উত্তর (কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি)

08 Feb 2021

৩৫তম বিসিএস প্রিলি

#কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে ?
উ: সিলিকন 
# ব্যাক আপ প্রোগ্রাম বলতে কী বোঝানো হয় ?
উ: নির্ধারিত ফাইল কপি করা 
# একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হল 
উ: অর্থ সাশ্রয় , স্থানের সাশ্রয় , সময় সাশ্রয় 
# নিচের কোন সাইটটি কেনা -বেচানার জন্য নয় ?
উ: গুগল.কম 
# নিচের কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয় ?
উ: ওয়েব ব্রাউজার 
# কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?
উ: রিড ফ্রম 
# MICR এর পূর্ণরুপ কী ?
উ: Magnetic Ink Character Reader 
# সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয় ?
উ: ২০০৬
# নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফরম ?
উ: অ্যান্ডয়েড 
# মোবাইল কমিউনিকেশনে 4g এর ক্ষেত্রে 3g এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কী ?
উ: ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা 
# ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা কে ?
উ: লরেন্স জে ইলিসন 
# প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ?
উ: র‌্যামে 
# পারসোনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায় ?
উ: নেটওয়ার্ক 
# কম্পিউটার সিস্টেম িএ স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র?
উ: ইনপুট

৩৬তম বিসিএস প্রিলি 

# নিচের কোন মেমোরীটি Non Volatile ?
উ: ROM ( Volatile গুলো হলো > DRAM, SRAM , SD-RAM)
# নিচের কোনটি 3G Language নয় ?
উ: Assembly & Machine Language 
# নিচের কোনটি সঠিক ?
উ:১ কিলোবাইট= ১০২৪ বাইট 
# ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিতিতি করে কাজ করে ?
উ: IEEE. 802.11
# নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?
উ: টিভি রিমোট কন্ট্রোল 
# (১০১১+১১০১)বাইনারী ২= ?
উ: (১০০০০)বাইনারী ২
# Wi MAX - এর পূর্ণরুপ কী ?
উ:Worldwide Interoperability for Microwave Access 
# Boolean Algebra এর নিচের কোনটি সঠিক ?
উ: A+A=1
# ৮০৮৬ কত বিটের মাইক্রো প্রসেসর ?
উ: ৩২ 
# মোবাইল - এর কোনটি ইনপুট ডিভাইস নয় ?
উ: টাচস্ক্রিন 
# নিচের কোনটি ডাটাবেজ ল্যাঙ্গুয়েজ ?
উ: ওরাকল 
# Linkeln-এর ক্ষেত্রে কোনটি সঠিক ?
উ: এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস , এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত , ২০০৬ সালে এর সদস্য সংখ্যা ২০ মিলিয়নের অধিক হয় 
# কমিনিউকেশন সিস্টেমের গেটওয়ে কী কাজে ব্যবহৃত হয় ?
উ: দুই বা তার অধিক ভিন্ন ধরণের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে 
# নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি ?
উ: RAM
# প্লটার কোন ধরণের ডিভাইস ?
উ: আউটপুট 

৩৭তম বিসিএস প্রিলি

# কম্পিউটার সিপিইউ এর কোন অংশে গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে ?
= এ. এল. ইউ. 
# ‘‘ একটি ২ ইনপুট লজিক সেটের আউটপুট ’ফাই’ হবে , যদি এর ইনপুটগুলো সমান হয়’’ - এই উক্তিটি কোন সেটের জন্য সত্য ?
উ: Ex-OR
# কোনটি অপারেটিং সিস্টেম নয় ?
উ: সি 
# ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেযে ভালো বর্ণনা করা সম্ভব ?
উ: ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া 
# IPV4 এড্রেস কত বিটের?
উ: ১২৮ 
# নিচের কোনটি ইনপুট ডিভাইস?
উ:ওএমআর 
# ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায় ?
উ: ৬৫৫৩৬
# আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে ?
উ: অ্যাপেল 
# EDSAC কম্পিউটার এ ডাটা সংরক্ষণের জন্য কী ধরণের মেমরী ব্যবহার হতো ?
উ: Mercury Delay Lines 
# ই- কর্মাস সাইট অ্যামজন.কম কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উ: ১৯৯৪
# ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP- এর পূর্ণরুপ কী ?
উ: Simple Mail Transfer Protocol 
# TCP দিয়ে কোনটি বোঝানো হয় ?
উ: প্রোটোকল 
# PUSH এবং POP নিচের কার সাথে সম্পর্কিত ?
উ: Stack 
# ওয়াইফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি ?
উ: তারহীন সংযোগ 
# এ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ?
উ: এটির নির্মাতা গুগল, এটি লিনাক্স কার্নেল নির্ভর , একটি প্রধাণত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি

 

∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১/০১৭১৯৪৩৪৮৮৫ আমাদের বিকাশ নাম্বার।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs