Studypress Blog

BCS Preparation: কম্পিউটারের মধ্যে কমন আসার মত ৫০০টি তথ্য (পর্ব ০১)

13 Dec 2020

1. ইন্টারনেটের জনক- ভিন্টন গ্রে কার্ফ;

2. ডিজিটাল ক্যামেরার জনক- স্টিভেন জে সিসোন (যুক্তরাষ্ট্র);

3. ব্যাংকিং খাতে এটিএম পদ্ধতির জনক- জন শেফার্ড ব্যারন;

4. মাইক্রোসফট এর জনক- বিল গেটস (১৯৭৫);

5. ওর্য়াল্ড ওয়াইড ওয়েব (WWW) এর জনক- টিম বার্নাডস লি (সুইজারল্যান্ড, ১৯৯১);
6. মোবাইল ফোনের জনক- মার্টিন কুপার (যুক্তরাষ্ট্র, ১৯৭৩);

7. ইয়াহু’র জনক- জেরি ইয়াং (তাইওয়ান) ও ডেভিড ফেলো (যুক্তরাষ্ট্র),১৯৯৫;

8. গুগল- এর জনক- সার্জেই ব্রিন (যুক্তরাষ্ট্র, ১৯৯৮);

9. ফেসবুকের জনক- মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র, ২০০৪);

10. টুইটারের জনক- জ্যাক ডোরসেই (যুক্তরাষ্ট্র, ২০০৬);

11. ই-বুক এর জনক- মাইকেল এস হার্ট;

12. ই-মেইলের জনক- রে টমলিনসন (যুক্তরাষ্ট্র);

13. উইকিলিকস (সুইডেন ভিত্তিক)- এর প্রতিষ্ঠাতা- জুলিয়ান এস্যাঞ্জ (অষ্ট্রেলিয়া);

14. কমপ্যাক্ট ডিস্ক (সিডি) এর জনক- নোরিও ওহগা (জাপান);

15. কম্পিউটার মাউসের জনক- ডগলাস এঙ্গেলবার্ট (যুক্তরাষ্ট্র)

16. আধুনিক ল্যাপটপের জনক- বিল মোগারিজ;

 

17. সার্চ ইঞ্জিনের জনক- এলান এমটাজ;

18. কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যপলের প্রতিষ্ঠাতা- স্টিভ জবস (সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র);

19. পাঞ্চ কার্ডের উদ্ভাবক- জোসেফ ম্যারী জ্যাকুয়ার্ড;

20. লগারিদম এর উদ্ভাবক- জন নেপিয়ার;

21. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;

22. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:

23. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;

24. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;

25. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের- খঅঘ, গঅঘ, ডঅঘ;

26. কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশনকে বলা হয়- এরননবৎরংয;

29. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;

30. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;

31. বিশ্বের প্রম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;

32. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।

33. প্রম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);

34. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;

35. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;

36. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;

37. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;

38. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;

39. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system

40. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;

41. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX

42. Visual Basicএ দুই ধরনের ধ্রুবক থাকে;

43. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure

44. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)

45. LAN Ges LAN Topology- BUS, STAR, RING;

46. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;

47. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;

48. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;

49. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;

50. Dial up internet connectionএ টেলিফোন লাইন প্রয়োজন;

51. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।

52. Zoom out—image ছোট করা;

53. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;

54. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান- প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;

Govt Jobs

Bank Jobs

Viva Jobs