Studypress Blog

অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার প্রস্তুতি: প্রধানমন্ত্রীর ভারত সফরের সকল দিক

06 Dec 2020

গত ৭ থেকে ১০ এপ্রিল ভারত সফরকালে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
তিনি বলেন, সেখানে প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে অবস্থানের সুযোগ ও সম্মান পৃথিবীর খুবই কম সংখ্যক বিদেশি সরকার প্রধান পেয়ে থাকেন। প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকও করেন।
 
 

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, মুক্তিযুদ্ধে গণহত্যার বিষয়টি উল্লেখ করে গণহত্যা দিবস হিসেবে পালনের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় সংসদ যে প্রস্তাব গ্রহণ করেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে সমর্থন দিতে সম্মতি জ্ঞাপন করেছেন।
 
তিনি বলেন, ভারত সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার নমনীয় ঋণের ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে ১৭টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। সামরিক খাতে ৫০০ মিলিয়ন ডলার নমনীয় ঋণ দিতেও প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
 
এ সফরে ৩৫টি দলিল, ১১টি চুক্তি এবং ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

দিল্লির পার্ক স্ট্রিট হিসেবে যেটি পরিচিত, সেটির নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব রোড নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। 
 
খুলনা-কলকাতা রুটে যাত্রীবাহী রেল ও বাস চলাচল এবং দিনাজপুরের বিরল ও ভারতের রাধিকাপুরের মধ্যে পণ্যবাহী রেল চলাচলেরও উদ্বোধন করা হয়েছে।
 
ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান করা হয়। এক হাজার ৬৬১ জন ভারতীয় শহীদকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়। ভারত সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়তায় ১০ হাজার মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি দেবে, মুক্তিযোদ্ধাদের ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে। প্রতি বছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহযোগিতা দেবে।

Govt Jobs

Bank Jobs

Viva Jobs