Studypress Blog

অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার প্রস্তুতি: বাংলাতে আসবার মত প্রায় ১২০টি প্রশ্ন

09 Dec 2020

১. পদাবলির শ্রেষ্ঠ পদকর্তা: চণ্ডীদাস

২. চার ইয়ারী কথা’ গ্রন্থটি রচনা করেন: প্রমথ চৌধুরী

৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘সীতারাম’ একটি: ঐতিহাসিক উপন্যাস

৪. বাংলাভাষার প্রথম সাময়িকপত্র: দিগদর্শন

৫. বিদ্যাপতি ছিলেন-মিথিলার কবি

৬.  ‘ফুলদানি’ শব্দের ‘দানি’র ভাষিক পরিচয়: শব্দপ্রত্যয়

৭. ‘হয়’ শব্দের সমার্থক শব্দ: ঘোড়া

৮. ‘ঝি’ এর সমার্থক শব্দ: সুতা

৯. সান্ত শব্দের বিপরীত শব্দ: অনন্ত

১। কোনটি বাগধারা বোঝায়?

শিরে সংক্রান্তি

২।উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
সাপও মরে লাঠি ও না ভাঙ্গে

৩। অর্ধচন্দ্র এর অর্থ কি?
গলাধাক্কা দেওয়া

৪।  ‘রাম গড়ুরের ছানা’ বলতে কী বোঝায়?
গোমরামুখো লোক

৫। ‘ হেড মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
ইংরেজি + ফার্সি

১. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে?
অক্ষয় কুমার দত্ত

২. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৮০০ সাল

৩. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি?
শাহ মুহাম্মদ সগীর

৪. ডঃ মুহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উদ্ভব-
গৌড়ীয় প্রাকৃত থেকে

৫. কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
১২০১-১৩৫০খ্রি

১. ‘সিকি’-কোন ধরনের শব্দ?
গণনাবাচক

২. বাংলা ভাষায় কতটি পরাশ্রয়ী শব্দ আছে?
৩ টি

৩. 'পূণ্যে মতি হোক' বাক্যে পূণ্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
বিশেষ্যরূপ

৪. ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃ
বিভাবরী, শীর্ণ

৫. সমার্থক শব্দ নির্ণয় করুন-অপলাপ
অস্বীকার

১. রোহিনী চরিত্রটি কোন উপন্যাসের?
কৃষ্ণকান্তের উইল

২. সারেং বৌ উপন্যাসের চরিত্র কোনটি?
জয়গুন

৩. স্বর্গের সাথে সম্পৃক্ত-
মেনকা

৪. “দহনকাল” উপন্যাসটির জন্য কথা সাহিত্য “বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১৩” পদকে ভূষিত হনঃ
হরিশংকর জলদাস

৫. বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম

১. জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের কোন তারিখে?

১৩ মার্চ

২. পল্লীকবি মৃত্যুবরণ করেন কোথায়?

ঢাকায়

৩. ‘নকশী কাঁথার মাঠ’ এর রচয়িতা কে?

জসীমউদ্দীন

৪. ‘ধানক্ষেত’ কাব্যটি কে লিখেছেন?

জসীমউদ্দীন

৫. জসীম উদ্দীনের শ্রেষ্ঠকাহিনীকাব্য কোনটি?

সকিনা

১. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-

আকবর

২. বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

আলাওল

৩. বাংলা এবং মৈথালী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি?

ব্রজবুলি

৪. বাংলা লিপির উৎস কি ?

ব্রাহ্মী লিপি 

৫. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খন্ড সংখ্যা-

১৩

১. সবুজপত্র সম্পাদনা করেন-

প্রমথ চৌধুরী

২. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন- 

উইলিয়াম কেরি

৩. চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

হুমায়ুন কবির

৪. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা?

পত্রিকা 

৫. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?

সমাচার দর্পণ

১. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতায় প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গিত সঙ্গীত রূপে নেয়া হয়েছে ?

১০ লাইন

২. বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে?

কাজী নজরুল ইসলাম

৩. বাংলার মিল্টন কার উপাধি?

হেমেন্দ্র চট্রোপাধ্যায়

৪. ব্রক্ষপুত্রের কবি হিসেবে কাকে ডাকা হতো ?

ভূপেন হাজারিকা

৫. বীরবল ছদ্মনামে কে লিখতেন?

প্রমথ চৌধুরী 

১. কোন বন্ধনী চিহ্নটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে?
()

২. কোথায় সেমিকোলন বসে?
যৌগিক বাক্যে

৩. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার অধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে কোন চিহ্ন বসে?
ড্যাস

৪. প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?
ব্যাখ্যামূলক অর্থে

৫. অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা যায়?
তিন ভাগে

১. গুলা, গুলি প্রভৃতি সমষ্টিবাচক শব্দ কোন শব্দ থেকে জাত?
কূল

২. ‘সব’ এর সঠিক প্রয়োগ সম্ভব নিচের কোন শব্দের সাথে?
ভাই

৩. রা, এরা প্রভৃতি বহুবচন নির্দেশক কোন কারকে যুক্ত হয়?
অধিকরণ কারকে

৪. ‘বন্ধু’ শব্দের বহুবচন কোনটি?
সবগুলোই

৫. ‘চার’ –এর তারিখ বাচক সংখ্যা কত?
চৌঠা

১. বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?
৩০ দশকের

২. সনেটের কটি অংশ ?
২টি

৩. পল্লী কবি জসিমউদ্দীন সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়?
’নকশী কাঁথার মাঠ’ কাব্যটি বিভিন্ন ভাষায় অনূদিত হয়

৪. বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তি কাল-
ঊনবিংশ শতাব্দী

৫. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন
উইলিয়াম কেরি

Govt Jobs

Bank Jobs

Viva Jobs