Studypress Blog

ভারতের সাউথ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ

06 Dec 2020

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি ৪০ কোটি ডলারের এই জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট শুক্রবার বিকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।

ভারতের উদ্যোগে এই স্যাটেলাইট উৎক্ষেপণে অংশীদার হিসেবে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের আবদুল্লা ইয়ামিন, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা শ্রীসেনার সঙ্গে যুক্ত হন।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের আট সদস্যের মধ্যে শুধু পাকিস্তান ছাড়া বাকি দেশগুলোর অংশগ্রহণে এই প্রথম স্যাটেলাইট পাঠানো হল মহাকাশে।

Govt Jobs

Bank Jobs

Viva Jobs