Studypress Blog

BCS Preparation: পরীক্ষার সম্ভাব্য সময় অক্টোবর মাসে

03 Feb 2021

৩৮তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ট ২০১৭ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে পারে।
সঠিক তারিখ, সময় ও আসনব্যবস্থা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।
ক. প্রার্থীদেরকে ২০০(দুইশত) নম্বরের একটি লিখিত multiple choice question (MCQ) type প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় ২ ঘন্টা দেওয়া হবে। Optical mark readable double lithocode এবং barcode যুক্ত উত্তরপত্র (OMR) মেশিনে কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

খ. এই পরীক্ষায় মোট ২০০(দুইশত) টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১(এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর হতে ০.৫০ নম্বর করে কাটা হবে।

গ. উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনােরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে।

ঘ. প্রিলিমিনারি টেস্টের MCQ উত্তরপত্র গোপনীয় দলিল হিসেবে গণ্য হবে। প্ৰিলিমিনারি টেস্টের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা পুনঃপরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে না।

ঙ. প্রিলিমিনারি টেস্টের উত্তরপত্র কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে কোনোভাবেই প্ৰদৰ্শন করা হবে না এবং উক্ত টেস্টের নম্বর কোনো প্ৰাখী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদর্শন করা হবে না।

চ. প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণের ক্ষেত্রে প্রাথীদের উপযুক্ততা এবং প্রিলিমিনারি টেস্টে কৃতকার্যতা নির্ধারণের ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বৰ বন্টন নিম্নে প্রদান করা হলো :

বাংলা ভাষা ও সাহিত্য = ৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য = ৩৫
বাংলাদেশ বিষয়াবলী = ৩০
আন্তর্জাতিক বিষয়াবলী = ২০
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা = ১০
সাধারণ বিজ্ঞান = ১৫
কম্পিউটার ও তথ্য = ১৫
গাণিতিক যুক্তি = ১৫
মানসিক দক্ষতা = ১৫
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন = ১০
---------------------------------------------------
মোট = ২০০

Govt Jobs

Bank Jobs

Viva Jobs