Studypress Blog

মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে পরীক্ষায় আসার মত সকল তথ্য

09 Dec 2020

মুক্তিযুদ্ধের খেতাব চারটি।

মোট ৬৭৬ জনকে এ পদক দেওয়া হয়।

এতে সশস্ত্র বাহিনী থেকে আসা মুক্তিযোদ্ধা ৫২০, আর বেসামরিক মুক্তিযোদ্ধার সংখ্যা ১৫৬ জন।

সর্বোচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ পদক দেওয়া হয় ৭ জনকে। এই পদকটি কেবল সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত।

দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ‘বীরউত্তম’ দেওয়া হয় ৬৮ জনকে, এতে সশস্ত্র বাহিনী থেকে আসা মুক্তিযোদ্ধা ৬৬ আর বেসামরিক মুক্তিযোদ্ধা ২ জন।

তৃতীয় খেতাব ‘বীরবিক্রম’ ১৭৫টির মধ্যে সশস্ত্র বাহিনী ১৪২, বেসামরিক ৩৩।

চতুর্থ এবং সর্বশেষ ‘বীরপ্রতীক’ ৪২৬টি পদকের মধ্যে ৩০৫টি সশস্ত্র বাহিনী, বাকি ১২১টি দেওয়া হয় বেসামরিক মুক্তিযোদ্ধাদের।

Govt Jobs

Bank Jobs

Viva Jobs