Studypress Blog
মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে পরীক্ষায় আসার মত সকল তথ্য
09 Dec 2020
মুক্তিযুদ্ধের খেতাব চারটি।
মোট ৬৭৬ জনকে এ পদক দেওয়া হয়।
এতে সশস্ত্র বাহিনী থেকে আসা মুক্তিযোদ্ধা ৫২০, আর বেসামরিক মুক্তিযোদ্ধার সংখ্যা ১৫৬ জন।
সর্বোচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ পদক দেওয়া হয় ৭ জনকে। এই পদকটি কেবল সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত।
দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ‘বীরউত্তম’ দেওয়া হয় ৬৮ জনকে, এতে সশস্ত্র বাহিনী থেকে আসা মুক্তিযোদ্ধা ৬৬ আর বেসামরিক মুক্তিযোদ্ধা ২ জন।
তৃতীয় খেতাব ‘বীরবিক্রম’ ১৭৫টির মধ্যে সশস্ত্র বাহিনী ১৪২, বেসামরিক ৩৩।
চতুর্থ এবং সর্বশেষ ‘বীরপ্রতীক’ ৪২৬টি পদকের মধ্যে ৩০৫টি সশস্ত্র বাহিনী, বাকি ১২১টি দেওয়া হয় বেসামরিক মুক্তিযোদ্ধাদের।