Studypress Blog

আলোচিত সাহিত্য ও স্রষ্টা

25 Aug 2018

১.আব্দুল কাদেরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? 
উঃ দিলরম্নবা।
২.’আলো ও ছায়া’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ কামিনী রায়।আআ
৩.’আবোল তাবোল’ কার রচনা? 
উঃ সুকুমার রায়।
৪.আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? 
উঃ রাত্রি শেষ।
৫.আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস কোনটি?
উঃ অরণ্যনীলিমা।
৬.হেমচন্দ্র বন্দোপাধ্যায়রচিত মহাকাব্যর নাম কি?
উঃ বৃত্রসংহার।
৭.’লালন ফকির’ নাটকের নাট্যকার কে?
উঃ কল্যান মিত্র।
৮.’সিরাজদ্দৌলা’ নাটকের নাট্যকার কে?
উঃ গিরিশ চন্দ্র।
৯.’অশ্রম্নমালা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কায়কোবাদ।
১০.’অভিজ্ঞান শকুন্ত্মলম’ এর রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১১.’প্রভাবতী সম্ভাষণ’ এর রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১২.’বেতাল পঞ্চ বিংশগতি’ রচনা করেন কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩.’শকুন্ত্মলা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৪.’অপরাজিতা’ গ্রন্থটির লেখক কে?
উঃ বিভুতিভূষন।
১৫.’আত্মঘাতি বাঙ্গালী’ এর রচয়িতা কে?
উঃ নীরদ চন্দ্র চৌধুরী।
১৬.’অনল প্রবাহ’ ও ‘রায় নন্দিনী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ইসমাইল হোসেন সিরাজী।
১৭.ইসমাইল হোসেন সিরাজী যেকাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম কি?
উঃ অনল প্রবাহ।
১৮.সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্মস্থান কোথায়?
উঃ সিরাজগঞ্জ।
১৯.আবদুলস্নাহ উপন্যাসটি কে রচনা করেন?
উঃ কাজী ইমদাদুল হক।
২০.’নবী কাহিনী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী ইমদাদুল হক।
২১.’আবার আসিব ফিরে’ কবিতাটির রচয়িতা কে?
উঃ জীবনানন্দ দাশ।
২২.’বনলতা সেন’ কবিতাটি লিখেছেন কে?
উঃ জীবনানন্দ দাশ।
২৩.’আমার পূর্ব বাংলা’ কবিতাটির রচয়িতা কে?
উঃ সৈয়দ আলী আহসান।
২৪.’আনন্দ মঠ’ ও ‘দেবী চৌধুরানী’ গ্রন্থ দুটির রচয়িতা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২৫.’কমলাকান্ত্মের দপ্তর’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
২৬.’কমলাকান্ত্মের দপ্তর’ কোন ধরনের রচনা?
উঃ র্তীয়ক ব্যঙ্গাত্মক।
২৭. ‘কৃষ্ণকান্ত্মের উইল’ উপন্যাসের রচিয়তা কে?
উঃবঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
২৮.বঙ্কিম চন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি?
উঃ দুর্গেশ নন্দিনী (১৮৬৫)।
২৯.বঙ্কিম চন্দ্র মৃত্যু কবে বরণ করেন?
উঃ ১৮৯৪ সালে।
৩০.’আমি বিজয় দেখিছি’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ এম, আর, আখতার মুকুল।
৩১.’আলালের ঘরের দুলাল’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ প্যারীচাঁদ মিত্র।
৩২.’আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ আবুল মনসুর আহমেদ।
৩৩.আমি সৈনিক রচনাটি নজরম্নলের কোন গ্রন্থের অর্ন্ত্মভুক্ত?
উঃ দুর্দিনের যাত্রী।
৩৪.’আগুন নিয়ে খেলা’ গ্রন্থটির রচয়িতা?
উঃ অন্নদাশঙ্কর রায়।
৩৫.’আমলার মামলা’ গ্রন্থটির রচয়িতা?
উঃ শওকত ওসমান।
৩৬.’জননী’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ শওকত ওসমান।
৩৭.’ক্রীতদাসের হাসি’ উপন্যাসের রচিয়তা কে?
উঃশওকত ওসমান।ক
৩৮.’সংস্কৃতির চড়াই উৎরাই’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃশওকত ওসমান।
৩৯.আলাওলের শ্রেষ্ঠ কীির্র্ত কি?
উঃ পদ্মাবতী।
৪০.’নোলক’ কবিতা আল মাহমুদের কোন গ্রন্থের অর্ন্ত্মগত?
উঃ লোক লোকান্ত্মর।
৪১.’আকাঙ্খিত অসুন্দর’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ ফজল শাহাবুদ্দীন।
৪২.’আমি কিংবদন্ত্মীর কথা বলাছি’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উঃ আবু জাফর উবায়দুলস্নাহ।
৪৩.’ইস্ত্মাম্বুল যাত্রীর পত্র’ এর রচিয়তা কে?
উঃ ইব্রাহিম খাঁ।
৪৪.’ঈশ্বর পাটনী’ চরিত্রের স্রষ্টা কে?
উঃ ভারতচন্দ্র রায়গুনকর (অন্নদামঙ্গল)।
৪৫.’ইউসূফ-জুলেখা’ কাব্যেররচিয়তা কে?
উঃ শাহ মুহাম্মদ সগীর।
৪৬.’উমর ফারম্নক’ কবিতা কাজী নজরম্নল ইসলামের কোনকাব্যগ্রন্থের
অর্ন্ত্মভূক্ত?
উঃ জিঞ্জির।
৪৭.’ব্যাথার দান’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃকাজী নজরম্নল ইসলাম।
৪৮.’বাঁধনহারা’ উপন্যাসটিররচয়িতা কে?
উঃ কাজী নজরম্নল ইসলাম।
৪৯.’বাতায়ন পাশে গুবাক তরম্নর সারি’ কবিতাটির রচযিতা কে?
উঃ কাজী নজরম্নল ইসলাম।
৫০.’বিষের বাঁশি’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরম্নল ইসলাম।
৫১.’সন্ধ্যা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরম্নল ইসলাম’
৫২.” মৃত্যুক্ষুধা “উপন্যাসটির রচয়িতা কে?
উঃ কাজী নজরম্নল ইসলাম।
৫৩.’রিক্তের বেদন’ গল্পগ্রন্থের রচয়িতা কে ?
উঃ কাজী নজরম্নল ইসলাম।
৫৪.’সঞ্চিতা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী নজরম্নল ইসলাম।
৫৫.’সঞ্চয়ন’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ কাজী মোতাহার হোসেন।
৫৬.’সঞ্চয়িতা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৭.’সভ্যতার সঙ্কট’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৫৮.রবীন্দ্রনাথের গীতাঞ্জলী কাব্যগ্রন্থের ইংরেজী অনুবাদ করেন কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর & W.B.Yeats.
৫৯.’রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথের কোন শ্রেনীর রচনা ?
উঃ ভ্রমনকাহিনী।
৬০.রবীন্দ্রনাথের ‘জুতা আবিস্কার’ কোন শ্রেনীর কবিতা ?
উঃ বিদ্রম্নপাত্মক।
৬১.’খেয়া’ রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা?
উঃ কাব্য রচনা।
৬২.’কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৩.’চোখের বালী’ উপন্যাসটি লিখেছেন কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৪.’নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৫.’নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৬.’রক্তকবরী’ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৭.’রাজর্ষি’ উপন্যাসটির রচয়িতা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৮.রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় কতসালে ?
উঃ ১৮৮৩ সালে।
৬৯.রবীন্দ্রনাথের রচিত প্রথম সার্থক ছোটগল্প কোনটি ?
উঃ দেনা- পাওনা।
৭০.’চিত্রাঙ্গদা’ রবীন্দ্রনাথের কোন শ্রেণীর রচনা?
উঃ নৃত্যনাট্য।
৭১.’উদাসিন পথিকের মনের কথা’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ মীর মর্শারফ হোসেন।
৭২.’জমিদার দর্পন’ নাটক রচনা করেছেন কে?
উঃ মীর মোশারফ হোসেন।
৭৩.’বসন্ত্মকুমারী’ নাটকটিকে রচনা করেন?
উঃ মীর মোশাররফ হোসেন।

Govt Jobs

Bank Jobs

Viva Jobs